Ancient Indian History gk question answer 2021_22 (প্রাচীন ভারতীয় ইতিহাসের জি কে প্রশ্ন উত্তর) - SM Textbook

Fresh Topics

Friday, July 28, 2023

Ancient Indian History gk question answer 2021_22 (প্রাচীন ভারতীয় ইতিহাসের জি কে প্রশ্ন উত্তর)

  Ancient Indian History gk question answer 2021_22 (প্রাচীন ভারতীয় ইতিহাসের জি কে প্রশ্ন উত্তর)




প্রাচীন যুগ – 

ভারতের ইতিহাস ( INDIAN HISTORY) থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নউত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নউত্তর যেকোনো সরকারি ও বেসরকারি (All competitive exam : Government Jobs and Private Job, SSC, CGL,IFS,CSC,) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা প্রাচীন যুগ – ভারতের ইতিহাস ( INDIAN HISTORY) থেকে জেনেরাল নলেজ (General Knowledge) এর প্রশ্ন ও উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন!

এই প্রশ্নগুলি হলো:

১.প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ? 

উত্তর:  গ্রামণী  

২. “ বুদ্ধচরিতের ” রচয়িতা কে ? 

উত্তর:  অশ্বঘােষ

৩. উপনিষদের মূল বিষয়বস্তু কী ? 

উত্তর:  দর্শন 

৪. ফতেপুর সিক্রীতে ইবাদতখানা-র নির্মাতা ছিলেন .  উত্তর: আকবর     

৫. ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কী ছিল ? 

উত্তর: সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ  ।

৬.  হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি / তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন  ? 

উত্তর: বীরবল।

৭. কোন ব্যক্তি দীন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন ?

উত্তর: রাজা বীরবল।

৮. দীন-ই-ইলাহি’ কে প্রবর্তন করেন ? 

উত্তর: আকবর 

৯. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ? 

 উত্তর: কুতুবউদ্দিন আইবক।

১০. টোডারমল’ কে ছিলেন  ? 

উত্তর: আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ

১১. কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে ?

উত্তর: মুদ্রারাক্ষস।

১২. সিন্ধু উপত্যকা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন?

উত্তর: রাখালদাস ব্যানার্জী।

১৩. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি  ? 

উত্তর: কলিবঙ্গান      

১৪. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু ছিল

উত্তর: তামা।

১৫. নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন ?

উত্তর:  গৌতমীপুত্র সাতকর্ণী।

১৬. দ্বাদশ অঙ্গে কার ধর্মীয় শিক্ষার কথা বর্ণিত আছে ?

 উত্তর:মহাবীর।

১৭. তহকিক ই হিন্দ কে রচনা করেন?

উত্তর:  আল বিরুনী

১৮. চতুর্বর্ণের ধারণা প্রথম কোথায় পাওয়া যায় ?

উত্তর: ঋকবেদের দশম মন্ডলের পুরুষসূক্তে

১৯. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা কোন গ্রন্থে উল্লেখ আছে?

 উত্তর: আইহোলে লিপি।

২০.  গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি ও কাহিনী বর্ণিত আছে?

 উত্তর: শশাঙ্ক।

২১. খালিমপুর তাম্রলিপি’ কোন রাজার কৃতিত্ব বর্ণনা করে ?

উত্তর: ধর্মপাল।

২২.  সিন্ধু সভ্যতার একটি প্রধান বন্দর ছিল-----

উত্তর:লোথালা।

২৩. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?

 উত্তর: ধর্মপাল।

২৪. কোন দেশের সঙ্গে সিন্ধু সভ্যতার মানুষদের ব্যবসা-বাণিজ্যের উল্লেখ পাওয়া যায় ?

উত্তর: সুমের।

২৫. কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়

উত্তর: ঋকবেদ

২৬. কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে ?

উত্তর: বুদ্ধদেব

২৭. ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধধর্ম বিস্তিত হয়েছিল ? 

উত্তর: শ্রীলঙ্কা 

২৮. শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত ? 

উত্তর:  জৈনধর্ম 

২৯. উঃ পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তত ছিল ?

উত্তর: হিন্দুকুশ 

৩০.হর্ষবর্ধনের জীবনী “ হর্ষচরিত ” কার লেখা ? 

উত্তর: বানভট্ট 

৩১. সম্রাট অশােকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে ? 

উত্তর:  প্রিয়দর্শী

৩২. বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন ? 

উত্তর:  বল্লাল সেন

৩৩. কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল ? 

উত্তর:  দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৩৪. _______________ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামীর মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্য বিস্তত করেছিলেন ? 

উত্তর:  কনিষ্ক

৩৫. কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই - এর নাম কী ? 

উত্তর: রাজতরঙ্গিনী  

৩৬. অশােকের রাজত্বকাল কোন শতাব্দীতে ? 

উত্তর:  খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী 

৩৭.  কনিষ্কের রাজধানীর নাম কি ? 

উত্তর: পেশােয়ার

৩৮. নীচের কোন শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন ? 

উত্তর:  

৩৯. কাকে “ ভারতের নেপােলিয়ান ” আখ্যা দেওয়া হয়েছে ? 

উত্তর: সমুদ্রগুপ্ত কে

৪০. সমুদ্রগুপ্তের কীর্তি কোথায় বর্ণিত রয়েছে ? 

উত্তর: এলাহাবাদ স্তম্ভ শিলালিপি তে

৪১. ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ? 

উত্তর: গুপ্তযুগ কে

৪২. গুপ্তযুগে কে “ উত্তর রামচরিত ” নাটক রচনা করেছিলেন ?

উত্তর:  ভবভূতি 

৪৩. সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ ' এলাহাবাদ প্রশস্তি ’ কে রচনা করেছিলেন ? 

উত্তর: হরিষেণ 

৪৪. ' শকাব্দের ' প্রবর্তক কে ?

উত্তর:  কনিষ্ক

৪৫. হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন ?

উত্তর: শশাঙ্ক

৪৬. ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন ? 

উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

৪৭. কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?

উত্তর: (A) চন্দ্রগুপ্ত মৌর্য

৪৮. কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যােগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন ?

উত্তর: মেগাস্থিনিস

৪৯. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন ?

উত্তর:  712 খ্রিস্টাব্দে

৫০. সম্রাট অশােকের সাম্রাজ্যে নীচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না ?

উত্তর:  মাদ্রাজ 

৫১. সংস্কৃত নাটক “ রত্নাবলী ” কে লিখেছিলেন ?

উত্তর:  হর্ষবর্ধন 

৫২. চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাঙ কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ?

উত্তর:  হর্ষবর্ধন 

৫৩. “ কাদম্বরী ” কাব্যের রচয়িতা কে ?

উত্তর:  বানভট্ট

৫৪. ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানি এলিজাবেথের যুগ ও গ্রীসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন ?

উত্তর: গুপ্ত যুগ

৫৫.  কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল ? 

উত্তর: কুষাণদের রাজত্ব কালে

৫৬. আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন ? 

উত্তর: এ্যারিস্টোটল 

৫৭. মহাবীর ছিলেন— 

উত্তর:  তেইশতম তীর্থঙ্কর 

৫৮. ‘ দি ইন্ডিকা ’ কে লিখেছিলেন ? 

উত্তর: মেগাস্থিনিস

৫৯. ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয় ? 

উত্তর:  মৌর্য যুগে

৬০. ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয় ?

উত্তর:  চন্দ্রগুপ্ত মৌর্য

৬১. মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন ?

উত্তর: সেলুকস নিকেটর

৬২. কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

উত্তর:  পেশােয়ার 

৬৩. সম্রাট অশােকের অনুশাসন কোন লিপিতে খােদিত করা হয়েছিল ?

উত্তর:  ব্রাহ্মী

৬৪. যে হুণেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল ? 

উত্তর:  পশ্চিম এশিয়া 

৬৫ “ পঞ্চতন্ত্র " কে রচনা করেছিলেন ?

উত্তর: বিষ্ণুশর্মা

৬৬. বিশ্বের একশাে সর্বোত্তম বই এর মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত । কোন রচনাটি ?

উত্তর:  শকুন্তলা

৬৭. “ বৃহৎ সংহিতা ” কার রচনা ?

উত্তর:   বরাহমিহির





No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();