Gk questions answer in Bengali Part-6 আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর , বাংলা জিকে কোশ্চেন অ্যানসার, Gk question in Bengali , WBCS, WBP, RAIL, NTPC, CHSL CGL, SSC, ICDS,RRB, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। General knowledge question in Bengali , Important gk Question in bengali শেয়ার করছি। Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 6 : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 6 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। ১. উত্তরাখণ্ডের রাজধানী হল .... (A) মাসুরি (B) দেহরা দুন (C) নৈনিতাল (D) এর কোনটিই নয় উত্তর: (B) দেহরা দুন ৩. গীত গোবিন্দ রচনা করেন --- (A) বানা ভট্ট (B) কালিদাস (C) জয়দেব (D) ভরত মুনি উত্তর: (C)সিজয়দেব ৪. গ্যালিলিও একজন ইতালীয় জ্যোতির্বিদ ছিলেন (A) টেলিস্কোপ তৈরি করেছেন (B) বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ আবিষ্কার করেন (C) আবিষ্কার করেছে যে দুল চলাচল একটি নিয়মিত সময় পরিমাপ তৈরি করে (D) উপরের সবগুলো উত্তর: (D) উপরের সবগুলো ৫.দেশবন্ধু নামে পরিচিত কে ছিলেন? (A) এস রাধাকৃষ্ণন (B) G.K. গোখলে (C) চিত্তরঞ্জন দাস (D) মদন মোহন মালভিয়া উত্তর: (C) চিত্তরঞ্জন দাস ৪.FFC মানে (A) ফরেন ফাইন্যান্স কর্পোরেশন (B) ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন (C) ফুটবল কাউন্সিল ফেডারেশন (D) উপরের কোনটি নয় উত্তর: (B) ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন ৫. নিচের কোন জাতীয় উদ্যানগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেই? (A) কাজিরাঙ্গা (B) কেওলাদিও (C) সুন্দরবন (D) কানহা উত্তর: (D) কানহা ৫. কে "দ্য সেন্ট অফ গটার্স" নামে পরিচিত? (A) বাবা আমতে (B) মাদার তেরেসা (C) আন্না হাজারে (D) এর কোনটিই নয় উত্তর: (B) মাদার তেরেসা ৬. নিচের কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়? (A) পদার্থবিজ্ঞান এবং রসায়ন (B) ফিজিওলজি বা মেডিসিন (C) সাহিত্য, শান্তি এবং অর্থনীতি (D) উপরের সবগুলো উত্তর: (D) উপরের সবগুলো ৭. গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, পার্ক এভিনিউ, নিউ ইয়র্ক বিশ্বের (A) বৃহত্তম রেলওয়ে স্টেশন (B) সর্বোচ্চ রেলওয়ে স্টেশন (C) দীর্ঘতম রেলওয়ে স্টেশন (D) উপরের কোনটি নয় উত্তর: (A) বৃহত্তম রেলওয়ে স্টেশন ৮. নিচের কোন ব্যক্তিত্ব ‘বংশগতির নিয়ম’ দিয়েছেন? (A) রবার্ট হুক (B) G.J. মেন্ডেল (C) চার্লস ডারউইন (D) উইলিয়াম হার্ভে উত্তর: (B) G.J. মেন্ডেল ৯. গরামপানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? (A) জুনাগড়, গুজরাট (B) দিপু, আসাম (C) কোহিমা, নাগাল্যান্ড (D) গ্যাংটক, সিকিম উত্তর: (B) দিপু, আসাম ১০. হর্ষচরিতা ও কদমবাড়ি কার সৃষ্টি? (A) কালহান (B) পানিনি (C) বানভট্ট (D) পতঞ্জলি উত্তর: (C) বানভট্ট ১১. উপসাগরীয় সহযোগিতা পরিষদ মূলত দ্বারা গঠিত হয়েছিল (A) বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (B) দ্বিতীয় বিশ্ব জাতি (C) তৃতীয় বিশ্ব জাতি (D) চতুর্থ বিশ্ব জাতি উত্তর: (A) বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ১২.ভারত কখন লক্ষ্যযুক্ত জনবন্টন ব্যবস্থা চালু করে? (A) 1995 (B) 1996 (C) 1997 (D) 1998 উত্তর: (C) 1997 ১৩. আমেরিকান স্বাধীনতার যুদ্ধ কখন হয়েছিল? (A) 1770 (B) 1772 (C) 1774 (D) 1776 উত্তর: (D) 1776 ১৪. অলিম্পিক এবং বিশ্ব টুর্নামেন্টের জন্য, বাস্কেটবল কোর্টের মাত্রা রয়েছে (A) 26 মি x 14 মি (B) 28 মি x 15 মি (C) 27 মি x 16 মি (D) 28 মি x 16 মি উত্তর: (B) 28 মি x 15 মি ১৫. গলফ খেলোয়াড় বিজয় সিং কোন দেশের? (A) মার্কিন যুক্তরাষ্ট্র (B) ফিজি (C) ভারত (D) যুক্তরাজ্য উত্তর: (B) ফিজি ১৬. জনপ্রিয় কুমায়নি লোকশিল্পী "পাপ্পু কার্কি" মারা গেছেন। তাকে কোন রাজ্যে ছেড়ে দেওয়া হয়েছিল? (A) জম্মু ও কাশ্মীর (B) হিমাচল প্রদেশ (C) উত্তরাখণ্ড (D) আসাম উত্তর: (D) আসাম ১৭. পঞ্চায়েতি রাজের অন্তর্গত ... (A) অবশিষ্ট তালিকা (B) সমবয়সী তালিকা (C) রাজ্যের তালিকা (D) ইউনিয়ন তালিকা উত্তর: (C) রাজ্যের তালিকা ১৮. প্রথম আফগান যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? (A) 1839 (B) 1843 (C) 1833 (D) 1848 উত্তর: (A) 1839 ১৯. কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? (A) উত্তর প্রদেশ (B) মহারাষ্ট্র (C) বিহার (D) অন্ধ্রপ্রদেশ উত্তর: (A) উত্তর প্রদেশ ২০. মারাঠা এবং কেসরি দুটি প্রধান সংবাদপত্র যা নিম্নলিখিত লোকেরা শুরু করেছিল? (A) লালা লাজপত রায় (B) গোপাল কৃষ্ণ গোখলে (C) বাল গঙ্গাধর তিলক (D) মদন মোহন মালভিয়া উত্তর: (C) বাল গঙ্গাধর তিলক ২১. বিশ্ব বাণিজ্য সংস্থা কখন অস্তিত্ব লাভ করে? (A) 1992 (B) 1993 (C) 1994 (D) 1995 উত্তর: (D) 1995 ২২. সূর্যালোকের এক্সপোজার একজন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে কারণ (A) ইনফ্রারেড আলো শরীরে ব্যাকটেরিয়া মেরে ফেলে (B) প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় (C) ত্বকের রঙ্গক কোষগুলি উদ্দীপিত হয় এবং একটি সুস্থ ট্যান তৈরি করে (D) অতিবেগুনী রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি -তে রূপান্তর করে উত্তর: (D) অতিবেগুনী রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি -তে রূপান্তর করে ২৩. ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনউ অধিবেশন 1916 সালে অনুষ্ঠিত হয়েছিল? (A) রাসবিহারী ঘোষ (B) অম্বিকা চরণ মজুমদার (C) ভূপেন্দ্র নাথ বসু (D) উপরের কোনটি নয় উত্তর: (B) অম্বিকা চরণ মজুমদার ২৪. কেবিনেট মিশন ভারতে এসেছিল? (A) 1942 (B) 1943 (C) 1945 (D) 1946 উত্তর: (D) 1946 ২৫. নিচের কোনটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? (A) গ্রীস (B) ফিনল্যান্ড (C) নরওয়ে (D) যুক্তরাজ্য উত্তর: (C) নরওয়ে ২৬. ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স কোথায় অবস্থিত? (A) গুজরাট (B) মহারাষ্ট্র (C) রাজস্থান (D) আসাম হাইড উত্তর: (A) গুজরাট ২৭. আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? (এ) কাঠমান্ডু (B) জাকার্তা (C) কুয়ালালামপুর উত্তর: (C) কুয়ালালামপুর ২৮. ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার কম? (A) বিহার (B) রাজস্থান (C) অরুণাচল প্রদেশ (D) উড়িষ্যা উত্তর: (A) বিহার ২৯. নিচের কোন যন্ত্রটি মাটির পানির টান পরিমাপ করতে ব্যবহৃত হয়? (A) ফটোমিটার (B) পাইরোমিটার (C) সাইক্রোমিটার (D) টেনসিওমিটার উত্তর: (D) টেনসিওমিটার ৩০. সার্ক কখন গঠিত হয়েছিল? (A) 1982 (B) 1984 (C) 1985 (D) 1986 উত্তর: (C) 1986 ৩১. গুয়াহাটি হাইকোর্টের বিচার বিভাগ কি? (A) নাগাল্যান্ড (B) অরুণাচল প্রদেশ (C) আসাম (D) উপরের সবগুলো উত্তর: (D) উপরের সবগুলো ৩২. বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস প্রতি বছর পালিত হয় (A) 8 ই মে (B) 18 মে (C) 8 ই জুন (D) 18 জুন উত্তর: (A) 8 মে ৩৩. যুদ্ধ, সশস্ত্র বিদ্রোহ বা বহিরাগত আগ্রাসন থেকে উদ্ভূত জাতীয় জরুরী অবস্থা নিচের কোনটি? (A) ধারা 280 (B) ধারা 352 (C) ধারা 356 (D) ধারা 370 উত্তর: (B) ধারা 352 ৩৪. ভারতের সাক্ষরতার হার হল ... (A) 57.86% (B) 61.34% (C) 63.98% (D) 65.38% উত্তর: (D) 65.38% ৩৫. হাতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? (A) মিজোরাম (B) উড়িষ্যা (C) মণিপুর (D) মেঘালয় উত্তর: (D) মেঘালয় ৩৬. কোন শহরে ভারতের প্রথম জাতীয় পুলিশ যাদুঘর প্রতিষ্ঠিত হবে? (A) চেন্নাই (B) দিল্লি (C) নাগপুর (D) কলকাতা উত্তর: (B) দিল্লি ৩৭. পানিনি ছিলেন ...... (A) একজন গ্রিক দার্শনিক (B) একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী এবং বিখ্যাত গণিতবিদ (C) বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ (D) প্রাচীনকালের মহান কবি। উত্তর: (সি) বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ ৩৮. কোন খেলার বিজয়ীদের সম্মানিত করা হয়: ফেডারেশন কাপ, বিশ্বকাপ, অ্যালভিন আন্তর্জাতিক ট্রফি এবং চ্যালেঞ্জ কাপ? (A) টেনিস (B) ভলিবল (C) বাস্কেটবল (D) ক্রিকেট উত্তর: (B) ভলিবল ৩৯. নিচের কোন গাছের নিচে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন? (A) ফিকাস বেঙ্গালেনসিস (B) ফিকাস রিলিজিওসা (C) ফিকাস মাইক্রোকার্পা (D) ফিকাস ইলাস্টিকা উত্তর: (B) ফিকাস রিলিজিওসা ৪০. নিচের কোনটি বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর? (A) আর্কটিক (B) আটলান্টিক (C) প্রশান্ত মহাসাগরীয় (D) ভারতীয় উত্তর: (C) প্রশান্ত মহাসাগরীয় ৪১ কোন মহাকাশ সংস্থা 2017 সালে একক মিশনে 104 স্যাটেলাইট পাঠায়? (A) ইসরো (B) নাসা (C) রাশিয়ান এজেন্সি (D) চায়না স্পেস এজেন্সি উত্তর: (A) ইসরো ৪২. প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে জার্মানি কখন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল? (A) 19 জানুয়ারি, 1918 (B) 30 মে, 1918 (C) 11 নভেম্বর, 1918 (D) ফেব্রুয়ারি 15, 1918 উত্তর: (C) 11 নভেম্বর, 1918 ৪৩. নীচের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? (A) আর.ভেঙ্কটারমন (B) ড রাজেন্দ্র প্রসাদ (C) ড জাকির হুসিয়ান (ডি) ডব্লিউ গিরি উত্তর: (সি) ড জাকির হুসিয়ান ৪৪. ভারতের সাইক্লিং ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? (A) 1946 (B) 1846 (সি) 1947 (D) 1952 উত্তর: (A) 1946 ৪৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জার্মানি কখন ফ্রান্স আক্রমণ করেছিল? (A) 1940 (B) 1941 (C) 1942 (ড) 1943 উত্তর: (A) 1940 ৪৬. গুরু গোবিন্দ সিং ছিলেন (A) শিখদের দশম গুরু (B) খালসা প্রতিষ্ঠাতা, 1699 সালে শিখদের অভ্যন্তরীণ পরিষদ (C) দশম গ্রন্থের লেখক (D) উপরের সবগুলো উত্তর: (D) উপরের সবগুলো ৪৭. অগ্নি মন্দির কোন ধর্মের উপাসনার স্থান? (A) তাওবাদ (B) ইহুদি ধর্ম (C) জরথুষ্ট্রিয়ানিজম (পার্সি ধর্ম) (D) শিন্টোইজম উত্তর: (C) জরথুষ্ট্রিয়ানিজম (পার্সি ধর্ম) ৪৮. ভারতের নিম্নোক্ত সেলিব্রিটিদের মধ্যে কে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ অস্কার বিজয়ী? (A) মৃণাল সেন (B) শ্যাম বাংলা (C) সত্যজিৎ রায় (D) মীরা নায়ার উত্তর: (C) সত্যজিৎ রায় ৪৯. কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? (A) গোদাবরী (B) কৃষ্ণ (C) কাভেরি (D) এর কোনটিই নয় উত্তর: (C) কাভেরি ৫০. ভারতের ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? (A) পুনে (মহারাষ্ট্র) (B) রাজকোট (গুজরাট) (C) পিম্প্রি (মহারাষ্ট্র) (D) পেরাম্বুর (তামিলনাড়ু) উত্তর: (A) পুনে (মহারাষ্ট্র ৫১. 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? (A) দেবেন্দ্রনাথ ঠাকুর (B) রবীন্দ্রনাথ ঠাকুর (C) মোহাম্মদ ইকবাল (D) মির্জা গালিব উত্তর: (B) রবীন্দ্রনাথ ঠাকুর ৫২. নিচের কোন ব্যক্তিত্ব অর্থনীতির জনক হিসেবে পরিচিত? (A) জেএম কেনেস (B) অ্যাডাম স্মিথ (C) আব্রাহাম মাসলো (D) জে.কে. গ্যালব্রেথ উত্তর: (B) অ্যাডাম স্মিথ ৫৩. নিচের কোনটি ইথিওপিয়ার রাজধানী? (A) আবুজা (B) দার এস সালাম (C) আদ্দিস আবাবা (D) হারারে উত্তর: (C) আদ্দিস আবাবা ৫৪.মাউন্ট এটনা একটি বিখ্যাত আগ্নেয়গিরি যা অবস্থিত? (A) আর্জেন্টিনা (B) ইতালি (C) মেক্সিকো (D) ফিলিপাইন উত্তর: (B) ইতালি ৫৫. DRDL মানে (A) প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন গবেষণাগার (B) গবেষণা ও উন্নয়ন গবেষণাগার বিভাগ (C) ডিফারেনশিয়াল রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন ল্যাবরেটরি (D) উপরের কোনটি নয় উত্তর: (A) প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন গবেষণাগার ৫৬. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? (A) কে.এম. মুন্সি (B) (C) (D) দেশমুখ (C) G.V. মাভালংকার (D) এইচজে কানিয়া উত্তর: (C) G.V. মাভালংকার ৫৭. নিচের কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের জাতির সংখ্যার প্রতিনিধিত্ব করে? (A) 54 (B) 75 (C) 93 (D) 118 উত্তর: (D) 118 ৫৮. ফাইলেরিয়াসিসের কারণ কী? (A) ব্যাকটেরিয়া (B) মশা (C) প্রোটোজোয়া (D) ভাইরাস উত্তর: (B) মশা ৫৯. ভারতের জাতীয় ফুটবল দল কখন প্রতিষ্ঠিত হয়েছিল? (A) 1937 (B) 1938 (C) 1940 (D) 1952 উত্তর: (A) 1937 ৬০. নিচের কোন শাসক জুনাগড় শিলালিপির জন্য পরিচিত? (A) রুদ্রদমন (B) জীবদমন (C) দামজাদশ্রী (D) জয়দমন উত্তর: (A) রুদ্রদমন ৬১.কোন ব্যাংক তার অনেক শাখার জন্য তার নাম এবং IFSC কোড পরিবর্তন করেছে? (A) এসবিআই (B) ক্যানারা ব্যাংক (C) অ্যাক্সিস ব্যাংক (D) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উত্তর: (A) এসবিআই - SM Textbook

Fresh Topics

Friday, July 28, 2023

Gk questions answer in Bengali Part-6 আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর , বাংলা জিকে কোশ্চেন অ্যানসার, Gk question in Bengali , WBCS, WBP, RAIL, NTPC, CHSL CGL, SSC, ICDS,RRB, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। General knowledge question in Bengali , Important gk Question in bengali শেয়ার করছি। Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 6 : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 6 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। ১. উত্তরাখণ্ডের রাজধানী হল .... (A) মাসুরি (B) দেহরা দুন (C) নৈনিতাল (D) এর কোনটিই নয় উত্তর: (B) দেহরা দুন ৩. গীত গোবিন্দ রচনা করেন --- (A) বানা ভট্ট (B) কালিদাস (C) জয়দেব (D) ভরত মুনি উত্তর: (C)সিজয়দেব ৪. গ্যালিলিও একজন ইতালীয় জ্যোতির্বিদ ছিলেন (A) টেলিস্কোপ তৈরি করেছেন (B) বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ আবিষ্কার করেন (C) আবিষ্কার করেছে যে দুল চলাচল একটি নিয়মিত সময় পরিমাপ তৈরি করে (D) উপরের সবগুলো উত্তর: (D) উপরের সবগুলো ৫.দেশবন্ধু নামে পরিচিত কে ছিলেন? (A) এস রাধাকৃষ্ণন (B) G.K. গোখলে (C) চিত্তরঞ্জন দাস (D) মদন মোহন মালভিয়া উত্তর: (C) চিত্তরঞ্জন দাস ৪.FFC মানে (A) ফরেন ফাইন্যান্স কর্পোরেশন (B) ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন (C) ফুটবল কাউন্সিল ফেডারেশন (D) উপরের কোনটি নয় উত্তর: (B) ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন ৫. নিচের কোন জাতীয় উদ্যানগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেই? (A) কাজিরাঙ্গা (B) কেওলাদিও (C) সুন্দরবন (D) কানহা উত্তর: (D) কানহা ৫. কে "দ্য সেন্ট অফ গটার্স" নামে পরিচিত? (A) বাবা আমতে (B) মাদার তেরেসা (C) আন্না হাজারে (D) এর কোনটিই নয় উত্তর: (B) মাদার তেরেসা ৬. নিচের কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়? (A) পদার্থবিজ্ঞান এবং রসায়ন (B) ফিজিওলজি বা মেডিসিন (C) সাহিত্য, শান্তি এবং অর্থনীতি (D) উপরের সবগুলো উত্তর: (D) উপরের সবগুলো ৭. গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, পার্ক এভিনিউ, নিউ ইয়র্ক বিশ্বের (A) বৃহত্তম রেলওয়ে স্টেশন (B) সর্বোচ্চ রেলওয়ে স্টেশন (C) দীর্ঘতম রেলওয়ে স্টেশন (D) উপরের কোনটি নয় উত্তর: (A) বৃহত্তম রেলওয়ে স্টেশন ৮. নিচের কোন ব্যক্তিত্ব ‘বংশগতির নিয়ম’ দিয়েছেন? (A) রবার্ট হুক (B) G.J. মেন্ডেল (C) চার্লস ডারউইন (D) উইলিয়াম হার্ভে উত্তর: (B) G.J. মেন্ডেল ৯. গরামপানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? (A) জুনাগড়, গুজরাট (B) দিপু, আসাম (C) কোহিমা, নাগাল্যান্ড (D) গ্যাংটক, সিকিম উত্তর: (B) দিপু, আসাম ১০. হর্ষচরিতা ও কদমবাড়ি কার সৃষ্টি? (A) কালহান (B) পানিনি (C) বানভট্ট (D) পতঞ্জলি উত্তর: (C) বানভট্ট ১১. উপসাগরীয় সহযোগিতা পরিষদ মূলত দ্বারা গঠিত হয়েছিল (A) বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (B) দ্বিতীয় বিশ্ব জাতি (C) তৃতীয় বিশ্ব জাতি (D) চতুর্থ বিশ্ব জাতি উত্তর: (A) বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ১২.ভারত কখন লক্ষ্যযুক্ত জনবন্টন ব্যবস্থা চালু করে? (A) 1995 (B) 1996 (C) 1997 (D) 1998 উত্তর: (C) 1997 ১৩. আমেরিকান স্বাধীনতার যুদ্ধ কখন হয়েছিল? (A) 1770 (B) 1772 (C) 1774 (D) 1776 উত্তর: (D) 1776 ১৪. অলিম্পিক এবং বিশ্ব টুর্নামেন্টের জন্য, বাস্কেটবল কোর্টের মাত্রা রয়েছে (A) 26 মি x 14 মি (B) 28 মি x 15 মি (C) 27 মি x 16 মি (D) 28 মি x 16 মি উত্তর: (B) 28 মি x 15 মি ১৫. গলফ খেলোয়াড় বিজয় সিং কোন দেশের? (A) মার্কিন যুক্তরাষ্ট্র (B) ফিজি (C) ভারত (D) যুক্তরাজ্য উত্তর: (B) ফিজি ১৬. জনপ্রিয় কুমায়নি লোকশিল্পী "পাপ্পু কার্কি" মারা গেছেন। তাকে কোন রাজ্যে ছেড়ে দেওয়া হয়েছিল? (A) জম্মু ও কাশ্মীর (B) হিমাচল প্রদেশ (C) উত্তরাখণ্ড (D) আসাম উত্তর: (D) আসাম ১৭. পঞ্চায়েতি রাজের অন্তর্গত ... (A) অবশিষ্ট তালিকা (B) সমবয়সী তালিকা (C) রাজ্যের তালিকা (D) ইউনিয়ন তালিকা উত্তর: (C) রাজ্যের তালিকা ১৮. প্রথম আফগান যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? (A) 1839 (B) 1843 (C) 1833 (D) 1848 উত্তর: (A) 1839 ১৯. কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? (A) উত্তর প্রদেশ (B) মহারাষ্ট্র (C) বিহার (D) অন্ধ্রপ্রদেশ উত্তর: (A) উত্তর প্রদেশ ২০. মারাঠা এবং কেসরি দুটি প্রধান সংবাদপত্র যা নিম্নলিখিত লোকেরা শুরু করেছিল? (A) লালা লাজপত রায় (B) গোপাল কৃষ্ণ গোখলে (C) বাল গঙ্গাধর তিলক (D) মদন মোহন মালভিয়া উত্তর: (C) বাল গঙ্গাধর তিলক ২১. বিশ্ব বাণিজ্য সংস্থা কখন অস্তিত্ব লাভ করে? (A) 1992 (B) 1993 (C) 1994 (D) 1995 উত্তর: (D) 1995 ২২. সূর্যালোকের এক্সপোজার একজন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে কারণ (A) ইনফ্রারেড আলো শরীরে ব্যাকটেরিয়া মেরে ফেলে (B) প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় (C) ত্বকের রঙ্গক কোষগুলি উদ্দীপিত হয় এবং একটি সুস্থ ট্যান তৈরি করে (D) অতিবেগুনী রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি -তে রূপান্তর করে উত্তর: (D) অতিবেগুনী রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি -তে রূপান্তর করে ২৩. ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনউ অধিবেশন 1916 সালে অনুষ্ঠিত হয়েছিল? (A) রাসবিহারী ঘোষ (B) অম্বিকা চরণ মজুমদার (C) ভূপেন্দ্র নাথ বসু (D) উপরের কোনটি নয় উত্তর: (B) অম্বিকা চরণ মজুমদার ২৪. কেবিনেট মিশন ভারতে এসেছিল? (A) 1942 (B) 1943 (C) 1945 (D) 1946 উত্তর: (D) 1946 ২৫. নিচের কোনটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? (A) গ্রীস (B) ফিনল্যান্ড (C) নরওয়ে (D) যুক্তরাজ্য উত্তর: (C) নরওয়ে ২৬. ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স কোথায় অবস্থিত? (A) গুজরাট (B) মহারাষ্ট্র (C) রাজস্থান (D) আসাম হাইড উত্তর: (A) গুজরাট ২৭. আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? (এ) কাঠমান্ডু (B) জাকার্তা (C) কুয়ালালামপুর উত্তর: (C) কুয়ালালামপুর ২৮. ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার কম? (A) বিহার (B) রাজস্থান (C) অরুণাচল প্রদেশ (D) উড়িষ্যা উত্তর: (A) বিহার ২৯. নিচের কোন যন্ত্রটি মাটির পানির টান পরিমাপ করতে ব্যবহৃত হয়? (A) ফটোমিটার (B) পাইরোমিটার (C) সাইক্রোমিটার (D) টেনসিওমিটার উত্তর: (D) টেনসিওমিটার ৩০. সার্ক কখন গঠিত হয়েছিল? (A) 1982 (B) 1984 (C) 1985 (D) 1986 উত্তর: (C) 1986 ৩১. গুয়াহাটি হাইকোর্টের বিচার বিভাগ কি? (A) নাগাল্যান্ড (B) অরুণাচল প্রদেশ (C) আসাম (D) উপরের সবগুলো উত্তর: (D) উপরের সবগুলো ৩২. বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস প্রতি বছর পালিত হয় (A) 8 ই মে (B) 18 মে (C) 8 ই জুন (D) 18 জুন উত্তর: (A) 8 মে ৩৩. যুদ্ধ, সশস্ত্র বিদ্রোহ বা বহিরাগত আগ্রাসন থেকে উদ্ভূত জাতীয় জরুরী অবস্থা নিচের কোনটি? (A) ধারা 280 (B) ধারা 352 (C) ধারা 356 (D) ধারা 370 উত্তর: (B) ধারা 352 ৩৪. ভারতের সাক্ষরতার হার হল ... (A) 57.86% (B) 61.34% (C) 63.98% (D) 65.38% উত্তর: (D) 65.38% ৩৫. হাতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? (A) মিজোরাম (B) উড়িষ্যা (C) মণিপুর (D) মেঘালয় উত্তর: (D) মেঘালয় ৩৬. কোন শহরে ভারতের প্রথম জাতীয় পুলিশ যাদুঘর প্রতিষ্ঠিত হবে? (A) চেন্নাই (B) দিল্লি (C) নাগপুর (D) কলকাতা উত্তর: (B) দিল্লি ৩৭. পানিনি ছিলেন ...... (A) একজন গ্রিক দার্শনিক (B) একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী এবং বিখ্যাত গণিতবিদ (C) বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ (D) প্রাচীনকালের মহান কবি। উত্তর: (সি) বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ ৩৮. কোন খেলার বিজয়ীদের সম্মানিত করা হয়: ফেডারেশন কাপ, বিশ্বকাপ, অ্যালভিন আন্তর্জাতিক ট্রফি এবং চ্যালেঞ্জ কাপ? (A) টেনিস (B) ভলিবল (C) বাস্কেটবল (D) ক্রিকেট উত্তর: (B) ভলিবল ৩৯. নিচের কোন গাছের নিচে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন? (A) ফিকাস বেঙ্গালেনসিস (B) ফিকাস রিলিজিওসা (C) ফিকাস মাইক্রোকার্পা (D) ফিকাস ইলাস্টিকা উত্তর: (B) ফিকাস রিলিজিওসা ৪০. নিচের কোনটি বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর? (A) আর্কটিক (B) আটলান্টিক (C) প্রশান্ত মহাসাগরীয় (D) ভারতীয় উত্তর: (C) প্রশান্ত মহাসাগরীয় ৪১ কোন মহাকাশ সংস্থা 2017 সালে একক মিশনে 104 স্যাটেলাইট পাঠায়? (A) ইসরো (B) নাসা (C) রাশিয়ান এজেন্সি (D) চায়না স্পেস এজেন্সি উত্তর: (A) ইসরো ৪২. প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে জার্মানি কখন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল? (A) 19 জানুয়ারি, 1918 (B) 30 মে, 1918 (C) 11 নভেম্বর, 1918 (D) ফেব্রুয়ারি 15, 1918 উত্তর: (C) 11 নভেম্বর, 1918 ৪৩. নীচের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? (A) আর.ভেঙ্কটারমন (B) ড রাজেন্দ্র প্রসাদ (C) ড জাকির হুসিয়ান (ডি) ডব্লিউ গিরি উত্তর: (সি) ড জাকির হুসিয়ান ৪৪. ভারতের সাইক্লিং ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? (A) 1946 (B) 1846 (সি) 1947 (D) 1952 উত্তর: (A) 1946 ৪৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জার্মানি কখন ফ্রান্স আক্রমণ করেছিল? (A) 1940 (B) 1941 (C) 1942 (ড) 1943 উত্তর: (A) 1940 ৪৬. গুরু গোবিন্দ সিং ছিলেন (A) শিখদের দশম গুরু (B) খালসা প্রতিষ্ঠাতা, 1699 সালে শিখদের অভ্যন্তরীণ পরিষদ (C) দশম গ্রন্থের লেখক (D) উপরের সবগুলো উত্তর: (D) উপরের সবগুলো ৪৭. অগ্নি মন্দির কোন ধর্মের উপাসনার স্থান? (A) তাওবাদ (B) ইহুদি ধর্ম (C) জরথুষ্ট্রিয়ানিজম (পার্সি ধর্ম) (D) শিন্টোইজম উত্তর: (C) জরথুষ্ট্রিয়ানিজম (পার্সি ধর্ম) ৪৮. ভারতের নিম্নোক্ত সেলিব্রিটিদের মধ্যে কে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ অস্কার বিজয়ী? (A) মৃণাল সেন (B) শ্যাম বাংলা (C) সত্যজিৎ রায় (D) মীরা নায়ার উত্তর: (C) সত্যজিৎ রায় ৪৯. কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? (A) গোদাবরী (B) কৃষ্ণ (C) কাভেরি (D) এর কোনটিই নয় উত্তর: (C) কাভেরি ৫০. ভারতের ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? (A) পুনে (মহারাষ্ট্র) (B) রাজকোট (গুজরাট) (C) পিম্প্রি (মহারাষ্ট্র) (D) পেরাম্বুর (তামিলনাড়ু) উত্তর: (A) পুনে (মহারাষ্ট্র ৫১. 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? (A) দেবেন্দ্রনাথ ঠাকুর (B) রবীন্দ্রনাথ ঠাকুর (C) মোহাম্মদ ইকবাল (D) মির্জা গালিব উত্তর: (B) রবীন্দ্রনাথ ঠাকুর ৫২. নিচের কোন ব্যক্তিত্ব অর্থনীতির জনক হিসেবে পরিচিত? (A) জেএম কেনেস (B) অ্যাডাম স্মিথ (C) আব্রাহাম মাসলো (D) জে.কে. গ্যালব্রেথ উত্তর: (B) অ্যাডাম স্মিথ ৫৩. নিচের কোনটি ইথিওপিয়ার রাজধানী? (A) আবুজা (B) দার এস সালাম (C) আদ্দিস আবাবা (D) হারারে উত্তর: (C) আদ্দিস আবাবা ৫৪.মাউন্ট এটনা একটি বিখ্যাত আগ্নেয়গিরি যা অবস্থিত? (A) আর্জেন্টিনা (B) ইতালি (C) মেক্সিকো (D) ফিলিপাইন উত্তর: (B) ইতালি ৫৫. DRDL মানে (A) প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন গবেষণাগার (B) গবেষণা ও উন্নয়ন গবেষণাগার বিভাগ (C) ডিফারেনশিয়াল রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন ল্যাবরেটরি (D) উপরের কোনটি নয় উত্তর: (A) প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন গবেষণাগার ৫৬. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? (A) কে.এম. মুন্সি (B) (C) (D) দেশমুখ (C) G.V. মাভালংকার (D) এইচজে কানিয়া উত্তর: (C) G.V. মাভালংকার ৫৭. নিচের কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের জাতির সংখ্যার প্রতিনিধিত্ব করে? (A) 54 (B) 75 (C) 93 (D) 118 উত্তর: (D) 118 ৫৮. ফাইলেরিয়াসিসের কারণ কী? (A) ব্যাকটেরিয়া (B) মশা (C) প্রোটোজোয়া (D) ভাইরাস উত্তর: (B) মশা ৫৯. ভারতের জাতীয় ফুটবল দল কখন প্রতিষ্ঠিত হয়েছিল? (A) 1937 (B) 1938 (C) 1940 (D) 1952 উত্তর: (A) 1937 ৬০. নিচের কোন শাসক জুনাগড় শিলালিপির জন্য পরিচিত? (A) রুদ্রদমন (B) জীবদমন (C) দামজাদশ্রী (D) জয়দমন উত্তর: (A) রুদ্রদমন ৬১.কোন ব্যাংক তার অনেক শাখার জন্য তার নাম এবং IFSC কোড পরিবর্তন করেছে? (A) এসবিআই (B) ক্যানারা ব্যাংক (C) অ্যাক্সিস ব্যাংক (D) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উত্তর: (A) এসবিআই

 Gk questions answer in Bengali Part-6



আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর , বাংলা জিকে কোশ্চেন অ্যানসার, Gk question in Bengali , WBCS, WBP, RAIL, NTPC, CHSL CGL, SSC, ICDS,RRB, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। General knowledge question in Bengali , Important gk Question in bengali শেয়ার করছি।

Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 6 : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 6 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।

 ১. উত্তরাখণ্ডের রাজধানী হল ....


(A) মাসুরি


(B) দেহরা দুন


(C) নৈনিতাল


(D) এর কোনটিই নয়


উত্তর: (B) দেহরা দুন



৩. গীত গোবিন্দ রচনা করেন ---


(A) বানা ভট্ট


(B) কালিদাস


(C) জয়দেব


(D) ভরত মুনি


উত্তর: (C)সিজয়দেব


৪. গ্যালিলিও একজন ইতালীয় জ্যোতির্বিদ ছিলেন


(A) টেলিস্কোপ তৈরি করেছেন


(B) বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ আবিষ্কার করেন


(C) আবিষ্কার করেছে যে দুল চলাচল একটি নিয়মিত সময় পরিমাপ তৈরি করে


(D) উপরের সবগুলো


উত্তর: (D) উপরের সবগুলো


৫.দেশবন্ধু  নামে পরিচিত কে ছিলেন?


(A) এস রাধাকৃষ্ণন


(B) G.K. গোখলে


(C) চিত্তরঞ্জন দাস


(D) মদন মোহন মালভিয়া


উত্তর: (C) চিত্তরঞ্জন দাস


 ৪.FFC মানে


(A) ফরেন ফাইন্যান্স কর্পোরেশন


(B) ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন


(C) ফুটবল কাউন্সিল ফেডারেশন


(D) উপরের কোনটি নয়


উত্তর: (B) ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন


৫. নিচের কোন জাতীয় উদ্যানগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেই?


(A) কাজিরাঙ্গা


(B) কেওলাদিও


(C) সুন্দরবন


(D) কানহা


উত্তর: (D) কানহা

৫. কে "দ্য সেন্ট অফ গটার্স" নামে পরিচিত?


(A) বাবা আমতে


(B) মাদার তেরেসা


(C) আন্না হাজারে


(D) এর কোনটিই নয়


উত্তর: (B) মাদার তেরেসা


 ৬. নিচের কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়?


(A) পদার্থবিজ্ঞান এবং রসায়ন


(B) ফিজিওলজি বা মেডিসিন


(C) সাহিত্য, শান্তি এবং অর্থনীতি


(D) উপরের সবগুলো


উত্তর: (D) উপরের সবগুলো


৭. গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, পার্ক এভিনিউ, নিউ ইয়র্ক বিশ্বের


(A) বৃহত্তম রেলওয়ে স্টেশন


(B) সর্বোচ্চ রেলওয়ে স্টেশন


(C) দীর্ঘতম রেলওয়ে স্টেশন


(D) উপরের কোনটি নয়


উত্তর: (A) বৃহত্তম রেলওয়ে স্টেশন


 ৮. নিচের কোন ব্যক্তিত্ব ‘বংশগতির নিয়ম’ দিয়েছেন?


(A) রবার্ট হুক


(B) G.J. মেন্ডেল


(C) চার্লস ডারউইন


(D) উইলিয়াম হার্ভে


উত্তর: (B) G.J. মেন্ডেল


৯. গরামপানি অভয়ারণ্য  কোথায় অবস্থিত?


(A) জুনাগড়, গুজরাট


(B) দিপু, আসাম


(C) কোহিমা, নাগাল্যান্ড


(D) গ্যাংটক, সিকিম


উত্তর: (B) দিপু, আসাম

১০. হর্ষচরিতা ও কদমবাড়ি কার সৃষ্টি?


(A) কালহান


(B) পানিনি


(C) বানভট্ট


(D) পতঞ্জলি


উত্তর: (C) বানভট্ট


১১. উপসাগরীয় সহযোগিতা পরিষদ মূলত দ্বারা গঠিত হয়েছিল


(A) বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত


(B) দ্বিতীয় বিশ্ব জাতি


(C) তৃতীয় বিশ্ব জাতি


(D) চতুর্থ বিশ্ব জাতি


উত্তর: (A) বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত



 ১২.ভারত কখন লক্ষ্যযুক্ত জনবন্টন ব্যবস্থা চালু করে?


(A) 1995


(B) 1996


(C) 1997


(D) 1998


উত্তর: (C) 1997


১৩. আমেরিকান স্বাধীনতার যুদ্ধ কখন হয়েছিল?


(A) 1770


(B) 1772


(C) 1774


(D) 1776


উত্তর: (D) 1776


১৪. অলিম্পিক এবং বিশ্ব টুর্নামেন্টের জন্য, বাস্কেটবল কোর্টের মাত্রা রয়েছে


(A) 26 মি x 14 মি


(B) 28 মি x 15 মি


(C) 27 মি x 16 মি


(D) 28 মি x 16 মি


উত্তর: (B) 28 মি x 15 মি


১৫. গলফ খেলোয়াড় বিজয় সিং কোন দেশের?


(A) মার্কিন যুক্তরাষ্ট্র


(B) ফিজি


(C) ভারত


(D) যুক্তরাজ্য


উত্তর: (B) ফিজি


১৬.  জনপ্রিয় কুমায়নি লোকশিল্পী "পাপ্পু কার্কি" মারা গেছেন। তাকে কোন রাজ্যে ছেড়ে দেওয়া হয়েছিল?


(A) জম্মু ও কাশ্মীর


(B) হিমাচল প্রদেশ


(C) উত্তরাখণ্ড


(D) আসাম


উত্তর: (D) আসাম


১৭. পঞ্চায়েতি রাজের অন্তর্গত ...


(A) অবশিষ্ট তালিকা


(B) সমবয়সী তালিকা


(C) রাজ্যের তালিকা


(D) ইউনিয়ন তালিকা


উত্তর: (C) রাজ্যের তালিকা


 ১৮. প্রথম আফগান যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?


(A) 1839


(B) 1843


(C) 1833


(D) 1848


উত্তর: (A) 1839


 ১৯. কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি?


(A) উত্তর প্রদেশ


(B) মহারাষ্ট্র


(C) বিহার


(D) অন্ধ্রপ্রদেশ


উত্তর: (A) উত্তর প্রদেশ


 ২০. মারাঠা এবং কেসরি দুটি প্রধান সংবাদপত্র যা নিম্নলিখিত লোকেরা শুরু করেছিল?


(A) লালা লাজপত রায়


(B) গোপাল কৃষ্ণ গোখলে


(C) বাল গঙ্গাধর তিলক


(D) মদন মোহন মালভিয়া


উত্তর: (C) বাল গঙ্গাধর তিলক


২১.  বিশ্ব বাণিজ্য সংস্থা কখন অস্তিত্ব লাভ করে?


(A) 1992


(B) 1993


(C) 1994


(D) 1995


উত্তর: (D) 1995


২২. সূর্যালোকের এক্সপোজার একজন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে কারণ


(A) ইনফ্রারেড আলো শরীরে ব্যাকটেরিয়া মেরে ফেলে


(B) প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়


(C) ত্বকের রঙ্গক কোষগুলি উদ্দীপিত হয় এবং একটি সুস্থ ট্যান তৈরি করে


(D) অতিবেগুনী রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি -তে রূপান্তর করে


উত্তর: (D) 

অতিবেগুনী রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি -তে রূপান্তর করে


২৩.  ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনউ অধিবেশন 1916 সালে অনুষ্ঠিত হয়েছিল?


(A) রাসবিহারী ঘোষ


(B) অম্বিকা চরণ মজুমদার


(C) ভূপেন্দ্র নাথ বসু


(D) উপরের কোনটি নয়


উত্তর: (B) অম্বিকা চরণ মজুমদার



২৪. কেবিনেট মিশন ভারতে এসেছিল?


(A) 1942


(B) 1943


(C) 1945


(D) 1946


উত্তর: (D) 1946


২৫. নিচের কোনটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?


(A) গ্রীস


(B) ফিনল্যান্ড


(C) নরওয়ে


(D) যুক্তরাজ্য


উত্তর: (C) নরওয়ে


২৬.  ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স কোথায় অবস্থিত?


(A) গুজরাট


(B) মহারাষ্ট্র


(C) রাজস্থান


(D) আসাম হাইড


উত্তর: (A) গুজরাট


 ২৭. আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(এ) কাঠমান্ডু


(B) জাকার্তা


(C) কুয়ালালামপুর


উত্তর: (C) কুয়ালালামপুর


২৮. ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার কম?


(A) বিহার


(B) রাজস্থান


(C) অরুণাচল প্রদেশ


(D) উড়িষ্যা


উত্তর: (A) বিহার


২৯.  নিচের কোন যন্ত্রটি মাটির পানির টান পরিমাপ করতে ব্যবহৃত হয়?


(A) ফটোমিটার


(B) পাইরোমিটার


(C) সাইক্রোমিটার


(D) টেনসিওমিটার


উত্তর: (D) টেনসিওমিটার


৩০.  সার্ক কখন গঠিত হয়েছিল?


(A) 1982


(B) 1984


(C) 1985


(D) 1986


উত্তর: (C) 1986


৩১. গুয়াহাটি হাইকোর্টের বিচার বিভাগ কি?


(A) নাগাল্যান্ড


(B) অরুণাচল প্রদেশ


(C) আসাম


(D) উপরের সবগুলো


উত্তর: (D) উপরের সবগুলো


৩২.  বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস প্রতি বছর পালিত হয়


(A) 8 ই মে


(B) 18 মে


(C) 8 ই জুন


(D) 18 জুন


উত্তর: (A) 8 মে


৩৩. যুদ্ধ, সশস্ত্র বিদ্রোহ বা বহিরাগত আগ্রাসন থেকে উদ্ভূত জাতীয় জরুরী অবস্থা নিচের কোনটি?


(A) ধারা 280


(B) ধারা 352


(C) ধারা 356


(D) ধারা 370


উত্তর: (B) ধারা 352


 ৩৪. ভারতের সাক্ষরতার হার হল ...


(A) 57.86%


(B) 61.34%


(C) 63.98%


(D) 65.38%


উত্তর: (D) 65.38%



৩৫. হাতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?


(A) মিজোরাম


(B) উড়িষ্যা


(C) মণিপুর


(D) মেঘালয়


উত্তর: (D) মেঘালয়


৩৬. কোন শহরে ভারতের প্রথম জাতীয় পুলিশ যাদুঘর প্রতিষ্ঠিত হবে?


(A) চেন্নাই


(B) দিল্লি


(C) নাগপুর


(D) কলকাতা


উত্তর: (B) দিল্লি


৩৭. পানিনি ছিলেন ......


(A) একজন গ্রিক দার্শনিক


(B) একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী এবং বিখ্যাত গণিতবিদ


(C) বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ


(D) প্রাচীনকালের মহান কবি।


উত্তর: (সি) বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ


৩৮. কোন খেলার বিজয়ীদের সম্মানিত করা হয়: ফেডারেশন কাপ, বিশ্বকাপ, অ্যালভিন আন্তর্জাতিক ট্রফি এবং চ্যালেঞ্জ কাপ?


(A) টেনিস


(B) ভলিবল


(C) বাস্কেটবল


(D) ক্রিকেট


উত্তর: (B) ভলিবল


 ৩৯. নিচের কোন গাছের নিচে বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন?


(A) ফিকাস বেঙ্গালেনসিস


(B) ফিকাস রিলিজিওসা


(C) ফিকাস মাইক্রোকার্পা


(D) ফিকাস ইলাস্টিকা


উত্তর: (B) ফিকাস রিলিজিওসা


৪০. নিচের কোনটি বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর?


(A) আর্কটিক


(B) আটলান্টিক


(C) প্রশান্ত মহাসাগরীয়


(D) ভারতীয়


উত্তর: (C) প্রশান্ত মহাসাগরীয়


৪১ কোন মহাকাশ সংস্থা 2017 সালে একক মিশনে 104 স্যাটেলাইট পাঠায়?


(A) ইসরো


(B) নাসা


(C) রাশিয়ান এজেন্সি


(D) চায়না স্পেস এজেন্সি


উত্তর: (A) ইসরো


৪২. প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে জার্মানি কখন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল?


(A) 19 জানুয়ারি, 1918


(B) 30 মে, 1918


(C) 11 নভেম্বর, 1918


(D) ফেব্রুয়ারি 15, 1918


উত্তর: (C) 11 নভেম্বর, 1918


৪৩.  নীচের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন?


(A) আর.ভেঙ্কটারমন


(B) ড রাজেন্দ্র প্রসাদ


(C) ড জাকির হুসিয়ান


(ডি) ডব্লিউ গিরি


উত্তর: (সি) ড জাকির হুসিয়ান


৪৪. ভারতের সাইক্লিং ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল?


(A) 1946


(B) 1846


(সি) 1947


(D) 1952


উত্তর: (A) 1946


৪৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জার্মানি কখন ফ্রান্স আক্রমণ করেছিল?


(A) 1940


(B) 1941


(C) 1942


(ড) 1943


উত্তর: (A) 1940



৪৬.  গুরু গোবিন্দ সিং ছিলেন


(A) শিখদের দশম গুরু


(B) খালসা প্রতিষ্ঠাতা, 1699 সালে শিখদের অভ্যন্তরীণ পরিষদ


(C) দশম গ্রন্থের লেখক


(D) উপরের সবগুলো


উত্তর: (D) উপরের সবগুলো


৪৭. অগ্নি মন্দির কোন ধর্মের উপাসনার স্থান?


(A) তাওবাদ


(B) ইহুদি ধর্ম


(C) জরথুষ্ট্রিয়ানিজম (পার্সি ধর্ম)


(D) শিন্টোইজম


উত্তর: (C) জরথুষ্ট্রিয়ানিজম (পার্সি ধর্ম)


৪৮. ভারতের নিম্নোক্ত সেলিব্রিটিদের মধ্যে কে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ অস্কার বিজয়ী?


(A) মৃণাল সেন


(B) শ্যাম বাংলা


(C) সত্যজিৎ রায়


(D) মীরা নায়ার


উত্তর: (C) সত্যজিৎ রায়


৪৯. কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়?


(A) গোদাবরী


(B) কৃষ্ণ


(C) কাভেরি


(D) এর কোনটিই নয়


উত্তর: (C) কাভেরি


৫০. ভারতের ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?


(A) পুনে (মহারাষ্ট্র)


(B) রাজকোট (গুজরাট)


(C) পিম্প্রি (মহারাষ্ট্র)


(D) পেরাম্বুর (তামিলনাড়ু)


উত্তর: (A) পুনে (মহারাষ্ট্র


৫১. 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?


(A) দেবেন্দ্রনাথ ঠাকুর


(B) রবীন্দ্রনাথ ঠাকুর


(C) মোহাম্মদ ইকবাল


(D) মির্জা গালিব


উত্তর: (B) রবীন্দ্রনাথ ঠাকুর


 ৫২. নিচের কোন ব্যক্তিত্ব অর্থনীতির জনক হিসেবে পরিচিত?


(A) জেএম কেনেস


(B) অ্যাডাম স্মিথ


(C) আব্রাহাম মাসলো


(D) জে.কে. গ্যালব্রেথ


উত্তর: (B) অ্যাডাম স্মিথ



 ৫৩. নিচের কোনটি ইথিওপিয়ার রাজধানী?


(A) আবুজা


(B) দার এস সালাম


(C) আদ্দিস আবাবা


(D) হারারে


উত্তর: (C) আদ্দিস আবাবা


 ৫৪.মাউন্ট এটনা একটি বিখ্যাত আগ্নেয়গিরি যা অবস্থিত?


(A) আর্জেন্টিনা


(B) ইতালি


(C) মেক্সিকো


(D) ফিলিপাইন


উত্তর: (B) ইতালি


৫৫.  DRDL মানে


(A) প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন গবেষণাগার


(B) গবেষণা ও উন্নয়ন গবেষণাগার বিভাগ


(C) ডিফারেনশিয়াল রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন ল্যাবরেটরি


(D) উপরের কোনটি নয়


উত্তর: (A) প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন গবেষণাগার


৫৬. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?


(A) কে.এম. মুন্সি


(B) (C) (D) দেশমুখ


(C) G.V. মাভালংকার


(D) এইচজে কানিয়া


উত্তর: (C) G.V. মাভালংকার


৫৭.  নিচের কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের জাতির সংখ্যার প্রতিনিধিত্ব করে?


(A) 54


(B) 75


(C) 93


(D) 118


উত্তর: (D) 118


 ৫৮. ফাইলেরিয়াসিসের কারণ কী?


(A) ব্যাকটেরিয়া


(B) মশা


(C) প্রোটোজোয়া


(D) ভাইরাস


উত্তর: (B) মশা


৫৯. ভারতের জাতীয় ফুটবল দল কখন প্রতিষ্ঠিত হয়েছিল?


(A) 1937


(B) 1938


(C) 1940


(D) 1952


উত্তর: (A) 1937


৬০. নিচের কোন শাসক জুনাগড় শিলালিপির জন্য পরিচিত?


(A) রুদ্রদমন 


(B) জীবদমন


(C) দামজাদশ্রী


(D) জয়দমন


উত্তর: (A) রুদ্রদমন


৬১.কোন ব্যাংক তার অনেক শাখার জন্য তার নাম এবং IFSC কোড পরিবর্তন করেছে?


(A) এসবিআই


(B) ক্যানারা ব্যাংক


(C) অ্যাক্সিস ব্যাংক


(D) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক


উত্তর: (A) এসবিআই


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();