science gk question answer set - 3
আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর , বাংলা জিকে কোশ্চেন অ্যানসার, Gk question in Bengali , WBCS, WBP, RAIL, NTPC, CHSL CGL, SSC, ICDS,RRB, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। General knowledge question in Bengali , Important gk Question in bengali শেয়ার করছি।
Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
1. রক্তের প্রতিরক্ষা প্রদানকারী প্রােটিন —
(a) অ্যালবুমিন
(b) গ্লোবিউলিন
(c) প্রােথ্রম্বিন
(d) ফ্রাইব্রিনােজেন
Ans-(b) গ্লোবিউলিন
2. প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা-
(a) 10 লক্ষ
(b) 20 লক্ষ
(c) 30 লক্ষ
(d) 1 লক্ষ
Ans -(a) 10 লক্ষ
3. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ-
(a) ৪ লিটার
(b) 5 লিটার
(c) 6 লিটার
(d) 4 লিটার
Ans -(b) 5 লিটার
4.লসিকায় কোন্ শ্বেত রক্তকণিকা থাকে?
(a) নিউট্রোফিল
(b) লিম্ফোসাইট
(c) মনােসাইট
(d) ইয়ােসিনােফিল
Ans -(b) লিম্ফোসাইট
5. মানবদেহের সবথেকে কঠিন বস্তু কোনটি?
(a) এনামেল
(b) ডেন্টাইন
(c) অস্থি
(d) তরুণাস্থি
Ans -(a) এনামেল
6. কোন্ রেশমমথের পােষক-উদ্ভিদ শাল ও কুল?
(a) তুঁতজাত
(b) তসর
(C) মুগ
(d) এরি
Ans -(b) তসর
7. আমেরিকান পােলট্রি ব্রিড হল-
(a) লেগহর্ন
(b) অরপিংটন
(c) ব্রামা
(d) রােড আইল্যান্ড রেড়
Ans -(d) রােড আইল্যান্ড রেড়
8. সিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত ভেষজ ওষুধ হল—
(a) স্ট্রিকনিন
(b) রেসারপিন
(c) ডাটুরিন
(d) কুইনাইন
Ans -(d) কুইনাইন
9. রেসারপিন সর্পগন্ধা গাছের কোন অংশ থেকে পাওয়া যায়?
(a) কাণ্ড
(b) মূল
(c) পাতা
(d) ফুল
Ans -(b) মূল
10. মরফিনের উৎস হল-
(a) আফিং গাছের কাঁচা ফলের ত্বক
(b) কুচিলা গাছের বীজ
(c) সিঙ্কোনার ছাল
(d) সর্পগন্ধার মূল
Ans -আফিং গাছের কাঁচা ফলের ত্বক
11. দীর্ঘতম প্রাণীকোশ হল—
(a) স্নায়ুকোশ
(b) লােহিত রক্তকণিকা
(c) মেদকোশ
(d) কুফার কোশ
(a) স্নায়ুকোশ
(b) লােহিত রক্তকণিকা
(c) মেদকোশ
(d) কুফার কোশ
Ans -(a) স্নায়ুকোশ
12. কে সর্বপ্রথম কোশ কথাটি ব্যবহার করেন?
(a) ডাউঘাটি
(b) রবার্ট হুক
(c) জ্যানসেন
(d) লুই পাস্তুর
12. কে সর্বপ্রথম কোশ কথাটি ব্যবহার করেন?
(a) ডাউঘাটি
(b) রবার্ট হুক
(c) জ্যানসেন
(d) লুই পাস্তুর
Ans-(b) রবার্ট হুক
13. নিউক্লিয়াসবিহীন একটি সজীব উদ্ভিদকোশ হল-
(a) সিভনল
(b) সঙ্গীকোশ
(c) ট্রাকিয়া
(d) ট্রাকিড
13. নিউক্লিয়াসবিহীন একটি সজীব উদ্ভিদকোশ হল-
(a) সিভনল
(b) সঙ্গীকোশ
(c) ট্রাকিয়া
(d) ট্রাকিড
Ans -(a) সিভনল
14. প্রােক্যারিয়ােটিক কোশের রাইবােজোমের প্রকৃতি হল-
(a) 70 S
(b) 80 S
(c) 55 S
(d) 5.8 S
Ans-(a) 70 S
15. প্রােটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট -
(a) অ্যামাইলােপ্লাস্ট
(b) অ্যালিউরােনপ্লাস্ট
(c) ইলিয়ােপ্লাস্ট
(d) রােডােপ্লাস্ট
15. প্রােটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট -
(a) অ্যামাইলােপ্লাস্ট
(b) অ্যালিউরােনপ্লাস্ট
(c) ইলিয়ােপ্লাস্ট
(d) রােডােপ্লাস্ট
Ans -(b) অ্যালিউরােনপ্লাস্ট
16. কমলা বর্ণের রঞ্জক হল-
(a) ক্যারােটিন
(b) জ্যাথিন
(c) ক্লোরােফিল
(d) জ্যান্থােফিল
Ans -(a) ক্যারােটিন
17. উদ্ভিদ কোশপ্রাচীরের মুখ্য উপাদান হল-
(a) কাইটিন
(b) পেকটিন
(c) সেলুলােজ
(d) প্রােটিন
Ans(c) সেলুলােজ
18. প্রােক্যারিয়ােটিক কোশের উদাহরণ হল-
(a) ব্যাকটেরিয়া
(b) নীলাভ-সবুজ শৈবাল
(c) মাইকোপ্লাজমা
(d) সবকটিই
18. প্রােক্যারিয়ােটিক কোশের উদাহরণ হল-
(a) ব্যাকটেরিয়া
(b) নীলাভ-সবুজ শৈবাল
(c) মাইকোপ্লাজমা
(d) সবকটিই
Ans -(d) সবকটিই
19. ভ্যাকুয়ােলকে ঘিরে অবস্থিত সাইটোপ্লাজমের স্বচ্ছ ও পাতলা স্তর হল—
(a) এক্টোপ্লাজম
(b) এন্ডােপ্লাজম
(c) হায়ালােপ্লাজম
(d) টোনােপ্লাজম
19. ভ্যাকুয়ােলকে ঘিরে অবস্থিত সাইটোপ্লাজমের স্বচ্ছ ও পাতলা স্তর হল—
(a) এক্টোপ্লাজম
(b) এন্ডােপ্লাজম
(c) হায়ালােপ্লাজম
(d) টোনােপ্লাজম
Ans-(d) টোনােপ্লাজম
20. কোন বিজ্ঞানী প্রােটোপ্লাজম কথাটি সর্বপ্রথম ব্যবহার
করেন?
(a) পারকিনজি
(b) ফন্টানা
(c) রবার্ট ব্রাউন
(d) ক্যামিলাে গলগি
20. কোন বিজ্ঞানী প্রােটোপ্লাজম কথাটি সর্বপ্রথম ব্যবহার
করেন?
(a) পারকিনজি
(b) ফন্টানা
(c) রবার্ট ব্রাউন
(d) ক্যামিলাে গলগি
Ans-(a) পারকিনজি
No comments:
Post a Comment