Most important general knowledge in Bengali l গুরুত্মপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর l all competitive exams questions answers |
প্রশ্ন ১. পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উত্তর:পূর্ব অ্যান্টার্কটিকা
প্রশ্ন ২. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর: মাউন্ট এভারেস্ট.
Q3. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ?
উত্তর:K2 মাউন্ট।
Q4. সবচেয়ে বেশি সংখ্যক দেশ নিয়ে মহাদেশ কোনটি?
উত্তর:আফ্রিকা
প্রশ্ন5. সবচেয়ে বেশি লোকের দেশ কোনটি?
উত্তর:চীন
প্রশ্ন ৬. ভূমিতে দ্রুততম প্রাণী কোনটি?
উত্তর:চিতা
প্রশ্ন ৭. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
উত্তর:নীলগিরি বায়োপশেয়ার রিজার্ভ।
প্রশ্ন ৮. মৌলের পর্যায় সারণির প্রথম মৌল কোনটি?
উত্তর:হাইড্রোজেন।
প্রশ্ন9. ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তর:রাজস্থান।
প্রশ্ন ১০। পৃথিবীতে পাওয়া কঠিনতম পদার্থ কোনটি?
উত্তর:হীরা.
প্রশ্ন ১১. ভারতের জাতীয় নদী?
উত্তর:গঙ্গা।
প্রশ্ন ১২. পৃথিবীর উষ্ণতম মহাদেশ কোনটি?
উত্তর:আফ্রিকা
প্রশ্ন ১৩. ভারতের জাতীয় ফল কোনটি?
উত্তর:আম।
প্রশ্ন ১৪. ভারতের জাতীয় ফুল কোনটি?
উত্তর:পদ্ম।
প্রশ্ন ১৫। রক্তচাপ মাপার যন্ত্র কোনটি?
উত্তর:স্ফিগমোম্যানোমিটার
প্রশ্ন16. বিশ্বের বৃহত্তম 'গণতন্ত্র' দেশ কোনটি?
উত্তর:ভারত
প্রশ্ন১৭। কোন প্রাণীকে 'মরুভূমির জাহাজ' বলা হয়?
উত্তর:উট
প্রশ্ন18. পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি?
উত্তর:নীল তিমি
প্রশ্ন ১৯. মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি?
উত্তর:উরুর হাড় নামেও পরিচিত
প্রশ্ন ২০। কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয়?
উত্তর:সিংহ
প্রশ্ন ২১। ভারতের জাতীয় পাখির নাম কি?
উত্তর:ময়ূর
প্রশ্ন 22। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর:এশিয়া
প্রশ্ন২৩. বিশ্বের বৃহত্তম দেশ কোনটি (ক্ষেত্রফল অনুসারে)?
উত্তর:রাশিয়া
প্রশ্ন ২৪। ভারতীয় সংবিধানের জনক হিসেবে পরিচিত কে?
উত্তর:ডঃ বি আর আম্বেদকর।
প্রশ্ন25. ভারতের জাতীয় গাছ কোনটি?
উত্তর:বটগাছ.
গুরুত্বপূর্ণ সহজ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন২৬। ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটি?
উত্তর:উলার লেক
প্রশ্ন27. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তর:প্রশান্ত মহাসাগর
প্রশ্ন২৮। জাতির পিতা হিসেবে পরিচিত কে?
উত্তর:মহাত্মা গান্ধী.
প্রশ্ন২৯। র্যাডক্লিফ লাইন দ্বারা কোন দেশগুলোকে পৃথক করা হয়েছে?
উত্তর:ভারত ও পাকিস্তান
প্রশ্ন ৩০। পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি?
উত্তর:তিব্বতীয় মালভূমি
প্রশ্ন ৩১. ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:গঙ্গা।
প্রশ্ন ৩২। নর্মদা নদীর উৎপত্তি কোথায়?
উত্তর:অমরকন্টক
প্রশ্ন৩৩. ভারতকে প্রায় দুই ভাগে বিভক্ত করা কাল্পনিক রেখা কী নামে পরিচিত?
উত্তর:কর্কটক্রান্তি.
প্রশ্ন৩৪. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:নীল
প্রশ্ন৩৫। বিশ্বের সবচেয়ে সাধারণ অসংক্রামক রোগ কোনটি?
উত্তর:দাঁতের ক্ষয়
প্রশ্ন৩৬. আমাদের শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ কোনটি?
উত্তর:চামড়া
প্রশ্ন৩৭. বিশ্বের সবচেয়ে বহুল প্রচলিত স্থানীয় ও অ-নেটিভ ভাষা কোনটি?
উত্তর:ইংরেজি
প্রশ্ন৩৮. বিশ্বের সবচেয়ে বহুল প্রচলিত মাতৃভাষা কোনটি?
উত্তর:ম্যান্ডারিন চাইনিজ
প্রশ্ন৩৯। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
উত্তর:সূর্য
প্রশ্ন ৪০। পৃথিবীর শক্তির প্রধান উৎস কোনটি?
উত্তর:সূর্য
প্রশ্ন ৪১. ভারতের রাজধানী কোনটি?
উত্তর:নতুন দিল্লি.
প্রশ্ন ৪২। মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি?
উত্তর:স্টেপস (কানের হাড়)
প্রশ্ন ৪৩. ভারতের জাতীয় গান কি?
উত্তর:বন্দে মাতরম।
প্রশ্ন ৪৪. ভারতের জাতীয় খেলার নাম কি?
উত্তর:হকি
প্রশ্ন ৪৫। ভারতের জাতীয় সরীসৃপের নাম কি?
উত্তর:রাজসর্প
প্রশ্ন ৪৬। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
উত্তর:অস্ট্রেলিয়া
প্রশ্ন ৪৭। পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী কোনটি?
উত্তর:জিরাফ
প্রশ্ন ৪৮। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি?
উত্তর:মাউন্ট এভারেস্ট
প্রশ্ন ৪৯। পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি?
উত্তর:Rafflesia arnoldii
প্রশ্ন50. কম্পিউটার ডেটা প্রক্রিয়া করার জন্য কোন ভাষা ব্যবহার করে?
উত্তর:বাইনারি ভাষা
প্রশ্ন51. বছরের কোন মাসে দিনের সংখ্যা সবচেয়ে কম?
উত্তর:ফেব্রুয়ারি
প্রশ্ন52. পৃথিবীর ছাদ বলা হয় কোন স্থানকে?
উত্তর:তিব্বতীয় মালভূমি
প্রশ্ন53. লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ?
উত্তর:মঙ্গল
প্রশ্ন54. আমাদের সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ কোনটি?
উত্তর:ইউরেনাস
প্রশ্ন55. কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়?
উত্তর:কোসি নদী
প্রশ্ন56. কোন রাজ্য সংস্কৃতকে সরকারী ভাষা হিসেবে গ্রহণ করেছে?
উত্তর:উত্তরাখণ্ড
প্রশ্ন57. মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তর:আলাস্কা
প্রশ্ন58. কাগজের টাকা ব্যবহারে প্রথম দেশ কোনটি?
উত্তর:চীন
প্রশ্ন59. আরব সাগরে অবস্থিত ভারতীয় দ্বীপপুঞ্জের জনপ্রিয় নাম কোনটি?
উত্তর:লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ।
প্রশ্ন ৬০। বিদ্যুৎ কে আবিষ্কার করেন?
উত্তর:বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
প্রশ্ন ৬১. ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি?
উত্তর:আরাবলি পর্বতমালা।
প্রশ্ন৬২। 'Archipelago' মানে কি?
উত্তর:দ্বীপের দল।
প্রশ্ন৬৩. কোন পাস শ্রীনগরকে লেহ-এর সাথে সংযুক্ত করে?
উত্তর:জোজি লা পাস।
প্রশ্ন৬৪. লোকটাক হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর:মণিপুর।
প্রশ্ন৬৫. 1928 সালে পেনিসিলিন কে আবিষ্কার করেন?
উত্তর:আলেকজান্ডার ফ্লেমিং
প্রশ্ন ৬৬। আপেক্ষিক তত্ত্ব কে আবিষ্কার করেন?
উত্তর:আলবার্ট আইনস্টাইন
প্রশ্ন৬৭. ডু অর ডাই স্লোগান কে দিয়েছিলেন?
উত্তর:মহাত্মা গান্ধী
প্রশ্ন৬৮. কম্পিউটার কে আবিস্কার করেন?
উত্তর:চার্লস ব্যাবেজ
প্রশ্ন৬৯। টেলিফোন কে আবিষ্কার করেছেন?
উত্তর:আলেকজান্ডার গ্রাহাম বেল
প্রশ্ন70. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়?
উত্তর:গুরু নানক
প্রশ্ন ৭১. মহাকাশে যাওয়া প্রথম নারী কে?
উত্তর:ভ্যালেন্টিনা তেরেশকোভা
প্রশ্ন ৭২। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:বিল গেটস
প্রশ্ন ৭৩. রেডিওর উদ্ভাবক কে?
উত্তর:গুগলিয়েলমো মার্কোনি
প্রশ্ন৭৪. বৈদ্যুতিক বাল্বের উদ্ভাবক কে?
উত্তর:থমাস এডিসন
প্রশ্ন75. বিশ্বের দ্রুততম স্থল প্রাণী কে?
উত্তর:চিতা
প্রশ্ন৭৬। বিশ্বের বৃহত্তম স্থল প্রাণী কে?
উত্তর:হাতি
প্রশ্ন৭৭. মোনালিসার ছবি এঁকেছেন কে?
উত্তর:লিওনার্দো দা ভিঞ্চি
প্রশ্ন৭৮। ভারতের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:জওহরলাল নেহরু
প্রশ্ন৭৯। ভারতীয় নেপোলিয়ন নামে কে পরিচিত ছিলেন?
উত্তর:সমুদ্র গুপ্ত
প্রশ্ন80. আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর:জর্জ ওয়াশিংটন
প্রশ্ন ৮১. ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
উত্তর:সরোজিনী নাইডু
প্রশ্ন ৮২। মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে?
উত্তর:রাকেশ শর্মা
প্রশ্ন ৮৩. প্রথম ভারতীয় কে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর
No comments:
Post a Comment