- SM Textbook

Fresh Topics

Monday, July 31, 2023

 


Number System। Math gk question answer set -2।WBCS। Primary Tet 2022।


বিভিন্ন সরকারি পরীক্ষার ক্ষেত্রে যেমন wbcs, grop D, group C, primary Tet, Bank, এক কথায় all competitive exams questions Answer gulo খুবই গুরুত্বপূর্ণ।


1. পরপর আটটি সংখ্যার 4র্থ ও 5ম সংখ্যার যোগফল 51 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল হবে—


(a) 49


(b) 50


(c) 51


(d) 52

Ans -(c) 51


2. একটি সংখ্যার ⅔এবং ⅕অংশের পার্থক্য 28 হলে, সংখ্যাটির মান

(a) 90 (b) 75 (c) 60 (d) 45 

Ans -(c) 60


3. পরপর 5টি জোড় সংখ্যার সমষ্টি 90 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল—

(a) 36 (b) 38 (c) 40 (d) 42 

Ans -(a) 36


4. কোন সংখ্যাকে 21 দ্বারা ভাগ করার পরিবর্তে 12 দ্বারা ভাগ করা হলে, ভাগফল হয় 49 তবে প্রকৃত ভাগফল কত?

(a) 12 (b) 21 (c) 28 (d) 35

Ans -(c) 28


5. 7985 - 899 এবং 7003-এর যোগফল ও বিযোগফলের পার্থক্য —

(a) 14006 (b) 899 (c) 1798 (d)7985

Ans -(a) 14006


6. 111111-এর মৌলিক উৎপাদক গুলি—


(a) 21, 11, 13, 37 (b) 7, 33, 13, 37

(c) 7, 11, 39, 37 (d) 3, 7, 11, 13, 37

Ans -(d) 3, 7, 11, 13, 37


 7. 200 থেকে 400 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলি হয় 3 দ্বারা শুরু অথবা 3 দ্বারা শেষ—

(a) 10 (b) 100 (c) 110 (d) 200

Ans - (c) 110


8. 3,5ও 6 দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলির যোগফল-

(a) 3228 (b) 3282

(c) 3108 (d) 3018

Ans -(c) 3108


9. একটি দু'অঙ্কের সংখ্যার অঙ্কসমষ্টি 10। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেটি মূল সংখ্যা অপেক্ষা 36 বেশি হলে, সংখ্যাটি— 

(a) 73 (b) 64 (c) 46 (d) 37

Ans - (d) 37


10. দুটি সংখ্যার যোগফল সংখ্যাদুটির বিয়োগফলের পাঁচ গুণ। বড় সংখ্যাটি 36 হলে, ছোট সংখ্যাটি —

(a) 20 (b) 24 (e) 22 (d) 28 

Ans -(b) 24


11. 105 থেকে কোন সংখ্যার 40% বিয়োগ করলে বিয়োগফলের মান সংখ্যাটির সমান হয় -


(a) 70 (b) 75 (c) 80 (d) 90 

Ans -(b) 75


12. 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কয়টি?

(a) 28 (b) 30 (c) 29 (d) 3 

Ans -(b) 30


13. 2337 × 2341 রাশিটির সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ? 

(a) 2 (b) 16 (c) 4 (d) 9

Ans -(c) 4


14. দুটি সংখ্যার যোগফল 128 এবং ভাগফল 3 হলে, সংখ্যাদুটির পার্থক্য— (a) 48 (b) 96 (c) 32 (d) 64

Ans - (d) 64


15. 100 থেকে 200-র মধ্যে 17 এর গুণিতক সংখ্যাগুলির যোগফল?

(a) 867 (b) 952 (c) 1071 (d) 884

Ans -(a) 867


16. পরপর তিনটি সংখ্যার গুণফল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য- (a) 5 (b) 6 (c) 9 (d) 11

Ans - (b) 6


17. একটি সংখ্যা ও তার অন্যোনকের যোগফল 2 হলে, এই দুটি মানের পার্থক্য—

(a) 1 (b) (½)( c) ¾ (d) 0 

Ans -(d) 0


18. একটি সংখ্যার বর্গের দুই-পঞ্চামাংশের মান 2.5 হলে সংখ্যাটির মান-

(a) 2.5 (b) 3.5 (c) 4.5 (d) 1.5 

Ans -(a) 2.5


19. দুটি সংখ্যার গুণফল 123904, একটি সংখ্যার দ্বিগুণের মান 1408 হলে, অপর সংখ্যাটি—

(a) 176 (b) 286 (c) 156 (d) 166

Ans -(a) 176


20. যে-কোনো দু'অঙ্কের সংখ্যার সঙ্গে সংখ্যাটির স্থান পরিবর্তনকারী সংখ্যা যোগ করলে, যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে?

a) 5 (b) 7

(c) 9 (d) 11 

Ans -(d) 11


21. যে-কোনো তিন অঙ্কের সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্কসমষ্টি বিয়োগ করলে, বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? 

(a) 5 (b) 6 (c) 7 (d) 9

Ans -  (d) 9


22. পরপর দুটি সংখ্যা 15 এবং 16 হলে, সংখ্যাদুটির বর্গের পার্থক্য 

(a) 31 (b) 32

(c) 30 (d) 21

Ans -(a) 31



23. দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 38 এবং 4 হলে, সংখ্যা দুটির গুণফল— (a) 537 (b) 375 (c) 357 (d) 753

Ans -(c) 357


 24. একটি সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 1 এবং 2 হয়। সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে -

(a) 2 (b) 3 (c) 4 (d) 5

Ans- (d) 5


25. ছয় অঙ্কবিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য হবে।

(a) 40 (b) 20 (c) 60 (d) 30

Ans-(b) 20


26. একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ও ভাগফল ভাগশেষের যথাক্রামে 3 এবং 4 গুণ। ভাগশেষ 5 হলে, ভাজ্য হবে- 

(a) 300 (b) 355 (c) 305 (d) 65

Ans-(c) 305


27. (n> 1) অখণ্ড অযুগ্ম ধনাত্মক সংখ্যা হলে n(n²-1) রাশিটি সর্বদা বিভাজা হবে?

 (a) 7 দ্বারা (b) 5 দ্বারা (c) 24 দ্বারা (d) 15 দ্বারা

Ans -(c) 24 দ্বারা


 28. কোন্ বৃহত্তম সংখ্যা দ্বারা 728 এবং 900-কে ভাগ করলে যথাক্রমে ৪ এবং 4 অবশিষ্ট থাকে।

(a) 14 (b) 4 (c) 16 (d) 8

Ans - (c) 16


29. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল সর্বদা 2,4, 6, 8, 10 এবং 12 দ্বারা বিভাজ্য হবে?

(a) 60 (b) 70 (c) 80 (d) 90

Ans -(c) 80


30. দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 28 এবং 16 হলে, সংখ্যাদুটির গুণফল—

(a) 132 (b) 144 (c) 56 (d) 112

Ans -(a) 132


31. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 393, 1018 এবং 2168-কে ভাগ করলে সবক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে?

(a) 50 (b) 48 (c) 39 (d) 25

Ans -(d) 25


32. 512-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 

(a) 2 (b) 8 (c) 1 (d) 4

Ans -(a) 2


33. কোন্ ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10, 15 এবং 16 দ্বারা ভাগ করলে, প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে?


(a) 145


(b) 245


(c) 725


(d) 675

Ans -(c) 725


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();