Modern Indian history Set-4
আধুনিক যুগ – ভারতের ইতিহাস ( INDIAN HISTORY) থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নউত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নউত্তর যেকোনো সরকারি ও বেসরকারি (All competitive exam : Government Jobs and Private Job, SSC, CGL,IFS,CSC,) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ।
১. মিন্টো-মার্লে সংস্কার বিল কোন সালে পাস হয়?
A) 1905 সালে
B) 1909 সালে
C) 1911 সালে
D) 1920 সালে
উত্তর: (B) 1909 সালে
৩. ভারতীয় রাজ্য এবং ব্রিটিশ সরকারের মধ্যে সম্পর্ক সম্পূর্ণভাবে পরীক্ষা এবং সংজ্ঞায়িত করার জন্য 1927 সালে কোন কমিটি গঠিত হয়েছিল?
A) মেটকার্ফ কমিটি
B) স্কট কমিটি
C) বাটলার কমিটি
D) উইলিয়ামস কমিটি
উত্তর: (C) বাটলার কমিটি
৪.তিলকের চিন্তায় মুগ্ধ হয়ে চাঁপেকর ভাইরা (দামোদর ও বালকৃষ্ণ) পুনেতে ব্রিটিশ অফিসার শ্রী র্যান্ডকে আক্রমণ করেছিলেন। মিস্টার র্যান্ড কে ছিলেন?
A) সেনা কর্মকর্তা
B) পুলিশ অফিসার
C) প্লেগ কমিটির প্রধান
D) ভাইসরয়ের উপদেষ্টা
উত্তর: C) প্লেগ কমিটির প্রধান
৫.অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) জাতীয় পর্যায়ে ট্রেড ইউনিয়ন গঠনের জন্য 31 অক্টোবর, 1920 তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রথম প্রধান কে ছিলেন?
A) সুভাষ চন্দ্র বসু
B) এম.এন. দেখুন
C) এন এম জোশি
D) লালা লাজপত রায়
উত্তর: D) লালা লাজপত রায়
৬. 1857 সালে, বাংলায় ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়েছিল যাতে জনগণের মধ্যে জাতীয়তাবাদের অনুভূতি জাগে এবং তাদের রাজনৈতিক শিক্ষা দেওয়া যায়। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) আনন্দ মোহন বসু
B) সুরেন্দ্র নাথ ব্যানার্জী
C) শিশির কুমার ঘোষ
D) ব্যোমেশ চন্দ্র ব্যানার্জী
উত্তর: C) শিশির কুমার ঘোষ
৭. ভারতীয় জাতীয় কংগ্রেসের ধারণাটি ডুফরিনের মনের ফল ছিল এই ধারণা কে জনপ্রিয় করেছে?
A) লোকমান্য তিলক
B) লালা লাজপত রায়
C) ব্যোমেশ চন্দ্র ব্যানার্জী
D) দাদাভাই নওরোজি
উত্তর: C) ব্যোমেশ চন্দ্র ব্যানার্জী
৮. জালিয়ানওয়ালাবাগ ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান ছিলেন:
A) ম্যাকডোনাল্ডস
B) শিকারী
C) এডওয়ার্ডস
D) হিন্ডম্যান
উত্তর: C) এডওয়ার্ডস
৯.
১০. ম্যাপিলা বিদ্রোহ কখন হয়েছিল?
A) 1920
B) 1921
C) 1922
D) 1923
উত্তর: B) 1921
১১.কেবিনেট মিশনের প্রধান ছিলেন?
(A) লর্ড প্যাথিক লরেন্স
(B) A.V. আলেকজান্ডার
(C) স্টাফোর্ড ক্রিপস
(D) এর কোনটিই নয়
উত্তর-(A) লর্ড প্যাথিক লরেন্স
১২.হান্টার কমিশনের রিপোর্টে, এর উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছিল
(A) প্রাথমিক শিক্ষা
(B) কারিগরি শিক্ষা
(C) উচ্চশিক্ষা
(D) মেয়ের শিক্ষা
উত্তর -(A) প্রাথমিক শিক্ষা
১৩.গোল্ডেন থারশোল্ড' নামক কবিতা সংকলনের রচয়িতা কে?
(A) অ্যানি বেসান্ট
(B) অরুনা আসফ আলী
(c) সরোজনি নাইডু
(D) বিজয়লক্ষ্মী পণ্ডিত
উত্তর-(C) সরোজনি নাইডু
১৪.ঝাঁসি রাজ্যকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের একটি অংশ করা হয়েছিল
(A) মায়োর প্রাদেশিক বন্দোবস্ত
(B) গঙ্গাধর রাওয়ের বিরুদ্ধে যুদ্ধ
(C) ল্যাপসের মতবাদের নীতি
(D) সহায়ক জোটের নীতি
উত্তর-(C) ল্যাপসের মতবাদের নীতি
১৫. গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠিত হয়েছিল-
A) জমিদার সভা
B)ভারত সভা
C)ভারতের জাতীয় কংগ্রেস
D) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
উত্তর-C)ভারতের জাতীয় কংগ্রেস
১৬. ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল-
A) ১৮৫৭
B) ১৯০৫
C) ১৯০৬
D) ১৮৮৫
উত্তর-D) ১৮৮৫ খ্রিস্টাব্দে
১৭. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে-
A) মাদ্রাজে
B) বোম্বাই
C) দিল্লিতে
D) কলকাতায়
উত্তর-B) বোম্বাই
১৮. হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন
A) নবগোপাল মিত্র
B) অরবিন্দ ঘোষ
C) শিশির কুমার ঘোষ
D)রাজবিহারী বসু
উত্তর- A) নবগোপাল মিত্র
১৯. ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতির নাম কি?
A) প্রার্থনা সভা
B) জমিদার সভা
C) ভারত সভা
D) বঙ্গভাষা প্রকাশিকা সভা
উত্তর- B) জমিদার সভা
২০. জমিদার সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
A) ১৮৭৫
B) ১৯৩৫
C) ১৮৭৬
D) ১৮৩৮
উত্তর- D) ১৮৩৮ খ্রিস্টাব্দে
২১. ১৮৩৬ খ্রিস্টাব্দে প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়-
A) ভারত সভা
B) জমিদার সভা
C) বঙ্গভাষা প্রকাশিকা সভা
D) এর কোনোটিই নয়
উত্তর- C) বঙ্গভাষা প্রকাশিকা সভা
২২. বিপ্লব বাদের জনক বলা হয়-
A) ভগৎ সিং কে
B)ক্ষুদিরাম বসুকে
C) সতীশ চন্দ্র বসু কে
D) বাসুদেব বলবন্ত ফাদকে
উত্তর-D) বাসুদেব বলবন্ত ফাদকে
২৩. বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয়-
A) 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর
B) 1906 খ্রিস্টাব্দের 16 অক্টোবর
C) 1907 খ্রিস্টাব্দের 16 অক্টোবর
D) 1908 খ্রিস্টাব্দের 16 অক্টোবর
উত্তর- A) 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর
২৪. রাখি বন্ধন উৎসবে নেতৃত্ব দিয়েছিলেন-
A) প্রমথনাথ মিত্র
B) অরবিন্দ ঘোষ
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) বালগঙ্গাধর তিলক
২৫. মহারাষ্ট্রে তিলক এর নেতৃত্বে চালু হয়-
A) দুর্গোৎসব
B) গণেশ উৎসব
C) শিবাজী উৎসব
D) মারাঠা উৎসব
উত্তর- C) শিবাজী উৎসব
২৬. 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর দিনটিকে পালন করা হয়-
A) বয়কট উৎসব হিসেবে
B) স্বদেশী উৎসব হিসেবে
C) রাখি বন্ধন উৎসব হিসেবে
D) বন্নি উৎসব হিসেবে
উত্তর- C) রাখি বন্ধন উৎসব হিসেবে
২৭. নরমপন্থী ও চরমপন্থীর আলাদা হয়ে যায় জাতীয় কংগ্রেসের-
A) বোম্বাই অধিবেশনে
B) লখনও অধিবেশনে
C) মাদ্রাজ অধিবেশনে
D) সুরাট অধিবেশন
উত্তর- D) সুরাট অধিবেশন
২৮. রাওলাট আইন পাস হয়েছিল-
A) ১৯২২
B) ১৯২১
C) ১৯২০
D) ১৯১৯
উত্তর- D) ১৯১৯ খ্রিস্টাব্দে
২৯. গান্ধীজী ভারতে প্রথম সত্যাগ্রহ করেন-
A) গুজরাটের খেরায়
B) গুজরাটের আহমেদাবাদে এ
C) বিহারের চম্পারনে
D) পাঞ্জাবে জালিওনাবাগে
উত্তর-C) বিহারের চম্পারনে
৩০. গান্ধীজীর লবণ আইন ভঙ্গ করেন-
A) ১৯৩০
B) ১৯৩৫
C) ১৯৩৬
D) ১৯৩৭
উত্তর-A) ১৯৩০ খ্রিস্টাব্দে
৩১. চৌরিচৌরা ঘটনা ঘটে-
A) অসহযোগ আন্দোলনে
B) আইন অমান্য আন্দোলন
C) ভারত ছাড়ো আন্দোলনে
D) স্বদেশী আন্দোলনে
উত্তর-A) অসহযোগ আন্দোলনে
৩২. সাইমন কমিশন গঠিত হয়েছিল-
A) ১৯২৭
B) ১৯২৪
C) ১৯২৬
D) ১৯২৫
উত্তর- A) ১৯২৭ খ্রিস্টাব্দে
৩২. গান্ধীজীর আইন অমান্য আন্দোলনে সূচনা করেন-
A) বাংলায়
B) মহারাষ্ট্রে
C) গুজরাটে
D) মাদ্রাজে
উত্তর- C) গুজরাটে
৩৩. স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন-
A) মহাত্মা গান্ধী
B) জহরলাল নেহেরু
C) নেতাজি
D) চিত্তরঞ্জন দাস
উত্তর- D) চিত্তরঞ্জন দাস
৩৪. ভারত সচিব মন্টেগু এবং লর্ড চেমসফোর্ড ভারত শাসন আইন পাস করেছিলেন-
A) ১৮২২
B) ১৮২০
C) ১৯১৯
D) ১৮১৮
উত্তর- C) ১৯১৯ খ্রিস্টাব্দে
৩৫. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড সংঘঠিত করার নির্দেশ দিয়েছিল-
A) লর্ড ডালহৌসি
B)চেমসফোর্ড
C) মাইকেল ও ডায়ার
D) রাওলাট
উত্তর- C) মাইকেল ও ডায়ার
৩৬. সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন?
A) মোহাম্মদ ইকবাল
B) মোহাম্মদ ইউসুফ
C) মোহাম্মদ শাহনওয়াজ
D) মোহাম্মদ জিয়াউদ্দিন
উত্তর- D) মোহাম্মদ জিয়াউদ্দিন
৩৭. ভারতীয় নৌ সেনারা ধর্মঘট শুরু করে-
A) ইন্ডিয়া গেটের সম্মুখে
B) তলোয়ার জাহাজ
C) তাজমহলের সম্মুখে
D) সুবোধ মল্লিক স্কয়ারে
৩৮. আজাদ হিন্দ ফৌজ এর সেনাদের বিচার হয়েছিল-
A) আগ্রা তাজমহল
B) দিল্লির লাল কেল্লায়
C) দিল্লির যন্তর মন্তরে
D)আগ্রা দুর্গে
উত্তর-B) দিল্লির লাল কেল্লায়
৩৯. কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হয়-
A) ১৯৩০
B) ১৯২৬
C) ১৯২৮
D) ১৯২৫
উত্তর-D) ১৯২৫ খ্রিস্টাব্দে
৪০. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ক ছিলেন-
A) বাদল গুপ্ত
B) বিনয় বসু
C) সূর্যসেন
D) দীনেশ গুপ্ত
উত্তর-C) সূর্যসেন
No comments:
Post a Comment