অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় (1st chapter) থেকে MCQ প্রশ্ন উত্তর:-
১. জেমস মিলের দৃষ্টিতে অন্ধকারময় যুগ হলো-
A) ব্রিটিশ যুগ
B) প্রাচীন যুগ
C) হিন্দু যুগ
D) মুসলিম যুগ
উত্তর-D) মুসলিম যুগ
২. হিস্টরি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে লেখেন-
A) জন মার্শাল
B) উইলিয়াম হান্টার
C) জেমস মিল
D) উইলিয়াম ওয়েডারবান
উত্তর-C) জেমস মিল
৩. রাজাবলি নামের ইতিহাস বইটি কে লেখেন?
A) জেমস মিল
B) কালীকৃষ্ণ ন্যায়রত্ন
C) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D) ধনঞ্জয়
উত্তর-C) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
৪. দিল্লির প্রথম মহিলা সুলতান কে ছিলেন?
A) রাজিয়া
B) নুরজাহান
C) গুলবদন বেগম
D) হযরত বেগম
উত্তর-A) রাজিয়া
৫. সাম্রাজ্যবাদের সঙ্গে যোগাযোগ স্পষ্ট-
A) রাজতন্ত্রবাদের
B) সমাজতন্ত্রবাদের
C) গণতন্ত্রবাদের
D) উপনিবেশবাদের
উত্তর-D) উপনিবেশবাদের
৬. কত খ্রিস্টাব্দে ওরঙ্গজেব মারা যান?
A) ১৭০৮
B) ১৭০৯
C) ১৭০৭
D) ১৭০৬
উত্তর-C) ১৭০৭
৭. ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তির সূচনা হয়েছিল-
A) বক্সারের যুদ্ধের পর
B) পলাশীর যুদ্ধের পর
C) বিদারার যুদ্ধের পর
D) ঘর্ঘরার যুদ্ধের পর
উত্তর-B) পলাশীর যুদ্ধের পর
৮. সব দেশের ইতিহাস এক নয় একথা কে বলেছিলেন?
A) কাজী নজরুল ইসলাম
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর-B) রবীন্দ্রনাথ ঠাকুর
৯. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় আফিম রপ্তানি করত?
A) ইংল্যান্ডে
B) চীনে
C) আফ্রিকায়
D) পারস্যে
উত্তর -B) চীনে
১০. অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীকার ছিলেন-
A) জন মার্শাল
B) উইলিয়াম ওয়েডারবার্ন
C) জ্যোতি ব্রাউন
D) ভগৎ সিং
উত্তর-B) উইলিয়াম ওয়েডারবার্ন
১১. ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন-
A) সুলতান মাহমুদ
B) লর্ড কার্জন
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) বঙ্কিমচন্দ্র
উত্তর-B) লর্ড কার্জন
কোনটা ঠিক কোনটা ভুল লেখা
১. রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই ভারতবর্ষের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
উত্তর- ঠিক
২. পলাশীর যুদ্ধ অপেক্ষা রাজিয়ার সিংহাসন আহরণ কম অতীত।
উত্তর- ভুল
৩. নীলকর সাহেবরা নীলচাষী কে নীলচাষে পদ্ম পড়ত না।
উত্তর-ভুল
৪. বাঙালির ইতিহাস লিখতে হবে বাঙালীকে একথা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর-ভুল
৫. সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন সিধু কানহু।
উত্তর- ঠিক
৬. ভারতের ইতিহাস কে প্রাচীন ও আধুনিক যুগে ভাগ করা হয়।
উত্তর- ভুল
৭. চীনের ক্যান্টন প্রদেশের ছিল আফিমের ইউরোপীয় ফ্যাক্টরি।
উত্তর-ঠিক
৮. সাম্রাজ্যবাদ হল একটি প্রক্রিয়া।
উত্তর-ঠিক
৯. ওরঙ্গজেব মারা যান 1808 খ্রিস্টাব্দে
উত্তর-বল
১০. রাজা এবং প্রজাতির কথা বলার জন্যই রাজাবলি লেখা হয়।
উত্তর-ভুল
১১. সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী বিশ্লেষণ এর দ্বন্দ্ব দেখা দেয়।
উত্তর-ঠিক
১২. চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী।
উত্তর-ভুল
১৩. জেমস মিল রচনা করেন ব্রিটিশ ভারতের ইতিহাস।
উত্তর-ঠিক
১৪. বাংলা প্রেসিডেন্সি থেকে মোগল সম্রাটদের মুদ্রা প্রচলন করা হতো না।
উত্তর-ভুল
১৫. অ্যালান অক্টোভিয়ান হিউম জীবনীকার হলেন উইলিয়াম ওয়েডারবার্ন।
উত্তর-ঠিক
সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো
১. পলাশীর যুদ্ধকে ---(প্রাচীন /মধ্য / আধুনিক) যুগের মধ্যে ফেলা হয়।
উত্তর-আধুনিক
২. আজাদ হিন্দ ফৌজের সম্মানে ------/ (জাপান ইতালি/জার্মানি) ডাকটিকিট প্রবর্তন করে।
উত্তর-জাপান
৩. অধুনা শব্দের অর্থ ----(আজ /সমসাময়িক/ সম্প্রতি)।
উত্তর-সম্প্রতি
৪. সাম্রাজ্যবাদ একটি ----(পদ্ধতি/ বিবর্তন/ প্রক্রিয়া)।
উত্তর-প্রক্রিয়া
৫. রাজিয়াকে দিল্লির শাসনভার এর জন্য নির্বাচন করে যান----- (ইলতুৎমিস/ফিরোজশাহ)/ হায়দার আলী।
উত্তর-ইলতুৎমিস
৬. জেমস মিল ভারতের ইতিহাস কে --- (দুটি/ তিনটি/ চারটি) ভাগে ভাগ করেন।
উত্তর-তিনটি
৭. রাজাবলি নামের ইতিহাস বইটি লেখা হয়েছিল--------(১৮০৮/১৮০৯/১৮০৭)।
উত্তর-১৮০৮
৮. রাজাবলি নামক ইতিহাস গ্রন্থটি লেখেন-----(রবীন্দ্রনাথ ঠাকুর/ জেমস মিল/ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার)।
উত্তর-মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
৯. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কৃতিত্ব---- (গান্ধীজীর/ সুভাষচন্দ্রের/ হিউমের)।
উত্তর-হিউমের
১০. সাম্রাজ্যবাদের সঙ্গে-----( উপনিবেশবাদের/ জাতীয়তাবাদের/ আন্তর্জাতিকতাবাদ) এর সম্পর্ক রয়েছে।
উত্তর-উপনিবেশবাদের
অতি- সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. কোন শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে?
উত্তর-অধুনা শব্দ থেকে
২. অধুনা শব্দটির অর্থ কি?
উত্তর-সম্প্রতি বা নতুন
৩. ভারত বিভাজন কবে ঘটেছিল?
উত্তর-১৯৪৭ খ্রিস্টাব্দে
৪. কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান?
উত্তর-১৭০৭ খ্রিস্টাব্দে
৫. ইলতুৎমিস কাকে দিল্লির শাসন করার জন্য নির্বাচন করেন?
উত্তর- রাজিয়া কে
৬. প্রাচীন ভারতের কোন সম্রাট কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন?
উত্তর-মৌর্য সম্রাট অশোক
৭. পলাশীর যুদ্ধ কে কোন যুগের অন্তর্ভুক্ত করা হয়?
উত্তর-আধুনিক যুগের
৮. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর-অ্যালান অক্টোভিয়ান হিউম
৯. হিউমের জীবনীকার রচনা করেন কে?
উত্তর-উইলিয়ম ওয়েডারবার্ন
১০. চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর-জৈন ধর্মাবলম্বী
১১. বিম্বিসার কোন ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর-বৌদ্ধ
১২. কবে রাজাবলি গ্রন্থটি লেখা হয়েছিল?
উত্তর-১৮০৮ খ্রিস্টাব্দে
১৩.History of British India বইটি কে লেখেন?
উত্তর-জেমস মিল
১৪. জেমস মিল কোন যুগকে অন্ধকারময় যুগ বলেছেন?
উত্তর-মধ্যযুগ কে
১৫. রাজাবলি নামে ইতিহাস বইটি কে লেখেন?
উত্তর-মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
১৬. ব্রিটিশ সরকারের কাছে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি কি ছিল?
উত্তর-হাঙ্গামা বা উৎখাত
No comments:
Post a Comment