Class 6th Geography Chapter -3 Questions And Answers SAQ, MCQ | ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো প্রশ্ন উত্তর | ক্লাস সিক্স ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর,সহায়িকা - SM Textbook

Fresh Topics

Monday, June 10, 2024

Class 6th Geography Chapter -3 Questions And Answers SAQ, MCQ | ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো প্রশ্ন উত্তর | ক্লাস সিক্স ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর,সহায়িকা

 Class 6th Geography Chapter -3 Questions And Answers SAQ, MCQ | ষষ্ঠ শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় তুমি কোথায় আছো প্রশ্ন উত্তর | ক্লাস সিক্স ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর,সহায়িকা




অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1

1. পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সবদিকই দক্ষিণ দিক হবে?

উঃ উত্তর মেরুবিন্দু


2. পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা আছে?

উঃ 179 টি


3. নিরক্ষরেখার দক্ষিণের অংশকে কী বলে ?

উঃ দক্ষিণ গোলার্ধ


4.পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে?

উঃ 66½° 


5.পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে ? 

উঃ 90°


6. পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কী বলে?

উঃ কক্ষপথ


7. পৃথিবীতে মোট কতগুলি দ্রাঘিমারেখা আছে?

উঃ 360টি


8.কানাডার ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা বিস্তৃত?

উঃ সুমেরুবৃত্ত রেখা


9. কোন অক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়?

উঃ নিরক্ষরেখাকে


10. কোন্ আলোচনায় মূলমধ্যরেখাকে স্বীকৃতি দেওয়া হয়।

উঃ 1884 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আলোচনা সভায়


11. আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কোন্ গুরুত্বপূর্ণ রেখা  বিস্তৃত? 

উঃ কর্কটক্রান্তিরেখা (23½° উত্তর)


12. দ্রাঘিমারেখার বিচারে ভারত কোন্ গোলার্ধে অবস্থিত?

উঃ পূর্ব গোলার্ধে


13. অক্ষরেখার বিচারে ভারত কোন গোলার্ধে অবস্থিত ?

উঃ উত্তর গোলার্ধে


14.ভূপৃষ্ঠে কোন্ বৃত্তের কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই হলে তাকে কী বলে? 

উঃ মহাবৃত্ত


15.  পৃথিবীর কোন্ অংশকে পশ্চিম গোলার্ধ বলে?

উঃ 0° থেকে পশ্চিমে 180° দ্রাঘিমারেখা পর্যন্ত অংশকে


16. অক্ষরেখার অপর নাম কী?

উঃ সমাক্ষরেখা


17. দ্রাঘিমারেখার অপর নাম কী?

উঃ দেশান্তররেখা


18. ক্ষুদ্রতম সমাক্ষরেখা কোনটি?

উঃ সুমেরু ও কুমেরু বিন্দু


19.   উত্তর গোলার্ধে কোন্ নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়?

উঃ ধ্রুবতারা।


20. দক্ষিণ গোলার্ধে কোন্ নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়?

উঃ হ্যাডলির অকট্যান্ট


21. ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?

উঃ 82°30' পূর্ব


22. কলকাতার অক্ষাংশ কত?

উঃ 22°34' উত্তর


23. কলকাতার দ্রাঘিমাংশ কত?

উঃ 88°30' পূর্ব


24. অক্ষাংশ পরিমাপ করা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?

উঃ সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে


25. আমাদের দেশ ভারত কোন্ গোলার্ধে অবস্থিত?

উঃ উত্তর-পূর্ব গোলার্ধে


26. অক্ষরেখার সর্বোচ্চ মান কত?

উঃ 90°


27. 1° অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব কত হয়?

উঃ প্রায় 111.11 কিমি


28. 0° দ্রাঘিমারেখা কোন শহরের ওপর দিয়ে টানা হয়েছে?

উঃ লন্ডনের গ্রিনিচ শহর


⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3

1. গ্লোব কী?

উঃ  পৃথিবীর একটি ছোটো মডেল হল গ্লোব। 'গ্লোব’ শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ 'গ্লোবাস থেকে যার অর্থ হল গোলাকার বস্তু। গ্লোব থেকে আমরা সমগ্র পৃথিবীর তথা জলভাগের ও স্থলভাগের ধারণা পাই।


 2. গ্রিড কাকে বলে ?

উঃ পৃথিবীর অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলি পরস্পর ছেদ করে যে জালকাকার পৃথিবী গঠন করে তাকে ভূজালক বা গ্রিড বলা হয়। এর দ্বারা ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান সহজে নির্ণয় করা যায়।

3. পৃথিবীর অক্ষ কাকে বলে?

উঃ পৃথিবীর মাঝখান দিয়ে অর্থাৎ কেন্দ্র দিয়ে চলে যাওয়া সুমেরু ও কুমেরু সংযোজক রেখাংশ হল পৃথিবীর অক্ষ। এটি একটি কাল্পনিক রেখা। এই রেখাকে কেন্দ্র করে পৃথিবী আবর্তন করে। 


 4. সুমেরু ও কুমেরু বলতে কী বোঝ?

উঃ পৃথিবীর অক্ষের দুই প্রান্তকে মেরু বলে, অর্থাৎ উত্তর মেরুকে সুমেরু এবং দক্ষিণ মেরুকে কুমেরু বলা হয়। এই দুই মেরুতে পর্যায়ক্রমিকভাবে একটানা 6 মাস দিন ও একটানা 6 মাস রাত চলে।


 5.  অক্ষরেখা কাকে বলে?

উঃ পৃথিবীপৃষ্ঠের উপর কল্পিত পূর্ব-পশ্চিমে বিস্তৃত রেখাগুলি অক্ষরেখা নামে পরিচিত। এই রেখাগুলি পরস্পর পরস্পরের সমান্তরাল। পৃথিবীপৃষ্ঠে মোট অক্ষরেখা 181টি হলেও দুটি মেরুবিন্দু বাদ দিয়ে মোট অক্ষরেখার সংখ্যা 179টি।


 6. নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন?

উঃ  বিষুব কথার অর্থ হল সমান দিন ও রাত্রি। নিরক্ষরেখা বরাবর সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ায় দিন ও রাত্রি সমান হয়। তাই নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয়।


7. অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয় কেন ?

উঃ  অক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে কোণ তৈরি হয় তাকে অক্ষাংশ বলে। যে-কোনো একটি অক্ষরেখার যেখান থেকে মাপা হোক না কেন অক্ষাংশ সমান হয়, তাই অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয়।


৪.  উত্তর ও দক্ষিণ গোলার্ধ কাকে বলে ?

উঃ  পৃথিবীর মাঝবরাবর পূর্ব-পশ্চিমে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। এই নিরক্ষরেখার উত্তরের অংশ উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অংশ দক্ষিণ গোলার্ধ নামে পরিচিত।


 9. পূর্ব ও পশ্চিম গোলার্ধ কাকে বলে?

উঃ পৃথিবীর মাঝবরাবর উত্তর-দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় মূলমধ্যরেখা। এই রেখার বিপরীতে আছে 180° আন্তর্জাতিক তারিখরেখা। এই দুটি রেখা মিলিত হয়ে পৃথিবীকে দুটি অংশে ভাগ করেছে। মূলমধ্যরেখার পূর্ব দিকের অংশ পূর্ব গোলার্ধ এবং পশ্চিম দিকের অংশ পশ্চিম গোলার্ধ নামে পরিচিত।


10. দ্রাঘিমারেখা (Meridians of Longitude) কাকে বলে ?

উঃ  পৃথিবীর উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত পৃথিবীপৃষ্ঠের উপর কল্পিত রেখা হল দ্রাঘিমারেখা বা দেশান্তররেখা। এই রেখাগুলি অর্ধবৃত্তাকার। এগুলি 1° অন্তর অন্তর টানা হয় । দ্রাঘিমারেখাগুলি অক্ষরেখাকে উল্লম্বভাবে ছেদ করে, অর্থাৎ 90° কোণে ছেদ করে।


11.নিরক্ষরেখাকে মহাবৃত্ত (Great Circle) বলা হয় কেন ?

উঃ নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ— (i) অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা সবথেকে বড়ো। (ii) নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করেছে। (iii) পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষরেখার কেন্দ্র একই।


12. নিরক্ষীয় তল (Equitorial Plane) বলতে কী বোঝ ?

উঃ  নিরক্ষরেখা যে তলে অবস্থান করে তাকে নিরক্ষীয় তল বলা হয়। অর্থাৎ নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাটলে যে তল পাওয়া যায়, তাকে নিরক্ষীয় তল বলে।


13. কক্ষতল (Orbital Plane) কাকে বলে?

উঃ পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কক্ষপথ বলে। এই কক্ষপথটি যে তলে অবস্থান করে তাকে কক্ষতল বলে। পৃথিবীর অক্ষ এই কক্ষতলের সঙ্গে সর্বদা 66½° কোণে হেলে অবস্থান করে। আবার পৃথিবীর নিরক্ষীয় তল এই কক্ষতলের সঙ্গে 23½ কোণে হেলে থাকে।




No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();