ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ || Class 6th History Chapter -2 Questions And Answers (important notes)
সঠিক উত্তরটি নির্বাচন কর।
প্রতিটি প্রশ্নের মান-1
1.আদিম মানুষ সভ্য হয়ে উঠেছিল যার জোরে তা হল-
A.বুদ্ধি
B.জ্ঞান
C.বিবেক
D.নির্বাচন শক্তি
উঃA.বুদ্ধি
2.খাবারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ানো মানুষ একসময়-
A.স্থায়ীভাবে বসবাস করতে শিখলো
B.আগের ব্যবহার শিখলো
C.রান্না করা শিখল
D.যাতায়াত করতে শিখলো
উঃ A.স্থায়ীভাবে বসবাস করতে শিখলো
3.যে কোন সভ্যতার একটি দিক হলো
A.শাসন কাঠামো
B.রাজনৈতিক পরিস্থিতি
C.ধর্মীয় বিষয়ে
D.অর্থনৈতিক পরিস্থিতি
উঃA.শাসন কাঠামো
4.চাকার ব্যবহার শুরু হয়
A.পুরনো পাথরের যুগের
B.নতুন পাথরের যুগে
C. মাঝের পাথরের যুগে
D. লৌহ যুগে
উঃB.নতুন পাথরের যুগে
5.যে কোন সভ্যতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো
A.সমাজ গঠন
B.পারস্পারিক নির্ভরতা
C.অর্থনৈতিক উন্নতি
D.যোগাযোগ ব্যবস্থার উন্নতি
উঃB.পারস্পারিক নির্ভরতা
6.মেহেরগড় সভ্যতা যে পাথরের যুগের নিদর্শন পাওয়া গেছে তা হলো
A.পুরনো পাথরের যুগ
B.মাঝের পাথরের যুগ
C.নতুন পাথরের যুগ
D.ধাতু রোগের
উঃC.নতুন পাথরের যুগ
7.মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন
A.জাঁ ফ্রাঁসোরা জারিজ
B.স্যার জন মার্শাল
C.রাখালদাস বন্দ্যোপাধ্যায়
D.দয়ারাম সাহানি
উঃ A.জাঁ ফ্রাঁসোরা জারিজ
8.মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়
A.1922 খ্রিস্টাব্দে
B.1924 খ্রিস্টাব্দে
C.1974 খ্রিস্টাব্দে
D.1982 খ্রিস্টাব্দে
উঃ C.1974 খ্রিস্টাব্দে
9.তামা ও পাথর ব্যবহারের সময়কালকে বলা হয়
A.তামা পাথরের যুগ
B.ধাতু যুগ
C.পাথরের যুগ
D.তামার যুগ
উঃ A.তামা পাথরের যুগ
10.মেহেরগড় সভ্যতা ভারতীয় উপমহাদেশে যে বসতির প্রথম চিহ্ন পাওয়া যায় তা হল
A.শহুরে বসতি
B.গ্রামীণ বসতি
C.শহরের ও গ্রামীণ বসতি
D.শুধু বস্তি
উঃ B.গ্রামীণ বসতি
11.শুরুতে হরপ্পা সভ্যতার নাম ছিল
A.হরপ্পা সভ্যতা
B.গ্রামীণ সভ্যতা
C.সিন্ধু সভ্যতা
D.হরপ্পা- সিন্ধু সভ্যতা
উঃ C.সিন্ধু সভ্যতা
12.এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে
A.মেহেরগড়ে
B.মহেঞ্জোদারোতে
C.হরপ্পায়
D.ইথিওপিয়ায়
উঃ A.মেহেরগড়ে
13.হরপ্পা সভ্যতা যে যুগের সভ্যতা তা হল
A.ঐতিহাসিক যুগের
B.প্রায় ঐতিহাসিক যুগের
C.প্রাগৈতিহাসিক যুগের
D.মধ্যযুগের
উঃ B.প্রায় ঐতিহাসিক যুগের
14.হরপ্পা সভ্যতার বিস্তৃতি ঘটে ছিল প্রায়
A.10 লক্ষ বর্গ কিমি জুড়ে
B.8 লক্ষ বর্গ কিমি জুড়ে
C.7 লক্ষ বর্গ কিমি জুড়ে
D.20 লক্ষ বর্গ কিমি জুড়ে
উঃC.7 লক্ষ বর্গ কিমি জুড়ে
15.হরপ্পা সভ্যতা আবিষ্কৃত প্রথম কেন্দ্র টি হল
A.কালিবঙ্গান
B.হরপ্পা
C.দৈমাবাদ
D.লোথল
উঃ B.হরপ্পা।
শূন্যস্থান পূরণ করো।
প্রতিটি প্রশ্নের মান-1
1. বিবাদ মিটিয়ে নেওয়ার পর প্রাচীন মানবসমাজে প্রথম চালু হল◽➖➖➖( রাজার / আইনের / প্রজার ) শাসন ।
উঃ আইনের
2. সভ্যতার সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হল ➖➖➖( লিপির / চিত্রের / ধাতুর ) ব্যবহার |
উঃ লিপির
3. ধাতুর যুগ বলা হয় সেই সময়কালকে যে সময় মানুষ➖➖➖ ( পাথর / ধাতু / তামা ) ব্যবহার করত ।
উঃ ধাতু
4. মেহেরগড়➖➖➖( খাইবার / বোলান / ওলদুভাই ) গিরিপথের ধারে অবস্থিত ।
উঃ বোলান
5. মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জাঁ ফ্রাঁসোয়া জারিজ নামে এক➖➖➖ ( ফরাসি / ইংরেজ /পোর্তুগিজ ) প্রত্নতাত্ত্বিক |
উঃ ফরাসি
6. মেহেরগড় সভ্যতা আবিষ্কারের ক্ষেত্রে জারিজকে সাহায্য করেন➖➖➖ ( রিচার্ড মেডো / শাঁপোলিয় / কানিংহাম )
উঃ রিচার্ড মেডো
7. হরপ্পা সভ্যতার অন্যতম আবিষ্কারক ছিলেন➖➖➖ ( রাখালদাস বন্দ্যোপাধ্যায় / জেমস প্রিন্সেপ / রিচার্ড মেডো ) |
উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়
৪. হরপ্পা সভ্যতা দক্ষিণে মহারাষ্ট্রের ( কালিবঙ্গান / লোথাল / দৈমাবাদ ) পর্যন্ত ছড়িয়ে পড়েছিল ।
উঃ দৈমাবাদ।
সত্য /মিথ্যা নির্বাচন করো।
প্রতিটি প্রশ্নের মান-1
1. একসময় মানুষ কৃষির পাশাপাশি পশুপালনও করতে শুরু করল ।
উঃ সত্য
2. মানুষ যখন জোট বেঁধে থাকত , তখন তাদের মধ্যে মতের অমিল হত না ।
উঃ মিথ্যা
3. সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ধাতুর ব্যবহার |
উঃ মিথ্যা
4. মেহেরগড় সভ্যতা পুরোনো পাথরের যুগের সভ্যতা ।
উঃ মিথ্যা
5. লোহার যুগ থেকে মানুষ জোট বাঁধতে শুরু করেছিল ।
উঃ মিথ্যা
6. মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায়ে গম ও যব চাষ করা হত ।
উঃ সত্য
7. মেহেরগড় সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হত না ।
উঃ মিথ্যা
৪. হরপ্পা সভ্যতা ছিল লোহার যুগের সভ্যতা ।
উঃ মিথ্যা
9. হরপ্পা সভ্যতার সমাজ ছিল শ্রেণিভিত্তিক ।
উঃ সত্য
10. হরপ্পা সভ্যতায় লেখাপড়ার চল ছিল ।
উঃ সত্য
11. হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক ।
উঃ সত্য
12. লোথালে বন্দরের নিদর্শন পাওয়া গেছে ।
উঃ সত্য
13. হরপ্পা সভ্যতায় অশ্বত্থ গাছকে পুজো করা হত ।
উঃ সত্য
14. ১৯২৬ খ্রিস্টাব্দে মহেনজোদাড়ো আবিষ্কৃত হয় ।
15. হরপ্পা সভ্যতার নগরগুলিতে বণিকদের বিশেষ মর্যাদা ছিল না ।
উঃ মিথ্যা
16. হরপ্পা সভ্যতায় মালার দানা বানানোর কারখানা ছিল ।
উঃ সত্য
17. হরপ্পা সভ্যতার নগরগুলির নর্দমা ঢাকা থাকত ।
উঃ সত্য
18. হরপ্পা সভ্যতার নগর - পরিকল্পনা পরিকল্পনামাফিক ছিল না ।
উঃ মিথ্যা
19. হরপ্পা সভ্যতার একটি সমকালীন সভ্যতা হল মেসোপটেমিয়া সভ্যতা ।
উঃ সত্য।
বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও
1. বিবৃতি : একসময় জিনিস কেনাবেচা সহজ হল ।
ব্যাখ্যা -১ : মানুষ আর গরিব রইল না ।
ব্যাখ্যা ২ : মানুষ মুদ্রা আবিষ্কার করল ।
ব্যাখ্যা -৩ : মানুষ অর্থ দিয়ে জমি কেনাবেচা শুরু করল ।
উঃব্যাখ্যা ২ : মানুষ মুদ্রা আবিষ্কার করল ।
2. বিবৃতি : জোটবদ্ধ মানুষের মধ্যে একসময় মতের অমিল দেখা দিল ।
ব্যাখ্যা -১ : জমি দখলকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিবাদ শুরু হয়েছিল ।
ব্যাখ্যা ২ : বাড়ি তৈরি নিয়ে বিবাদ শুরু হয়েছিল ।
ব্যাখ্যা -৩ : খাবার নিয়ে বিবাদ শুরু হয়েছিল ।
উঃ ব্যাখ্যা -১ : জমি দখলকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিবাদ শুরু হয়েছিল ।
3. বিবৃতি : গ্রাম ও নগরকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছিল ।
ব্যাখ্যা -১ : গ্রাম ও নগরে প্রচুর মানুষ বাস করত এবং এগুলিতে নানা সুযোগসুবিধা পাওয়া যেত । ব্যাখ্যা ২ : গ্রাম ও নগরে প্রচুর টাকা পাওয়া যেত ।
ব্যাখ্যা -৩ : গ্রাম ও নগরে প্রচুর জমি পাওয়া যেত ।
উঃ ব্যাখ্যা -১ : গ্রাম ও নগরে প্রচুর মানুষ বাস করত এবং এগুলিতে নানা সুযোগসুবিধা পাওয়া যেত ।
4. বিবৃতি : হরপ্পা সভ্যতা প্রায় - ঐতিহাসিক যুগের সভ্যতা ।
ব্যাখ্যা -১ : এই সভ্যতায় লিখিত উপাদান পাওয়া গেছে ।
ব্যাখ্যা ২ : এই সভ্যতায় লিখিত উপাদান পাওয়া যায়নি ।
ব্যাখ্যা -৩ : এই সভ্যতায় লিখিত উপাদান পাওয়া গেলেও , তা পড়া যায়নি ।
উঃ ব্যাখ্যা -৩ : এই সভ্যতায় লিখিত উপাদান পাওয়া গেলেও , তা পড়া যায়নি ।
5. বিবৃতি : হরপ্পা সভ্যতাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রথম নগরায়ণ হয় ।
ব্যাখ্যা -১ : ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতায়ই প্রথম নগর গড়ে ওঠে ।
ব্যাখ্যা -২ : হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল উন্নত ।
ব্যাখ্যা -৩ : হরপ্পা সভ্যতাকে নগরকেন্দ্রিক সভ্যতা বলে ।
উঃ ব্যাখ্যা -১ : ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতায়ই প্রথম নগর গড়ে ওঠে ।
6. বিবৃতি : হরপ্পা সভ্যতার নাগরিক সমাজে ভেদাভেদ ছিল ।
ব্যাখ্যা -১ : এই সভ্যতার সমাজে ধনী ও গরিবের অস্তিত্ব পাওয়া যায় |
ব্যাখ্যা -২ : এই সভ্যতায় নানা জাতের মানুষ বাস করত ।
ব্যাখ্যা -৩ : এই সভ্যতায় কেবল ধনীরাই বাস করত ।
উঃব্যাখ্যা -১ : এই সভ্যতার সমাজে ধনী ও গরিবের অস্তিত্ব পাওয়া যায় |
7. বিবৃতি : হরপ্পা সভ্যতায় বণিকদের বিশেষ মর্যাদা ছিল ।
ব্যাখ্যা -১ : হরপ্পা সভ্যতার বাণিজ্য ছিল উন্নত ।
ব্যাখ্যা ২ : হরপ্পা সভ্যতার বণিকরা ছিল ধনী ।
ব্যাখ্যা -৩ : হরপ্পা সভ্যতার বণিকরা ছিল প্রভাবশালী।
উঃব্যাখ্যা -১ : হরপ্পা সভ্যতার বাণিজ্য ছিল উন্নত ।
8. বিবৃতি : হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি নানা কারণে বিশেষ গুরুত্বপূর্ণ ।
ব্যাখ্যা -১ : এগুলি ছিল বিনিময়ের মাধ্যম ।
ব্যাখ্যা -২ : এইসব সিলমোহরে খোদিত লিপি ও মূর্তি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বহন করে ।
ব্যাখ্যা -৩ : এগুলি ধর্মীয় কাজে ব্যবহৃত হত ।
উঃ ব্যাখ্যা -২ : এইসব সিলমোহরে খোদিত লিপি ও মূর্তি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বহন করে ।
No comments:
Post a Comment