Number System। Math gk question answer set -1। গণিত। WBCS। Primary Tet। All competitive exams questions Answer 2022।
বিভিন্ন সরকারি পরীক্ষার ক্ষেত্রে যেমন wbcs, grop D, group C, primary Tet, Bank, এক কথায় all competitive exams questions Answer gulo খুবই গুরুত্বপূর্ণ।
Number system -
1. একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ করা হল, এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করাতে ভাগফল 7 ও অবশিষ্ট1 হল, ওই সংখ্যাটি -
(a) 9 (b) 8 (c) 6 (d) 21
Ans - (c) 6
2. চার অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যেগুলি 34 দ্বারা বিভাজ্য, সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা—
(a) 9992 (b) 9996) (c) 9898 (d) 9990
Ans - (b) 9996
3. 378-কে কোন্ লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে ?
(a) 8 (b) 7(c) 9 (d) 6
Ans -(a) 8
4. ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল-
(a) 25 (b) 26 (c) 29 (d) 27
Ans-(d) 27
5. যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তা হল-
(a) 296 (b) 256 (c) 324 (d) 576
Ans-(d) 576
6. একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে।
(a) 18 (b) 2 (c) 3 (d) এদের কোনোটিই নয়
Ans-(c) 3
7. 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে ৪ এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে।
(a) 230 (b) 147 (c) 75 (d) 220
Ans- (b) 147
৪. কোন্ ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
(a) 5 (b) 3 (c) 9 (d) 15
Ans-(a) 5
9. যদি 8*357 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে লুপ্ত অঙ্কটি (*) হবে-
(a) 4 (b) 1 (c) 3 (d) 2
Ans- (d) 2
10. দুটি সংখ্যার যোগফল 12½ এবং বিয়োগফল 3½ হলে সংখ্যাদুটির গুণফল হবে—
(a) 36 (b) 32% (c) 35% (d) 35
Ans-(a) 36
11. পরপর তিনটি পূর্ণসংখ্যার যোগফল সর্বদা বিভাজ্য হয়
(a) 2 দ্বারা (b) 4 দ্বারা (c) 3 দ্বারা (d) 6 দ্বারা
Ans-(c) 3 দ্বারা
12. কোন্ সংখ্যার বর্গের সঙ্গে এর এক-চতুর্থাংশ যোগ করলে 147। সংখ্যাটি হল-
(a) 12 (b) 14 (c) 18 (d) 9
Ans-(a) 12
13. দুটি সংখ্যার যোগফল 24 এবং এদের বর্গের যোগফল 386 হলে, একটি সংখ্যা—
(a) 5 (b) 6 (c) 7 (d) 8
Ans-(a) 5
14. পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে, বৃহত্তম সংখ্যা হল-
(a) 39 (b) 40 (c) 41 (d) 42
Ans- (c) 41
15. চার অঙ্কবিশিষ্ট বৃহত্তম কোন্ সংখ্যাকে 12, 18, এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে
(a) 9934 (b) 9936 (c) 9914 (d) 9938
Ans-(a) 9934
16. 561-এর মৌলিক উৎপাদকগুলির যোগফল
(a) 31 (b) 12 (c) 40 (d) 41
Ans-(a) 31
17. 3.0.4 দ্বারা গঠিত তিন অঙ্কবিশিষ্ট সংখ্যাগুলির যোগফল -
(a)1554 (b) 1477 (c) 1511 (d) 1744
Ans-(b) 1477
18. 60 এবং 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হল
(a)272 (b) 200 (c) 211 (d) 199
Ans-(a)272
19. দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি হবে— (a) 18 (b) 16 (c) 14 (d) 19
Ans-(b) 16
20. তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 4 ভাগশেষ থাকে?
(a) 964 (b) 784 (c) 992 (d) 996
Ans-a) 964
21. 200 এবং 300-এর মধ্যে কোন্ বৃহত্তম সংখ্যাকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে?
(a) 288 (b) 285(c) 293 (d) 228
Ans-(c) 293
22. কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়?
(a) 25 (b) 15 (c) 12 (d) 5
Ans-(b) 15
23. 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7, 11 13 দ্বারা বিভাজ্য- হবে
(a) 998 (b) 1999 (c) 1998 (d) 1001
Ans -(a) 998
24. ছয় অক্ষের কোন বৃহত্তম সংখ্যাকে 5, 7, 12 ও 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3,5,10 ও 13 অবশিষ্ট থাকে?
(a) 999590 (b) 999598(c) 999630 (d) 999624
Ans - (b) 999598
25. ভাগফল 702, অবশিষ্ট 24 আর ভাজক এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি ভাজ্য কত?
(a) 514590) b) 514690 (c) 514790 (d) 514600
Ans -(a) 514590
26. চারটি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হল। প্রথন তিনটির গুণফল 385 এবং শেষ তিনটির গুণফল 1001, শেষসংখ্যাটি হল—
(a) 5 (b) 11 (c) 7 (d) 13
Ans -(d) 13
27. 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে?
(a) 27 (b) 34 (c) 17 (d) 19
Ans - (c) 17
28. একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ করা হল, এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করাতে ভাগফল 7 ও অবশিষ্ট হল, ওই সংখ্যাটি-
(a) 9 (b) 8 (c) 6 (d) 21
Ans - (c) 6
29. চার অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যেগুলি 34 দ্বারা বিভাজ্য, সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা-
(a) 9992 (b) 9996 (c) 9898 (d) 9990
Ans - (b) 9996
30. 378-কে কোন্ লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে?
(a) 8 (b) 7 (c)9 (d)6
Ans -(a) 8
31. দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7. সংখ্যা দুটি -
(a) 205ও 15 (b) 15 ও105 (c) 225 ও15 (d) 25 ও 135
Ans -15 ও105
32. 400 ও 500 এর মধ্যবর্তী 12, 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি-
(a) 420 (b) 430 (c) 410 (d) 480
Ans -(d) 480
33. 2431-এর বৃহত্তম মৌলিক উৎপাদক
(a) 20 (b) 23 (c) 37 (d) 17
Ans -(d) 17
34. 70031 থেকে কোন্ ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে-
(a) 5 (b) 4 (c) 3 (d) 2
Ans - (d) 2
35. যে-কোনো চারটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে 'K' যোগ করলে যোগফল,একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে, 'K'-র মান-
(a) 9 (b) 16 (c) 32 (d) 64
Ans - (b) 16
36. দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4 : 5 এবং সংখ্যাদুটির গুফল 1620 হলে, বৃহত্তম সংখ্যাটি-
(a)40 (b) 45 (c) 50 (d) 60
Ans - (b) 45
37. 'x' একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে, x (x + 1) (2x + 1) সর্বদা বিভাজ্য হবে-
(a) 5 (b) 6 (c) 8 (d) 10 দ্বারা
Ans - (b) 6
38. দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 21 হলে, সংখ্যাদুটির বর্গের পার্থক্য-
(a) 2835 (b) 8235, (c) 2853 (d) 8253
Ans -(a) 2835
39. 8,0,0, 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য—
(a) 7965 (b) 7920) (c) 7695 (d) 5292
Ans - (d) 5292
40. একজন সেনাধ্যক্ষ তার অধীন 11025 জন সৈন্যকে বর্গাকারে সাজালেন। প্রথম সারির সেনা সংখ্যা-
(a) 15 (b) 105 (e) 1005 (d) 115
Ans -(b) 105
41. 512-এর সঙ্গে কোন্ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
(a) 511 (b) 31 (c) 17 (d) 28
Ans -(c) 17
42. 2866-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাগ্য হবে-
(a) 6 (b) 5 (c) 7 (d)(4)
Ans - (c) 7
43. কোন্ সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। (a) 25 (b) 15 (c) 12 (d) 5
Ans - (b) 15
44. 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7,11 ও 13 দ্বারা বিভাজ্য হবে-
(a) 998 (b) 1999 (c) 1998 (4) 1001
Ans - (a) 998
45. ছয় অঙ্কের কোন্ বৃহত্তম সংখ্যাকে 5, 7, 12 ও 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 10 ও 13 অবশিষ্ট থাকে?
(a) 999590 (b) 999598 (c) 999630 (d) 999624
Ans - (b) 999598
46. ভাগফল 702, অবশিষ্ট 24, আর ভাজক এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি ভাজ্য কত?
(a) 514590 b) 514690 (c) 514790 (d) 514600
Ans -(a) 514590
47. চারটি মৌলিকসংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হল। প্রথন তিনটির গুণফল 385 এবং শেষ তিনটির গুণফল 1001, শেষসংখ্যাটি হল-
(a) 5 (b) | (c) 7 (d) 13
Ans - (d) 13
48. 1409-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে?
(a) 27 (b) 34 (c) 17 (d) 19
Ans - (c) 17
No comments:
Post a Comment