Gk questions answer in Bengali Part-6
Gk ও question answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 6 : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট ।
১. সতীদাহ প্রথা চালু করেন কে?
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) স্বামী বিবেকানন্দ
(C) জহরলাল নেহেরু
(D) রাজা রামমোহন রায়
উত্তর- (D) রাজা রামমোহন রায়
২.কর্ণওয়ালিস দ্বারা স্থায়ী বন্ধনবস্তুর পদ্ধতি প্রয়োগ কবে হয়?
(A) ১৭৮২
(B) ১৭৮১
(C)১৭৮০
(D) ১৭৭৯
উত্তর - (C) ১৭৮০ সালে
৩.সাইমন কমিশন কবে ভারতে আসে?
(A) ১৯২৫
(B) ১৯২৬
(C) ১৯২৮
(D)১৯২৯
উত্তর- (C) ১৯২৮
৪.জলিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল?
(A) 17 এপ্রিল 1922
(B) 18 এপ্রিল 1921
(C) 13 এপ্রিল 1919
(D) 15 এপ্রিল 1920
উত্তর-(C)13 এপ্রিল 1919
৫.আজন্তের গুফায়ান কোথায় আছে?
(A) ঝাড়খণ্ড
(B) তামিনাড়ু
(C) কেরালা
(D) মহারাষ্ট্র
উত্তর-(D) মহারাষ্ট্র
৬.ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল?
(A) 7 আগস্ট 1943
(B) 9 আগস্ট 1944
(C) 8 আগস্ট 1942
(D) 5 আগস্ট 1945
উত্তর-(D) 8 আগস্ট 1942
৭.আজাদ হিন্দ ফৌজ কে স্থাপন করে?
(A) জহরলাল নেহেরু
(B) রাজা রামমোহন রায়
(C) ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর
(D) সুভাষ চন্দ্র বোস
উত্তর-(D) সুভাষ চন্দ্র বোস
৮.লালা লাজপত রায় জনপ্রিয় হিসাবে পরিচিত-
(A) পাঞ্জাব কেশরী
(B) নেশনাল কেশরী
(C) গুজরাট কেশরী
(D) দিল্লী কেশরী
উত্তর: (A) পাঞ্জাব কেশরী।
৯.পঞ্চতন্ত্রের লেখকের নাম বলুন?
(A) কালু শর্মা
(B) নিতাই শর্মা
(C) বিষ্ণু শর্মা
(D) জদু শর্মা
উত্তর: (C) বিষ্ণু শর্মা।
১০. রাম নাথ কোবিন্দ ভারতের _______ রাষ্ট্রপতি।
(A) 16
(B) 14
(C) 17
(D) 15
উত্তর: (B) 14 তম
১১.এলাকা অনুযায়ী ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম বলুন।
(A) কেরালা
(B) রাজস্থান
(C) গুজরাট
(D) পাঞ্জাব
উত্তর: (B) রাজস্থান
১২.দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত বিখ্যাত ভিত্তির নাম বলুন।
(A) ব্রাহ্ম সমাজ
(B) যুগ্ম সমাজ
(C) আর্য সমাজ
(D) মহা সমাজ
উত্তর: (C)আর্য সমাজ
১৩.কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয়?
(A) আকবর
(B) শাহজাহান
(C) আওরঙ্গজেব
(D)বাবর
উত্তর:(C) আওরঙ্গজেব
১৪.পাটলিপুত্র ছিল _________ শহরের প্রাচীন নাম।
(A) পাটনা
(B) মঘদ
(C) রাচি
(D) তামলিপ্ত
উত্তর:(A) পাটনা
১৫.মূল শঙ্কর কোন বিখ্যাত ব্যক্তিত্বের আদি ছিলেন?
(A) রাজা রামমোহন রায়
(B) বাল গঙ্গাধর তিলক
(C) ভগৎ সিং
(D) স্বামী দয়ানন্দ সরস্বতী
উত্তর: (D)স্বামী দয়ানন্দ সরস্বতী
১৬.কে সীমান্ত গান্ধী নামে জনপ্রিয়?
(A) খান আব্দুল গাফফার খান
(B) মহাত্মা গান্ধী
(C) ডিরোজিও
(D) সুভাষ চন্দ্র বোস
উত্তর: (A) খান আবদুল গাফফার খান
১৭.সমুদ্রগুপ্ত জনপ্রিয় হিসাবে পরিচিত:-
(A) ভারতের পাইলট
(B) ভারতের সৈনিক
(C) ভারতের নেপোলিয়ন
(D) ভারতের বীর
উত্তর: (C) ভারতের নেপোলিয়ন
১৮.169 এর বর্গমূল কত?
(A) 14
(B) 15
(C) 13
(D) 12
উত্তর: (C) 13
১৯.মহাত্মা গান্ধীর দেওয়া একটি বিখ্যাত স্লোগানের নাম বলুন।
(A) ডু অর ডাই
(B) ডো অর উইন
(C) দু অর ডাই
(D) দু অর উইন
উত্তর:(A) ডু অর ডাই
২০.জন লগি বেয়ার্ডের আবিষ্কারের নাম বল?
(A) রেডিও
(B) টেলিভিশন
(C) লাইট বাল্ব
(D) এলেট্রিক তার
উত্তর: (B)টেলিভিশন
২১.ভখড়া নংলাল প্রকল্প কোন নদীতে আছে।
(A) যমুনা
(B) গোদাবরী
(C) সতালুজ
(D) দামোদর
উত্তর-(C) সতালুজ
২২.হীরাকুন্ড নির্মাণ কোন রাজ্য অবস্থিত?
(A) উড়িষ্যা
(B) বাংলাদেশ
(C) কেরালা
(D) নেপাল
উত্তর-(A) উড়িষা
২৩. ভারতের প্রতিরক্ষামন্ত্রীর নাম বলুন।
(A) রাজনাথ সিং
(B) গোবিন সিং
(C) দিলীপ সিং
(D) রাজ সিং
উত্তর: (A) রাজনাথ সিং
২৪.গান্ধীজি কোন সালে ভারত ছাড় আন্দোলন শুরু করেছিলেন?
(A) 1943
(B) 1942
(C) 1941
(D) 1944
উত্তর: (B) 1942
২৫.এলাকা অনুযায়ী বিশ্বে ভারতের স্থান কত?
(A) 8 তম
(B) 7 তম
(C) 6 তম
(D) 5 তম
উত্তর: (B)7 তম
২৬.জাতীয় যুব দিবস কবে পালিত হয়?
(A) ১৩ জানুয়ারি
(B) ১২ জানুয়ারি
(C) ১১ জানুয়ারি
(D) ১৪ জানুয়ারি
উত্তর: (B) ১২ জানুয়ারি।
২৭.হরপ্পা সভ্যতা দ্বারা ব্যবহৃত প্রথম ধাতুর নাম বলুন।
(A) তামা
(B) লোহা
(C) রূপো
(D) ব্রোঞ্জ
উত্তর: (A)তামা
২৮.শুরুতে গণপরিষদে কতজন সদস্য ছিলেন?
( A) 397
(B) 396
(C) 395
(D) 389
উত্তর:(D) 389
২৯.. নিল ক্রান্তির সম্পর্ক কিসে আছে?
(A) মৎস্য উৎপাদন
(B) তুলা উৎপাদন
(C) লোহা উৎপাদন
(D) ভুট্টা উৎপাদন
উত্তর-(A) মৎস্য উৎপাদন
৩০.মোটর গাড়ি থেকে কোন গ্যাস নির্গত হয়?
(A) কার্বন ডাই অক্সাইড
(B) কার্বন মনোক্সাইড
(C) ক্লোরোফিল
(D) সোডিয়াম
উত্তর-(A)কার্বন মোনোঅক্সাইড
৩১. স্বর্ণের বিশুদ্ধতা কি কি হতে পারে?
(A) জল
(B) তামা
(C) কেরেট
(D) রুপি
উতর-(C) কেরেট
৩২..ভারতের প্রথম নদী ঘাটি প্রকল্প কোনটি?
(A) দামোদর
(B) অজয়
(C) পদ্মা
(D) যমুনা
উত্তর-(A) দামোদার ঘাটি প্রকল্প
৩৩.পৃথিবীর সবচেয়ে বড় লম্বী নদী কোনটি?
(A) মেঘনা নদী
(B) যমুনা নদী
(C) পদ্মা নদী
(D) নীল নদী
উত্তর- (D) নীল নদী
৩৪.অশোক কোন ধর্ম স্বীকৃত দিয়েছে?
(A) পার্সি ধর্ম
(B) জৈন ধর্ম
(C) বৌদ্ধ ধর্ম
(D) শিখ ধর্ম
উত্তর-(C) বৌদ্ধ ধর্ম
৩৫.পাঞ্জাবের লোক নৃত্যের নাম বল।
(A) সিধা
(B) গিধা
(C) মিধা
(D) যিধা
উত্তর- (B) গিধা
৩৬.ভারতবর্ষের সংবিধান প্রয়োগ করা হয়েছে কবে?
(A) ৪ জানুয়ারি ১৯৫৫
(B) ৫ জানুয়ারি ১৯৫৪
(C) ২ রা জানুয়ারি ১৯৫০
(D) ৬ জানুয়ারি ১৯৫৩
উত্তর-(C) ২ জানুয়ারি ১৯৫০ সালে
৩৭..ভারতবর্ষের সংবিধান কে রক্ষা করা?
(A) নিম্ন আদালত
(B) লোক আদালত
(C) সর্বোচ্চ আদালত
(D) হাইকোর্ট
উত্তর-(C) সর্বোচ্চ আদালত
৩৮.ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে?
(A) 9
(B) 8
(C) 7
(D) 6
উত্তর:(D) 6
৩৯. ৮ই সেপ্টেম্বর কোন দিবস পালন করা হয়:-
( A) স্বাধীনতা দিবস
(B) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস
(C) শিক্ষক দিবস
(D) শহীদ দিবস
উত্তর:(B) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
৪০.জর্জ ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের __________ প্রেসিডেন্ট।
(A) ১ ম
(B) ২ ম
(C) ৪ ম
(D) ৩ ম
উত্তর: (A)১ ম
৪১.ভারতের কোন শহরকে হ্রদের শহর বলা হয়?
(A) উদয়পুর
(B) জয়পুর
(C) উদাইনপুর
(D) রামপুর
উত্তর: (A) উদয়পুর
৪২.আলেকজান্ডার ফ্লেমিং _____________ আবিষ্কার করেন।
(A) পেনিসিলিন
(B) তামা
(C) রেডিও
(D) লাইট বাল্ব
উত্তর: (A) পেনিসিলিন
৪৩.বিশ্বের বৃহত্তম জীবিত প্রাণী:
(A) ময়ূর
(B) ব্লু হোয়েল
(C) কোকিল
(D) টিয়া
উত্তর:(B) ব্লু হোয়েল
প্রশ্ন উত্তর গুলো পড়ার জন ধন্যবাদ, যেকোন প্রশ্ন উত্তর খুঁজতে আমাদের ওয়েবসাইট টি অনুসরণ করুন।
No comments:
Post a Comment