ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া নবম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর| class 9 4th chapter geography question answer| - SM Textbook

Fresh Topics

Thursday, July 27, 2023

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া নবম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর| class 9 4th chapter geography question answer|

  ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া নবম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর| class 9 4th chapter geography question answer|



এককথায় উত্তর:-

 প্রশ্নের মান-1


১. কোন প্রকার ভূআলোড়নে শিলায় ভাঁজ পড়ে?

Ans. গিরিজনি আলোড়ন।

২. হিমালয় পর্বত কোন মহীখাত থেকে সৃষ্টি হয়েছে?

Ans. টেথিস।

৩. কোন প্রক্রিয়ায় অসমতল ভূমি সমতলে পরিণত হয়?

Ans. পর্যায়ন।

৪. 'ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ' কোন আগ্নেয়গিরিকে বলা হয়?

Ans. স্ট্রম্বলি।

৫. পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি?

Ans. পামির।

৬. ভারতের আরাবল্লী কী ধরনের পর্বত?

Ans. প্রাচীন ভঙ্গিল।

৭. টেবিল ল্যান্ড কোন ভূমিকে বলা হয়?

Ans. মালভূমি।

৮. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?

Ans. আন্দিজ।

৯. পৃথিবীর বৃহত্তম শিল্ড মালভূমিটির নাম কি?

Ans. সাইবেরিয়া শিল্ড।

১০. বাজাদা সমভূমি কোন অঞ্চলে দেখা যায়?

Ans. মরুভূমি অঞ্চলে।

১১. ভারতের একটি স্তুপ পর্বতের উদাহরণ দাও।

Ans. সাতপুরা।

১২. ভূত্বকে বৃহৎ পাতের সংখ্যা কয়টি?

Ans. ৭ টি।



  1. আলফ্রেড ওয়েগনার ‘মহীসঞ্চরণ’ মতবাদের ব্যাখ্যা দেন— A. 1914 সালে B. 1896 সালে C. 1922 সালে D. 1912 সালে

Ans. D

  1. জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রকৃতপক্ষে একটি – A. বনভূমি B. স্তূপ পর্বত C. কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল D. বৃক্ষহীন অঞ্চল

Ans. B

  1. গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে— A. সিন নদী B. রাইন নদী C. ভিলা নদী D. গোদাবরী নদী

Ans. B

  1. টেবিলল্যান্ড বলা হয়ে থাকে— A. পর্বতকে B. মালভূমিকে C. পাহাড়কে D. সমভূমিকে

Ans. B

  1. শিলাস্তরে ভাজ পড়ে সৃষ্টি হয়— A. ভঙ্গিল পর্বত B. স্তূপ পর্বত C. আগ্নেয় পর্বত D. সঞ্চয়জাত পর্বত

Ans. A

  1. পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত – A. ফুজিয়ামা B. কটোপাকসি C. ওজোস ডেল সালাডো D. মাউন্ট হেলমস

Ans. C

  1. মহাদেশীয় পাতের ঘনত্ব প্রতি ঘনসেমিতে— A. 270 গ্রাম B. 290 গ্রাম C. 260 গ্রাম D. 310 গ্রাম

Ans. A

  1. ঝাড়খণ্ডের রাজমহল একটি – A. স্তূপ পর্বত B. ক্ষয়জাত পর্বত C. ভঙ্গিল পর্বত D. আগ্নেয় পর্বত

Ans. B

  1. পাকিস্তানের সল্টরেঞ্জ একটি— A. ভঙ্গিল পর্বত B. আগ্নেয় পর্বত C. স্তূপ পর্বত D. ক্ষয়জাত পর্বত

Ans. C

  1. ‘টেল’ ভূমিরূপ গঠিত হয়— A. নদীর সঞ্চয়কার্যের ফলে B. হিমবাহের নুড়ি ও কাদা সঞ্চয়ের ফলে C. উপকূলের বালি সঞ্জিত হয়ে D. বায়ুর ক্ষয়কার্যের ফলে

Ans. B

  1. পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হল— A. ফুজিয়ামা B. ভিসুভিয়াস C. ক্রাকাতোয়া D. মৌনালোয়া

Ans. D

  1. নদী প্রধানত ভূমিরূপের পরিবর্তন ঘটায়— A. হিমবাহ অব্যুষিত অঞ্চলে B. হিমরেখার নীচে আর্দ্র অঞ্চলে C. মরু অঞ্চলে D. কোনোটিই নয়

Ans. B

  1. বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থিত সেখানে একদিন ছিল— A. ভারত মহাসাগর B. বঙ্গোপসাগর C. টেথিস সাগর D. প্রশান্ত মহাসাগর

Ans. C

  1. ভারতের বিন্ধ্য ও সাতপুরার গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রভাবিত – A. মহানদী B. সরস্বতী নদী C. নর্মদা নদী D. গঙ্গা নদী

Ans. C

  1. ভূমিরূপের গঠন ও পরিবর্তনের জন্য – A. ভূ-আলোড়ন B. নগ্নীভবন C. ভূ-আলোড়ন ও নগ্নীভবন D. কোনোটিই নয়

Ans. C

  1. জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রকৃতপক্ষে একটি – A. বনভূমি B. স্তূপ পর্বত C. কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল D. বৃক্ষহীন অঞ্চল

Ans. B

  1. ‘টেল’ ভূমিরূপ গঠিত হয়— A. নদীর সঞ্চয়কার্যের ফলে B. হিমবাহের নুড়ি ও কাদা সঞ্চয়ের ফলে C. উপকূলের বালি সঞ্জিত হয়ে D. বায়ুর ক্ষয়কার্যের ফলে

Ans. B

  1. একটি স্তূপ পর্বতের উদাহরণ হল— A. হিমালয় B. সাতপুরা C. ভিসুভিয়াস D. রকি

Ans. B

  1. ‘পৃথিবীর ছাদ’ বলা হয়— A. পামির মালভূমিকে B. তিব্বত মালভূমিকে C. আরব মালভূমিকে D. লাদাখ মালভূমিকে

Ans. A

  1. ভারতের একটি লাভা মালভূমির উদাহরণ হল— A. লাদাখ মালভূমি B. ছোটোনাগপুর মালভূমি C. দাক্ষিণাত্য মালভূমি D. মেঘালয় মালভূমি

Ans. C

  1. পেডিমেন্ট ভূমিরূপ গঠিত হয়— A. হিমবাহের ক্ষয়ের ফলে B. নদীর ক্ষয়ের ফলে C. সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে D. বায়ুর ক্ষয়কার্যের ফলে

Ans. D

  1. অভিসারী পাত সঞ্চরণের ফলে সৃষ্টি হয়— A. স্তূপ পর্বত B. ভঙ্গিল পর্বত C. ক্ষয়জাত পর্বত D. সমভূমি

Ans. B

  1. The great Rift Valley-এর দৈর্ঘ্য প্রায়— A. 5,800 কিমি B. 5,670 কিমি C. 6,000 কিমি D. 3,475 কিমি

Ans. C

  1. আলফ্রেড ওয়েগনার ‘মহীসঞ্চরণ’ মতবাদের ব্যাখ্যা দেন— A. 1914 সালে B. 1896 সালে C. 1922 সালে D. 1912 সালে

Ans. D

  1. পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি দেখা যায়— A. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে B. আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে C. ভারত মহাসাগরীয় অঞ্চলে D. সুমেরু মহাসাগরীয় অঞ্চলে

Ans. A

  1. প্রতিসারী আটলান্টিক মহাসাগরীয় পাতের গতিবেগ বছরে— A. 5-6সেমি B. 13-14সেমি C. 2-3সেমি D. 9-11সেমি

Ans. C

  1. জাগ্রোস ও এলবুর্জ পর্বতের মাঝে যে মালভূমি রয়েছে – A. লাদাখ B. ইরান C. ইউকন D. ইকুয়েডর

Ans. B

  1. বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায়— A. গোদাবরী অববাহিকায় B. নর্মদা অববাহিকায় C. তাপ্তি অববাহিকায় D. গঙ্গা নদীর অববাহিকায়

Ans. D

  1. মাউন্ট এভারেস্ট অবস্থিত – A. নেপালে B. ভুটানে C. ভারতে D. চিনে

Ans. A

  1. আগ্নেয় মেখলা দেখা যায়— A. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে B. ভারত মহাসাগরীয় অঞ্চলে C. আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে D. কুমেরু মহাসাগরীয় অঞ্চলে

Ans. A

  1. বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায়— A. গোদাবরী অববাহিকায় B. নর্মদা অববাহিকায় C. তাপ্তি অববাহিকায় D. গঙ্গা নদীর অববাহিকায়

Ans. D

  1. বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থিত সেখানে একদিন ছিল— A. ভারত মহাসাগর B. বঙ্গোপসাগর C. টেথিস সাগর D. প্রশান্ত মহাসাগর

Ans. C

  1. পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত – A. ফুজিয়ামা B. কটোপাকসি C. ওজোস ডেল সালাডো D. মাউন্ট হেলমস

Ans. C

  1. The great Rift Valley-এর দৈর্ঘ্য প্রায়— A. 5,800 কিমি B. 5,670 কিমি C. 6,000 কিমি D. 3,475 কিমি

Ans. C

  1. আলফ্রেড ওয়েগনার ‘মহীসঞ্চরণ’ মতবাদের ব্যাখ্যা দেন— A. 1914 সালে B. 1896 সালে C. 1922 সালে D. 1912 সালে

Ans. D

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : [প্রশ্নের মান-১]
১.১ ভূ-আলোড়ন একটি—
(ক) অন্তর্জাত প্রক্রিয়া
(খ) বহির্জাত প্রক্রিয়া
(গ) মহাজাগতিক প্রক্রিয়া
(ঘ) বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া

উঃ-ক) অন্তর্জাত প্রক্রিয়া



১.২ একটি বহির্জাত প্রক্রিয়া-
(ক) বায়ুপ্রবাহ
(খ) ভূমিকম্প
(গ) আগ্নেয়োচ্ছ্বাস
(ঘ) ভূ-আন্দোলন

উঃ-(ক) বায়ুপ্রবাহ



১.৩ মহিভাবক আলোড়নে শিলায়—
(ক) চ্যুতি সৃষ্টি হয়
(খ) ভাঁজ সৃষ্টি হয়
(ঘ) সঞ্চয় হয়
(গ) ক্ষয় হয়

উঃ-(ক) চ্যুতি সৃষ্টি হয়



১.৪ পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি—

(ক) হিমালয়
(খ) রকি
(গ) আন্দিজ
(ঘ) আল্পস

উঃ-ক) হিমালয়

১.৫ আগ্নেয়গিরির সংখ্যা সবচেয়ে বেশি দেখা যায়—
(ক) প্রশান্ত মহাসাগরীয় বলয়ে
(খ) মধ্য আটলান্টিক বলয়ে
(গ) মধ্য ভারত মহাসাগরীয় বলয়ে
(ঘ) মধ্য মহাদেশীয় বলয়ে

উঃ-(ক) প্রশান্ত মহাসাগরীয় বলয়ে


১.৬ ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ঘটে—
(ক) গিরিজনি আলোড়ন
(খ) মহিভাবকআলোড়ন
(গ) মহাজাগতিক আলোড়ন
(ঘ) আকস্মিক আলোড়ন

উঃ-(ক) গিরিজনি আলোড়ন


১.৭ ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে ভারতের—
(ক) পশ্চিমঘাট পর্বতমালা
খ) সাতপুরা পর্বত
(গ) বিন্ধ্য পর্বত
(ঘ) হিমালয় পর্বত

উঃ-(ঘ) হিমালয় পর্বত


১.৮ পৃথিবীর ছাদ বলা হয়—

(ক) তিব্বত মালভূমিকে
(খ) পামির মালভূমিকে
(গ) ছোটোনাগপুর মালভূমিকে
(ঘ) দাক্ষিণাত্য মালভূমিকে

_উঃ-খ) পামির মালভূমিকে


 ১.৯ সমগ্ৰায়ভূমির মাঝে শক্ত পাথরের টিলার ন‍্যায় ভূমিরূপকে বলে—
(ক)ডেল্টা
(খ) মোনাডনক
(গ) লোয়েস
(ঘ) বাজাদা

উঃ-খ) মোনাডনক


১.১০ ভূপৃষ্ঠে সমান্তরাল দুটি ফাটলের মাঝের অংশ উঠে সৃষ্টি হয়-
(ক) ক্ষয়জাত পর্বত
(খ) সঞ্চয়জাত পর্বত
(ঘ) ভঙ্গিল পর্বত
(গ) স্তূপ পর্বত

উঃ-(গ) স্তূপ পর্বত



১.১১ লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে—
(ক) ভারতে
(খ) আমেরিকা যুক্তরাষ্ট্রে
(গ) জাপানে
(ঘ) চিনে

উঃ-ঘ) চিনে


১.১২ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী-
(ক) সবরমতী
(খ) লুনি
(গ) গঙ্গা
(ঘ) নর্মদা

উঃ-ঘ) নর্মদা

১.১৩ তুরানের নিম্নভূমি একটি—
(ক) উন্নত সমভূমি
(খ) অবনত সমভূমি
(গ) পেডিমেন্ট সমভূমি
(ঘ) সমপ্ৰায়ভূমি

উঃ-(খ) অবনত সমভূমি


১.১৪ গাঙ্গেয় সমভূমি একটি—

(ক) উন্নত সমভূমি
(গ) বদ্বীপ সমভূমি
(খ) অবনত সমভূমি
(ঘ) পলল সমভূমি

উঃ-(গ) বদ্বীপ সমভূমি


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();