Science gk question answer in Bengali :-
১. কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় ?
উঃ সুন্দরী ও গরান
২.. মানুষের শ্বাস অঙ্গের নাম কী ?
উঃ ফুসফুস
৩. মাছেদের শ্বাস অঙ্গের নাম কী?
উত্তর - ফুলকা
৪. ব্যাঙাচির শ্বাস অঙ্গের নাম কী ?
উঃ- বহিঃ ফুলকা
৫. ব্যাঙের শ্বাস অঙ্গের নাম কী ?
উঃ- ফুসফুস
৬. চিংড়ির শ্বাস অঙ্গের নাম কী ?
উঃ- ফুলকা
৭. তিমির শ্বাস অঙ্গের নাম কী ?
উঃ- ফুসফুস
৮. কোন প্রাণী ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উঃ- কেঁচো
৯. আরশোলার শ্বাস অঙ্গের নাম কী ?
উঃ- ট্রাকিয়া
১০. কোন ভিটামিনের অভাবজনিত কারণে রাতকানা রোগের সৃষ্টি হয় ?
উ:- ভিটামিন A
১১. মনুষ্য লালায় কোন উৎসেচক টি পাওয়া যায় ?
উ:- টায়ালিন
১২. কোন গাছের শ্বাসমূল পরিলক্ষিত হয় ?
উ:- সুন্দরী গাছের
১৩. কোন ধাতুটি উড়োজাহাজ তৈরীর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ?
উ:- টাইটানিয়াম
১৪. দার্শনিকের উল হিসেবে চিহ্নিত করা হয় কাকে ?
উ:- জিংক অক্সাইড কে
১৫. মানবদেহে রক্তে অক্সিজেনের বাহক কে ?
উ:- হিমোগ্লোবিন
১৬. সবচেয়ে কার্বনযুক্ত কয়লা কোনটি ?
উ: অ্যানথ্রাসাইট
১৭. কৃত্রিম রেশম কাকে বলা হয়ে থাকে ?
উ:- রেয়ন
১৮. কোন গ্রুপের রক্ত সবাই গ্রহণ করতে পারে (সর্বজন গ্রহীতা) ?
উ: AB
১৯. মানব দেহে রক্তের পরিমাণ কত লিটার থাকে ?
উ: 5 লিটার
২০. এলিজা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ধারণের
জন্য ?
উ:- এইডস
২১. কলেরা রোগ সাধারণত কিসের দ্বারা ছড়ায় ?
উ: ব্যাকটেরিয়া দ্বারা
২২. রাসায়নিক দূত হিসেবে চিহ্নিত করা হয় কাকে ?
উ:- হরমোন
২৩. কোন বিজ্ঞানী জেনেটিক কোডের আবিষ্কারক ?
উ:- ডক্টর খোরানা
২৪. মানুষের শরীরে সবথেকে হাড়ের সংখ্যা বেশি থাকে কোন অঙ্গে ?
উ:- আঙ্গুলে
২৫. বিশুদ্ধ জলের পিএইচ ( PH ) মান কত থাকে ?
উ:- 7
২৬. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কোনটি ?
উ:- সোডিয়াম কার্বনেট
২৭. প্লুরা কাকে বলা হয় ?
উ:- ফুসফুসের পর্দার কে
২৮. মানুষের শরীরের কোন গ্রন্থি থেকে পিত্তরসের সৃষ্টি হয় ?
উ:- যকৃত বা লিভার
২৯. উড়ন্ত বেলুনে সাধারণত কোন গ্যাস ভরা হয় ?
উ:- হিলিয়াম
৩০. পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কে ?
উ:- ক্লোরোফিল
৩১. অ্যালজাইমার রোগটি সাধারণত কিসের রোগ ?
উ:- মস্তিষ্কের রোগ
৩২. দীর্ঘতম প্রাণী কোষ কোনটি ?
উ:- স্নায়ুকোশ
৩৩. কাকে বংশগতির একক বলা হয়ে থাকে ?
উ:- জিন কে
৩৪. মানবদেহে পীতবিন্দু কোথায় অবস্থিত ?
উ:- চোখের রেটিনায়
৩৫. মাছকে জলের উপর ভাসতে সহায়তা করে কে ?
উ:- পটকা
৩৬. মানব শরীরের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম কি ?
উ:- অ্যাপেন্ডিক্স
৩৭. সবথেকে হালকা ধাতু কোনটি ?
উ:- লিথিয়াম
৩৮. সেলাই মেশিনে গতি কোন ধরনের গতি সৃষ্টি হয় ?
উ:- দোলন গতি
৩৯. ব্রম্ভান্ডে কোন মৌলটি সবথেকে হালকা হিসেবে পরিচিত ?
উ:- হাইড্রোজেন
৪০. মানব শরীরের পাকস্থলী থেকে যে এসিডটি উৎপন্ন হয় তার নাম কি ?
উ:- হাইড্রোক্লোরিক অ্যাসিড
৪১. পিতল কোন কোন সংকর ধাতুর সংমিশ্রণে গঠিত হয় ?
উ:- তামা ও দস্তা
৪২. ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর রেচন অঙ্গ ?
উ:- আরশোলা
৪৩. নিকোটিন কোন গাছ থেকে পাওয়া যায় ?
উ:- তামাক গাছের পাতায়
৪৪. পালং শাকে কোন ভিটামিন থাকে ?
উ:- ভিটামিন A
৪৫. মশার উপদ্রব কমাতে জলের উপর কেরোসিন তেল ঢালা হয় কেন ?
উ:- এটি লার্ভাদের শ্বাসরোধ করে
৪৬. কলকারখানার বয়লারে কোন জল ব্যবহার করা হয়ে থাকে ?
উ:- মৃদু জল
৪৭. বায়ুতে শব্দের গতিবেগ কত মিটার পার সেকেন্ড ?
উ:- 332 মি/সে
৪৮. পৃথিবীর বাইরের উৎপত্তি রশ্মির নাম কি ?
উ:- মহাজাগতিক রশ্মি
৪৯. ম্যালেরিয়া রোগের কারণে কোন স্থান আক্রান্ত হয় ?
উ:- প্লীহা
৫০. স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবজনিত কারণে ঘটে ?
উ:- ভিটামিন C
৫১. মানবদেহে পীতবিন্দু কোথায় অবস্থিত ?
উ:- চোখের রেটিনায়
৫২. মাছকে জলের উপর ভাসতে সহায়তা করে কে?
উত্তর-পটকা
৫৩. কেঁচোর রক্তের রং কি ?
উ: লাল
৫৪. শ্বেত রক্ত কণিকার আয়ু কত দিন ?
উ: 15 দিন
৫৫. ডেঙ্গুজ্বর হয় কোন মশা বাহিত রোগ দ্বারা ?
উ: এডিস মশা
49. ধান গাছে কতগুলো ক্রোমোজোম দেখা যায় ?
উ: 24
50. মরীচিকার একান্ত কারণ কি ?
উ: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
No comments:
Post a Comment