পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় নবম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায়|class 9 3rd chapter geography question answer |
- কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য হয়— A. 20 মিনিট B. 22 মিনিট C. 24 মিনিট D. 26 মিনিট
Ans. C
- কোনো স্থানের দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য যে রেখার সাহায্য নেওয়া হয়, সেটি হল— A. মূলমধ্যরেখা B. 180° দ্রাঘিমারেখা C. নিরক্ষরেখা D. কোনোটাই নয়
Ans. A
- দুপুর 12 টাকে প্রকাশ করা হয়— A. 12 pm B. 12 am C. 12 D. কোনোটিই নয়
Ans. A
- কলকাতা ও গ্রিনিচের প্রমাণ সময়ের পার্থক্য – A. 5 ঘণ্টা B. 5 ঘণ্টা 30 মিনিট C. 6 ঘণ্টা B. 6 ঘণ্টা 30 মিনিট
Ans. B
- পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে— A. নিরক্ষরেখা B. কর্কটক্রান্তিরেখা C. মকরক্রান্তিরেখা D. মেরুবৃত্তরেখা
Ans. A
- উত্তর অক্ষরেখায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের অক্ষাংশ – A. 180° B. 0° C. 45° দক্ষিণ D. 45°30″ পশ্চিম
Ans. C
- দিন ও রাতের মধ্যে উষ্ণতার প্রসর সর্বাপেক্ষা কম যে অক্ষরেখা বরাবর – A. নিরক্ষরেখা B. কর্কটক্রান্তিরেখা C. মকরক্রান্তিরেখা D. কুমেরুবৃত্তরেখা
Ans. A
- আন্তর্জাতিক তারিখরেখা অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে— A. 11° পূর্বে B. 11° পশ্চিমে C. 7° পূর্বে D. 7° পশ্চিমে
Ans. D
- সুমেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ— A. 0° B. 90° উত্তর C. 90° দক্ষিণ D. 180°
Ans. B
- সর্বোচ্চ অক্ষাংশের মান— A. 90° B. 100° C. 175° D. 180°
Ans. A
- 36 একই অক্ষাংশবিশিষ্ট স্থানগুলিকে যে রেখার মাধ্যমে যোগ করা হয়, সেটি হল— A. দ্রাঘিমারেখা B. মূলমধ্যরেখা C. অক্ষরেখা D. বিষুবরেখা
Ans. C
- ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা নিরক্ষীয় তলের সাথে যে কোণ তৈরি করে তাকে বলে— A. দ্রাঘিমারেখা B. প্রতিপাদ স্থান C. অক্ষাংশ D. অক্ষরেখা
Ans. C
- 180° দ্রাঘিমারেখার ওপর অবস্থিত কোনো স্থানের প্রতিপাদ স্থান হবে— A. 18°পূর্ব B. 18° পশ্চিম C. 0° D. 90° পূর্ব
Ans. C
- সুমেরুবৃত্তরেখার অক্ষাংশ হল— A. 60° উত্তর B. 60° দক্ষিণ C. 66°30″ উত্তর D. 66°30″ দক্ষিণ
Ans. C
- পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে— A. নিরক্ষরেখা B. কর্কটক্রান্তিরেখা C. মকরক্রান্তিরেখা D. মেরুবৃত্তরেখা
Ans. A
- দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মির লম্বভাবে পড়ার শেষ সীমা— A. নিরক্ষরেখা B. কর্কটক্রান্তিরেখা C. মকরক্রান্তিরেখা D. কুমেরুবৃত্তরেখা
Ans. C
- সুমেরুবৃত্তরেখার অক্ষাংশ হল— A. 60° উত্তর B. 60° দক্ষিণ C. 66° 30″ উত্তর D. 66° 30″ দক্ষিণ
Ans. C
- পৃথিবীতে 1° অন্তর অক্ষরেখার সংখ্যা হল— A. 180টি B. 177টি C. 178টি D. 181টি
Ans. B
- নিরক্ষরেখায় 1° অন্তর দুটি দ্রাঘিমারেখার রৈখিক ব্যবধান – A. 110.3 কিমি B. 111.3 কিমি C. 113.3 কিমি D. 114.3 কিমি
Ans. B
- সর্বনিম্ন অক্ষাংশের মান— A. 90° B. 0° C. 45° D. 66.5°
Ans. B
- দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান – A. 90° B. 100° C. 180° D. 360°
Ans. C
- আন্তর্জাতিক তারিখরেখা অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে— A. 11° পূর্বে B. 11° পশ্চিমে C. 7° পূর্বে D. 7° পশ্চিমে
Ans. D
- ভারতের উত্তরতম অক্ষরেখাটি হল— A. 36° 06″ উত্তর অক্ষরেখা B. 97° 25″ উত্তর অক্ষরেখা C. 37° 06″ উত্তর অক্ষরেখা D. 67° 00″ উত্তর অক্ষরেখা
Ans. C
- দুপুর 12 টাকে প্রকাশ করা হয়— A. 12 pm B. 12 am C. 12 D. কোনোটিই নয়
Ans. A
- নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে— A. দ্রাঘিমা B. অক্ষাংশ C. প্রতিপাদ স্থান D. স্থানবিন্দু
Ans. B
- আন্তর্জাতিক তারিখরেখা অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে— A. 11° পূর্বে B. 11° পশ্চিমে C. 7° পূর্বে D. 7° পশ্চিমে
Ans. D
- রাত্রে কর্কটক্রান্তিরেখায় ধ্রুবতারার উন্নতিকোণ – A. 0° B. 23.5° C. 66.5° D. 90°
Ans. B
- দিন ও রাতের মধ্যে উষ্ণতার প্রসর সর্বাপেক্ষা কম যে অক্ষরেখা বরাবর – A. নিরক্ষরেখা B. কর্কটক্রান্তিরেখা C. মকরক্রান্তিরেখা D. কুমেরুবৃত্তরেখা
Ans. A
- দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মির লম্বভাবে পড়ার শেষ সীমা— A. নিরক্ষরেখা B. কর্কটক্রান্তিরেখা C. মকরক্রান্তিরেখা D. কুমেরুবৃত্তরেখা
Ans. C
- 180 দ্রাঘিমারেখার ওপর অবস্থিত কোনো স্থানের প্রতিপাদ স্থান হবে— A. 180° পূর্ব B. 180° পশ্চিম C. 0° D. 90° পূর্ব
Ans. C
- পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সময় কম হবে— A. 24 ঘণ্টা B. 48 ঘণ্টা C. 12 ঘণ্টা D. কোনোটিই নয়
Ans. A
- কানাডার সময় অঞ্চল— A. 6টি B. 7টি C. 8টি D. 4টি
Ans. A
- পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়ে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমারেখা ব্যবহার করেন— A. প্লেটো B. টলেমি C. এরাটোথেনিস D. অ্যারিস্টটল
Ans. C
- ভারতের উত্তরতম অক্ষরেখাটি হল— A. 36°06″ উত্তর অক্ষরেখা B. 97°25″ উত্তর অক্ষরেখা C. 37°06″ উত্তর অক্ষরেখা D. 67°00″ উত্তর অক্ষরেখা
Ans. C
- নিরক্ষরেখায় ধ্রুবতারাকে দেখা যায়— A. দিগন্তরেখায় B. মাথার ওপর C. পূর্ব আকাশে D. পশ্চিম আকাশে
Ans. A
- প্রতি 1° দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয়— A. 4মিনিট B. 5 মিনিট C. 6 মিনিট D. 10 মিনিট
Ans. A
- সুমেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ— A. 0° B. 90° উত্তর C. 90° দক্ষিণ D. 180°
Ans. B
- কোনো স্থানের দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য যে রেখার সাহায্য নেওয়া হয়, সেটি হল— A. মূলমধ্যরেখা B. 180° দ্রাঘিমারেখা C. নিরক্ষরেখা D. কোনোটাই নয়
Ans. A
- সুমেরুবৃত্তরেখার অক্ষাংশ হল— A. 60° উত্তর B. 60° দক্ষিণ C. 66°30″ উত্তর D. 66°30″ দক্ষিণ
Ans. C
- মেরুবিন্দুতে দুটি দ্রাঘিমা রেখার রৈখিক দূরত্ব – A. 11.2 কিমি B. 1.1 কিমি C. 0.25 কিমি D. 0 কিমি
Ans. D
- দ্রাঘিমারেখার ওপর অবস্থিত কোনো স্থানের প্রতিপাদ স্থান হবে— A. 180° পূর্ব B. 180° পশ্চিম C. 0° D. 90° পূর্ব
Ans. C
- পৃথিবীতে 1° অন্তর অক্ষরেখার সংখ্যা হল— A. 180টি B. 177টি C. 178টি D. 181টি
Ans. B
- দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান – A. 90° B. 100° C. 180° D. 360°
Ans. C
- কানাডার সময় অঞ্চল— A. 6টি B. 7টি C. 8টি D. 4টি
Ans. A
- কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য হল— A. 20 মিনিট B. 24 মিনিট C. 28 মিনিট D. 32 মিনিট
Ans. B
- কলকাতা ও গ্রিনিচের প্রমাণ সময়ের পার্থক্য – A. 5 ঘণ্টা B. 5 ঘণ্টা 30 মিনিট C. 6 ঘণ্টা B. 6 ঘণ্টা 30 মিনিট
Ans. B
- 45° উত্তর অক্ষরেখায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের অক্ষাংশ – A. 180° B. 0° C. 45° দক্ষিণ D. 45°30″ পশ্চিম
Ans. C
- রাত্রে কর্কটক্রান্তিরেখায় ধ্রুবতারার উন্নতিকোণ – A. 0° B. 23.5° C. 66.5° D. 90°
Ans. B
- সুমেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ— A. 0° B. 90° উত্তর C. 90° দক্ষিণ D. 180°
Ans. B
- দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান – A. 90° B. 100° C. 180° D. 360°
Ans. C
প্রশ্ন :- সমগ্র পৃথিবীর কৌণিক মাপ কত ?
উত্তর :-360°
প্রশ্ন :- পৃথিবীপৃষ্টে কলকাতার সঠিক অবস্থান লেখো ?
উত্তর :-22° 34 উত্তর অক্ষরেখা এবং 88° 30 পূর্ব দ্রাঘিমারেখার মিলনস্থল।
প্রশ্ন :- পৃথিবীর সবচেয়ে বড়ো অক্ষরেখা কোনটি ?
উত্তর :-নিরক্ষরেখা।
প্রশ্ন :- মূলমধ্যেরেখাটি কোন শহরের উপর দিয়ে গিয়েছে ?
উত্তর :-ইংল্যান্ডের গ্রিনিচ শহর।
প্রশ্ন :- অক্ষরেখা গুলির অপর নাম কী ?
উত্তর :-সমাক্ষরেখা।
প্রশ্ন :- প্রত্যেক দ্রাঘিমারেখা নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণ সৃষ্টি করে ?
উত্তর :-90°
প্রশ্ন :- প্রতিটি সমাক্ষরেখার কৌণিক মান কত ?
উত্তর :-360°
প্রশ্ন :- নিরক্ষরেখা থেকে মেরুবিন্দুর দীর্ঘ উল্যেখ করো ?
উত্তর :-ৰৈখিক দুরুত্ব প্রায় 9999.90 কিমি।
প্রশ্ন :- সর্বোচ্চ দ্রাঘিমারেখার মান কত ?
উত্তর :-180°
প্রশ্ন :- পৃথিবীর প্রমান সময় নির্ধারণকারী দ্রাঘিমা কোনটি ?
উত্তর :-মূলমধ্যেরেখা (0°)।
প্রশ্ন :- 1° দ্রাঘিমা = কত মিনিট ?
উত্তর :-60 মিনিট।
প্রশ্ন :- দ্রাঘিমারেখার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনটি ?
উত্তর :-মূলমধ্যেরেখা।
প্রশ্ন :- মূলমধ্যেরেখার মান কত ?
উত্তর :-0°
প্রশ্ন :- দ্রাঘিমাংশের বা দ্রাঘিমারেখার গরিষ্ট মান কত ?
উত্তর :-180° পূর্ব ও পশ্চিম।
প্রশ্ন :- কলকাতার দ্রাঘিমারেখার মান কত ?
উত্তর :- 88° 30
প্রশ্ন :- প্রত্যেক দ্রাঘিমারেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে ?
উত্তর :-90° কোণে।
প্রশ্ন :- ভারতের প্রমান সময়ের সঙ্গে গ্রিনিচের সময়ের পার্থক্য কত ?
উত্তর :- 5 ঘন্টা 30 মিনিট।
প্রশ্ন :- কোন যন্তের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করে কোনো স্থানের অক্ষাংশ পরিমাপ করা যায় ?
উত্তর :-সেক্সটেন্ট যন্তের সাহায্যে।
প্রশ্ন :- কোন রেখাকে পৃথিবীর প্রমান দ্রাঘিমা বলে ?
উত্তর :-মূলমধ্যেরেখাকে।
প্রশ্ন :- নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপণ্য করে
উত্তর :-0°
প্রশ্ন :- দক্ষিণ গোলার্ধে কোন নক্ষতের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় ?
উত্তর :-হ্যাডলির আকটেন্ট।
প্রশ্ন :- অবস্থান নির্ণয় করার আধুনিকতম পদ্ধতি কি নাম পরিচিত ?
উত্তর :-GPS
প্রশ্ন :- GIS – এর পুরো নাম কি ?
উত্তর :-Geographical Information System
প্রশ্ন :- কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত মিনিট ?
উত্তর :-24 মিনিট।
প্রশ্ন :- IST – পুরো নাম কী ?
উত্তর :-Indian Standaed Time
প্রশ্ন :- অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ———— বিন্দুর সাহায্যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়।
Ans:- ছেদ।
প্রশ্ন :- গোলাকার পৃথিবীতে কোনো স্থানের অবস্থান ———— সাহায্যে পরিমাপ করা হয়ে থাকে।
Ans:- কৌণিক দূরত্বের।
প্রশ্ন :- পৃথিবীর সর্ববৃহৎ কাল্পনিক রেখা বা বিষুবরেখা বা মহাবৃত্ত হলো ———-।
Ans:- নিরক্ষরেখা।
প্রশ্ন :- ————-পৃথিবীকে উত্তর ও দক্ষিন গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে।
Ans:- নিরক্ষরেখা।
প্রশ্ন :- নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র যে তলের উপর অবস্থিত , তাকে ———— বলে।
Ans:- নিরক্ষীয় তল।
প্রশ্ন :- সূর্যের তাপ সবচেয়ে বেশি পায় ———— অঞ্চলে।
Ans:- নিরক্ষীয়।
প্রশ্ন :- ————-দ্রাঘিমারেখা থেকে পৃথিবীতে তারিখ শুরু বা শেষ হয়।
Ans:- 180 °
প্রশ্ন :- উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হয় ———।
Ans:- 90 °
প্রশ্ন :- অক্ষরেখাগুলি পরস্পরের ———–।
Ans:- সমান্তরাল।
প্রশ্ন :- 23 1 /2° উত্তর অক্ষরেখাকে ———– বলে।
Ans:- কর্কটক্রান্তিরেখা।
প্রশ্ন :- দক্ষিন গোলার্ধে মেরু নক্ষত্র হলো ———–।
Ans:- হ্যাডলির আকটেন্ট।
প্রশ্ন :- ———— রেখায় অক্ষাংশের মান 23 1 /2° দক্ষিণ।
Ans:- মকরক্রান্তি।
প্রশ্ন :- ফিজি দ্বীপপুঞ্জ্যের কাছে আন্তর্জাতিক তারিখ রেখাকে ————- ডিগ্রি পূর্বে বাঁকানো হয়েছে।
Ans:- 11°
প্রশ্ন :- রয়েল অবজারভেটোরি অবস্তিত ———— শহরে।
Ans:- গ্রিনিচ।
প্রশ্ন :- প্রমান দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক ———— দেশে।
Ans:- রাশিয়া।
প্রশ্ন :- উঁচু অক্ষাংশে অবস্থিত একটি দেশ হলো ————।
Ans:- ইন্দোনেশিয়া।
প্রশ্ন :- দূরত্ব কৌণিক মানের সাহায্যে অবস্থান নির্ণয় হলো —————–।
Ans:- সমতল ভূমির উপর অবস্থান নির্ণয়।
প্রশ্ন :- মূলমধ্যেরেখা পৃথিবীর কেন্দ্রে ————- কোণ উৎপন্ন করে।
Ans:- 0°
প্রশ্ন :- মূলমধ্যেরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমারেখাটি হলো ———-।
Ans:- 180°
প্রশ্ন :- দ্রাঘিমারেখাকে ————– রেখা বলা হয়।
Ans:- দেশান্তর।
প্রশ্ন :- 1° দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় ———– মিনিট।
Ans:- 4
প্রশ্ন :- কোনো এক স্থানে যখন দিন , তখন তার প্রতিপাদ স্থানে ————-।
Ans:- রাত।
প্রশ্ন :- ———— ঘড়ি গ্রিনিচের সময় অনুসারে চলে।
Ans:- ক্রোনোমিটার।
No comments:
Post a Comment