জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন ও উত্তর| class 9 7th chapter history question answer|
১. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
Ans. ১৯১৯ সালে।
২. "জাতিসংঘের জনক" কাকে বলা হয়?
Ans. উড্রো উইলসন।
৩. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans. সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
৪. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
Ans. স্যার এরিক ড্রামণ্ড।
৫. UNO এর পুরো কথাটি কী?
Ans. United Nations Organisation।
৬. কবে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়?
Ans. ১৯৪৫ সালে।
৭. আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়?
Ans. ১৯৪১ সালে।
৮. ইয়ালটা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
Ans. ১৯৪৫ সালে।
৯. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?
Ans. ট্রিগভি লি।
১০. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
Ans. ৫ জন।
১১. জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস কোন তারিখে পালন করা হয়?
Ans. ২৬ জুন।
১২. সম্পূর্ন নাম-
WHO- World Health Organisation।
ILO- International Labour Organisation।
IMF- International Monetary Fund।
UNESCO- United Nations Educational। Scientific and Cultural Organisation।
13. বছরে কমপক্ষে কতবার সাধারণ সভার অধিবেশন আহ্বান করা হত ?
উঃ- ১ বার
14. সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কী বলে?
উঃ- সনদ
15. বছরে কমপক্ষে কতবার লিগ পরিষদের অধিবেশন বসত?
উঃ- ৩ বার
16. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব বা সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
উঃ- নরওয়ের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ট্রিগভি লি।
17. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বশান্তি রক্ষার উদ্দেশ্যে গঠিত সংস্থাটির নাম কী ?
উঃ- জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ
18. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ক-টি এজেন্সি আছে?
উঃ- 14টি এজেন্সি
19. UNICEF-এর পুরো নাম কী?
উঃ- United Nations Children's Emergency Fund
20. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?
উঃ- নেদারল্যান্ডসের হেগ (The Hegue) শহরে অবস্থিত।
21. WHO বলতে কী বোঝায়?
উঃ- বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কে।
22. সম্মিলিত জাতিপুঞ্জের কর্মদপ্তরের মুখ্য পরিচালক কে?
উঃ- মহাসচিব।
23. প্রতিষ্ঠাকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যসংখ্যা কত ছিল?
উঃ- ৫১
24. সানফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ- 1945 খ্রিস্টাব্দে
25. সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতি
উঃ- কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে জাতিপুঞ্জ হস্তক্ষেপ করবে না।
26. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত?
উঃ- ৫
27. সাধারণত বছরে কত বার লিগ পরিষদের অধিবেশন বসত ?
উঃ- তিন বার
28. সম্মিলিত জাতিপুঞ্জ মূলতুর্কোন্ কোন দেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ইংল্যান্ড, আমেরিকা ও সোভিয়েত রাশিয়া।
29. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কারা?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, চিন এবং রাশিয়া
30. সাধারণ সভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ- 1946 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি
31. সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ২৪ অক্টোবর, ১৯৪৫ খ্রিস্টাব্দে।
32. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হয়?
উঃ- ২ বছরের
33. সম্মিলিত জাতিপুঞ্জের সর্বকনিষ্ঠ রাষ্ট্র কোনটি ?
উঃ- দক্ষিণ সুদান।
34. রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ গঠনে কোন্ কোন্ দেশের বিশেষ ভূমিকা ছিল?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের
35. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে জাতিসংঘের সদস্যসংখ্যা কত ছিল ?
উঃ- ৪৬।
36. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ?
উঃ- নরওয়ের বিদেশমন্ত্রী ট্রিগভি লি।
37. বান কি মুন জাতিপুঞ্জের কততম মহাসচিব?
উঃ- অষ্টম।
38. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত কতগুলি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন আহূত হয়?
উঃ- ৩টি
39. সানফ্রান্সিসকো সম্মেলন কখন অনুষ্ঠিত হয়?
উঃ- 1945 খ্রিস্টাব্দের 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত
40. লিগের (জাতিসংঘের) প্রথম সচিব কে ছিলেন ?
উঃ- স্যার জেমস এরিক ডুমন্ড।
41. বর্তমানে জাতিপুঞ্জের সদস্যসংখ্যা কত?
উঃ- ১৯৩টি।
42. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার নাম কী?
উঃ- সম্মিলিত জাতিপুঞ্জ
43. সম্মিলিত জাতিপুরে কোন পরিষদের সদস্যগণ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
উঃ- নিরাপত্তা পরিষদের
44. লন্ডন সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ- 1941 খ্রিস্টাব্দে।
45. প্রাথমিক পর্যায়ে লিগ কাউন্সিল-এ স্থায়ী সদস্য কারা ছিল?
উঃ- ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ও জাপান।
46. তেহরান সম্মেলনে কোন্ কোন্ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যোগদান করেন ?
উঃ- জোসেফ স্ট্যালিন (রাশিয়া), চার্চিল (ইংল্যান্ড) এবং রুজভেল্ট (আমেরিকা যুক্তরাষ্ট্র)
47. সম্মিলিত জাতিপুঞ্জের হৃৎপিণ্ড বলা হয় কোন সংস্থাকে?
উঃ- নিরাপত্তা পরিষদকে
48. রাশিয়া কবে জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল ?
উঃ- 1934 খ্রিস্টাব্দে।
49. প্রাথমিক পর্বে জাতিসংঘের স্থায়ী আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা কত ছিল?
উঃ- ৯।
50. জেনেভা প্রোটোকলে কোন বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ’ বলা হয়েছে?
উঃ- আক্রমণাত্মক যুদ্ধকে
51. সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য কারা ?
উঃ- সম্মিলিত জাতিপুঞ্জের প্রত্যেক সদস্য রাষ্ট্রই
52. রাশিয়া কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ?
উঃ- 1939 খ্রিস্টাব্দে।
53. প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়?
উঃ- জাতিসংঘ
54. জেনেভা প্রোটোকল’ কী ?
উঃ- ১৯২৪ খ্রিস্টাব্দে গ্রিস ও চেকোশ্লোভাকিয়ার প্রতিনিধিদ্বয় রচিত একটি দলিল।
55. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে ক-টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন আছে?
উঃ- 5টি
56. UNESCO-এর পুরো নাম কী ?
উঃ- United Nations Educational Scientific and Cultural Organisation
57. আটলান্টিক চার্টার (সনদ) কবে স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ- 1941 খ্রিস্টাব্দের ৩ আগস্ট
58. UNO-এর পুরো নাম কী?
উঃ- ইউনাইটেড নেশনস্ অর্গানাইজেশন।
59. সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় সর্বশেষ কোন্ রাষ্ট্রটি যোগদান করে ?
উঃ- দক্ষিণ সুদান।
60. বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রথম আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির নাম কী ?
উঃ- জাতিসংঘ।
61. নিরাপত্তা পরিষদের সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন?
উঃ- সাধারণ সভার
62. জাপান ও ইটালি কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ?
উঃ- জাপান ১৯৩১ খ্রিস্টাব্দে এবং ইটালি ১৯৩৫ খ্রিস্টাব্দে
63. সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 1 নম্বর ধারায় ক-টি মৌলিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে?
উঃ- একটি
64. বর্তমান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ক-টি ?
উঃ- দশটি।
65. নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
উঃ- ১৫ জন।
66. জাতিসংঘের সাধারণ সভার কাজ কী ছিল?
উঃ- বিশ্বশান্তি, নিরাপত্তা, সংখ্যালঘু, রাজনৈতিক সমস্যা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
67. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে প্রথমে ক-টি দেশ স্বাক্ষর?
উঃ- 51টি
68. প্রতিষ্ঠার সময় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য - ক-টি ছিল ?
উঃ- ছ-টি।
69. নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উঃ- ২ বছরের
70. জাতিসংঘের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের কতজন করে প্রতিনিধি থাকে?
উঃ- তিনজন
71. সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কী বলা হয়?
উঃ- সনদ
72. প্রতিষ্ঠার সময় জাতিসংঘের কতজন সদস্য ছিল ?
উঃ- 40 জন
73. নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপ কোন্ মহাদেশে অবস্থিত?
উঃ- আমেরিকা মহাদেশ।
74. জাতিসংঘের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হত ?
উঃ- লিগের চুক্তিপত্রে স্বাক্ষরকারী প্রত্যেক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে
75. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে?
উঃ- পোর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টোনিয়ো গুতেরেজ।
76. প্রতিবছর কোন সময় জাতিসংঘের অধিবেশন বসত ?
উঃ- সেপ্টেম্বর মাসে।
77. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের কাউন্সিলের স্থায়ী সদস্যসংখ্যা কত ছিল?
উঃ- ২
78. জাতিসংঘের সনদ অনুযায়ী ক-টি প্রধান সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল?
উঃ- তিনটি
79. সম্মিলিত জাতিপুঞ্জের গঠন ও রূপরেখা নিয়ে কোথায় আলোচনা হয়?
উঃ- ওয়াশিংটনের কাছে ডাম্বারটন
80. প্রতিটি সদস্যরাষ্ট্র থেকে একসঙ্গে কতজন সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি থাকতে পারে?
উঃ- একজন করে।
81. জার্মানি কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উঃ- ১৯২৬ খ্রিস্টাব্দে
82. জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায় ছিল?
উঃ- সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
83. সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থার সাফল্যের ওপর জাতিপুঞ্জের সাফল্য নির্ভর করে?
উঃ- সচিবালয়ের
84. প্রতি তিন বছর অন্তর কতজন করে বিচারপতি অবসর নেন ?
উঃ- 5 জন করে।
85. জাতিসংঘের স্থায়ী আন্তর্জাতিক আদালত কোথায় ছিল?
উঃ- হেগ শহরে।
86. জাতিসংঘের লিগ পরিষদে প্রথমে কত জন স্থায়ী সদস্য ছিল ?
উঃ- ৫ জন
87. সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সব দেশের মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষা, বেকার সমস্যার সমাধান ইত্যাদি কাজ করে থাকে?
উঃ- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
88. নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা কত ?
উঃ- 15 জন (5 জন স্থায়ী + 10 জন অস্থায়ী)।
89. জাতিসংঘের সাধারণ সভার সমাপ্তি অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ- ১৯৪৬ খ্রিষ্টাব্দে।
90. জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল বা মহাসচিব কে ছিলেন ?
উঃ- স্যার জেমস এরিক ডুমন্ড।
91 সম্মিলিত জাতিপুঞ্জের কত নম্বর ধারায় অছিপরিষদের উল্লেখ পাওয়া যায়?
উঃ- 7 নম্বর
92. নিরাপত্তা পরিষদের বর্তমান স্থায়ী সদস্যসংখ্যা কত?
উঃ- পাঁচটি।
93. জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনার জন্য কয়টি স্থায়ী কমিটি ছিল?
উঃ- সাতটি
94. জাতিসংঘের প্রথম অধিবেশনে ক-টি সদস্য রাষ্ট্র যোগদান করেছিল?
উঃ- ৪২টি
95. সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা কোনটি?
উঃ- সচিবালয়।
96. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে (1939) জাতিসংঘের সদস্যসংখ্যা কত হয়েছিল ?
উঃ- 46
97. জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনার জন্য কতজন সহ-সভাপতি নিয়োগের ব্যবস্থা ছিল?
উঃ- ১৫ জন
98. জাতিসংঘের নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলি ক-টি ভোট দিতে পারত?
উঃ- ১টি করে
99. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত?
উঃ- 54 জন
100. PCIJ-এর পুরো নাম কী?
উঃ- Permanent Court of International Justice
101. United Nations’ শব্দটি কার কবিতা থেকে নেওয়া হয়েছে ?
উঃ- বায়রনের চাইল্ড হেরল্ডস পিলগ্রিমেজ
102. UNESCO বলতে কী বোঝায়?
উঃ- জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (United Nations Educational, Scientific and Cultural Organization)
103. সম্মিলিত জাতিপুঞ্জ’ নামটি কে প্রস্তাব করেন ?
উঃ- মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
104. জার্মানি কবে জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পায় ?
উঃ- 1926 খ্রিস্টাব্দে।
105. জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনা করে কে?
উঃ- সচিবালয়।
106. জাতিসংঘের জনক কাকে বলা হয় ?
উঃ- উড্রো উইলসনকে
107. সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উঃ- লর্ড বায়রনের ‘চাইল্ড হেরাল্ড’ কবিতা থেকে
108. জাতিসংঘের স্বাস্থ্যসংস্থার কী কী কাজ ছিল ?
উঃ- কুষ্ঠ, ম্যালেরিয়া, পীতজ্বর প্রভৃতি
109. জাতিসংঘের সাধারণ সভার অধিবেশন কোথায় আহূত হত?
উঃ- সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
110. জাতিসংঘের চূড়ান্ত গৌরবের যুগ কোন্ সময়কালকে বলা হয় ?
উঃ- ১৯২৪ থেকে ১৯৩০ খ্রিস্টাব্দ সময়কালকে
111. সম্মিলিত জাতিপুঞ্জ কত খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
উঃ- 2001 খ্রিস্টাব্দে
112. জাতিসংঘের সাধারণ সভার অধিবেশন কোথায় আহূত হত?
উঃ- জেনেভা শহরে
113. জাতিসংঘের সাধারণ সভাতে প্রত্যেক সদস্যরাষ্ট্র ক-টি করে ভোট দিতে পারত ?
উঃ- 1টি করে।
114. জাতিসংঘের কর্ম পরিচালনার মূল দায়িত্ব ছিল কার উপর ?
উঃ- লিগ পরিষদের
115. সনদের কত নং ধারায় সদস্যপদ বাতিলের কথা বলা হয়েছে?
উঃ- 5 ও 6নং ধারায়
116. জাতিসংঘের সাধারণ সভায় সদস্য রাষ্ট্রের কত জন করে প্রতিনিধি থাকে?
উঃ- ৩ জন করে।
117. জাতিসংঘের সাধারণ সভাতে প্রত্যেক দেশ থেকে সর্বাধিক কতজন করে প্রতিনিধি থাকত ?
উঃ- তিনজন।
118. জাতিসংঘের অবসানের সূত্রপাত হয় কখন?
উঃ- ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর
119. লিগ কভেন্ট কাকে বলে?
উঃ- লিগের গঠনতন্ত্র রচনার দায়িত্বে থাকা সমিতি যে খসড়া সংবিধান রচনা করে
120. জাতিসংঘের সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্রের কয়টি ভোট ছিল?
উঃ- একটি
121. জাতিসংঘের সরকারি ভাষা কী ?
উঃ- ইংরেজি, স্প্যানিশ ও ফ্রেঞ।
122. জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
উঃ- বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা।
123. লিগ কভেনান্টে ধারার সংখ্যা কত ছিল?'
উঃ- 26
124. জাতিসংঘের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের কয়টি ভোট ছিল?
উঃ- ১টি।
125. জাতিসংঘের মোট কতগুলি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ- 107টি
126. জাতিসংঘ প্রতিষ্ঠার কত বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?
উঃ- ২০ বছরের
127. লিগ কভেনান্ট কত খ্রিস্টাব্দে প্রস্তুত করা হয় ?
উঃ- 1919 খ্রিস্টাব্দে
128. জাতিসংঘের সাধারণ সভায় প্রতি সদস্যরাষ্ট্র সর্বাধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারত?
উঃ- তিনজন
129. জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় ?
উঃ- সুইটজারল্যান্ডের জেনেভা শহরে।
130. জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দে
131. লিগ অফ নেশনস-এর সদর দপ্তর পরবর্তীকালে প্যারিস থেকে কোথায় স্থানান্তরিত হয়েছিল?
উঃ- জেনেভায়
132. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ- সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
133. জাতিসংঘের প্রধান ক-টি বিভাগ ছিল ?
উঃ- 3টি
134. জাতিপুঞ্জের মূল আধার কাকে বলা হয়?
উঃ- জাতিপুঞ্জের সনদকে।
135. মহাসচিব কীভাবে নির্বাচিত হন?
উঃ- সনদের 97 নং ধারা অনুসারে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে
136. জাতিসংঘের শেষ মহাসচিব কে ছিলেন?
উঃ- সিন লেস্টার।
137. জাতিসংঘের প্রতিষ্ঠায় উদ্যোগী হলেও কোন দেশ জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি ?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র।
138. জাতিপুঞ্জের কোন্ সভাকে সমগ্র বিশ্বের একটি সংক্ষিপ্ত রূপ বলা হয় ?
উঃ- সাধারণ সভাকে
139. মস্কো ঘোষণায় কোন্ কোন্ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হন?
উঃ- আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও সোভিয়েত
140. জাতিসংঘের প্রধান রূপকার কে ছিলেন?
উঃ- লর্ড রর্বাট সিসিল ও জ্যান স্মাটস।
141. জাতিসংঘের কাউন্সিলের অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হতেন ?
উঃ- তিন বছরের জন্য
142. জাতিপুঞ্জের অছি পরিষদের অন্তর্ভুক্ত অধিকাংশ দেশই কোন্ মহাদেশে অবস্থিত?
উঃ- আফ্রিকা মহাদেশে অবস্থিত।
143. WHO-এর সম্পূর্ণ নামটি
উঃ- World Health Organisation
144. IMF-এর পুরো নাম কী?
উঃ- International Monetary Fund।
145. UNICEF কবে থেকে তাদের কার্যক্রম শুরু করেছে ?
উঃ- 1953 খ্রিস্টাব্দ থেকে।
146. IMF বলতে কী বোঝায়?
উঃ- আন্তর্জাতিক অর্থভাণ্ডার (International Monetary Fund)
147. মস্কো ঘোষণাপত্র কবে স্বাক্ষরিত হয়?
উঃ- 1943 খ্রিস্টাব্দের 30 অক্টোবর
148. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উঃ- স্যার এরিক ডুমন্ড।
149. জাতিসংঘের কাউন্সিল স্থাপনের সময় কতজন অস্থায়ী সদস্য ছিল ?
উঃ- চারজন
150. কোন্ সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়?
উঃ- সানফ্রান্সিসকো সম্মেলনে (১৯৪৫ খ্রি.)
151. প্যালেস্টাইন কৰে জাতিপুঞ্জের সাধারণ সভার পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে?
উঃ- 2012 খ্রিস্টাব্দের 29 নভেম্বর
152. জাতিসংঘের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উঃ- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।
153. জাতিসংঘের কাউন্সিল স্থাপনের সময় ক-জন সদস্য ছিল ?
উঃ- ন-জন
154. কোন্ সংস্থাকে জাতিপুঞ্জের হৃৎপিণ্ড’ বলা হয়?
উঃ- নিরাপত্তা পরিষদকে
155. নিরস্ত্রীকরণের ক্ষেত্রে দুটি চুক্তির নাম
উঃ- SALT (Stra tegic Arms Limitation Treaty) এবং CTBT(Comprehensive Test Ban Treaty)
156. জাতিসংঘের প্রথম অধিবেশনে কয়টি সদস্যরাষ্ট্র ছিল?
উঃ- ৪২টি
157. জাতিসংঘের অধীন নিরস্ত্রীকরণ সম্মেলন কবে আহুত হয়েছিল ?
উঃ- 1932-33 খ্রিস্টাব্দে।
158. কোন্ রাষ্ট্রের সংবিধানের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জেরসংবিধানের প্রস্তাবনা রচিত হয়েছিল?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের
159. তেহেরান ঘোষণাপত্র কৰে স্বাক্ষরিত হয়?
উঃ- 1943 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর
160. জাতিসংঘের প্রথম অধিবেশন কবে বসেছিল?
উঃ- ১০ জানুয়ারি, ১৯২০ খ্রিষ্টাব্দে।
161. জাতিসংঘকে ইংরেজিতে কী বলে ?
‘League of Nations'
162. কোন্ দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয় ?
উঃ- ২৪ অক্টোবর
163. জেনেভা প্রোটোকল কী?
উঃ- 1924 খ্রিস্টাব্দে চেকোশ্লোভাকিয়া ও গ্রিসের প্রতিনিধিদের দ্বারা রচিত একটি দলিল
164. জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব কে ছিলেন?
উঃ- জোসেফ অ্যাভেনল।
165. জাতিপুঞ্জের সাধারণ সভার কাজ পরিচালনার জন্য কতজন সভাপিত থাকেন ?
উঃ- একজন
166. কোন্ দিনটি জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত?
উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল
167. জেনেভা প্রোটোকল কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
উঃ- 1924 খ্রিস্টাব্দে
168. জাতিসংঘের দুটি প্রধান শাখা সংগঠনের নাম
উঃ- সাধারণ সভা ও পরিষদ।
179. জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন কে আহ্বান করে থাকেন ?
উঃ- মহাসচিব
170. কোন্ ঘটনাকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা হয় ?
উঃ- আটল্যান্টিক সনদ ঘোষণার ঘটনা
171. জাতিসংঘের সদস্য গুলি কী নামে পরিচিত ছিল ?
উঃ- আদি বা মূল প্রতিষ্ঠাতা সদস্য এবং সাধারণ সদস্য
172. জাতিসংঘের জনক’ নামে কে পরিচিত?
উঃ- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন
173. জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র কতগুলি ভোট দিতে পারে ?
একটি করে
174. কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ সভার কতজনের সমর্থন প্রয়োজন?
উঃ- সাধারণ সভায় উপস্থিত এবং ভোটপ্রদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের
175. জাতিসংঘের যে-কোনো একটি সহযোগী সংস্থার নাম
উঃ- নিরস্ত্রীকরণ কমিশন।
176. জাতিসংঘের জনক কাকে বলা হয়?
উঃ- উড্রো উইলসনকে।
177. জাতিপুঞ্জের সাধারণ সভায় জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্ররা কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে ?
উঃ- পাঁচ জন
178. কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি ও গণতন্ত্র নিয়ে আলোচনা করা হয় ?
উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের সানফ্রান্সিসকো
179. জাতিসংঘের মন্ত্রণা পরিষদ মোট কটি সদস্য রাষ্ট্র দ্বারা গঠিত ছিল?
উঃ- আটটি
180. জাতিসংঘের কার্যকরী সভাকে কী বলে?
উঃ- জাতিসংঘের কার্যকরী সভাকে
181. জাতিপুঞ্জের সবথেকে শক্তিশালী সংস্থা কোনটি ?
উঃ- নিরাপত্তা পরিষদ।
182. কোন সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
উঃ- প্যারিসের শান্তি সম্মেলনে
183. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উঃ- স্যার এরিক ড্রামন্ড।
184. জাতিসংঘের কার্যকরী সভা কোনটি?
উঃ- পরিষদ (League Council)।
185. জাতিপুঞ্জের সনদের খসড়া কোথায় রচিত হয়েছিল ?
উঃ- ডাম্বারটন ওকস সম্মেলনে
186. কোন বছর সম্মিলিত জাতিপুঞ্জ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
উঃ- ২০০১ খ্রিস্টাব্দে
187. ILO-এর পুরো নাম কী?
উঃ- International Labour Organisation
188.জাতিসংঘের কার্যাবলি রূপায়ণের জন্য গঠিত সাধারণ সভা কি মুখ্য সংস্থা নাকি সহযোগী সংস্থা?
উঃ- মুখ্য সংস্থা।
189. জাতিসংঘের দ্বিতীয় মহাসচিবের নাম কী?
উঃ- জোসেফ এভেনল।
190. জাতিসংঘের কার্যকরী সভা কোনটি?
উঃ- জাতিসংঘের কার্যকরী সভা ছিল পরিষদ বা লিগ কাউন্সিল।
191. জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষমতা কোন সংস্থার আছে?
উঃ- সাধারণ সভার
192. কেলগ-ব্রিয়াঁ চুক্তি অপর কী নামে পরিচিত?
উঃ- ১৯২৮ খ্রিস্টাব্দের প্যারিসের চুক্তি
193. জাতিসংঘের জনক কাকে বলা হয় ?
উঃ- উড্রো উইলসনকে।
194. জাতিসংঘের কাউন্সিলকে বছরে অন্তত কয়টি অধিবেশন আয়োজন করতে হয়?
উঃ- ৩টি
195. জাতিপুঞ্জের শাখা বা মোট সংখ্যা ক-টি ?
উঃ- ছ-টি শাখা।
196. কারা নতুন সদস্য হিসেবে লিগ পরিষদে যোগদান করে?
উঃ- জার্মানি ও সোভিয়েত রাশিয়া
197. জাতিসংঘের কার্যাবলি রূপায়ণের জন্য মূলত কটি সংস্থা গঠন করা হয়েছিল?
উঃ- তিনটি
198. জাতিসংঘের কাউন্সিলকে বছরে অন্তত কয়টি অধিবেশন আয়োজন করতে হত ?
উঃ- ৩টি।
199. জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক সংস্থা কোনটি ?
উঃ- মহাসচিবের সদর দপ্তর বা প্রশাসনিক কার্যালয়।
200. কবে সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয়?
উঃ- প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
201. জাতিসংঘকে কার মানস কন্যা’ বলা হয়?
উঃ- উড্রো উইলসনের।
202. জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত ?
উঃ- পাঁচ বছর।
203. কবে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়?
উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৬ জুন
204. জাতিসংঘ প্রথম থেকেই দুর্বল ছিল কেন ?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া দুই শক্তিধর দেশ জাতিসংঘের সদস্য হয়নি।
205. জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য রাষ্ট্র কারা
উঃ- জাতিপুঞ্জের সব সদস্যরাষ্ট্র।
206. জাতিপুঞ্জের মহাসচিবের কর্মদপ্তর কোথায় অবস্থিত ?
উঃ- নিউইয়র্কে
207. কতগুলি দেশ কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষর করে?
উঃ- ৬২টি দেশ
208. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ- 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি
209. জাতিপুঞ্জের সাধারণ সভার প্রধান কাজ কী?
উঃ- বিশ্ব জনমত প্রতিফলিত করা।
210. জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা কত?
উঃ- 193টি রাষ্ট্র।
211. কত জন সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল?
উঃ- ১৮ জন
212. জাতিপুরে সচিবালয়েকজন সহকারী মহাসচিব থাকেন?
উঃ- আটজন
213. জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত?
উঃ- জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্রের
214. জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে?
উঃ- মহাসচিব এ গাটেরেস।
215. কত খ্রিস্টাব্দে লোকার্নো চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ- ১৯২৫ খ্রিস্টাব্দে
216. জাতিপুরে সচিবালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ- 1946 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি
217. জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা কোনটি?
উঃ- নিরাপত্তা পরিষদ।
218. জাতিপুঞ্জের প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ- 1972 খ্রিস্টাব্দের জুন মাসে।
219. কত খ্রিস্টাব্দে লিগের প্রথম অধিবেশন বসে?
উঃ- ১৯২০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি
220. জাতিপুঞ্জের সনদের কত নং ধারায় উদ্দেশ্যগুলি বর্ণিত
উঃ- 1নং ধারায়
221. জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর?
উঃ- ৫ বছর।
222. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যরা ক-টি করে ভোটদানের অধিকারী ?
উঃ- একটি করে।
223. কত খ্রিস্টাব্দে লিগ কভেন্ট প্রস্তুত করা হয়?
উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দে
224. জাতিপুঞ্জের সনদে ক-টি ধারা আছে?
উঃ- 111 টি
225. জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর?
উঃ- ৫ বছর।
226. জাতিপুঞ্জের নতুন সদস্য নির্বাচনের ক্ষমতা কার হাতে ন্যস্ত আছে?
উঃ- সাধারণ সভার
227. কত খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা বৃদ্ধি করে ১০ করা হয় ?
উঃ- ১৯৬৫ খ্রিস্টাব্দে
228. IMF কথাটির পুরো অর্থ কী?
উঃ- আন্তর্জাতিক অর্থভাণ্ডার।
229. ILO বলতে কী বোঝায়?
উঃ- আন্তর্জাতিক শ্রমিক সংস্থা
230. জাতিপুঞ্জের সনদে ক-টি অধ্যায় আছে?
উঃ- 19 টি
231. জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব বান কি মুন কোন্ দেশের নাগরিক?
উঃ- দক্ষিণ কোরিয়ার।
232. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কাদের দ্বারা কতদিনের জন্য নির্বাচিত হয় ?
উঃ- সাধারণ সভার দ্বারা তিন বছরের জন্য।
233. কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন হয়?
উঃ- ১৯৪৩ খ্রিস্টাব্দে
234. জাতিপুঞ্জের সদর দপ্তরটি কোন্ শহরে অবস্থিত?
উঃ- নিউইয়র্ক শহরে
235. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত?
উঃ- ৫ জন।
236. জাতিপুঞ্জে কবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা প্রথমবারের জন্য বৃদ্ধি করা হয় ?
উঃ- 1965 খ্রিস্টাব্দে
237. কত খ্রিস্টাব্দে ডাম্বারটন ও সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ- ১৯৪৪ খ্রিস্টাব্দে
238. জাতিপুঞ্জের মুখ্য প্রশাসক কে?
উঃ- সচিবালয়ের প্রধান বা মহাসচিবকে
239. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ ক-টি দেশের প্রতিনিধি নিয়ে গঠিত?
উঃ- (৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র ও ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র) মোট ১৫টি রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে
240. জাতিপুঞ্জে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্যসংখ্যা কত ?
উঃ- 54
241. কত খ্রিস্টাব্দে জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয়?
উঃ- ১৯২৪
242. জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদকতবছর?
উঃ- 5 বছর।
243. জাতিপুঞ্জের কার্যনির্বাহক কমিটি কাকে বলে?
উঃ- নিরাপত্তা পরিষদকে।
244. জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সময় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ক-টি সদস্যরাষ্ট্র ছিল ?
উঃ- 18টি
245. কত খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘে যোগদান করে ?
উঃ- ১৯২৬ খ্রিস্টাব্দে
246. জাতিপুঞ্জের বিশ্ব পার্লামেন্ট কোন্ বিভাগকে বলা হয়?
উঃ- সাধারণ সভাকে
247. জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ে মোট বিচারপতির সংখ্যা কত?
উঃ- ১৫ জন।
248. জাতিপঞ্জের অছিব্যবস্থা কে সম্পাদন করে থাকে ?
উঃ- নিরাপত্তা পরিষদ।
249. কত খ্রিস্টাব্দে জাপান জাপান মারিয়া দখল করে?
উঃ- ১৯৩১ খ্রিস্টাব্দে
250. জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কী?
উঃ- আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা ও বিশ্ববাসীর নিরাপত্তা রক্ষা করা।
252. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কয়টি সংস্থা আছে?
উঃ- ১৩টি।
253. কোফি আন্নান কে ছিলেন?
উঃ- বান-কি-মুনের পূর্ববর্তী জাতিপুঞ্জের মহাসচিব।
254. কত খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের চুক্তিপত্রটি গৃহীত হয় ?
উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল
255. জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?
উঃ- নরওয়ের তৎকালীন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ট্রিগভি লি
256. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতগুলি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত?
উঃ- ৫৪টি।
257. কোন্ সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্রের নাম ঠিক করা হয়েছিল ?
উঃ- 1945-এর ইয়াল্টা সম্মেলনে।
258. কত খ্রিস্টাব্দে কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ- ১৯২৮ খ্রিস্টাব্দে
259. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
উঃ- 5
260. জন্মলগ্নে জাতিপুঞ্জের সদস্যরাষ্ট্র কতগুলি ছিল?
উঃ- ৫১টি।
261. কোন্ বছর জাতিপুঞ্জে সবথেকে বেশি রাষ্ট্র একত্রে সদস্যপদ পেয়েছিল ?
উঃ- 1960 খ্রিস্টাব্দে 17টি রাষ্ট্র।
262. কত খ্রিস্টাব্দে ‘লন্ডন ঘোষণাপত্র গৃহীত হয় ?
উঃ- ১৯৪১ খ্রিস্টাব্দে
263. জাতিপুঞ্জের কোন বিভাগ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত ?
উঃ- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
264. কোন্ সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
উঃ- প্যারিস শান্তি সম্মেলনে।
265. কোন্ দেশ প্রথম জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ?
উঃ- কোস্টারিকা
266. ওয়াশিংটন সম্মেলনে ক-টি দেশের প্রতিনিধিবর্গ যোগদেয় ?
উঃ- ২৬টি
267. জাতিপুঞ্জের কার্যনির্বাহক কমিটি কাকে বলা হয় ?
উঃ- নিরাপত্তা পরিষদকে
268. কোন্ বছর জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?
উঃ- ১৯৩৩ খ্রিস্টাব্দে
269. কোন সন্ধির অন্যতম অঙ্গ ছিল জাতিসংঘ?
উঃ- ভার্সাই সন্ধির
270 ওয়াশিংটন সম্মেলন কবে আহত হয়?
উঃ- ১৯৪২ খ্রিস্টাব্দে
271. FAO-এর পুরো নাম কী ?
উঃ- Food and Agricultural Organisation
272. 1931 খ্রিস্টাব্দে জাতিসংঘের সচিবালয়ের সদস্য সংখ্যা কত ছিল?
উঃ- 707
273. ইউনাইটেড নেশনস’ শব্দটি কে চয়ন করেন ?
উঃ- ‘রুজভেল্ট।
274. ILO'-এর কাজ কী ?
উঃ- শ্রমিক ও শ্রম সংক্রান্ত বিষয়ে তত্ত্বাবধান করা।
275. কোন্ বিশ্বযুদ্ধ জাতিসংঘের ব্যর্থতাকে চূড়ান্তভাবে প্রমাঙ্গ কারেছিল?
উঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধ
276. কোন্ দিনটি প্রতি বছর জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয়?
উঃ- ২৪ অক্টোবর।
177. কোন দেশটি সর্বশেষ জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল ?
উঃ- মিশর
278. উড্রো উইলসনের চোদ্দো দফা শর্তের চোদ্দোতম শর্তে কী বলা হয়েছিল?
উঃ- একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব
279. কোন্ কোন্ দেশ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ প্রজাতন্ত্র, ব্রিটেন, ফ্রান্স ও চিন
280. কোন বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় মিত্রশক্তিবর্গ একটি আন্তর্জাতিক শান্তি সংগঠন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেছিল?
উঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন
281. কোন চুক্তি স্বাক্ষরের পর জার্মানি জাতিসংঘের সদস্যপদ পায় ?
উঃ- 1925-এর লোকার্নো চুক্তি স্বাক্ষরের পর।
282. উড্রো উইলসন কে ছিলেন?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
283. কে জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি ছিলেন ?
উঃ- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন
284. কবে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দে ২৪ অক্টোবর
285. উড্রো উইলসন কবে ‘চোদ্দো দফা শর্ত’ ঘোষণা করেছিলেন?
উঃ- ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি
286. কীভাবে জাতিপুঞ্জের সনদ সংশোধন করা হয়?
উঃ- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অনুমোদনক্রমে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই- তৃতীয়াংশের ভোটে
287. কার চোদ্দো দফা নীতির ওপর ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ?
উঃ- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের
288. কবে লিগ অফ নেশনস্ বা জাতিসংঘের চুক্তিপত্র ও গঠনতন্ত্র প্রস্তুত হয়েছিল?
উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে
289. উড়ো উইলসনের চোদ্দো দফা শর্তের কত নম্বর শর্তে জাতিসংঘ গঠনের কথা উল্লেখ করা হয় ?
উঃ- চোদ্দো নম্বর
290. কারা মহাসচিব পদের প্রার্থী হবেন না?
উঃ- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের কোনো নাগরিক
291. কাদের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ- রুজভেল্ট ও চার্চিলের মধ্যে
292. কবে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে?
উঃ- ১০ জানুয়ারি, ১৯২০ খ্রিস্টাব্দে
293. ইয়াল্টা সম্মেলনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ?
উঃ- স্ট্যালিন, চার্চিল ও রুজভেল্ট
294. কাদের নিয়ে জাতিসংঘের সভা গঠিত ছিল?
উঃ- জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্র নিয়ে
295. কাদের একমাত্র ভেটো (VETO) ক্ষমতা আছে ?
উঃ- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের
296. কবে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘোষণা করা হয়?
উঃ- ১৯৪৬ খ্রিস্টাব্দে
297. ইয়াল্টা সম্মেলন কত খ্রিস্টাব্দে আহুত হয় ?
উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দে
298. কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয় ?
উঃ- মহাসচিবকে
299. কবে থেকে ILO জাতিপুঞ্জের সংস্থা হিসেবে কাজ করতে শুরু করে ?
উঃ- 1946 খ্রিস্টাব্দ থেকে।
300. কবে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবলুপ্তি ঘঘাষণা করা হয়?
উঃ- ১৯৪৬ খ্রিষ্টাব্দে।
301. কবে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে?
উঃ- 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি, প্যারিসে।
302. কবে জাতিসংঘের চুক্তিপত্রটি গৃহীত হয়?
উঃ- 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল
303. কতগুলি সদস্যদেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল?
উঃ- ৪২টি।
304. আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় ছিল?
উঃ- সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
305. কবে জাতিসংঘের আনুষ্ঠানিক বিলুপ্তি হয় ?
উঃ- 1946 খ্রিস্টাব্দের 29 এপ্রিল
306. কতগুলি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিপুঞ্জের সাধারণ সভা গঠিত?
উঃ- ১৯৩টি।
307. কতখ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল সর্বাধিক?
উঃ- 1934 খ্রিস্টাব্দে
308. আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (ILO) প্রথম পরিচালক কে ছিলেন?
উঃ- অ্যালবার্ট টমাস।
309. কত খ্রিস্টাব্দে লিগের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়?
উঃ- 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি
310. কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ?
উঃ- 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল।
311. উড্রো উইলসন কবে মার্কিন সেনেট-এ ‘বিশ্বশান্তির জন্য সংঘ’ গড়ে তোলার প্রস্তাব দেন?
উঃ- উড্রো উইলসন
312. আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় ছিল?
উঃ- হল্যান্ডের হেগ শহরে।
313. ‘সনদ সদস্য’ (Charter Member) কাদের বলা হয়?
উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে যে ৫১টি দেশ প্রথম স্বাক্ষর করেছিল,
314. 1915 খ্রিস্টাব্দে হাওয়ার্ড ট্যাফটের নেতৃত্বে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে গোষ্ঠীর পত্তন ঘটেছিল সেটি কী নামে পরিচিত?
উঃ- ‘লিগ টু এনফোর্স পিস’
315. ‘জাতিপুঞ্জের সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন’
উঃ- উক্তিটি কার? - রাষ্ট্রবিজ্ঞানী সুম্যান-এর।
316. 1932-33 খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ- সুইটজারল্যান্ডের জেনেভা শহরে।
317. কখন জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন বসে ?
উঃ- প্রতি বছর সেপ্টেম্বর মাসে
318. ইয়াল্টা সম্মেলনে কী নিয়ে আলোচনা হয় ?
উঃ- ‘ভেটো সমস্যা
319. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
১৯৪৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে
320. আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবসান কবে হয় ?
উঃ- ১৯৪৬ খ্রিস্টাব্দে
321. উ থান্ট কে ছিলেন ?
উঃ- জাতিপুঞ্জের মহাসচিব।
322. ইয়াল্টা সম্মেলন কৰে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ- 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে
323. ইকোমাস কী?
উঃ- জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে
324. আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি?
উঃ- জাতিসংঘ।
325. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ- 1945 খ্রিস্টাব্দে
326. ইউনিসেফ (Unisef) কথাটির অর্থ কী?
উঃ- আন্তর্জাতিক শিশু উন্নয়ন বিষয়ক জরুরি তহবিল।
327. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
উঃ- নেদারল্যান্ডসের হেগ শহরে
328. আটল্যান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
উঃ- আটল্যান্টিক মহাসাগরের উপর ‘প্রিন্স অফ ওয়েলস’ নামক যুদ্ধজাহাজে
329. ইউনাইটেড নেশনস কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উঃ- ইংরেজ কবি লর্ড বায়রনের লেখা চাইল্ড হেরাল্ড’ নামক কবিতা থেকে
330. আন্তর্জাতিক শ্রমসংস্থার সদস্য কারা ছিল ?
উঃ- জাতিসংঘের সমস্ত সদস্যরাষ্ট্র।
331. আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতিনিয়ে গঠিত?
উঃ- 15 জন
332. আটল্যান্টিক সনদ কারা ঘোষণা করেন?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ইংল্যান্ডের
উঃ- প্রধানমন্ত্রী চার্চিল
333. আন্তর্জাতিক শ্রমসংস্থার প্রথম পরিচালক কে ছিলেন ?
উঃ- অ্যালবার্ট টমাস।
334. আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত হয় ?
উঃ- 15 জন
335. আন্তর্জাতিক আদালতের কাজ কী?
উঃ- আন্তজাতিক আইনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের মধ্যে বিরোধের মীমাংসা করা।
336. আটল্যান্টিক সনদ কবে ঘোষিত হয় ?
উঃ- ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
337. আন্তর্জাতিক শ্রমসংস্থার আর্থিক দিকটি কে নিয়ন্ত্রণ করত ?
উঃ- সাধারণ সভা।
338. আনুষ্ঠানিকভাবে জাতি সংঘের প্রতিষ্ঠা দিবস কবে?
উঃ- ২৮ এপ্রিল।
339. আটলান্টিক সনদে কারা স্বাক্ষর করেন?
উঃ- মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল
340. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন ?
উঃ- সাধারণ সভা কর্তৃক
341. সানফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত
342. সাধারণ সভার সর্বশেষ যোগদানকারী রাষ্ট্রের নাম কী ?
উঃ- দক্ষিণ সুদান
343. সাধারণ সভার অধিবেশনে কতজন সহ-সভাপতি নির্বাচিত হন?
উঃ- ২১ জন
344. সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র ক-টি ভোট দিতে পারে?
উঃ- ১টি
345. সম্মিলিত জাতিপুরে সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে
346. সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায় সাধারণ এ সভার ভোটদান পদ্ধতির কথা আলোচিত হয়েছে?
উঃ- ১৮নং ধারায়
347. সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নং ধারায় ৬টি সংস্থার কথা বলা হয়েছে?
উঃ- ৭নং ধারায় ৬টি সংস্থার কথা
348. আন্তর্জাতিক বৌদ্ধিক সংস্থার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উঃ- ফ্রান্সের দার্শনিক হেনরি বার্জনস
349. আটলান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
উঃ- নিউ ফাউন্ডল্যান্ডের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস’ নামে এক যুদ্ধজাহাজে
350. আটলান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
উঃ- আটলান্টিক মহাসাগরে প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধজাহাজে
351. WTO-এর পুরো নাম কী?
উঃ- World Trade Organisation
352. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে?
উঃ- ১১১টি
353. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে?
উঃ- ১৯টি
354. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে আদি স্বাক্ষরকারী সদস্য কতজন ছিলেন?
উঃ- ৫০ জন (পরে পোল্যান্ড এতে স্বাক্ষর করলে ৫১ জন হয়)।
355. সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংসগোধনের ক্ষেত্রে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
উঃ- নিরাপত্তা পরিষদ
356. সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয়?
উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর
357. সম্মিলিত জাতিপুঞ্জের সচিবালয়ের প্রধানকে কী বলে?
উঃ- মহাসচিব।
358. সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানটি কী নামে পরিচিত?
উঃ- সনদ (Charter)
359. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর?
উঃ- ৫ বছর।
360. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা কত?
উঃ- ১৯৩
361. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী?
উঃ- অ্যান্টোনিও গুটারেস।
362. আন্তর্জাতিক বিচারালয়ের মোট বিচারপতির সংখ্যা কত ?
উঃ- 15 জন।
363. আটলান্টিক সনদ কৰে স্বাক্ষরিত হয়?
উঃ- 1941 খ্রিস্টাব্দে
364. আটলান্টিক সনদ আইন কবে স্বাক্ষরিত হয়?
উঃ- ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
365. সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি প্রতিনিধিত্বমূলক সংস্থা কোনটি ?
উঃ- সাধারণ সভা।
366. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?
উঃ- ট্রিগভি হার্ভডান লি।
367. সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ প্রথমে কত সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল?
উঃ- ১১টি (৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী)
368. সম্মিলিত জাতিপুঞ্জের চালিকাশক্তি’ কাকে বলা হয় ?
উঃ- নিরাপত্তা পরিষদকে।
369. সম্মিলিত জাতিপুঞ্জের কোন্ সংস্থাকে ‘বিশ্ব নাগরিক সভা বলা হয় ?
উঃ- সাধারণ সভাকে
370. সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর?
উঃ- ৯ বছর।
371. সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
উঃ- নেদারল্যান্ডের হেগ শহরে
372. সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় কত জন বিচারপতি নিয়ে গঠিত?
উঃ- ১৫ জন
373. সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উঃ- ৩ বছরের
374. সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে প্রতি ৩ বছর অন্তর কতজন সদস্যকে পদত্যাগ করতে হয়?
উঃ- ১৮ জন (এক-তৃতীয়াংশ)
375. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কীভাবে নিযুক্ত হন?
উঃ- নিরাপত্তা পরিষদের সদস্যদের দ্বারা
376. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কীসের ভিত্তিতে নির্বাচিত হন?
উঃ- ভৌগোলিক অবস্থানের
377. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
উঃ- ৩ বছর।
378. UNRRA-এর পুরো নাম কী?
উঃ- United Nations Relief and Rehabilitation Administration
379. সম্মিলিত জাতিপুঞ্জের অছি পরিষদের অধীনে থাকা সর্বশেষ দেশটির নাম কী ?
উঃ- পালাউ।
380. সম্মিলিত জাতিপুঞ্জে কারা ‘ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে?
উঃ- নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্য
381. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান ভূমিকা কে পালন করেছিলেন?
উঃ- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
382. সম্মিলিত জাতিপুঞ্জ কোন্ আন্তর্জাতিক সংগঠনের উত্তরসূরি ?
উঃ- জাতিসংঘ-এর
383. সম্মিলিত জাতিপুঞ্জ কয়টি প্রধান সংস্থা নিয়ে গঠিত?
উঃ- ৬টি
384. সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর
385. লোকার্নো চুক্তি কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ- ফ্রান্স ও জার্মানির মধ্যে
386. লিগ পরিষদের স্থায়ী সদস্য কারা?
উঃ- ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জাপান ও আমেরিকা।
387. লিগ কভেলান্ট বা লিগের সনদে ক-টি ধারা ছিল ?
উঃ- ২৬টি
388. লিগ কভেনান্ট’ কী ?
উঃ- জাতিসংঘের খসড়া সংবিধান।
389. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কারা নির্বাচিত করত ?
উঃ- সাধারণ সভার প্রতিনিধিরা।
390. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থা বা এজেন্সির নাম
উঃ- WHO এবং IMF
391. ‘ভেটো’শব্দের অর্থ কী ?
উঃ- ‘নিষেধাজ্ঞা।
392. ‘UNESCO' কথাটির পুরো অর্থ কী?
উঃ- সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা।
393. ‘জাতিপুঞ্জের সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন’—উক্তিটি কার?
উঃ- রাষ্ট্রবিজ্ঞানী সুম্যান।
প্রশ্নের মান- ০২
১. আটলান্টিক চার্টার কী?
Ans. ১৯৪১ সালে আগস্ট মাসে আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল একটি প্রিন্স ওফ ওয়েলস নামক যুদ্ধজাহাজে মিলিত হয়ে যুদ্ধের উদ্দেশ্যে সম্বলিত একটি দলিল রচনা করেন। এটি আটলান্টিক চার্টার বা আটলান্টিক সনদ নামে পরিচিত।
২. তেহেরান ঘোষণা কী?
Ans. ১৯৪৩ সালে, ১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং রাশিয়ার রাষ্ট্রনায়ক জোসেফ স্ট্যালিন তেহেরানে এক সম্মেলনে মিলিত হয়েছিলেন। এরপর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা তারা করেন তা, তেহেরান ঘোষণা নামে পরিচিত।
৩. ভেটো কী?
Ans. সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী কোনো সদস্য দেশ প্রস্তাব নাকোচ করলে সেই প্রস্তাবটি বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির এই ক্ষমতা ভেটো নামে পরিচিত।
৪. সম্মিলিত জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্য লেখ।
Ans. a. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। b. বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা।
৫. লন্ডন ঘোষণাপত্র কী?
Ans. ১৯৪১ সালের জুন মাসে লন্ডন শহরে কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিগণ মিলিত হয়ে একটি ঘোষণাপত্রের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব জানান। এটি লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত।
৬. UNRRA কী?
Ans. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে অর্থনৈতিক পুনর্বাসনের সমস্যা প্রকট হয়ে ওঠে। এই সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে জাতিপুঞ্জের "ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন" নামে একটি সংস্থা গঠিত হয়। এটি UNRRA বা আনরা নামে পরিচিত। এর পুরো নাম- United Nations Relief and Rehabilitation Administration।
৭. সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান শাখাগুলির নাম লেখ।
Ans. নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, অছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, সচিবালয়।
৮. সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটি ও কি কি?
Ans. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ৫ টি। যথা- আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং চীন।
No comments:
Post a Comment