লাস্ট মিনিট দর্শন সাজেশান দ্বাদশ শ্রেণির || Last minute class 12 Philosophy suggetion || WBCHSE 2023 ||
বচন :
1. বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখ ? বচন সংযোজকের কাজ কি ?
2. নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি উদাহরণসহ আলোচনা কর। ব্যাপ্য ও অব্যাপ্য পদ কাকে বলে ? পদের ব্যাপ্যতার নিয়মগুলি উল্লেখ কর ?
3. নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝ ? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ কর ?
4. নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বোঝ। চারপ্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য উদাহরণসহ লেখ ?
5. নিরপেক্ষ বচনের চতুরবর্গ পরিকল্পনা উদাহরণসহ ব্যাখ্যা কর ?
6. বচনাকার কাকে বলে ? বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য কী ? বচন কি সত্য বা মিথ্যা হতে পারে ?
বচনের বিরোধিতা ও বিরুপতা :
1. অমাধ্যম অনুমান কি ? দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখ?
2. আবর্তন কাকে বলে ?আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ লেখ? আবর্তন কে কেন অমাধ্যম অনুমান বলা হয় ?
3. সরল আবর্তন ও সীমিত আবর্তনের পার্থক্য লেখ ?
4. A বচনের আবর্তন সম্ভব নয় কেন ? কোন ক্ষেত্রে কি A বচনের সরল আবর্তন সম্ভব? O বচনের আবর্তন সম্ভব নয় কেন ?
5. নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝ ? নিষেধমূলক আবর্তন কি বৈধ ?
6. বিবর্তন কে কেন অমাধ্যম অনুমান বলা হয়? বিবর্তনের গুণ ও পরিমাণের দুটি নিয়ম উল্লেখ কর?
নিরপেক্ষ ন্যায়
টীকা লেখ :
1. নিরপেক্ষ ন্যায়।
2. নিরপেক্ষ ন্যায়ের সাধ্য পদ,পক্ষ পদ ও হেতু পদের কাজ ।
3. অব্যাপ্য হেতু দোষ
4. অবৈধ সাধ্য দোষ
5. চতুস্পদঘটিত দোষ
মিলের পরীক্ষামূলক পদ্ধতি :
1. মিলের অন্বয়ী পদ্ধতিটি আলোচনা কর ?
অথবা, সমুদ্রের কাছাকাছি জায়গায় প্রচুর নারকেল গাছ জন্মায় সুতরাং সমুদ্র তীরবর্তী আবহাওয়া নারকেল গাছ জন্মানোর কারণ পদ্ধতিটি ব্যাখ্যা কর ?
2. মিলের ব্যাতিরেকী কি পদ্ধতিটি আলোচনা কর ?
অথবা, অপটিক্যাল লোবে আঘাত অন্ধত্বে নিয়ে যায় সুতরাং অপটিক্যাল লোব হল দৃষ্টি শক্তির কারণ। উক্ত দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে ব্যাখ্যা কর ?
3. মিলের সংযুক্ত (অন্বয়ী-ব্যাতিরেকী) পদ্ধতি আলোচনা কর ?
অথবা, যখন আমি সকালে বেড়াতে যাই তখন আমার ঠান্ডা লাগে আর যখন আমি সকালে বেড়াতে যাই না তখন আমার ঠান্ডা লাগে না সুতরাং সকালে বেড়ানোই আমার ঠান্ডা লাগার কারণ। এই যুক্তিতে মিলে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে ব্যাখ্যা কর ?
আরোহমূলক দোষ
টীকা লেখ :
1. অবৈধ সামান্যীকরণ দোষ
2. কাকতালীয় দোষ
3. সহকার্যকে কার্য ও কারণ মনে করার দোষ
4. বহুকারণবাদ
5. মন্দ উপমা
No comments:
Post a Comment