- SM Textbook

Fresh Topics

Monday, July 31, 2023

 

science gk question answer set - 3



আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর , বাংলা জিকে কোশ্চেন অ্যানসার, Gk question in Bengali , WBCS, WBP, RAIL, NTPC, CHSL CGL, SSC, ICDS,RRB, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। General knowledge question in Bengali , Important gk Question in bengali শেয়ার করছি।



Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 


 1. রক্তের প্রতিরক্ষা প্রদানকারী প্রােটিন —

(a) অ্যালবুমিন 
(b) গ্লোবিউলিন  
(c) প্রােথ্রম্বিন 
(d) ফ্রাইব্রিনােজেন

Ans-(b) গ্লোবিউলিন 

2. প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা-
(a) 10 লক্ষ  
(b) 20 লক্ষ 
(c) 30 লক্ষ 
(d) 1 লক্ষ 
Ans -(a) 10 লক্ষ

3. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ-
(a) ৪ লিটার 
(b) 5 লিটার 
(c) 6 লিটার 
(d) 4 লিটার 

Ans -(b) 5 লিটার

4.লসিকায় কোন্ শ্বেত রক্তকণিকা থাকে? 
(a) নিউট্রোফিল 
(b) লিম্ফোসাইট
(c) মনােসাইট
(d) ইয়ােসিনােফিল 
Ans -(b) লিম্ফোসাইট

5. মানবদেহের সবথেকে কঠিন বস্তু কোনটি?
(a) এনামেল
(b) ডেন্টাইন
(c) অস্থি
(d) তরুণাস্থি 

Ans -(a) এনামেল

6. কোন্ রেশমমথের পােষক-উদ্ভিদ শাল ও কুল? 
(a) তুঁতজাত
(b) তসর
(C) মুগ
(d) এরি 

Ans -(b) তসর

7. আমেরিকান পােলট্রি ব্রিড হল-
(a) লেগহর্ন 
(b) অরপিংটন 
(c) ব্রামা
(d) রােড আইল্যান্ড রেড়

Ans -(d) রােড আইল্যান্ড রেড়


8. সিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত ভেষজ ওষুধ হল— 
(a) স্ট্রিকনিন 
(b) রেসারপিন  
(c) ডাটুরিন
(d) কুইনাইন 

Ans -(d) কুইনাইন

9. রেসারপিন সর্পগন্ধা গাছের কোন অংশ থেকে পাওয়া যায়?
(a) কাণ্ড 
(b) মূল
(c) পাতা
(d) ফুল 

Ans -(b) মূল

10. মরফিনের উৎস হল-
(a) আফিং গাছের কাঁচা ফলের ত্বক
(b) কুচিলা গাছের বীজ
(c) সিঙ্কোনার ছাল
(d) সর্পগন্ধার মূল 
Ans -আফিং গাছের কাঁচা ফলের ত্বক




11. দীর্ঘতম প্রাণীকোশ হল—
(a) স্নায়ুকোশ
(b) লােহিত রক্তকণিকা
(c) মেদকোশ
(d) কুফার কোশ

Ans -(a) স্নায়ুকোশ

12. কে সর্বপ্রথম কোশ কথাটি ব্যবহার করেন?
(a) ডাউঘাটি
(b) রবার্ট হুক
(c) জ্যানসেন
(d) লুই পাস্তুর

Ans-(b) রবার্ট হুক

13. নিউক্লিয়াসবিহীন একটি সজীব উদ্ভিদকোশ হল-
(a) সিভনল
(b) সঙ্গীকোশ
(c) ট্রাকিয়া
(d) ট্রাকিড

Ans -(a) সিভনল


14. প্রােক্যারিয়ােটিক কোশের রাইবােজোমের প্রকৃতি হল-
(a) 70 S
(b) 80 S
(c) 55 S
(d) 5.8 S

Ans-(a) 70 S

15. প্রােটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট -
(a) অ্যামাইলােপ্লাস্ট
(b) অ্যালিউরােনপ্লাস্ট
(c) ইলিয়ােপ্লাস্ট
(d) রােডােপ্লাস্ট

Ans -(b) অ্যালিউরােনপ্লাস্ট

16. কমলা বর্ণের রঞ্জক হল-
(a) ক্যারােটিন
(b) জ্যাথিন
(c) ক্লোরােফিল
(d) জ্যান্থােফিল

Ans -(a) ক্যারােটিন


17. উদ্ভিদ কোশপ্রাচীরের মুখ্য উপাদান হল-
(a) কাইটিন
(b) পেকটিন
(c) সেলুলােজ
(d) প্রােটিন

Ans(c) সেলুলােজ

18. প্রােক্যারিয়ােটিক কোশের উদাহরণ হল-
(a) ব্যাকটেরিয়া
(b) নীলাভ-সবুজ শৈবাল
(c) মাইকোপ্লাজমা
(d) সবকটিই

Ans -(d) সবকটিই

19. ভ্যাকুয়ােলকে ঘিরে অবস্থিত সাইটোপ্লাজমের স্বচ্ছ ও পাতলা স্তর হল—
(a) এক্টোপ্লাজম
(b) এন্ডােপ্লাজম
(c) হায়ালােপ্লাজম
(d) টোনােপ্লাজম

Ans-(d) টোনােপ্লাজম

20. কোন বিজ্ঞানী প্রােটোপ্লাজম কথাটি সর্বপ্রথম ব্যবহার
করেন?
(a) পারকিনজি
(b) ফন্টানা
(c) রবার্ট ব্রাউন
(d) ক্যামিলাে গলগি 

Ans-(a) পারকিনজি



No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();