Gk Question and Answer in Bengali (Part-3) - SM Textbook

Fresh Topics

Friday, July 28, 2023

Gk Question and Answer in Bengali (Part-3)

  Gk Question and Answer in Bengali (Part-3)





১.ভারতের সবচেয়ে বড় এলাকায় কোন ফসল বপন করা হয়?

(A) ধান

(B) গম 

(C) আখ

(D) ভুট্টা 

উত্তর: (A)ধান

২. ইরিত্রিয়া, যা 1993 সালে জাতিসংঘের 182 তম সদস্য হয়েছে, 
(A) এশিয়া 

(B)  আফ্রিকা

(C) ইউরোপ 

(D) অস্ট্রেলিয়া

উত্তর: (B) আফ্রিকা


৩.নিচের কোন ব্যক্তিত্ব 'বংশগতির নিয়ম' দিয়েছেন?

(A) রবার্ট হুক 

(B) G.J. মেন্ডেল 

(C) চার্লস ডারউইন 

(D) উইলিয়াম হার্ভে 

উত্তর:(B) G.J. মেন্ডেল


৪. গড়পানি অভয়ারণ্য 

(A) জুনাগড়, গুজরাট 

(B) দিপু, আসাম

(C) কোহিমা, নাগাল্যান্ড 

(D) গ্যাংটক, সিকিম 

উত্তর: (B) দিপু, আসাম



৫. গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, পার্ক অ্যাভিনিউ, নিউইয়র্ক বিশ্বের 
(A) বৃহত্তম রেলওয়ে স্টেশন 

(B) সর্বোচ্চ রেলওয়ে স্টেশন 

(C) দীর্ঘতম রেলওয়ে স্টেশন 

(D) উপরের কোনটি নয় 

উত্তর: (A) বৃহত্তম রেলওয়ে স্টেশন


৬. সেই ব্যক্তির নাম বলুন যিনি দেশবন্ধু নামেও পরিচিত ছিলেন। 
(A) এস রাধাকৃষ্ণন 

(B) G.K. গোখলে 

(C) চিত্তরঞ্জন দাস 

(D) মদন মোহন মালভিয়া 

উত্তর: (C) চিত্তরঞ্জন দাস 


৭. FFC মানে 
(A) ফরেন ফাইন্যান্স কর্পোরেশন

(B) ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন

(C) ফুটবল কাউন্সিল ফেডারেশন

(D) উপরের কোনটি নয়

উত্তর : (B)ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন


৮. নিচের কোন জাতীয় উদ্যানগুলি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত নয়? 

(A) কাজিরাঙ্গা 

(B) কেওলাদেও 

(C) সুন্দরবন

(D) কানহা 

উত্তর: (D) কানহা

৯. উত্তরাখণ্ডের রাজধানী হল…

 (A) মাসুরি

 (B) দেহরা দুন

 (C) নৈনিতাল

 (D) এগুলোর কোনটি নয়

 উত্তর: (B)দেহরা দুন

১০. কোন রাজ্যে সবচেয়ে বেশি এলাকা আছে?

(A) মহারাষ্ট্র

(B) মধ্যপ্রদেশ

(C) উত্তর প্রদেশ 

(D) রাজস্থান 

উত্তর: (D) রাজস্থান


১১. গীত গোবিন্দ বিখ্যাত ...... 

(A) বানভট্ট 

(B) কালিদাস 

(C) জয়দেব 

(D) ভারত মুনি 

উত্তর:(C)জয়দেব

১২. গ্যালিলিও একজন ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ছিলেন যিনি
(A) টেলিস্কোপ তৈরি করেছিলেন 

(B) বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ আবিষ্কার করেছিলেন

(C) আবিষ্কার করেছিলেন যে পেন্ডুলামের গতিবিধি একটি নিয়মিত সময় পরিমাপ 

(D) সব গুলো 

উত্তর: (D)সব গুলো


১৩. মারাঠা এবং কেশরী দুটি প্রধান সংবাদপত্র যা নিম্নলিখিত লোকেরা শুরু করেছিল? 

(A) লালা লাজপত রায় 

(B) গোপাল কৃষ্ণ গোখলে 

(C) বাল গঙ্গাধর তিলক 

(D) মদন মোহন মালভিয়া

 উত্তর:(C) বাল গঙ্গাধর তিলক 


১৪. বিশ্ব বাণিজ্য সংস্থা কবে অস্তিত্ব লাভ করে?

(A) 1992 

(B) 1993 

(C) 1994 

(D) 1995 

উত্তর: (D) 1995


১৫. সূর্যের আলোর সংস্পর্শ একজন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে কারণ 

(A) ইনফ্রারেড আলো শরীরে ব্যাকটেরিয়াকে হত্যা করে

(B) প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায় 

(C) ত্বকের রঙ্গক কোষগুলি উদ্দীপিত হয় এবং একটি স্বাস্থ্যকর টান উৎপন্ন করে 

(D) অতিবেগুনী রশ্মি ত্বকের তেলকে ভিটামিন D তে রূপান্তর করে

 উত্তর: (D) অতিবেগুনী রশ্মি ত্বকের তেলকে ভিটামিন D তে রূপান্তর করে

১৬. 1916 সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনউ অধিবেশন সভাপতিত্ব করেছিলেন ____? 

(A) রাসবিহারী ঘোষ 

(B) অম্বিকা চরণ মজুমদার

 (C) ভূপেন্দ্র নাথ বসু 

(D) উপরের কোনটি নয় 

উত্তর: (B) অম্বিকা চরণ মজুমদার


১৭. কেবিনেট মিশন ভারতে এসেছিল? 

(A) 1942

(B) 1943

(C) 1945

(D) 1946

উত্তর: (D)1946


 ১৮. গলফ খেলোয়াড় বিজয় সিং কোন দেশের?

 (A) মার্কিন যুক্তরাষ্ট্র

 (B) ফিজি

 (C) ভারত

 (D) যুক্তরাজ্য

 উত্তর: (B)


১৯. জনপ্রিয় কুমোনি লোকশিল্পী "পাপ্পু কার্কি" মারা গেছেন। তাকে কোন রাজ্যে ছেড়ে দেওয়া হয়েছিল? 

(A) জম্মু ও কাশ্মীর

(B) হিমাচল প্রদেশ

(C) উত্তরাখণ্ড 

(D) আসাম

 উত্তর: (D)আসাম


 ২০. পঞ্চায়েতি রাজের ...

(A) অবশিষ্ট তালিকা 

(B) সমকালীন তালিকা 

(C) রাজ্যের তালিকা 

(D) ইউনিয়ন তালিকা 

উত্তর: (C) রাজ্যের তালিকা 


২১. প্রথম আফগান যুদ্ধ কখন হয়েছিল? 

(A) 1839

(B) 1843

(C) 1833 

(D) 1848 

উত্তর: (A)1839


 ২২. কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? 

(A) উত্তরপ্রদেশ

(B) মহারাষ্ট্র 

(C) বিহার 

(D) অন্ধ্রপ্রদেশ

উত্তর: (A)উত্তরপ্রদেশ


২৩. হর্ষচরিতা ও কদমবাড়ি কার সৃষ্টি? 

(A) কালহান

(B) পানিনি

(C) বানভট্ট

(D) পতঞ্জলি 

উত্তর: (C)বানভট্ট


২৪. উপসাগরীয় সহযোগিতা পরিষদ মূলত গঠিত হয়েছিল 

(A) বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত 

(B) দ্বিতীয় বিশ্ব জাতি 

(C) তৃতীয় বিশ্ব জাতি 

(D) চতুর্থ বিশ্ব জাতি 

উত্তর: (A) বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত 


২৫. ভারত কখন টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম চালু করে?

(A) 1995 

(B) 1996

(C) 1997

(D) 1998 

উত্তর: (C) 1997


২৬. আমেরিকার স্বাধীনতার যুদ্ধ কখন হয়েছিল?

(A) 1770 

(B) 1772

(C) 1774 

(D) 1776 

উত্তর: (D)1776


২৭. অলিম্পিক এবং বিশ্ব টুর্নামেন্টের জন্য, বাস্কেটবল কোর্টের মাত্রা আছে 

(A) 26 mx 14 m 

(B) 28 mx 15 m 

( C) 27 mx 16 m 

(D) 28 mx 16 m 

উত্তর: (b) 28 mx 15 m 


২৮. ভারতের কোন শহরে প্রথম জাতীয় পুলিশ জাদুঘর প্রতিষ্ঠিত হবে? 

(A) চেন্নাই 

(B) দিল্লি 

(C) নাগপুর 

(D) কলকাতা

 উত্তর: (B) দিল্লি


২৯. পানিনি ছিলেন ...... 

(A) গ্রীক দার্শনিক

(B) একজন ভারতীয় জ্যোতির্বিদ এবং বিখ্যাত গণিতবিদ 

(C) সংস্কৃত ব্যাকরণ বৈদিক যুগ 

(D) প্রাচীনকালের মহান কবি। 

উত্তর: (C) সংস্কৃত ব্যাকরণ বৈদিক যুগ 


৩০. কোন খেলার বিজয়ীদের সম্মানিত করা হয়: ফেডারেশন কাপ, বিশ্বকাপ, অ্যালভিন আন্তর্জাতিক ট্রফি এবং চ্যালেঞ্জ কাপ? 

(A) টেনিস 

(B) ভলিবল 

(C) বাস্কেটবল 

(D) ক্রিকেট 

উত্তর: (B) ভলিবল


৩১. নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর? 

(A) আর্কটিক

(B) আটলান্টিক

(C) প্রশান্ত 

(D) ভারতীয়

উত্তর: (C) প্রশান্ত


৩২. বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস প্রতি বছর পালিত হয় 

(A) 8 মে 

(B) 18 মে 

(C) 8 জুন 

(D) 18 জুন 

উত্তর: (A) 8 মে 


৩৩. যুদ্ধ, সশস্ত্র বিদ্রোহ বা বাহ্যিক আগ্রাসন থেকে উদ্ভূত জাতীয় জরুরি অবস্থা, নিচের কোন নিবন্ধের অন্তর্গত ?? 

(A) অনুচ্ছেদ 280 

(B) অনুচ্ছেদ 352 

(C) অনুচ্ছেদ 356 

(D) ধারা 370

 উত্তর: (B) অনুচ্ছেদ 352 


৩৪. ভারতের সাক্ষরতার হার হল ... 

(A) 57.86% 

(B) 61.34% 

(C) 63.98% 

(D)৫.8% 

উত্তর: (A) 57.86% 


৩৫. হাতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

(A) মিজোরাম

(B) উড়িষ্যা 

(C) মণিপুর 

(D) মেঘালয় 

উত্তর: (D) মেঘালয়


৩৬. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার কম?

(A) বিহার 

(B) রাজস্থান 

(C) অরুণাচল প্রদেশ 

(D) উড়িষ্যা 

উত্তর: (A) বিহার


৩৭.  গ্রাভিটি সেটিং চেম্বারগুলি শিল্পে অপসারণের জন্য ব্যবহৃত হয়? 

(A) SOx 

(B) NOx 

(C) স্থগিত কণা পদার্থ

(D) CO 

উত্তর: (C) স্থগিত কণা পদার্থ


৩৮. নিচের কোন যন্ত্রটি মাটির পানির টান পরিমাপ করতে ব্যবহৃত হয়? 

(A) ফোটোমিটার 

(B) পাইরোমিটার 

(C) সাইক্রোমিটার 

(D) টেনসিওমিটার 

উত্তর: (D) টেনসিওমিটার


৩৯. সার্ক কখন গঠিত হয়েছিল? 

(A) 1982 

(B) 1984 

(C) 1985 

(D) 1986 

উত্তর: (C) 1985


৪০. গুয়াহাটি হাইকোর্টের বিচার বিভাগ কি?

(A) নাগাল্যান্ড

(B) অরুণাচল প্রদেশ 

(C) আসাম 

(D) উপরের সবগুলো

 উত্তর: (D) উপরের সবগুলো


৪১. নিচের কোন ব্যক্তিত্বকে সাংখ্য দর্শনের প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়? 

(A) ভারত মুনি 

(B) কপিল মুনি 

(C) আদি শঙ্করাচার্য 

(D) অগস্ত্য ঈর্শি

 উত্তর: (B) কপিল মুনি 


৪২. নিচের কোনটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?

 (A) গ্রীস 

(B) ফিনল্যান্ড 

(C) নরওয়ে 

(D) যুক্তরাজ্য

 উত্তর: (C)নরওয়ে


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();