Gk Question and Answer in Bengali (Part-4)। All competitive exams questions Answer। বাংলা সাধারণ জ্ঞান - SM Textbook

Fresh Topics

Friday, July 28, 2023

Gk Question and Answer in Bengali (Part-4)। All competitive exams questions Answer। বাংলা সাধারণ জ্ঞান

 Gk Question and Answer in Bengali (Part-4)। All competitive exams questions Answer। বাংলা সাধারণ জ্ঞান।




আজ আমরা সংক্ষিপ্ত নোট সহ 50 Gk প্রশ্নের উত্তর শেয়ার করছি যা আপনার আসন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। বাংলায় Gk প্রশ্নের উত্তর:-

আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর , বাংলা জিকে কোশ্চেন অ্যানসার, Gk question in Bengali ,  WBCS, WBP, RAIL, NTPC, CHSL CGL, SSC, ICDS,RRB, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। General knowledge question in Bengali , Important gk Question in bengali  শেয়ার করছি।


Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) Part – 4: এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 4 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 


1. বঙ্গভঙ্গ কবে রদ হয়?

Ans- ১৯১১ সালে 

2. লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

Ans- 1916 সালে 

3.ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী' কাকে বলা হয়?

Ans- স্বামী বিবেকানন্দ 

4. 'হিন্দু মেলা' -আর আয়োজন কে করেন?

Ans- নবগোপাল মিত্র 

5. দ্বিতীয় হুগলি সেতুটি কি নামে পরিচিত?

Ans- বিদ্যাসাগর সেতু 

6. নিষিদ্ধ নগরী কোন শহরকে বলা হয়?

 লাসা (তিব্বত)

7.গরুরু দুধে কোন ভিটামিন আছে?

Ans- ভিটামিন A

8. ভারতীয় রিজার্ভ ব্যংকের প্রথম গভর্নর কে ছিলেন?

Ans-সি ডি দেশমুখ 

9. ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয়?

Ans- চেন্নাই 

10. 'গুপ্তাব্দ' কে প্রচলন করেন?

Ans- প্রথম চন্দ্রগুপ্ত 

11. "সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ" কার অংশ?

Ans- বেদ 

12.প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন?

Ans-দেবপ্রিয়

13."অর্থশাস্ত্র" -এর রচিয়তা কে?

Ans-কৌটিল্য 

14.সিউড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত?

Ans- রূপনারায়ণ 

15. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তরসের পরিমান কত?

Ans- ৩ লিটার 

16.'লাইফ ডিভাইন' কে রচনা করেন?

Ans-শ্রী অরবিন্দ ঘোষ 

17. 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ম্যাসকটের নাম কি ?

Ans-  ফুলেকো

18. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডেপুটি স্পিকার কে  ?

Ans- সোনালী গুহ

19.রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি ?

Ans-সিভি দেশমুখ

20.  প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে কি বলা হত ?

Ans-  হ্যারল্ড ডোমাক মডেল

21.   ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে গঠিত হয় ?

Ans-1935 সালের 1 এপ্রিল

22. শিবাজীর শিক্ষক ছিলেন কে ?

 Ans- দাদাজি কোন্ডদেব

23. রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর এর নাম কি ?

 Ans- অসবার্ণ অকালস্মিথ

24.  ন্যূনতম মজুরি আইন পাস হয় কোন বৎসর ?

Ans- 1948 সালে

25. শশাঙ্ক কার উপাসক ছিলেন  ?

 Ans- শিবের

26 . NABARD কবে গঠিত হয় ?

 Ans- 1982 সালে

27.    খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?

 Ans-1527 সালে

28.বাবর কত খ্রিস্টাব্দে পাদশাহ উপাধি নেন ?

 Ans-  1507 খ্রিস্টাব্দে

29. আর্সেনিকের প্রভাবে কি রোগ হয় ?

Ans-  ব্ল্যাকফুট রোগ

30.   আইফেল টাওয়ার কে প্রস্তুত করেন ?

 Ans- আলেকজান্ডার গুস্তাভো


  31.মুখ্যমন্ত্রী কলাকার সহায়তা যোজনা কোন রাজ্যে সরকারের যোজনা ?

Ans-  উড়িষ্যা

32. কলকাতা কবে স্থাপিত হয়   ?

Ans-  1690 সালে

33. কার আমলে মগধের বিক্রমশিলা মহাবীর প্রতিষ্ঠিত হয়েছিল ?

Ans-  ধর্মপাল

34. কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত  ?

Ans- তোর্সা

35. সবুজ বিপ্লবের অপর নাম কি ?

Ans- গম বিপ্লব

36. কমনওয়েলথ গেম ভারতে কোন বছরে হয়েছে ?

 Ans- 2010 সালে

37. হিরাকুদ কোন নদীর উপর অবস্থিত ?

Ans-  মহানদী

38. শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে ?

Ans-হর্ষবর্ধন

39.  টোডাস উপজাতি কোন রাজ্যে বসবাস করে ?

Ans-  তামিলনাড়ু

41. কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যের সৃষ্টি হয়েছে  ?

Ans-  তামিলনাড়ু

42. উত্তর গোলার্ধে কোন দিনটি সবচেয়ে ছোট ?

Ans- 22 ডিসেম্বর

43.  Central rice research institute কোথায়অবস্থিত ?

Ans- কটক

44.   অমৃতসর প্রতিষ্ঠা করেন কে ?

Ans-গুরু রামদাস

45. হস্তী গুম্ফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায় ?

  Ans-কলিঙ্গরাজ খারবেল

46. তড়িৎ বিভব কি রাশি ?

Ans- স্কেলার রাশি

47. ড্রপ কোন খেলার সঙ্গে জড়িত ?

Ans- ব্যাডমিন্টন

48. প্রতীক মুদ্রা কে প্রবর্তন করেন ?

Ans-  মুহাম্মদ বিন তুঘলক

49.  আগাখান কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?

Ans-  হকি

50.কলকাতায় কত সালে হিন্দু কলেজের প্রতিষ্ঠিত হয় ?

Ans-1817 সালে

51. বাংলাদেশের সংবিধান কবে চালু হয়  ?

Ans-নভেম্বর 4 ,1972 সালে

52.হ্যামলেট কাপ কোন খেলার সঙ্গে জড়িত  ?

Ans- লন টেনিস


আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Freshgkbangla " (Gk) জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 4 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।




No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();