জীবন বিজ্ঞানের সালোকসংশ্লেষ থেকে MCQ,SAQ প্রশ্ন উত্তর - SM Textbook

Fresh Topics

Friday, July 28, 2023

জীবন বিজ্ঞানের সালোকসংশ্লেষ থেকে MCQ,SAQ প্রশ্ন উত্তর

  জীবন বিজ্ঞানের সালোকসংশ্লেষ থেকে MCQ,SAQ প্রশ্ন উত্তর-



সালোকসংশ্লেষ থেকে সমস্ত ধরনের প্রশ্ন উত্তর নিচে আলোচনা করা হলো, যেগুলি বিভিন্ন ধরনের পরীক্ষায় উপযোগী।


১. পাতার কোন কলায় সালোকসংশ্লেষ ঘটে?

A) যোজক কলা

B) ভাজক কলা

C) স্থায়ী কলা

D) মেসোফিল কলা

উত্তর- D) মেসোফিল কলা


২. প্রাকৃতিক হিল বিকারকটি হল -

A) পটাশিয়াম ফেরিক অক্সালেট

B) NADP

C) NADPH

D) ATP

উত্তর-B) NADP



৩. ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষনে সাহায্য করে-

A) chl-a

B) chl-b

C) chl-c

D) chl-d

উত্তর- B) chl-b


৪. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় CO2 সংবন্ধনে সাহায্যকারী উৎসেচক টি হল-

A) RuBP-কার্বক্সিলিজ

B) RuBP-অক্সিজেনেজ

C) কার্বক্সিলেজ

D) ডিহাইড্রোজিনেজ

উত্তর- A) RuBP-কার্বক্সিলিজ


৫. অঙ্গার আত্তীকরণ এর শক্তির উৎস টি হলো -

A) ATP

B) ADP

C) ক্লোরোফিল

D) সূর্য

উত্তর- A) ATP


৬. রাত্রে উদ্ভিদে শ্বেতসার প্রস্তুত হয়-

A) গ্লুকোজ থেকে

B) স্টার্ট থেকে

C) প্রোটিন থেকে

D) ফ্যাট থেকে

উত্তর- A) গ্লুকোজ থেকে


৭. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ সৌরশক্তিতে আবদ্ধ হয়-

A) তাপ শক্তি হিসেবে

B) রাসায়নিক শক্তি হিসেবে

C) গতিশক্তি হিসেবে

D) আলোক শক্তি হিসেবে

উত্তর- B) রাসায়নিক শক্তি হিসেবে


৮. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন শেষ স্থায়ী যৌগটি হল-

A) PGA

B) গ্লুকোজ

C) PGAld

D) প্রোটিন

উত্তর-A) PGA


৯. ক্লোরোফিল কে সক্রিয় করে-

A) কোয়ান্টা

B) ফোটন কণা

C)ADP

D) NADP

উত্তর-B) ফোটন কণা


১০. বর্ণালীর কোন রঙের সালোকসংশ্লেষ ভালো হয়?

A) লাল ও নীল

B) নিল বেগুনি

C) লাল ও হলুদ

D) হলুদ নীল

উত্তর-A) লাল ও নীল


১১. ১ গ্রাম অনু গ্লুকোজ এর সঞ্চিত শক্তির পরিমাণ-

A) 686 cal

B) 686 k.cal

C)7.3 k.cal

D)7.3 cal

উত্তর- B) 686 k.cal



১২. সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস-

A)NO2

B) CO2

C) H2O

D)SO2

উত্তর- CO2


১৩.ADP ও Pi এর বিক্রিয়ায় ATP তৈরি হওয়াকে বলে-

A) ফসফোরাইলেশন

B) ডিপসফরায়লেশন

C) কারবক্সিলেশন

D) ডিকার্বক্সিলেশন

উত্তর- A) ফসফোরাইলেশন


১৪. পরাশ্রয়ী উদ্ভিদের জল শোষণকারী অঙ্গটি হলো-

A) মূলরোম

B) ভেলামেন

C) পরাশ্রয়ী মূল

D) হস্টোরিয়া

উত্তর- B) ভেলামেন


১৫. সালোকসংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন  বাহকটি হল-

A) প্লাস্টোকুইনোন

B) সাইটোক্রোম

C) প্লাস্টো সায়ানিন

D) ফেরাবো প্রোটিন

উত্তর- B) সাইটোক্রোম


১৬. পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষিত হয়-

A) সালোকসংশ্লেষ দ্বারা

B) শ্বসন দ্বারা

C) সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা

D) শ্বসন রেচন দ্বারা

উত্তর- C) সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা



১৭. এনার্জি কারেন্সি বলে-

A) ATP

B) AMP

C) NADP

D)GTP

উত্তর- A) ATP



১৮. গ্লুকোজে উপস্থিত মৌলগুলি হল_

A) C,H,O,N

B) N,H,C

C) N,C,O

D) C,H,O

উত্তর- D) C,H,O


১৯. সালোকসংশ্লেষের সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে-

A) গ্লাইকোজেনরূপে

B) স্টারচ রূপে

C)ফ্যাট রূপে

D)তেলরূপে

উত্তর- B) স্টারচ রূপে


২০. সালোকসংশ্লেষে উপজাত অক্সিজেনের উৎস-

A) জল

B) কার্বন ডাই অক্সাইড

C) গ্লুকোজ

D) NADP

উত্তর- A) জল


২১. সালোকসংশ্লেষে ব্যবহৃত হয় এমন কো এনজাইম টি হল-

A) ADP

B) RuBP

C) FAD

D) NADP

উত্তর-C) FAD


২২. ফটোসিন্থেসিস কথাটির প্রবক্তা হলেন-

A) নেবিয়ে

B) কেলভিন

C) বার্ণেস 

D) ব্ল্যাক ম্যান

উত্তর- C) বার্ণেস



অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১. সালোকসংশ্লেষে প্রয়োজনীয় উপাদান গুলির মধ্যে কোনগুলি কাঁচামাল হিসেবে পরিচিত?

উত্তর- জল এবং কার্বন ডাই অক্সাইড


২. সালোকসংশ্লেষ কখন হয়?

উত্তর- সালোকসংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ দিনের বেলায়।


৩. কোন প্রকার উদ্ভিদ কলায় সালোকসংশ্লেষ সংঘটিত হয়?

উত্তর- সবুজ পাতার মেসোফিল কলায়


৪. বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত?

উত্তর- ২০.৬%


৫. সালোকসংশ্লেষ কি জাতীয় প্রক্রিয়া?

উত্তর-উপচিতি


৬. বায়ুতে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন এর শতকরা ভাগ কত?

উত্তর- 0.03% এবং 77.17%


৭. কোন ধরনের উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারে না?

উত্তর- মৃতজীবী, উদ্ভিদ উদ্ভিদ


৮. কোন প্রকার জীব সালোকসংশ্লেষে অক্ষম?

উত্তর-যেসব জীবদেহে ক্লোরোফিল নেই তারাই সালোকসংশ্লেষে অক্ষম। যেমন প্রাণী মৃতজীবী উদ্ভিদ (ইস্ট) পরজীবী উদ্ভিদ (স্বর্ণলতা) 


৯. কোন মৌলিক উপাদান সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে যৌগ রূপে সরাসরি গ্রহণ করে?

উত্তর- কার্বন


১০. সাধারণত উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় না কেন?

উত্তর- ক্লোরোফিল না থাকায়


১১. ক্লোরোফিল অণুতে কোন খনিজ উপাদান থাকে?

উত্তর- ম্যাগনেসিয়াম


১২. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি?

উত্তর- পরিবেশ থেকে শোষিত জল


১৩. কোন উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয়?

উত্তর- অর্কিডের বায়বীয় মূল এবং গুলঞ্চের আত্তীকরণ মূলে সালোকসংশ্লেষ হয়।


১৪. সালোকসংশ্লেষ এর ফলে উদ্ভিদের সঞ্চয় অঙ্গে কিরূপ খাদ্য জমা হয়?

উত্তর- শ্বেতসার রুপে


১৫. কোন জৈবিক ক্রিয়ায় সবুজ উদ্ভিদের খাদ্য সংশ্লেষ হয়?

উত্তর- সালোকসংশ্লেষ


১৬. উদ্ভিদের কোন ক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর- সালোকসংশ্লেষ


১৭. কোন প্রকার জীব সালোকসংশ্লেষে সক্ষম?

উত্তর- যেসব জীবের দেহের ক্লোরোফিল আছে তারাই সালোকসংশ্লেষে সক্ষম যেমন সবুজ উদ্ভিদ।


১৮. কোন প্রকার প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম?

উত্তর- ক্লোরোফিল যুক্ত প্রাণী যেমন ইউগ্লিনা 



১৯.ADP এর পুরো নাম কি?

উত্তর- অ্যাডিনোসিন ডাই ফসফেট


২০.ATP এর পুরো নাম কি?

উত্তর- অ্যাডিনোসিন ট্রাই ফসফেট


২১. সালোকসংশ্লেষ কালে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কোন যৌগে  আবদ্ধ হয়?

উত্তর-:ATP অণুর মধ্যে


২২. NADP এর পুরো নাম কি?

উত্তর- নিকোটিনামাইড এডিনোসিন নিউক্লিওটাইড ফসফেট


২৩. হিল বিকারক কোন পদার্থ?

উত্তর- NADP


২৪.PGA এর পুরো নাম কি?

উত্তর- ফসফোগ্লিসারিক অ্যাসিড


২৫. সালোকসংশ্লেষে অঙ্গার আত্তীকরণ কখন ঘটে?

উত্তর- অন্ধকার দশায়


২৬. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি?

উত্তর- (pga) ফসফোগ্লিসারিক অ্যাসিড


২৭. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কোন উপাদান সূর্যালোক শোষণের সক্ষম?

উত্তর- ক্লোরোফিল


২৮. শক্তির মূল উৎস কি?

উত্তর-সূর্য বা সৌরশক্তি


২৯. উদ্ভিদের কোন জৈবিকক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ হ্রাস পায় এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়?

উত্তর- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়


৩০. সালোকসংশ্লেষ কিরূপ বিপাক ক্রিয়া?

উত্তর-উপচিতি মূলক


৩১. সালোকসংশ্লেষ এর বিপরীত জৈবিক প্রক্রিয়া টি কি?

উত্তর- শ্বসন


৩২. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কি জাতীয় খাদ্য উৎপন্ন হয়?

উত্তর-সরল শর্করা জাতীয় খাদ্য


৩৩. ক্লোরোফিল সূর্যালোকের কোন কণার শোষণ করে?

উত্তর-ফোটন বা কোয়ান্টাম কণা


৩৪. সালোকসংশ্লেষে সাহায্যকারী দুটি  কোএনজাইমের নাম কি কি?

উত্তর- NADP এবং ADP


৩৫. সবুজ উদ্ভিদের দিনের বেলায় কার্বন-ডাই-অক্সাইড গ্যাস সৃষ্টি হয় কি?

উত্তর-হ্যাঁ কারণ সবুজ উদ্ভিদ দিনের বেলায় ও শ্বসন ক্রিয়া চালায়


৩৬. সালোকসংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু কোনটি?

উত্তর-ক্লোরোপ্লাস্ট


৩৭. ক্লোরোফিলের মৌলিক উপাদান গুলি কি কি?

উত্তর- কার্বন ,হাইড্রোজেন, অক্সিজেন ,নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম


৩৮. কোন প্রকার উদ্ভিদের সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়?

উত্তর- ক্লোরেলা নামক সামুদ্রিক শৈবালে


৩৯. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্রাহক পদার্থ কোনটি?

উত্তর - NADP


৪০. সূর্যালোকের কোন রঙে সালোকসংশ্লেষ প্রক্রিয়া টি অধিক কার্যক্রম?

উত্তর -লাল রঙে


৪১. কোন উদ্ভিদ কাণ্ডে সালোকসংশ্লেষ ঘটে?

উত্তর ফনিমনসা, বাজবরন, পুই 


৪২. ক্লোরোফিলে উপস্থিত ধাতব মৌলটি কি?

উত্তর - ম্যাগনেসিয়াম


৪৩. কোন বিজ্ঞানী সর্বপ্রথম ফটোসিনথেসিস কথাটি প্রবর্তন করেন?

উত্তর -বিজ্ঞানী বার্নেস


৪৪. সালোকসংশ্লেষে উৎপন্ন একটি তিন কার্বনযুক্ত যৌগের নাম করো?

উত্তর -ফসফোগ্লিসারিক অ্যাসিড


৪৫. কৃত্তিম আলোকে সালোকসংশ্লেষ কি সম্ভব?

উত্তর- হ্যাঁ সম্ভব


৪৬. সালোকসংশ্লেষে অক্ষম এরূপ একটি সপুষ্পক উদ্ভিদের নাম করো?

উত্তর -স্বর্ণলতা


৪৭. কত তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয়?

উত্তর- 25-37° C


৪৮. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল কি রূপে কাজ করে?

উত্তর -জৈব অনুঘটক রূপে


৪৯. সালোকসংশ্লেষণ ও শ্বসনের হার কখন সমান হয়?

উত্তর -ভোরবেলা ও গোধূলিতে


৫০. সালোকসংশ্লেষে কি কি উপাদান ব্যবহৃত হয়?

উত্তর- কার্বন-ডাই-অক্সাইড, সূর্যালোক ,ক্লোরোফিল  ও জল


৫১. সালোকসংশ্লেষে কি কি উৎপন্ন হয়?

উত্তর- গ্লুকোজ, জল, অক্সিজেন


৫২. ক্লোরোফিল কে নামকরণ করেন?

উত্তর- পেলেসিয়ার


৫৩. কোয়ান্টোজোম কোথায় থাকে?

উত্তর- পাতার ক্লোরোপ্লাস্টের গ্রানায়


৫৪. সালোকসংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার নাম করো?

উত্তর-ক্লোরোবিয়াম


৫৫. কেলভিন ও তার সহকর্মীরা কোন শৈবাল এর উপর গবেষণা করে কেলভিন চক্র আবিষ্কার করেন?

উত্তর- ক্লোরেলা নামে সবুজ শৈবাল





No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();