Science Gk question answer set -1
আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর , বাংলা জিকে কোশ্চেন অ্যানসার, Gk question in Bengali , WBCS, WBP, RAIL, NTPC, CHSL CGL, SSC, ICDS,RRB, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। General knowledge question in Bengali , Important gk Question in bengali শেয়ার করছি।
Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
1. মানুষের মূত্রে উপস্থিত প্রধান রেচন পদার্থ হল—
(a) কার্বন ডাইঅক্সাইড
(b) অ্যামােনিয়া
(c) ইউরিক অ্যাসিড
(d) কোনোটিই নয়
ans -(d) কোনোটিই নয়
2. মানবদেহের ভারসাম্য রক্ষা করে-
(a) গুরুমস্তিষ্ক
(b) মধ্যমস্তিষ্ক
(c) লঘুমস্তিষ্ক
(d) সুষুম্নাকাণ্ড
ans -(c) লঘুমস্তিষ্ক
3. মােচার ন্যায় খােলক কোন্ প্রাণীর বৈশিষ্ট্য?
(a) স্থল শামুক
(b) স্পঞ্জ
(c) হাইড্রা
(d) তারামাছ
Ans -(a) স্থল শামুক
4. নালিকাতন্ত্র কোন্ প্রাণীর বৈশিষ্ট্য?
(a) হাইড্রা
(b) প্রজাপতি
(c) স্পঞ্জ
(d) তারামাছ
Ans-(c) স্পঞ্জ
5. টিউবফিট কোন্ প্রাণীর গমনাঙ্গ ?
(a) আরশােলা
(b) স্পঞ্জ
(c) তারামাছ
(d) স্থলশামুক
Ans-(c) তারামাছ
6. মানুষের পৌষ্টিকনালির দৈর্ঘ্য কত?
(a) 3 মিটার
(b) ৪-10 মিটার
(c) 20 মিটার
(d) 15-25 মিটার
Ans-(b) ৪-10 মিটার
7. মানুষের ক্ষুদ্রান্ত্রের মধ্য অংশ হল —
(a) ইলিয়াম
(b) জেজুনাম
(c) ডিয়ােডেনাম
(d) কোনােটিই নয়
Ans-(b) জেজুনাম
8. লােহিত রক্তকণিকার আয়ুষ্কাল -
(a) 12 দিন
(b) 18 দিন
(c) 120 দিন
(d) 40 দিন
Ans -c) 120 দিন
9. কোন্ খাদ্য শক্তির চাহিদা মেটায়?
(a) শর্করা
(b) প্রােটিন
(c) ফ্যাট
(d) সবগুলি
Ans -(d) সবগুলি
10. মানুযের পৌষ্টিকতন্ত্রের কোন্ অংশে খাদ্যের পরিপাক বা শােষণ হয় না?
(a) গ্রাসনালি
(b) পাকস্থলী
(c) ক্ষুদ্রান্ত্র
(d) বৃহদন্ত্র
Ans -(a) গ্রাসনালি
11. পুং ও স্ত্রী রেণুপত্রমঞ্জরী কোন্ উদ্ভিদের বৈশিষ্ট্য?
(a) ড্রায়পটেরিস
(b) পাইনাস
(c) পােগােনেটাম
(d) রিকসিয়া
Ans -(b) পাইনাস
12. সােরাস কোন্ উদ্ভিদের বৈশিষ্ট্য?
(a) পােগােনেটাম
(b) পাইনাস
(c) ড্রায়পটেরিস
(d) বট
13.বায়ুথলি কোন্ প্রাণীর বৈশিষ্ট্য?
(a) পায়রা
(b) কেউটে সাপ
(c) সােনা ব্যাং
(d) বাদুড়
Ans-(c) সােনা ব্যাং
14. প্যাটাজিয়াম কোন্ প্রাণীর বৈশিষ্ট্য?
(a) বাদুড়
(b) বানর
(c) তারামাছ
(d) পায়রা
Ans -(a) বাদুড়
15. মানুষের লােহিত রক্তকণিকার সমসারক দ্রবণ হল-
(a) 0.5% NaCl দ্রবণ
(b) 1.2% NaCl দ্রবণ
(c) 0.9%, NaCl দ্রবণ
(d) 0.1% NaCl দ্রবণ
Ans-(a) 0.5% NaCl দ্রবণ
16. ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযােগস্থলে থাকে-
(a) ত্রিপত্রক কপাটিকা
(b) দ্বিপত্ৰক কপাটিকা।
(c) অর্ধচন্দ্রাকার কপাটিকা।
(d) থেবেসিয়ান কপাটিকা
Ans-(a) ত্রিপত্রক কপাটিকা
17. ম্যালেরিয়া রােগের জীবাণু বহন করে—
(a) অ্যানােফিলিস মশা
(b) কিউলেক্স মশা
(c) এডিস মশা
(d) মাছি
Ans -(a) অ্যানােফিলিস মশা
18. ফাইলেরিয়া রােগের জীবাণু বহন করে-
(a) অ্যানােফিলিস মশা
(b) কিউলেক্স মশা
(c) এডিস মশা
(d) মাছি
Ans-(b) কিউলেক্স মশা
19. একটি অসস্যল বীজ হল—
(a) মটর
(b) ধান
(c) গম
(d) ভুট্টা
Ans-(a) মটর
20. শৈবাল ও ছত্রাককে একত্রে বলে-
(a) থ্যালােফাইটা
(b) ব্রায়ােফাইটা
(c) টেরিডােফাইটা
(d) জিমনােস্পার্ম
Ans-(a) থ্যালােফাইটা
21. পিওরস উৎপন্ন হয়-
(a) পিত্তাশয়ে
(b) যকৃতে
(c) অগ্ন্যাশয়ে
(d) লালাগ্রন্থীতে
Ans -(b) যকৃতে
22. কোন্ উৎসেচক রােগজীবাণু ধ্বংস করে?
(a) লাইপেজ
(b) টায়ালিন
(c) লাইসােজাইম
(d) পেপসিন
Ans -(c) লাইসােজাইম
23. প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন -
(a) 200–250 gm
(b) 300-350 gm।
(c) 500 gm
(d) 750 gm
Ans-(b) 300-350 gm
24. মানবশিশুর অস্থায়ী দাঁতের সংখ্যা -
(a) 20
(b) 32
(c) 28
(d) 24
Ans-(a) 20
25. উদ্ভিদের সর্বাধিক বাপমােচন হয়-
(a) পত্ররন্ধ্র দ্বারা
(b) কাণ্ডর দ্বারা
(c) কিউটিকল দ্বারা
(d) কোনােটিই নয়
Ans-(a) পত্ররন্ধ্র দ্বারা
26. রুই মাছের আঁশের নাম হল-
(a) টিনয়েড
(b) গ্যানয়েড
(c) সাইক্লয়েড
(d) গ্ল্যাকয়েড
Ans--(c) সাইক্লয়েড
27. মানুযের পৌষ্টিকতন্ত্রের কোন্ অংশে খাদ্যের পরিপাক বা শােষণ হয় না?
(a) গ্রাসনালি
(b) পাকস্থলী
(c) ক্ষুদ্রান্ত্র
(d) বৃহদন্ত্র
Ans-(a) গ্রাসনালি
28. একটি ব্যক্তবীজী উদ্ভিদ হল-
(a) ড্রায়পটেরিস
(b) পােগোনেটাম
(c) পাইনাস
(d) আগারিকাস
Ans-(c) পাইনাস
29. জলজ রেশম' কোন্ উদ্ভিদের সাধারণ নাম?
(a) ভলভক্স
(b) স্পাইরােগাইরা
(c) ক্ল্যামাইডােমােনাস
(d) মিউকর
Ans-(b) স্পাইরােগাইরা
30. ব্যাঙের ছাতা' নীচের কোন্ উদ্ভিদটি ?
(a) ইস্ট
(b) পেনিসিলিয়াম
(c) অ্যাগারিকাস
(d) মিউর
Ans-(c) অ্যাগারিকাস
No comments:
Post a Comment