Constitution of India MCQ in Bengali – Set -1 - SM Textbook

Fresh Topics

Friday, July 28, 2023

Constitution of India MCQ in Bengali – Set -1

  

Constitution of India MCQ in Bengali – Set -1




       Tables of contents :
                   
* ভারতের সংবিধান
* ভারতের সংবিধান MCQ

1.2003 খ্রিস্টাব্দের নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয় ?
(A) ভি. আর চোপরা কমিটি
(B) বি. আর. সেন কমিটি
(C) এল. এস. সিংভী কমিটি
(D) ড. এ. কে. রতন কমিটি
Ans-(C) এল. এস. সিংভী কমিটি

2.বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কবে পাস করে?
(A) 2000
(B) 2001
(C) 2003
(D) 2007
Ans-(C) 2003

বিভিন্ন মনিষীদের জীবনী পড়তে click করুন https://www.a-xlifestory.com/2021/08/the-life-story-of-manik-bandopadhyay-in.html?m=1

3.1955 খ্রিস্টাব্দে নাগরিকতা আইনটি নীচের কোন্ খ্রিস্টাব্দে সংশােধিত হয় ?
(A) 2000
(B) 2001
(C) 2003
(D) 2007
Ans-(C) 2003

4.ভারতীয় নাগরিকতা আইন (Indian Citizenship Act) কোন্ খ্রিস্টাব্দে পাশ হয় ?
(A) 1950
(B) 1955
(C) 1967
(D) 1995
Ans-(B) 1955

5.ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, নাগরিকতা সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে?
(A) 11
(B) 12
(C) 13
(D) 14
Ans-(A) 11

6.বর্তমানে সম্পত্তির অধিকারটি (Right of Property) ভারতীয় সংবিধানের কোন অংশে (Part) যুক্ত হয়েছে?
(A) Part-III
(B) Part-IV
(C) Part-X
(D) Part-XII
Ans-(D) Part-XII

7.ভারতীয় সংবিধানের কোন্ ধারায় বলা হয়েছে যে, রাষ্ট্র মৌলিক অধিকারবিরােধী কোনাে আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে?
(A) 13 (2)
(B) 14 (1)
(C) 15 (1)
(D) 16 (2)
Ans-(A) 13 (2)

8.ভারতে মৌলিক অধিকারবিরােধী যে-কোনাে আইনকে বাতিল করে দিতে পারে-
(A) শুধুমাত্র সুপ্রীমকোর্ট
(B) শুধুমাত্র হাইকোর্ট
(C) সুপ্রীমকোর্ট ও হাইকোর্ট উভয়ই
(D) কোনােটিই নয়
Ans-(C) সুপ্রীমকোর্ট ও হাইকোর্ট উভয়ই

9.কোন্ দেশের সুপ্রিমকোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশােধন করতে পারে?
(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) ভারত
(D) কোনটিই নয়
Ans-(A) আমেরিকা

10.কোন্ দেশের আইনসভা জরুরীকালীন বা আপৎকালীন অবস্থাতেও মৌলিক অধিকারগুলির কোনাে পরিবর্তন পারে না?
(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) ভারত
(D) কানাডা
Ans-(A) আমেরিকা

11. ‘অধিকারের বিল’ (Bill of Rights) বলতে কোন দেশে অধিকার সম্পর্কিত আইনকে বােঝানাে হয়?
(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) কানাডা
(D) ভারত
Ans-(A) আমেরিকা

12.বিশ্বের কোন্ দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি?
(A) ভারত
(B) আমেরিকা
(C) ব্রিটেন
(D) চীন
Ans-(C) ব্রিটেন

13.ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কোন শর্তটি আবশ্যক?
(A) ভারতীয় নাগরিক হতে হবে
(B) স্নাতক হতে হবে
(C) উচ্চ বর্ণভুক্ত হতে হবে
(D) সরকারী দলের সদস্য হতে হবে
Ans-(A) ভারতীয় নাগরিক হতে হবে

14.বর্তমানে কোন্ মৌলিক অধিকারটি রাষ্ট্রকর্তৃক বিঘ্নিত বা খর্বিত হলে, নাগরিকগণ আদালতের সাহায্য নিতে পারে না।
(A) সাম্যের অধিকার
(B) স্বাধীনতার অধিকার
(C) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(D) সম্পত্তির অধিকার
Ans-(D) সম্পত্তির অধিকার

15. কোন্ মামলায় সুপ্রীমকোর্ট রায় দিয়েছিল যে, বিচার বিভাগীয় পর্যালােচনা (Judicial Review) হল ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য ?
(A) শঙ্করী প্রসাদ মামলা, ১৯৫১
(B) গােলকনাথ মামলা, ১৯৬৭
(C) কেশবানন্দ ভারতী মামলা, ১৯৭৩
(D) মিনার্ভা মিক্স মামলা, ১৯৮০
Ans-(C) কেশবানন্দ ভারতী মামলা, ১৯৭৩

16.ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রীমকোর্টকে নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক (The protector and guarantor of fundamental rights) বলে উল্লেখ করা হয়েছে?
(A) 32 (1) ধারা
(B) 33(1) ধারা
(C) 13 (1) ধারা
(D) 14 (1) ধারা
Ans-(A) 32 (1) ধারা

17.নীচের কোনটি সঠিক?
(A) লেখ (writs) জারীর ক্ষেত্রে সুপ্রীমকোর্টের ক্ষমতা বেশী
(B) লেখ জারীর ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশী
(C) লেখ জারীর ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান
(D) সুপ্রীমকোর্ট লেখ জারী করতে পারে না
Ans-(B) লেখ জারীর ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বেশী

18.ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, জরুরী অবস্থা ঘােষণাকালীন সময় ছাড়া মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যাবে না ?
(A) 352 ধারা
(B) 356 ধারা
(C) 360 ধারা
(D) 359 ধারা
Ans-(D) 359 ধারা

19.নীচের কোনটি একটি আইনগত অধিকার (A legal right) হিসাবে গণ্য হয় ?
(A) সাম্যের অধিকার
(B) স্বাধীনতার অধিকার
(C) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(D) সম্পত্তির অধিকার
Ans-(D) সম্পত্তির অধিকার

20.কততম সংবিধান সংশােধনের মাধ্যমে সরকারী ও (Public services) ক্ষেত্রে তফসিলী জাতি, উপজাতিলে সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয় ?
(A) 77th
(B) 78th
(C) 79th
(D) 73th
Ans-(A) 77th

21.ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে, ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না (Punishment for the same offence more than one once)।
(A) 18 ধারা
(B) 19 ধারা
(C) 20 ধারা
(D) 21 ধারা
Ans-(C) 20 ধারা

23.ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকারী অর্থে গঠিত ও পরিচালিত হােটেল বা স্নানাগার প্রভৃতিতে সমানাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
(A) 14 ধারা
(B) 15 ধারা
(C) 16 ধারা
(D) 17 ধারা
Ans-(B) 15 ধারা

24.কোন্ মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে ?
(A) সাম্যের অধিকার
(B) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(C) স্বাধীনতার অধিকার
(D) সংস্কৃতি ও শিক্ষার অধিকার
Ans-

(D) সংস্কৃতি ও শিক্ষার অধিকার

25.কোন্ সংবিধান সংশােধনের মধ্যে দিয়ে প্রথম মৌলিক অধিকারগুলিকে সঙ্কুচিত করা হয়?
(A) প্রথম সংশােধন
(B) দ্বিতীয় সংশােধন
(C) তৃতীয় সংশােধন
(D) চতুর্থ সংশােধন
Ans-(A) প্রথম সংশােধন

26.19 ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির বর্তমান সংখ্যা কত?
(A) 2টি
(B) 5টি
(C) 6টি
(D) 7টি
Ans-(C) 6টি

27.ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমেই ব্যবহৃত হয়েছে?
(A) সাম্যের অধিকার
(B) স্বাধীনতার অধিকার
(C) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(D) কোনােটিই নয়
Ans-(A) সাম্যের অধিকার

28.সংবিধান সংশােধনী বিল কোথায় পাস হতে হয়?
(A) শুধুমাত্র লােকসভায়
(B) শুধুমাত্র রাজ্যসভায়
(C) পার্লামেন্টের উভয় কক্ষে
(D) বিধান পরিষদে
Ans-(C) পার্লামেন্টের উভয় কক্ষে

29.বলপূর্বক শ্রমবিরােধী আইন (The Bonded Labour System Abolition Act) ভারতে কবে পাস হয় ?
(A) 1976
(B) 1979
(C) 1980
(D) 1997
Ans-(A) 1976

30.আইনবিরােধী কাজকর্ম প্রতিরােধ আইন (Unlawful Activities Prevention Act) ভারতে কবে পাস হয়?
(A) 1965
(B) 1967
(C) 1977
(D) 1980
Ans-(B) 1967

31.কোন ধারা বলে ভারতীয় পার্লামেন্ট সশস্ত্র সেনাবাহিনী বা পুলিশ ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ বা পরিমার্জন করতে পারে?
(A) 33 ধারা
(B) 34 ধারা
(C) 35 ধারা
(D) 360 ধারা
Ans-(A) 33 ধারা

32.সরকারী কোনাে পদ কোনাে ব্যক্তি অন্যায্যভাবে দখল করে থাকলে সুগ্রীম কোর্ট কোন্ লেখটি জারী করতে পারে ?
(A) পরমাদেশ
(B) উৎপ্রেষণ
(C) অধিকার পৃচ্ছা
(D) প্রতিষেধ
Ans-(C) অধিকার পৃচ্ছা

33.পরমাদেশ (Mandamus) নীচের কাদের ক্ষেত্রে জারী করা যায় না?
(A) রাষ্ট্রপতির ক্ষেত্রে
(B) রাজ্যপালের ক্ষেত্রে
(C) কোনাে বেসরকারী আধিকারিকের ক্ষেত্রে
(D) উপরের সবগুলির ক্ষেত্রে
Ans-(D) উপরের সবগুলির ক্ষেত্রেই

34.গণপরিষদের খসড়া কমিটির মােট সদস্যসংখ্যা কত ছিল?
(A) সাত জন
(B) দশ জন
(C) পাঁচ জন
(D) আট জন
Ans-(A) সাত জন

35.ভারতীয় সংবিধানের প্রথম খসড়া (The first draft of the Constitution of India) কবে প্রকাশিত হয় ?
(A) February 1948
(B) May 1947
(C) February 1950
(D) June 1946
Ans-(A) February 1948 


          অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের ভারতের সংবিধান বিষয়ের সমস্ত  প্রশ্ন ও উত্তর    ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই  ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

    

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();