Modern Indian history set-2
আধুনিক যুগ –
ভারতের ইতিহাস ( INDIAN HISTORY) থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নউত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নউত্তর যেকোনো সরকারি ও বেসরকারি (All competitive exam : Government Jobs and Private Job, SSC, CGL,IFS,CSC,) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ।
১. ব্রিটিশরা প্রথমে ভারতের পূর্বাঞ্চলে তাদের কারখানা কোথায় খুলেছিল?
A) বাংলা
B) বিহার
C) উড়িষ্যা
D) ঝাড়খণ্ড
উত্তর-C) উড়িষ্যা
২. যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অস্তিত্ব লাভ করে,তখন ইংল্যান্ড শাসন করত
A) চার্লস ডারউইন
B) নরম্যানস
C)আলেকজান্ডার
D) দিবাকর
উত্তর-B) নরম্যানস
৩.গোয়া পর্তুগিজদের দখলে
A)১৫০২
B)১৫০৫
C)১৫১২
D)১৫১০
উত্তর-D) ১৫১০ খ্রি
৪. কে 'সিমলার সন্ন্যাসী' নামে বিখ্যাত ছিলেন
A)এও হিউম
B) এস হিউম্
C) চার্লস হিউম
D) হিউম
উত্তর- A)এও হিউম
৫. 'বোম্বাইয়ের ত্রিমূর্তি' নামে কে পরিচিত ছিলেন?
উত্তর- ফিরোজশাহ মেহতা, কে.টি. তেলেং, দাদাভাই নওরোজি
৬.'রিক্রুটিং সার্জেন্ট' কাকে বলা হতো?
A) জহরলাল নেহেরু
B) মহাত্মা গান্ধী
C) সুভাষ চন্দ্র বোস
D) স্বামী বিবেকানন্দ
উত্তর - B) মহাত্মা গান্ধী
৭. কোন পরিকল্পনাটি প্রথম সংখ্যালঘু সমস্যার সমাধান এনেছিল জাতীয় স্বাধীনতার পথে বড় বাধা হিসেবে?
A) জুলাই অফার
B) আগস্ট অফার
C) সেপ্টেম্বর অফার
D) ডিসেম্বর অফার
উত্তর - B) আগস্ট অফার
১০. কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি অনুমোদিত হয়েছিল?
উত্তর - কংগ্রেসের নাগপুর অধিবেশনে (1920)
১১. ভারত বিভক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তানের সৃষ্টি হয় এবং ব্রিটিশ সম্রাটের জন্য ভারতের সম্রাট উপাধি শেষ হয়?
A) 1945
B) 1946
C) 1947
D)1948
উত্তর -C) 1947
১২. 'কামগাটামারু' ঘটনাটি কোন সালে ঘটেছিল?
A)১৯১৫
B) ১৯১৭
C)১৯১৬
D)১৯১৪
উত্তর -D) ১৯১৪ খ্রিস্টাব্দে
১৩. মুসলিম লীগের কোন অধিবেশনে 'বিভক্ত হও এবং ছাড়ো' স্লোগান দিয়েছিল?
A) করাচি অধিবেশন
B) রাউলাট অধিবেশন
C) নাগরপুর অধিবেশন
D) জয়পুর অধিবেশন
উত্তর - A) করাচি অধিবেশন, 1943
১৪. "পরিস্থিতির বাধ্যবাধকতা ছিল এবং এটা উপলব্ধি করা হয়েছিল যে আমরা যে পথে হাঁটছি তা দিয়ে অচলাবস্থা সমাধান করা যাবে না, তাই আমাদের দেশভাগ মেনে নিতে হয়েছিল" এটা কার বক্তব্য?
A) শামাপ্রসাদ
B) পণ্ডিত জওহরলাল নেহেরু
C) দয়ানন্দ
D) সুভাষ দত্ত
উত্তর - B) পণ্ডিত জওহরলাল নেহেরু
১৫. কে প্রথম আলি জিন্নাহর জন্য 'কায়েদ-আজম' (মহান নেতা) উপাধি ব্যবহার করেছিলেন?
A)মহাত্মা গান্ধী
B) ডিরোজিও
C) আলিজিন্না
D) সৌকত আলী
উত্তর -A) মহাত্মা গান্ধী
১৬. এটলি মন্ত্রিসভা 1946 সালে 'ক্যাবিনেট মিশন' নিযুক্ত করেন, এই মিশনের প্রধান কে ছিলেন?
A) স্যার জন পেথিক লরেন্স
B) সার লরেন্স
C) ফোর্ট উইলিয়াম
D) সোর জন্স
উত্তর - A) স্যার জন পেথিক লরেন্স
১৭. কে বলেছিল "আমি ব্রিটিশ সাম্রাজ্যকে ভেঙে দিতে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করিনি"
A) রহমত আলী
B) বিনয় মজুমদারের
C)উইনস্টন চার্চিল
D) এস. কে মজুমদার
উত্তর-C) উইনস্টন চার্চিল
১৮. গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল?
A) এশিয়াতে
B) জার্মানিতে
C) সান ফ্রান্সিসকোতে
D) আমেরিকাতে
উত্তর -C) সান ফ্রান্সিসকোতে
১৯.কংগ্রেসের কোন অধিবেশনে 'অসহযোগ আন্দোলন' কর্মসূচি অনুমোদিত হয়েছিল?
উত্তর - নাগপুর অধিবেশন, 1920
২০. সূর্যসেন কোন প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত ছিলেন?
A)ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
B) ইন্ডিয়ান আর্মি
C) ইন্ডিয়ান রিপাবলিকান ফোর্স
D) ইন্ডিয়ান এক্সপ্রেস
উত্তর - A)ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
২১. রোলট সত্যাগ্রহ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়?
A) ১৯২২
B)১৯২৩
C)১৯২০
D)১৯১৯
উত্তর -D) ১৯১৯ সালে
২২. মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের প্রধান কাজ কি ছিল?
A)দ্বৈত সরকার ব্যবস্থা বাস্তবায়ন
B) একনায়কতন্ত্র
C) দ্বী নায়কতন্ত্র
D) কোন টি নয়
উত্তর -A) দ্বৈত সরকার ব্যবস্থা বাস্তবায়ন
২৩. সন্যাসী বিদ্রোহীরা আসলে কি ছিল?
A) জেলে
B) কৃষক
C) দিনমজুর
D) শ্রমিক
উত্তর - B) কৃষক
২৪. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি অনুমোদিত হয়েছিল?
উত্তর - নাগপুর অধিবেশনে (1920)
২৫. কোন ভাইসরয়ের আমলে ‘সিমলা সম্মেলন’ ডাকা হয়েছিল?
A)লর্ড বেওয়েলের আমলে
B) লর্ড ডালহৌসি
C) লর্ড কর্নওয়ালিস
D) লর্ড মিন্টো
উত্তর -A) লর্ড বেওয়েলের আমলে
২৬. কোন রাজত্বে গণভোট অনুষ্ঠিত হয়েছিল?
A) পানগর
B)জুনাগড়
C) টিটাগর
D) নাগপুর
উত্তর - B) জুনাগড়
২৭. বাসুদেব বলবন্ত ফড়কের নেতৃত্বে কোন কৃষকদের আন্দোলন হয়েছিল?
উত্তর - রামোসি কিষাণ আন্দোলন
২৮.কোন ভাইসরয়ের আমলে 'সিমলা-সম্মেলন' আয়োজন করা হয়েছিল?
উত্তর - লর্ড বেওয়েলের আমলে
২৯. ভারতের স্বাধীনতা কবে ঘোষিত হয়?
A) ১৯৪৮
B)১৯৪৯
C)১৯৫১
D)১৯৪৭
উত্তর - D)১৯৪৭
৩০. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন?
উত্তর - ক্লেমেন্ট অ্যাটলি
৩১. কোন ইতিহাসবিদ 1857 সালের বিদ্রোহকে 'ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম' বলেছেন?
উত্তর - ভিডি সাভারকর
৩২. কোন আন্দোলনের সাথে 'ম্যাক্সওয়েল -ব্রুমফিল্ড' তদন্ত কমিটি সম্পর্কিত ছিল?
উত্তর - বারদোলি আন্দোলনের মাধ্যমে
৩৩. 'ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন' কোথায় প্রতিষ্ঠিত
হয়েছিল?
A) জাপানে
B) লন্ডনে
C) আমেরিকাতে
D) ইংল্যান্ড
উত্তর -B) লন্ডনে
৩৪. মহাত্মা গান্ধী কোথায় 'সবরমতি আশ্রম' প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর - আহমেদাবাদে
৩৫. বিনায়ক দামোদর সাভারকর কোন বিপ্লবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন?
উত্তর: অভিনব ভারত
৩৬. ভারতের অর্থনৈতিক ইতিহাসের রচয়িতা কে?
উত্তর - R.C. দত্ত
৩৭. 1857 সালের বিদ্রোহের ব্যর্থতার পর মুঘল সম্রাট বাহাদুশ শাহ জাফরকে কোথায় এবং কারা গ্রেফতার করেছিল?
উত্তর - হুমায়ূনের কবরের কাছে, লেফটেন্যান্ট হাডসন
৩৮. কমিউনিস্ট ইন্টারন্যাশনালের নেতৃত্বে নির্বাচিত প্রথম ভারতীয় কে ছিলেন?
উত্তর - এমএন রায়
৩৯. ভারতে থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর - উদয়ার
৪০.বাল গঙ্গাধর তিলক কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর - কেশরী
৪১. 'ইন্ডিয়া হাউস' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর - শ্যামজী কৃষ্ণ ভার্মা
৪২. ভারত ছাড় আন্দোলনের সময় বলিয়ায় 'সমান্তরাল সরকার' কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর - চিত্তু পান্ডে
৪৩. 'সমান্তরাল সরকারের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার কোথায় ছিল?
উত্তর - সাতারা
৪৪. কোন বিদ্রোহকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সূচনা বলে মনে করা হয়?
উত্তর - 1857 সালের বিদ্রোহ
৪৫. 1858 সালের নভেম্বরে ভারতে লর্ড ক্যানিং কর্তৃক ক্রাউনের শাসন ঘোষণা করা হয়েছিল?
উত্তর - এলাহাবাদের আদালতে
৪৬. কোন এলাকা অধিগ্রহণের ক্ষেত্রে, কোর্ট অব ডিরেক্টরস ডালহৌসির মতামত প্রত্যাখ্যান করেছেন
উত্তর - কারাউলি
No comments:
Post a Comment