Modern Indian History gk questions answer 2021-22 ( আধুনিক ভারতের ইতিহাস) - SM Textbook

Fresh Topics

Friday, July 28, 2023

Modern Indian History gk questions answer 2021-22 ( আধুনিক ভারতের ইতিহাস)

 Modern Indian History gk questions answer 2021-22 ( আধুনিক ভারতের ইতিহাস)



আধুনিক যুগ – 

ভারতের ইতিহাস ( INDIAN HISTORY) থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নউত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নউত্তর যেকোনো সরকারি ও বেসরকারি (All competitive exam : Government Jobs and Private Job, SSC, CGL,IFS,CSC,) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । 


১. কে সতীদাহ নিবারণ আইন পাশ করেছিলেন?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিং


২. কার সমাজ সংস্কার আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়?

উত্তর: রামমোহন রায় এর


৩. কত সালে সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ হয়?

উত্তর: ১৮১৫ সালে


৪. কত সালে আত্মীয় সভা পাশ হয়? 

উত্তর: ১৮১৫ 


৫. গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন কে?

উত্তর: রামমোহন রায়


৬. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: রামমোহন রায়


৭. ভারতীয় নবজাগরণের অগ্রদূত কে ছিলেন?

উত্তর: রামমোহন রায়


৮. বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে?

উত্তর: ১৭৯২ সালে


৯. বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: জোনাথন ডানকান


১০. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর: লর্ড ক্যানিং


১১. ১৮৫৪ সালে গঠিত শিক্ষা কমিশনের নেতা কে ছিলেন?

উত্তর: চার্লস উর্ড


১২. হান্টার কমিশন গঠিত হয় কত সালে?

উত্তর: ১৮৮২ সালে


১৩.মহারানীর ঘোষণা পত্র লর্ড ক্যানিং কোথায় প্রকাশ করেন?

উত্তর: দিল্লিতে


১৪. রামায়ণ ইংরেজিতে কে অনুবাদ করেন?

উত্তর: উইলিয়াম কেরি


১৫. ১৭৮৫ সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে ?

উত্তর: স্যার উইলিয়াম জোন্স


১৬.হিন্দু কলেজ প্রতিষ্ঠার লক্ষ কি ছিল?

উত্তর: পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো


১৭. মোগল সম্রাট বাবর এর সময়কাল কত ছিল?

উত্তর -১৫২৬-১৫৩০ খ্রিষ্টাব্দ


১৮.হিন্দু কলেজের বর্তমান নাম কি?

উত্তর: প্রেসিডেন্সি কলেজ


১৯. লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিবালয়ের নাম কী ছিল?

উত্তর: টমাস বেরিংটন এডওয়ার্ড মেকলে


২০. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৮৫৭ সালে


২১. শ্রীরামপুর বাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন কে?

উত্তর: উইলিয়াম কেরি


২২. কে ১৮৩৫ সালে ৭ মার্চ ভারতে ইংরেজি শিক্ষাতে সরকারি অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেয়?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিং


২৩. রাজা রামমোহন রায় কে কে ভারত পথিক বলেছেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর


২৫.ব্রহ্মা সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 

উত্তর:১৮২৮ সালে


২৬.রামমোহন রায় এর জীবনিকার এর নাম কি ছিল?

উত্তর: মিস সোফিয়া কোলেট


২৭. প্রজাস্বত্ব আইন কবে পাস হয়?

উত্তর -১৮৮৫ খ্রিস্টাব্দে


২৮.কে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন?

উত্তর: কেশবচন্দ্র সেন


২৯.কে গঙ্গা সাগরে সন্তান বিসর্জন বন্ধ করেন?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিং


উত্তর: ১৯৪৬ সালের ৯ ফেব্রুয়ারি


৩৩.আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: দিল্লির লাল কেল্লার এক বিশেষ আদালতে


৩৪.কত সালে ক্রিপস মিশন ভারতে আসে?

১৯৪৫ সালের ১৬ আগস্ট


৩৫.স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর:লিয়াকত খাঁন


৩৬. কোন রাইফেল প্রচলন কে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলা হয়?

উত্তর: এনফিল্ড রাইফেল কে


৩৭.লর্ড ওয়েলেসলি কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

উত্তর: ১৮০০ সালে


৩৮. কারলমার্কস ১৮৫৭ সালের বিদ্রোহকে কোন বিদ্রোহ বলেছেন? 

উত্তর: জাতীয় বিদ্রোহ


৩৯. শ্রীরামপুর বাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৮০০ সালে


৪০.কত সালে কলকাতায় হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮১৭ সালে


৪১. উডের প্রতিবেদন বা ডিস্প্যাচ প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৮৫৪ সালে


৪২. বিদ্যাসাগর রচিত একটি গ্রন্থের নাম কি?

উত্তর: বর্ণপরিচয়


৪৩. ব্যকরণ কৌমুদি কে রচনা করেন?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


৪৪. বাবর এর প্রকৃত নাম কি ছিল?

উত্তর -জহির উদ্দিন মোহাম্মদ বাবর

৪৫. কত খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয়েছিল?

উত্তর -1530 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর

৪৬. কত খ্রিস্টাব্দে বাবর এর জন্ম হয়েছিল?

উত্তর -14 83 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি


৪৭.বেঙ্গল গেজেট কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৭৮০ সালে


৪৮.লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক কত সালে বসে?

উত্তর: ১৯৩০ সালে


৪৯. কার সভাপতিত্বে কংগ্রেস ভেঙ্গে ন্যাশনাল লিবারেল লীগ গঠিত হয়? 

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 


৫০.কবে কোম্পানি মাদ্রাজের বাণিজ্য ঘাঁটি স্থাপন করে?

উত্তর -১৬৩৯


৫১. কবে ব্রিটিশ কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয় ?

উত্তর-1765 খ্রিস্টাব্দে দেওয়ানি ও 1772 খ্রিস্টাব্দে নিজামতের দায়িত্ব পেয়ে কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়


৫২. কোন ঘটনাকে জুডিশিয়াল মার্ডার বলা হয়?

উত্তর-মহারাজ নন্দকুমারের ফাঁসির ঘটনা কে


৫৩. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে?

উত্তর-লর্ড কর্নওয়ালিস


৫৪. মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল কোথায়?

উত্তর-উত্তর ভারতে


৫৫. উপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়?

উত্তর-রিষড়ায়


৫৬. দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে কি বলে?

উত্তর-সম্পদের বহির্গমন


৫৭. ইজারাদারি ব্যবস্থা চালু হয় কোথায়?

উত্তর -বাংলায়


৫৮. চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত উদ্দেশ্য কি ছিল?

উত্তর-রাজস্ব আদায়


৫৯. বাংলার অনেক কৃষক জমি হারিয়ে কিসে পরিণত হয়?

উত্তর-বর্গাদারে


৬০. কত খ্রিস্টাব্দে কোম্পানির হাত থেকে ভারতের বাজারে একচেটিয়া অধিকার চলে যায়?

উত্তর -১৮১৩


৬১. কত খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়?

উত্তর-১৮৫৩


৬২.বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে ঘটে?

উত্তর-১৭৬৯-৭০ খ্রিস্টাব্দে


৬৩. মোগল সম্রাট হুমায়ুনের শাসনকাল কত ছিল?

উত্তর -১৫৩০-১৫৪০ খ্রিস্টাব্দ


৬৪. চিরস্থায়ী বন্দোবস্ত এর অপর নাম কি?

উত্তর-জমিদারি ব্যবস্থা


৬৫. চিরস্থায়ী বন্দোবস্ত  ভারতের কোথায় চালু হয়?

উত্তর-বাংলা, বিহার ও উড়িষ্যা


৬৬. বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি কার লেখা?

উত্তর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের


৬৭. রায়ত কাদের বলা হত?

উত্তর-কৃষকদের


৬৮. মহল কথাটির অর্থ কি?

উত্তর -কয়েকটি গ্রামের সমষ্টি


৬৯. দাদন কোন চাষের সঙ্গে যুক্ত?

উত্তর -নীল চাষের সঙ্গে


৭০. নীল বিদ্রোহ কখন হয়?

উত্তর -১৮৫৮-৬০ খ্রিস্টাব্দে


৭১. একজন নীল বিদ্রোহের নেতার নাম করো?

উত্তর -বিষ্ণুচরন বিশ্বাস


৭২. কার আমলে ভারতে রেলপথ নির্মাণ শুরু হয়?

উত্তর-লর্ড ডালহৌসির আমলে


৭৩. দ্বিতীয় ইঙ্গ বর্মা যুদ্ধ কবে হয়?

উত্তর-১৮৫২ খ্রিস্টাব্দে


৭৪. ভারতে কবে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়?

উত্তর-১৮৫১ খ্রিস্টাব্দে


৭৫. কবে ভারতীয় রেল কে জাতীয়করণ করা হয়?

উত্তর-১৯৫১ খ্রিস্টাব্দে


৭৬. কবে ভারতীয় রেলবোর্ড গঠিত হয়?

উত্তর-১৯০৫ খ্রিস্টাব্দে


৭৭. ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়?

উত্তর - লর্ড ডালহৌসি কে


৭৮. নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

উত্তর- লর্ড ক্যানিং


৭৯. কবে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয়?

উত্তর- ১৮১৩ খ্রিস্টাব্দে


৮০. ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দামি রত্ন বলা হতো কাকে?

উত্তর-ভারতকে



ধন্যবাদ সময় করে আমাদের প্রশ্ন উত্তর গুলো পড়ার জন্য, যে কোনো জি কে এর  প্রশ্ন উত্তর জানতে আমাদের ওয়েবসাইট টি অনুসরণ করুন ।

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();