অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় (2nd chapter) থেকে MCQ প্রশ্ন উত্তর
বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসার জন্য এই অধ্যায় থেকে সমস্ত রকমের MCQ প্রশ্ন উত্তর নিম্নে আলোচনা করা হলো।
১. মুর্শিদকুলি খানের নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে উত্থান ঘটে-
A) পাঞ্জাব
B) অযোধ্যার
C) হায়দ্রাবাদের
D) বাংলার
উত্তর- D) বাংলার
২. ওরঙ্গজেব এর শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার-
A) জমিদার
B) দেওয়ান
C) নবাব
D) ফৌজদার
উত্তর- B) দেওয়ান
৩. ভারতের যার নেতৃত্বে পারসিক আক্রমণ ঘটে, তিনি হলেন-
A) সফদর্ জং
B) চেঙ্গিস খান
C) নাদির শাহ
D) আহমদ শাহ আবদালী
উত্তর- C) নাদির শাহ
৪. ঔরঙ্গজেবের আমলে ঢাকাকে বলা হত-
A) শাহজাহানাবাদ
B) জাহাঙ্গীর নগর
C) তুমি ভগবান
D) আলমগীর নগর
উত্তর-B) জাহাঙ্গীর নগর
৫. ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল-
A) পলাশীর যুদ্ধের মাধ্যমে
B) বক্সারের যুদ্ধের মাধ্যমে
C) বিদারার যুদ্ধের মাধ্যমে
D) দেওয়ানি লাভের মাধ্যমে
উত্তর- A) পলাশীর যুদ্ধের মাধ্যমে
৬. আজিম- উস- শান ছিলেন একজন -
A) অযোধ্যার নবাব
B) মোঘল যুবরাজ
C) বাংলার নবাব
D) হায়দ্রাবাদের নিজাম
উত্তর- B) মোঘল যুবরাজ
৭. আহমদ শাহ আবদালী ছিলেন-
A) ব্রিটিশ
B) মারাঠা
C) পারসিক
D) আফগান
উত্তর- D) আফগান
৮. মুর্শিদকুলি কে বলার নাজিম পদ দেন-
A) শাহ আলম
B) ফারুকশিয়র
C) ওরঙ্গজেব
D) আজিম- উশ - শান
উত্তর- B) ফারুকশিয়র
৯. আহমদ শাহ আবদালী দিল্লি ধ্বংস করেন-
A) ১৭৬৮-৬৯
B) ১৭৫৬-৫৭
C) ১৭৫২-৫৩
D) ১৭৩৮-৩৯
উত্তর-B) ১৭৫৬-৫৭
১০. কোম্পানির সঙ্গে মারাঠাদের যুদ্ধ হয়েছিল-
A) পাঁচটি
B) চারটি
C) তিনটি
D) দুটি
উত্তর-C) তিনটি
১১. প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়
A) ১৮৪৫ খ্রিস্টাব্দে
B) ১৮৪৪ খ্রিস্টাব্দে
C) ১৮৪৩ খ্রিস্টাব্দে
D) ১৮৪২ খ্রিস্টাব্দে
উত্তর-A) ১৮৪৫ খ্রিস্টাব্দে
১২. পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল-
A) ১৮৫৩
B)১৮৫২
C)১৮৪৯
D) ১৮৫০
উত্তর- C)১৮৪৯
১৩. স্বত্ববিলোপ নীতির প্রবর্তক ছিলেন-
A) লর্ড ক্যানিং
B) লর্ড ডালহৌসি
C) লর্ড ওয়েলেসলি
D) লর্ড কর্নওয়ালিস
উত্তর-B) লর্ড ডালহৌসি
১৪. ঔপনিবেশিক শাসনকালে ব্রিটিশ কোম্পানির প্রতিনিধিদের বলা হত-
A) জগৎশেঠ
B) বণিক
C) রেসিডেন্ট
D) বর্গী দস্যু
উত্তর- C) রেসিডেন্ট
১৫. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানীর অধিকার লাভ করে কত খ্রিস্টাব্দে?
A) ১৭৬৬
B) ১৭৬৫
C) ১৭৬৪
D) ১৭৬৩
উত্তর- ১৭৬৫ খ্রিস্টাব্দে
১৬. বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কেছিলেন?
A) মোহাম্মদ শাহ
B) ফারুকশিয়র
C) দ্বিতীয় শাহ আলম
D) দ্বিতীয় আকবর
উত্তর-C) দ্বিতীয় শাহ আলম
১৭. বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
A) ১৭৬৬
B) ১৭৬৫
C)১৭৬৪
D) ১৭৬৩
উত্তর- C)১৭৬৪ খ্রিস্টাব্দে
১৮. পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব কে হন?
A) আলীবর্দী খান
B) মীরজাফর
C) মিরকাশিম
D) সিরাজউদ্দৌলা
উত্তর-B) মীরজাফর
১৯. পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে?
A) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২২ মার্চ
B) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুলাই
C) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৫ মে
D) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন
উত্তর- D) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন
২০. মীরকাসিম এর আমলে বাংলার রাজধানী হয়-
A) কলিকাতা
B) ঢাকা
C) মুঙ্গের
D) অযোধ্যা
উত্তর-C) মুঙ্গের
২১. নবাব পদ পাওয়ার জন্য মীরকাসিম কোম্পানিকে দিয়েছিলেন কত টাকা?
A) ৩০ লক্ষ
B) ২৯ লক্ষ
C) ২৮ লক্ষ
D) ২৭ লক্ষ
উত্তর- B) ২৯ লক্ষ
২২. অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন?
A) মীর মদন
B) ওয়াটসন
C) ড্রেক
D) হলওয়েল
উত্তর- D) হলওয়েল
২৩. কলকাতা দখলের পর সিরাজউদ্দৌলার কলকাতার নাম রাখেন-
A) আলিগঞ্জ
B) আলীনগর
C) আলিবাদ
D) আলিপুর
উত্তর- B) আলীনগর
২৪. সিরাজউদ্দৌলা কত খ্রিস্টাব্দে ব্রিটিশদের কাছ থেকে কলকাতা দখল করেন?
A) ১৯৫৬ খ্রিস্টাব্দের ২০ জুন
B) ১৯৫৬ খ্রিস্টাব্দের ২৫ জুন
C) ১৯৫৬ খ্রিস্টাব্দের ২৮ জুন
D) ১৯৫৬ খ্রিস্টাব্দের ২৬ জুন
উত্তর- A) ১৯৫৬ খ্রিস্টাব্দের ২০ জুন
২৫. 1756 খ্রিস্টাব্দের বাংলার নবাব হন-
A) মিরজাফর
B) মীরকাসিম
C) মিরমদন
D) সিরাজউদ্দৌলা
উত্তর-A) মিরজাফর
২৬. আলীবর্দী খানের সেনাপতি কে ছিলেন?
A) মুর্শিদকুলি খান
B) সিরাজউদ্দৌলা
C) আলীবর্দী খান
D)মিরজাফর
উত্তর- D)মিরজাফর
২৭. ইস্ট ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত?
A) প্যারিসে
B) লন্ডনে
C) রাশিয়াতে
D) দিল্লিতে
উত্তর- B) লন্ডনে
২৮. হায়দারাবাদ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে?
A) 1749 খ্রিস্টাব্দে
B) 1724 খ্রিস্টাব্দে
C) 1717 খ্রিস্টাব্দে
D) 1739 খ্রিস্টাব্দে
উত্তর- B) 1724 খ্রিস্টাব্দে
২৯. হায়দ্রাবাদ স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল কত খ্রিস্টাব্দে?
A) 1763 খ্রিস্টাব্দে
B) 1746 খ্রিস্টাব্দে
C) 1747 খ্রিস্টাব্দে
D) 1740 খ্রিস্টাব্দে
উত্তর- D) 1740 খ্রিস্টাব্দে
৩০. মোগল সম্রাট ফারুখশিয়র ফরমান জারি করেছিল কত খ্রিস্টাব্দে?
A) 1787 খ্রিস্টাব্দে
B) 1717 খ্রিস্টাব্দে
C) 1710 খ্রিস্টাব্দে
D) 1756 খ্রিস্টাব্দে
উত্তর-B) 1717 খ্রিস্টাব্দে
৩১. ব্রিটিশ কোম্পানি ফারুকশিয়ারের ফরমান অনুসারে কলকাতার পার্শ্ববর্তী গ্রামগুলি কিনে নেওয়ার অধিকার পায় তার সংখ্যা কত ছিল?
A) ৪২ টি
B) ৪০ টি
C) ৩৬ টি
D) ৩৮ টি
উত্তর-C) ৩৬ টি
৩২. অযোধ্যা একটি স্ব-শাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে?
A) ১৭২৫
B) ১৭২৪
C) ১৭২৩
D) ১৭২২
উত্তর-D) ১৭২২ খ্রিস্টাব্দে
৩৩. 1782 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল কোন চুক্তি?
A) আলিনগরের চুক্তি
B) বেসিনের চুক্তি
C) সলবাইয়ের চুক্তি
D) শ্রীরঙ্গপত্তমের চুক্তি
উত্তর-C) সলবাইয়ের চুক্তি
৩৪. মহীশূর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে কয়টি যুদ্ধ হয়েছিল?
A) পাঁচটি
B) চারটি
C) তিনটি
D) দুটি
উত্তর-B) চারটি
৩৫. 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় কার মধ্যে?
A) ব্রিটিশ কোম্পানি সুজা- উদ্দৌলার মধ্যে
B) ব্রিটিশ কোম্পানি ও মীর কাসেমের মধ্যে
C) ব্রিটিশ কোম্পানি ও মীরজাফর এর মধ্যে
D) ব্রিটিশ কোম্পানি ও সাদাত খানের মধ্যে
উত্তর- A) ব্রিটিশ কোম্পানি সুজা- উদ্দৌলার মধ্যে
৩৬. দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
A) ওয়ারেন হেস্টিংস
B) লর্ড ডাফরিন
C) লর্ড ক্লাইভ
D) কাটিয়ার
উত্তর-C) লর্ড ক্লাইভ
৩৭. ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল কত খ্রিস্টাব্দে?
A) 1778 খ্রিস্টাব্দে
B) 1770 খ্রিস্টাব্দে
C) 1784 খ্রিস্টাব্দে
D) 1776 খ্রিস্টাব্দে
উত্তর-B) 1770 খ্রিস্টাব্দে
৩৮. দ্বৈত শাসনের কে অবসান ঘটান ?
A) লর্ড ক্যানিং
B) ওয়ারেন হেস্টিংস
C) জন নেপিয়ার
D) লর্ড কর্নওয়ালিস
উত্তর-B) ওয়ারেন হেস্টিংস
৩৯. অধীনতামূলক মিত্রতা নীতি সর্বপ্রথম গ্রহণ করে-
A) বাংলা
B) অযোধ্যা
C) পাঞ্জাব
D) হায়দরাবাদ
উত্তর-D) হায়দরাবাদ
৪০. লর্ড ওয়েলেসলি আগ্রাসী নীতিটি কোনটি?
A) অধীনতামূলক মিত্রতা নীতি
B) স্বত্ববিলোপ নীতি
C) শ্বেতাঙ্গ নীতি
D) অন্ধকূপ হত্যা
উত্তর- A) অধীনতামূলক মিত্রতা নীতি
৪১. স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন-
A)মুর্শিদকুলি খান
B) হায়দার আলী
C)শাদাত খান
D)নিজাম
উত্তর-D)নিজাম
৪২. টিপু সুলতানের রাজধানী ছিল-
A) ম্যাঙ্গালোর
B) ঢাকা
C) শ্রীরঙ্গপত্তম
D) ত্রিবাঙ্কুর
উত্তর-C) শ্রীরঙ্গপত্তম
৪৩. ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল-
A) চন্দননগর ও পন্ডিচেরি
B) আগ্রা ও দিল্লি
C) সুরাট ও দিউ
D) আগ্রা ও দি
উত্তর-A) চন্দননগর ও পন্ডিচেরি
৪৪. কাটরা মসজিদ কে প্রতিষ্ঠা করেন?
A) আলীবর্দী খান
B) মুর্শিদকুলি খান
C) মীরজাফর
D) আলি কুলি বেগ
উত্তর-B) মুর্শিদকুলি খান
৪৫. মহারাষ্ট্র পুরাণ গ্রন্থের রচয়িতা হলেন-
A) গঙ্গারাম
B) বলরাম
C) ফেলুরম
D) তুকারাম
উত্তর-A) গঙ্গারাম
৪৬. জগৎশেঠ উপাধি কে পেয়েছিলেন?
A) উর্মি চাঁদ
B) রায়দুর্লভ
C) মানিক চাঁন্দ
D) ফতেহ চাঁদ
উত্তর-D) ফতেহ চাঁদ
৪৭. তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কালে পেশোয়া ছিলেন-
A) নারায়ণ রাও
B) বালাজি বিশ্বনাথ
C) প্রথম বালাজি বাজিরাও
D) দ্বিতীয় বাজিরাও
উত্তর- D) দ্বিতীয় বাজিরাও
৪৮. কত খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়?
A)১৮৪৭
B) ১৮৪৬
C) ১৮৪৫
D) ১৮৪৪
উত্তর- B) ১৮৪৬ খ্রিস্টাব্দে
৪৯. দ্বিতীয় বাজিরাও ছিলেন মারাঠাদের-
A) শেষ পেশোয়া
B) প্রথম পেশোয়া
C) চতুর্থ পেশোয়া
D) পঞ্চম পেশোয়া
উত্তর-A) শেষ পেশোয়া
৫০. কোন ইঙ্গ-শিখ যুদ্ধের মধ্য দিয়ে পাঞ্জাব কোম্পানির অধিকারে চলে যায়?
A) প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ
B) দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ
C) তৃতীয় ইঙ্গ শিখ যুদ্ধ
D) চতুর্থ ইঙ্গ শিখ যুদ্ধ
উত্তর- B) দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ
৫১. কত খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যান?
A) ১৭০০
B) ১৭১৭
C) ১৭০৭
D) ১৭১০
উত্তর-C) ১৭০৭ খ্রিস্টাব্দে
৫২. কত খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা যান?
A) ১৭৫৬
B) ১৭৬০
C) ১৭০০
D) ১৭৫৯
উত্তর-A) ১৭৫৬ খ্রিস্টাব্দে
৫৩. বাংলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক লুটপাট চালাত-
A) পারসিকরা
B) তুর্কিরা
C) বর্গীরা
D) আফগানরা
উত্তর-C) বর্গীরা
৫৪. কত খ্রিস্টাব্দে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসক হন?
A) ১৭৬৪
B) ১৭৬৫
C) ১৭৫৪
D) ১৭৫৬
উত্তর- C) ১৭৫৪ খ্রিস্টাব্দে
৫৫. ফারুকশিয়ারের ফরমান মোতাবেক বাণিজ্যিক অধিকার লাভ করে-
A) ফরাসিরা
B) ইংরেজরা
C) আফগানরা
D) ওলন্দাজরা
উত্তর- B) ইংরেজরা
৫৬. ব্রিটিশ কোম্পানি বিনাশুল্কে বাণিজ্য করার জন্য কি লাভ করে?
A) দস্তক
B) জায়গীর
C) ওয়াজির
D) টাকা
উত্তর-A) দস্তক
৫৭. পলাশীর যুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল?
A) মীরজাফর
B) মীরকাসিম
C) মদন লাল
D) মোহনলাল
উত্তর-A) মীরজাফর
৫৮. মীরকাসিম কত লক্ষ টাকার বিনিময়ে বাংলার নবাব হন?
A) ৩০ লক্ষ
B) ৪০ লক্ষ
C) ২৮ লক্ষ
D)২৯ লক্ষ
উত্তর-D)২৯ লক্ষ
৫৯. কোন নবাব দেশে বণিকদের উপর থেকে বাণিজ্য শুল্ক তুলে নেন?
A) মীরকাসিম
B) মীরজাফর
C) ফারুকশিয়ার
D) আলীবর্দী খান
উত্তর-A) মীরকাসিম
৬০. কাটোয়ার যুদ্ধে মীরকাসিম কার কাছে পরাজিত হয়েছিলেন?
A) ব্রিটিশ কোম্পানির কাছে
B) সাদাত খান এর কাছে
C) নিজাম উল মুলক এর কাছে
D) মীরজাফর এর কাছে
উত্তর- A) ব্রিটিশ কোম্পানির কাছে
৬১. বাংলায় কত বঙ্গাব্দে ভয়াবহ মন্বন্তর ঘটে?
A) ১৭৭৬
B) ১৭৭৫
C) ১৭৭৪
D) ১৭৭০
উত্তর-D) ১৭৭০ বঙ্গাব্দ
৬২. কত খ্রিস্টাব্দে মহীশূর ব্রিটিশ কোম্পানির অধীনস্থ হয়?
A) ১৭৮৮
B) ১৭৯৮
C) ১৭৯৯
D) ১৭৮৪
উত্তর-C) ১৭৯৯
৬৩. ভারতে উপনিবেশ ও বাণিজ্য কে নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে কত বছর ধরে সংঘাত চলেছিল?
A) ৪০
B)৩০
C) ৫০
D) ২০
উত্তর-D) ২০ বছর
No comments:
Post a Comment