ভারতের নদ-নদী, পাহাড়-পর্বত, গিরিপথ থেকে MCQ,SAQ প্রশ্ন উত্তর:-
১. হিমালয় পর্বত হল একটি-
A) স্তুপ পর্বত
B) সঞ্চয়জাত পর্বত
C) প্রাচীন ভঙ্গিল পর্বত
D) নবীন ভঙ্গিল পর্বত
উত্তর- D) নবীন ভঙ্গিল পর্বত
২. ভারতের উচ্চতম শৃঙ্গ হল-
A) কাঞ্চনজঙ্ঘা
B) নন্দাদেবী
C) মাউন্ট এভারেস্ট
D) K2
উত্তর- C) মাউন্ট এভারেস্ট
৩. হিমালয় পর্বতের ২য় উচ্চতম শৃঙ্গ হল-
A) কাঞ্চনজঙ্ঘা
B) নন্দাদেবী
C) মাউন্ট এভারেস্ট
D) K2
উত্তর -A) কাঞ্চনজঙ্ঘা
৪. হিমালয় পর্বতের বিস্তার পূর্ব-পশ্চিমে হলো প্রায়-
A) ২৪০০ কিমি
B) ২৫০০ কিমি
C) ২৬০০ কিমি
D) ২৭০০ কিমি
উত্তর - D) ২৭০০ কিমি
৫. ভারতের দ্বিতীয় উচ্চতম গিরিপথ হল-
A) জোজিলা
B) থাংলা
C) চাংকা
D) বানিহাল পাস
উত্তর- B) থাংলা
৬. কোনটি ভারতের উচ্চতম সড়ক সেতু?
A) নাথুলা
B) জোজিলা
C) লিপুলেক
D) খারদুংলা
উত্তর- D) খারদুংলা
৭. কুলু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত?
A) হিমাচল প্রদেশ
B) সিকিম
C) জম্মু ও কাশ্মীর
D) উত্তরাঞ্চল
উত্তর- A) হিমাচল প্রদেশ
৮. ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল-
A) কাঞ্চনজঙ্ঘা
B) মাউন্ট এভারেস্ট
C) অন্নপূর্ণা
D) কমেট
উত্তর- A) কাঞ্চনজঙ্ঘা
৯. মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত?
A) পাকিস্তানে
B) জম্মু ও কাশ্মীরে
C) হিমাচল প্রদেশে
D) নেপাল
উত্তর-D) নেপাল
১০. কোন গিরিপথ লাদাখের রাজধানী লেহ-কে কাশ্মীরে সঙ্গে যুক্ত করেছ?
A) বুন্দলপীর
B) জোজিলা
C) পিরপাঞ্জাল
D) জওহর
উত্তর-B) জোজিলা
১১. সিয়াচেন হিমবাহ এর অবস্থান হল-
A) পাকিস্তানে
B) জম্মু ও কাশ্মীরে
C) হিমাচল প্রদেশে
D) নেপাল
উত্তর-B) জম্মু ও কাশ্মীরে
১২. নাগা ও কোহিমা পাহাড় দেখা যায় কোন রাজ্যে?
A) অরুণাচল প্রদেশ
B) ছোটনাগপুর
C) মেঘালয়
D) নাগাল্যান্ড
উত্তর-D) নাগাল্যান্ড
১৩. কোন গিরিপথ মুম্বাই ও পুনের এর মধ্যে অবস্থিত?
A) পালাঘাট
B) হলদিঘাট
C) ভোরঘাট
D) লাদাখ
উত্তর-C) ভোরঘাট
১৪. মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল-
A) মাউন্ট আবু
B)গারো
C) শিলং
ড) খাসি
উত্তর-C) শিলং
১৫. রাজস্থানের শুষ্ক হ্রদকে বলে -
A) রণ
B) তাল
C) ধ্রিয়ান
D) ধান্দ
উত্তর-D) ধান্দ
১৬. উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে-
A) ভাবর
B) তরাই
C) খাদার
D) ভাঙ্গর
উত্তর-C) খাদার
১৭. নিম্নলিখিত কোন পাহাড়ের সাতটি শ্রেণি রয়েছে-
A) সাতপুরা পর্বত
B) বিন্ধ পর্বত
C) আরাবল্লী পর্বতশ্রেণী
D) নীলগিরি পর্বত
উত্তর- A) সাতপুরা পর্বত
১৮. পঞ্চ নদের দেশ বলা হয় কোন রাজ্যকে?
A) জম্মু-কাশ্মীর
B) পাঞ্জাব
C) উত্তরাখণ্ড
D)অন্ধ্রপ্রদেশ
উত্তর-B) পাঞ্জাব
১৯. হিমালয়ের পূর্ব সীমা কোথায় পর্যন্ত বিস্তৃত?
A) নাঙ্গা পর্বত
B) কাঞ্চনজঙ্ঘা
C) শিবালিক
D) নামচাবারোয়া
উত্তর-D) নামচাবারোয়া
২০. কারাকোরাম পর্বত শ্রেণী কোন রাজ্যে অবস্থিত?
A) জম্মু-কাশ্মীর
B) সিকিম
C) হিমাচল
D) উত্তরাখণ্ড
উত্তর- A) জম্মু-কাশ্মীর
২১. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A) নীলগিরি
B) ভাবুলমালা
C) দোদাবেতা
D) আনাইমুদি
উত্তর- D) আনাইমুদি
২২. থর মরুভূমির পশ্চিমে বৃক্ষহীন শুষ্ক অঞ্চল কে বলে?
A) রহি
B) বাগার
C) হামাদা
D) মরুস্থলি
উত্তর- D) মরুস্থলি
২৩. বিন্ধ পর্বত কি জাতীয় পর্বত?
A) ক্ষয়জাত পর্বত
B) ভঙ্গিল পর্বত
C) স্তুপ পর্বত
D) সঞ্চয়জাত পর্বত
উত্তর-C) স্তুপ পর্বত
২৪. গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীতে থেকে উৎপন্ন হয়েছে?
A) নর্মদা
B) তাপ্তি
C) সবরমতী
D) সরাবতী
উত্তর- D) সরাবতী
২৫. ভারতের মরুভূমির বেশিরভাগ অংশ কোন রাজ্যে অবস্থিত?
A) হরিয়ানা
B) গুজরাট
C) রাজস্থান
D) পাঞ্জাব
উত্তর- C) রাজস্থান
২৬. ভারত ও শ্রীলংকার মাঝখানে কোন উপসাগর অবস্থিত?
A) আরোব
B) কচ্ছ
C) মান্নার
D) খাম্বাত
উত্তর- C) মান্নার
২৭. কারেওয়া সমভূমির উপর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
A) ঝিলাম
B) শতদ্রু
C) বিপাশা
D) ইরাবতী
উত্তর-A) ঝিলাম
২৮. আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হল-
A) অনাইমুদি
B) মাউন্ট আবু
C) গুরুশিখর
D) দোদাবেতা
উত্তর-D) দোদাবেতা
২৯. ছোটোনাগপুর এ সর্বোচ্চ পাহাড় হল
A) পরেশনাথ
B) বিহারীনাথ
C) মহাবালেশ্বর
D) রাজমহল
উত্তর- A) পরেশনাথ
৩০. আরমাকোনডা কোন পর্বতের উচ্চতম শৃঙ্গ?
A) আরাবল্লী
B) পশ্চিমঘাট
C) পূর্বঘাট
D) শিবালিক
উত্তর- C) পূর্বঘাট
৩১. কোন রাজ্যকে বলা হয় দেবোতার বাসভূমি?
A) হিমাচল প্রদেশ
B) উত্তরাখণ্ড
C) জম্মু ও কাশ্মীর
D) উত্তর প্রদেশ
উত্তর-B) উত্তরাখণ্ড
৩২. কোন মালভূমি অঞ্চল কে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বলে?
A) ছোটনাগপুর
B) মেঘালয়
C) তেলেঙ্গানা
D) ডেকানট্রাপ
উত্তর- D) ডেকানট্রাপ
৩৩. পৃথিবীর সর্বাধিক বৃষ্টি যুক্ত স্থান হল-
A) কদাইকানাল
B) কুলু মানালি
C) চেরাপুঞ্জি
D) শিলং
উত্তর- C) চেরাপুঞ্জি
৩৪. আরাবল্লী পর্বতের অবস্থান-
A) পশ্চিম ভারতে
B) দক্ষিণ ভারতে
C) মধ্য ভারতে
D) পূর্ব ভারতে
উত্তর-A) পশ্চিম ভারতে
৩৫. হিমালয়ের সবচেয়ে উঁচু অংশ হলো-
A) হিমাচল হিমালয়
B) হিমাদ্রি হিমালয়
C) শিবালিক হিমালয়
D)টেথিস হিমালয়
উত্তর- B) হিমাদ্রি হিমালয়
SAQ প্রশ্ন উত্তর-
১. পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ?
উত্তর-মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মি)
২. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ?
উত্তর - গডউইন অস্টিন বা K2( ৮৬১১ মি.)
৩. পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ?
উত্তর - কাঞ্চনজঙ্ঘা (৮৫৯৮ মি.)
৪. ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ?
উত্তর -গডউইন অস্টিন বা k2
৫. পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ?
উত্তর- কাঞ্চনজঙ্ঘা
৬. ভারতের দীর্ঘতম হিমবাহ?
উত্তর- সিয়াচেন (৭৬মি.)
৭. পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ?
উত্তর- নাঙ্গা পর্বত
৮. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ?
উত্তর- সান্দাকফু
৮. ভারতের সর্বোচ্চ মালভূমি?
উত্তর-; লাদাক মালভূমি
৯. ভারতের সুইজারল্যান্ড বলা হয়?
উত্তর- কাশ্মীর উপত্যকা কে
১০ । ভারতের ভূস্বর্গ রাজ্যের দেশ বলা হয়?
উত্তর- জম্মু-কাশ্মীর কে
১১. ভারতের আপেল রাজ্য বলা হয়?
উত্তর-হিমাচল প্রদেশ কে
১২. পঞ্চ নদের দেশ বলা হয়?
উত্তর - পাঞ্জাব কে
১৩. পৃথিবীর বৃহত্তম সঞ্চয়জাত সমভূমি?
উত্তর - উত্তর ভারতের নদী গঠিত সমভূমি অঞ্চল
১৪. ভারতের প্রধান ও দীর্ঘতম নদী?
উত্তর-গঙ্গা নদী (২৫২৫ কি.)
১৫. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর- গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ
১৬. ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি?
উত্তর- মাজুলী দ্বীপ (ব্রহ্মপুত্র নদ)
১৭. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর-গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ
১৮. ভারতের একমাত্র মরুভূমি কোনটি?
উত্তর- থর মরুভূমি
১৯. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
উত্তর- কোলেরু হ্রদ (অন্ধ্রপ্রদেশ)
২০. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ-
উত্তর- ভাবুলমালা(২৩৩৯ মি.)
২১. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর-জিন্দা গাদা(১৬৯০ মি.)
২২. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর- দোদাবেতা (২৬৩৭মি.)
২৩. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর- আনাইমুদি (২৬৯৫ মি.)
২৪. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর- ধূপগড় (১৩৫০ মি.)
২৫. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর- গুরুশিখর (১৭২২মি.)
২৬. মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর-পাঁচমারি (১০৩০ মি.)
২৭. মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর-অমরকন্টক (১০৫৭মি.)
২৮. ভারতের খনিজ ভান্ডার বলা হয় -
উত্তর-ছোটনাগপুর মালভূমি
২৯. ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত-
উত্তর- আরাবল্লী পর্বত
৩০. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত-
উত্তর- সরাবতী নদী গেরসোপ্পা মহাত্মা গান্ধী জলপ্রপাত
৩১. এশিয়ার বৃহত্তম লেগুন বা উপহ্রদ-
উত্তর- চিল্কা
৩২. দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়-
উত্তর-করমন্ডল বা তামিলনাড়ু উপকূল কে
৩৩. ভারতের আগ্নেয়গিরি বলা হয়-
উত্তর- ব্যারেন ও নারকোন্ডাম
৩৪. ভারতের প্রবাল দ্বীপ হল-
উত্তর- লাক্ষাদ্বীপ
৩৫. ভারতের একটি আগ্নেয় দ্বীপ হল-
উত্তর- নারকোন্ডাম
৩৬. মনিপুরী অবস্থিত হ্রদ হল-
উত্তর- লোকটাক হ্রদ
৩৭. ভারতের নবীনতম ভঙ্গিল পর্বত হল-
উত্তর- হিমালয় পর্বত
৩৮. ভারতের লাভা গঠিত মালভূমি হল-
উত্তর- ডেকানট্রাপ (মহারাষ্ট্র)
৩৯. ভারতের শস্য ভান্ডার হল
উত্তর- উত্তর ভারতের সমভূমি
৪০. কাশ্মীর উপত্যকার অবস্থান-
উত্তর-পিরপাঞ্জাল ও উচ্চ হিমালয়ের পর্বত শ্রেনীর মাঝে
No comments:
Post a Comment