Medieval Indian History questions answer in Bengali (মধ্যযুগীয় ভারতের ইতিহাস) - SM Textbook

Fresh Topics

Friday, July 28, 2023

Medieval Indian History questions answer in Bengali (মধ্যযুগীয় ভারতের ইতিহাস)

  Medieval Indian History questions answer in Bengali (মধ্যযুগীয় ভারতের ইতিহাস)




মধ্যযুগের ভারতীয় ইতিহাস (Medieval Indian History)  থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নউত্তর MCQ For GOVT EXAM in Bengali with PDF (Some Important Multiple Choice Question and Answer in Bengali) নিচে দেওয়া হল। এই প্রশ্নউত্তর যেকোনো সরকারি ও বেসরকারি (All competitive exam : Government Jobs and Private Jobs) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা মধ্যযুগের ভারতীয় ইতিহাস (Medieval Indian History) থেকে জেনেরাল নলেজ (General Knowledge) এর প্রশ্ন ও উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।

এই প্রশ্ন- উত্তরগুলো সমস্ত ধরণের পরীক্ষার জন্য বিশেষ উপযোগী-

১. কত খ্রিস্টাব্দে ওরঙ্গজেব মারা যান?

উত্তর-১৭০৭ খ্রিস্টাব্দে


২. কোন মুঘল সম্রাট পর্তুগিজদের দমন করেন?

উত্তর: আকবর


৩.কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন?

উত্তর: বাবর


৪.কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন?

উত্তর: আলাউদ্দিন খলজি


৫.কে কুতুবমিনারের নির্মান কাজ সমাপ্ত করেন?

উত্তর:ইলতুৎমিস


৬. কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন?

উত্তর- ১৭৩৯ খ্রিস্টাব্দে


৭. আহমদ শাহ আবদালী কবে দিল্লি আক্রমণ করেন?

উত্তর-১৭৫৬ খ্রিস্টাব্দে


৮.ভাস্কো- দা- গামা কবে ভারতে আসেন?

উত্তর: ১৪৯৮ সালে


৯.বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে আসে?

উত্তর: পর্তুগিজ


১০.বাংলায় কে প্রথম কৌলিন্য প্রথা চালু করেন?

উত্তর: বল্লাল সেন


১১.বক্সারের যুদ্ধ কবে ঘটে?

উত্তর:১৭৬৪


১২.মধ্যযুগীয় ভারতে স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেন?

উত্তর: আলাউদ্দিন খলজি


১৩.ভারতের কোন সুলতানের আমন্ত্রণে বাবর সর্বপ্রথম ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন?

উত্তর: আলম খাঁ লোদী ও দৌলত খা লোদী


১৪.ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত?

উত্তর: মোহাম্মদ বিন তুঘলক


১৫. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন ?      

উত্তর:মীর কাশিম      


১৬. দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না?

 উত্তর:রাজিয়া      


১৭. নাদীর শাহ ভারত আক্রমণ করেছিলেন   

উত্তর:1739 খ্রীঃ     


১৮. দিল্লীর সুলতানীর শেষ শাসক কে ছিলেন  ?      

উত্তর:ইব্রাহিম লোদী    


 ১৯. লাহোরের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর-১৮৪৬ খ্রিস্টাব্দে


২০. দাম’ কি  ?      

 উত্তর: শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা     


২১. দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ?

উত্তর: জালালউদ্দিন খলজী


২২.টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ?

উত্তর: লর্ড ওয়েলেসলি।


২৩.   জগৎ শেঠ কে ছিলেন?

উত্তর-মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী


২৪. বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে?

উত্তর-১৮০২ খ্রিস্টাব্দে


২৫. শেষ মারাঠা পেশোয়া কে ছিলেন?

উত্তর-দ্বিতীয় বাজিরাও


২৬. কোন দেশীয় রাজ্য স্বত্ববিলোপ নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয়েছিল?

উত্তর -সাতারা রাজ্য


 ২৭. কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন ?       

উত্তর:ইলতুৎমিস      


২৮. ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে ?

উত্তর:মালাবার উপকূলে আরব বণিকগণের


২৯. পাঞ্জাব কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল?

উত্তর-১৮৪৯ খ্রিস্টাব্দে


৩০. আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বকসী বলা হত ?   

উত্তর: সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে    


৩১. অষ্টদিগ্গজ’ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন —       

 উত্তর: কৃষ্ণদেব রায়  


৩২. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?     

 উত্তর:আলাউদ্দিন খিলজী


৩৩. ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল ?       

উত্তর:ছোটনাগপুর     


৩৪. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ?

উত্তর: হাম্পি


৩৫. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন?

উত্তর-লর্ড ডালহৌসি


৩৬. কে ফরাসীদের সাথে যুক্ত ছিলেন ?     

উত্তর: টিপু সুলতান


৩৭.  কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেন নি ?         

 উত্তর: আসাম 


৩৮. নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন  ?       

উত্তর:একজন সুফি সন্ত     


৩৯. কবে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর - ১৭৮২ খ্রিস্টাব্দে


৪০. দিল্লিতে কুতুবমিনার কে নির্মাণ করেন ?        

উত্তর:   কুতুবউদ্দিন আইবক    


৪১. পন্ডিচেরির ফরাসি গভর্নর কে ছিলেন?

উত্তর-জোসেফ দুপ্লে


৪২. কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?     

উত্তর: 1809 খ্রীঃ    


৪৩. কোন যুদ্ধে জয় লভ করে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল ?

উত্তর - পলাশীর যুদ্ধে        


৪৪. বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?

উত্তর-লর্ড ক্লাইভ


৪৫. কবে দ্বৈত শাসনের অবসান ঘটে?

 উত্তর-১৭৭২ খ্রিস্টাব্দে


৪৬. কে ‘হইন্দভ ধর্মোদ্ধারক’ (হিন্দুধর্মের রক্ষাকর্তা) উপাধি নেন ?     

 উত্তর: শিবাজি       


৪৭. কে বলেছিলেন ‘সব লাল হো যায়েগা’  ?     

 উত্তর: রঞ্জিত সিং


৪৮. কে দু-আসপা শি-আসপা ব্যবস্থা চালু করেছিলেন ?

উত্তর: জাহাঙ্গীর


৪৯. কে চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন  ?        

উত্তর:  গিয়াসুদ্দিন বলবন      


৫০. কে ‘গঙ্গাইকোণ্ডচোল’  উপাধি ধারণ করেন  ?        উত্তর: প্রথম রাজেন্দ্র

     

৫১. কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল ?      

উত্তর: লর্ড ওয়েলেসলী     


৫২. কার রাজত্বকালে ‘জবত’ ভূমি ব্যবস্থার প্রচলন হয় ?

 উত্তর:আকবর       


৫৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানী কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে ?       

উত্তর: জাহাঙ্গীর     


৫৪. আদিগ্রন্থ কী ?    

উত্তর:  শিখদের একটি ধর্মীয় পুস্তক    


৫৪. যুদ্ধক্ষেত্রে ‘রুমি’ কৌশল ব্যবহার করেছিলেন ?

 উত্তর: বাবর


৫৫. গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন ?

উত্তর: গুরু অঙ্গদ 


৫৬. নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন ?

উত্তর: ১৭৩৯


৫৭. ময়ূর সিংহাসনের সাথে কোন সম্রাটের নাম যুক্ত ?

উত্তর: শাহজাহান 


৫৮. পর্তুগীজরা কোন সম্রাটের ফরমান বলে সাতগাঁও-এ বসবাস শুরু করে ?

উত্তর: আকবর


৫৯. দ্বৈত শাসনের অবসান কে করেন?

উত্তর -লর্ড ওয়ারেন হেস্টিংস


৬০. মহীশূর শার্দুল কাকে বলা হয়?

উত্তর-টিপু সুলতান কে


৬১. কবে মহীশূর ব্রিটিশ শাসনাধীন হয়েছিল?

উত্তর - ১৭৯৯ খ্রিস্টাব্দে


৬২. কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়?

উত্তর -চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ


৬৩. মহীশূরের রাজধানী কোথায় ছিল?

উত্তর-শ্রীরঙ্গপত্তমে


৬৪. এলাহাবাদের চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তর -১৭৬৫ খ্রিস্টাব্দে


৬৫. বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন?

উত্তর- দ্বিতীয় শাহ আলম


৬৬. কবে বক্সারের যুদ্ধ হয়েছিল?

উত্তর-১৭৬৪ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে


৬৭. মীরকাসিম কবে বাংলার নবাব হন?

উত্তর -১৭৬০ খ্রিস্টাব্দে


৬৮. পলাশীর যুদ্ধের পর কে বাংলার নবাব হন?

উত্তর-মীরজাফর


৬৯. কত খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়েছিল?

উত্তর-১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ শে জুন


৭০. কে কলকাতা নাম দেন আলিনগর?

উত্তর-সিরাজউদ্দৌলা


৭১. আলীবর্দী খান কবে মারা যায়?

উত্তর-১৭৫৬ খ্রিস্টাব্দে


৭২. বকশি কথাটির অর্থ কি?

উত্তর-সেনাপতি


৭৩. মহারাষ্ট্র পুরাণ কার রচনা?

উত্তর-কবি গঙ্গারামের রচনা


৭৪. কে সারাক্ষণ কে 'বুরহান -উল মুলক' উপাধি দেন?

উত্তর-মোগল সম্রাট মোহাম্মদ শাহ


৭৫. কবে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয়?

উত্তর -১৭২২ খ্রিস্টাব্দে


৭৬. কে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন?

উত্তর- মির কামার উদ্দিন খান সিদ্দিকী


৭৭. সাদাত খানের পর অযোধ্যার শাসক কে?

উত্তর- সপদর জং


৭৮. কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটেছিল?

উত্তর -মুর্শিদকুলি খাঁর নেতৃত্বে


৭৯. জগৎশেঠ উপাধি কে পেয়েছিলেন?

উত্তর - ফতে  চাঁদ


৮০. কোন নগর কে জাহাঙ্গীরনগর বলা হত?

উত্তর-ঢাকাকে


মধ্যযুগীয় ভারতের প্রশ্ন উত্তরগুলি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেকোনো বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর জানতে আমাদের এই ওয়েবসাইট টি ফলো করুন এবং সাথে  থাকুন। 




No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();