সাধারণ জ্ঞান। Science g.k McQ। Science gk Question answer set -2 science g.k questions Answer in Bengali। All competitive exams questions Answer।
আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর , বাংলা জিকে কোশ্চেন অ্যানসার, Gk question in Bengali , WBCS, WBP, RAIL, NTPC, CHSL CGL, SSC, ICDS,RRB, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। General knowledge question in Bengali , Important gk Question in bengali শেয়ার করছি।
Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
(a) যােগকলা
(b) আবরণী কলা
(e) পেশিকলা
(d) স্নায়ুকলা
Ans -(b) আবরণী কলা
2.লালাগ্রন্থিতে কোন্ আবরণী কলা থাকে?
(a) আঁইশাকার আবরণী কলা
(b) ঘনকাকার আবরণী কলা
(c) স্তম্ভকার আবরণী কলা।
(d) সিলিয়াযুক্ত আবরণী কলা
Ans -(b) ঘনকাকার আবরণী কলা
3. আবরণী কলার কার্য হল—
(a) প্রতিরক্ষা
(b) রেচন
(c) শােষণ
(d) সবগুলিই
Ans-(d) সবগুলিই
4. মূলে কোন্ ধরনের নালিকা বান্ডিল দেখা যায় ?
(a) অরীয়
(b) সমপর্শীয়
(c) সমদ্বিপার্শ্বীয়
(d) কেন্দ্রীয়
Ans -(a) অরীয়
5. কাণ্ডের জাইলেমের প্রকৃতি হল—
(a) এন্ডার্ক
(b) এক্সার্ক
(c) মেসার্ক
(d) কোনােটিই নয়
Ans-(a) এন্ডার্ক
6.পেশিকোশেরসংকোচন-প্রসারণে সাহায্যকারী প্রােটিন হল-
(a) অ্যাকটিন ও মায়ােসিন
(b) অ্যাকটিন ও হিমােগ্লাবিন
(C) মায়ােসিন ও হিস্টোন
(d) ট্রপােনিন ও ট্রপােমায়ােসিন
Ans -(a) অ্যাকটিন ও মায়ােসিন
7. উদ্ভিদকোশে অনুপস্থিত অঙ্গাণু হল—
(a) মাইটোকনড্রিয়া
(b) গলগিবস্তু
(c) সেন্ট্রোজোম
(d) নিউক্লিয়াস
Ans -(c) সেন্ট্রোজোম
8. ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরে সাহায্য করে-
(a) রাইবােজোম
(b) লাইসােজোম
(c) গলগিবস্তু
(d) এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম
Ans -(b) লাইসােজোম
9. কোন্ কোন্ কোশীয় অঙ্গাণুতে রাইবোেজাম থাকে?
(a) ক্লোরােপ্লাস্ট
(b) মাইটোকনড্রিয়া
(c) নিউক্লিয়াস
(d) সবগুলিই
Ans -(d) সবগুলিই
10. পরিণত শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে—
(a) মাইটোকনড্রিয়া
(b) গলগিবস্তু
(c) রাইবােজোম
(d) ক্লোরোপ্লাস্ট
Ans-(b) গলগিবস্তু
11. অস্থির কোশ হল
(a) অস্টিয়ােব্রাস্ট
(b) অস্টিয়ােসাইট
(c) অস্টিয়ােক্লাস্ট
(d) সবগুলি
Ans-(d) সবগুলি
12. বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমােন হল-
(a) STH
(b) ইনসুলিন
(c) অ্যাড্রিনালিন
(d) থাইরক্সিন
Ans -(b) ইনসুলিন
13. হৃৎপিণ্ডের O2 প্রেরণকারী প্রকোষ্ঠ হল—
(a) ডান নিলয়
(b) বাম নিলয়
(c) ডান অলিন্দ
(d) বাম অলিন্দ
Ans -(b) বাম নিলয়
14. হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে জালক পর্যন্ত বিস্তৃত রক্তবাহ হল-
(a) ধমনি
(b) শিরা
(c) ম্যালপিজিয়ান নালিকা
(d) ট্রাকিয়া
Ans -(a) ধমনি
15. বিশ্বপরিবেশ দিবস পালিত হয়
(a) 5 June
(b) 10 October
(c) 16 December
(d) 22 May
Ans-(a) 5 June
16. শব্দদূষণের ফলে কোন রােগ হয়?
(a) বধিরতা
(b) অ্যালার্জি
(c) ডায়ারিয়া
(d) ক্যানসার
Ans -(a) বধিরতা
17. নীচের কোনটি সংক্রামক রােগ নয় ?
(a) ক্যানসার
(b) ডায়ারিয়া
(c) যক্ষ্মা
(d) ব্রংকাইটিস
Ans -(a) ক্যানসার
18. কোন্ পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে?
(a) হৃৎপেশি
(b) মসৃণ পেশি
(c) সরেখ পেশি
(d) সবকটিতে
Ans -(a) হৃৎপেশি
19. মানুষের রক্তে শ্বেত ও লােহিত রক্তকণিকার অনুপাত
(a) 700:1
(b) 8000:1
(c) 50:1
(d) 100000:1
Ans -(a) 700:1
20. কোন্ শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে?
(a) নিউট্রোফিল
(b) ইয়ােসিনােফিল
(c) বেসোফিল
(d) লিম্ফোসাইট
Ans -(c) বেসোফিল
No comments:
Post a Comment