ষষ্ঠ শ্রেণীর ইতিহাস (দ্বিতীয় অধ্যায়)
Tables of contents :-
* ষষ্ঠ শ্রেণীর ইতিহাস
*short question&answer
** ষষ্ঠ শ্রেণীর ইতিহাস MCQ
ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর : ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা (দ্বিতীয় অধ্যায়) ষষ্ঠ শ্রেণীর ইতিহাস – ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা (দ্বিতীয় অধ্যায়) থেকে সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত Question and Answer) গুলি আগামী – পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
তোমরা যারা ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা (দ্বিতীয় অধ্যায়) – ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
(A) ঢোলাবিরায়
(B) মহেনজোদারোয়
(C) হরপ্পায়
(D) মেহেরগড়ে
Ans. (D) মেহেরগড়ে
2.হরপ্পা সভ্যতায় কোন্ ধাতু নির্মিত নারীমূর্তি পাওয়া গেছে?
(A) তামা
(B) সোনা
(C) ব্রোঞ্জ
(D) রুপো
Ans. (C) ব্রোঞ্জ
3.উপমহাদেশে সবথেকে পুরোনো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে—
(A) হরপ্পায়
(B) মহেনজোদারোতে
(C) মেহেরগড়ে
(D) লোথালে
Ans. (C) মেহেরগড়ে
4. হরপ্পা সভ্যতায় মৃতদেহের মাথা যে দিক করে শুইয়ে রাখা হত
(A) উত্তরদিক করে
(B) দক্ষিণদিক করে
(C) পশ্চিমদিক করে
(D) পূর্বদিক করে
Ans. (A)উত্তরদিক করে
5.হরপ্পা ও মহেনজোদারো বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন
(A) দয়ারাম সাহানি
(B) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(C) জন মার্শাল
(D) জঁ ফ্রাঁসোয়া জারিজ
Ans. (C) জন মার্শাল
6.মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য ছিল এর
(A) বৃহৎ স্নানাগার
(B) শস্যের গোলা
(C) বাণিজ্য বন্দর
(D) সমাধিক্ষেত্র
Ans. (D) সমাধিক্ষেত্র
7. মহেনজোদারোতে পাওয়া গেছে একটি
(A) পাথরের তৈরি নারীমূর্তি
(B) ব্রোঞ্জের তৈরি নারীমূর্তি
(C) লোহার তৈরি নারীমূর্তি
(D) তামার তৈরি নারীমূর্তি
Ans. (B)ব্রোঞ্জের তৈরি নারীমূর্তি
8.সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল—
(A) ১৯১৮ খ্রি.
(B) ১৯১২ খ্রি.
(C) ১৯২২ খ্রি.
(D) ১৯৩২ খ্রি.
Ans. (C) ১৯২২ খ্রি
9.মহারাষ্ট্রের দৈমাবাদ অঞ্চলটি ছিল হরপ্পা সভ্যতার
(A) উত্তর সীমা
(B) দক্ষিণ সীমা
(C) পূর্ব সীমা
(D) পশ্চিম সীমা
Ans. (B) দক্ষিণ সীমা
10.হরপ্পার বণিকরা পাকাপাকি বসতি গড়ে তুলেছিল—
(A) মিশরে
(B) সুমেরে
(C) ব্যাবিলনে
(D) মেসোপটেমিয়াতে
Ans. (D) মেসোপটেমিয়াতে
11.লোথাল শব্দের অর্থ হল
(A) বন্দর
(B) লাঙল
(C) মৃতের স্থান
(D) লোহার থালা
Ans. (C) মৃতের স্থান
12.হরপ্পা সভ্যতা হল
(A) প্রাক্ইতিহাস যুগের সভ্যতা
(B) প্রায়-ইতিহাস যুগের সভ্যতা
(C) ইতিহাস যুগের সভ্যতা
(D) আধুনিক যুগের সভ্যতা
Ans.( B) প্রায়-ইতিহাস যুগের সভ্যতা
13.হরপ্পায় পূজা হত
(A) ষাঁড়ের
(B) সিংহের
(C) গোরুর
(D) ভেড়ার
Ans. (A)ষাঁড়ের
14.মহেনজোদারোতে প্রথম (১৯২১ খ্রি.) খনন কাজ শুরু করে
(A) দয়ারাম সাহানি
(B) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(C) জন মার্শাল
(D) জঁ ফ্রঁসোয়া জারিজ প্রথম
Ans. (B) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
15.হরপ্পা সভ্যতায় কোন্ ধাতু নির্মিত নারীমূর্তি পাওয়া গেছে?
(A) তামা
(B) সোনা
(C) ব্রোঞ্জ
(D) রুপো
Ans. (C)ব্রোঞ্জ
16.হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র হল—
(A) মগধ
(B) লোথাল
(C) গান্ধার
(D) বৎস
Ans. (B)লোথাল
17.মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার ক-টি সিলমোহর পাওয়া গেছে?
(A) বাইশটি
(B) তেইশটি
(C) চবিবশটি
(D) পঁচিশটি
Ans. (B)তেইশটি
18.হরপ্পা সভ্যতার মৃতদেহকে
(A) দাহ করা হত
(B) নদীতে ভাসিয়ে দেওয়া হত
(C) সমাধিস্থ করা হত
(D) মমি করে রাখা হত
Ans. (C)সমাধিস্থ করা হত
19.মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল
(A) তাম্র-প্রস্তর যুগে
(B) তাম্র-লৌহ যুগে
(C) তাম্র-ব্রোঞ্জ যুগে
(D) রৌপ্য মুদ্রা যুগে
Ans. (A)তাম্র-প্রস্তর যুগে
20.বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান ছিল হরপ্পা সভ্যতার
(A) উত্তর সীমা
(B) দক্ষিণ সীমা
(C) পূর্ব সীমা
(D) পশ্চিম সীমা
Ans. (D)পশ্চিম সীমা
Ans. আদিম মানুষ নিজের বুদ্ধি আর পরিশ্রমের জোরে সভ্য হয়ে উঠেছে।
2.কবে থেকে মানুষ জোট বাঁধতে শুরু করেছিল? (এক কথায় উত্তর দাও)
Ans. পাথরের যুগ থেকে মানুষ জোট বাঁধতে শুরু করেছিল
3.যার যত_______তার তত ফসল (a) জমি (b) ভূমি (c) টাকা (শূন্যস্থান পূরন করো)
Ans. জমি
4.হরপ্পার সমাজজীবনে কোন্ শ্রেণির মানুষদের বিশেষ মর্যাদা ছিল? (এক কথায় উত্তর দাও)
Ans. হরপ্পার সমাজজীবনে বণিক শ্রেণির মানুষদের বিশেষ মর্যাদা ছিল।
5.হরপ্পার সিলমোহরগুলি থেকে কী কী জানা যায়? (এক কথায় উত্তর দাও)
Ans. হরপ্পার সিলমোহরগুলি থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস সম্পর্কে অনেক তথ্য জানা যায়।
6.তাম্র-ব্রোঞ্জ যুগের সবচেয়ে বড়ো সভ্যতা কী? (এক কথায় উত্তর দাও)
Ans. তাম্র-ব্রোঞ্জ যুগের সবচেয়ে বড়ো সভ্যতা হল হরপ্পা সভ্যতা।
7.হরপ্পা সভ্যতার মানুষ কোন্ কোন্ ধাতুর ব্যবহার জানত? (এক কথায় উত্তর দাও)
Ans. হরপ্পা সভ্যতার মানুষ তামা, কাঁসা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানত।
8.হরপ্পার মানুষ লিখতে জানতেন। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
9.হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি কীভাবে তৈরি হত? (এক কথায় উত্তর দাও)
Ans. হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি নরম পাথর কেটে তৈরি হত।
10.আদিম গোষ্ঠীসমাজে পুঁতি বানানোর কারিগরকে কাদের ওপর নির্ভর করতে হত? (এক কথায় উত্তর দাও)
Ans. আদিম গোষ্ঠীসমাজে পুঁতি বানানোর কারিগরকে ব্রোঞ্জের কারিগর এবং কুমোরের ওপরে নির্ভর করতে হত
11.হরপ্পা সভ্যতা হল একটি প্রাক-ঐতিহাসিক যুগের সভ্যতা। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
12.ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতায় নগরের উদ্ভবকে বলা হয়_______ (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় নগরায়ণ (শূন্যস্থান পূরন করো)
Ans. প্রথম
13.হরপ্পার সঙ্গে কোন বিদেশি সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ ছিল? (এক কথায় উত্তর দাও)
Ans. হরপ্পার সঙ্গে মেসোপটেমীয় সভ্যতা নামক বিদেশি সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ ছিল।
14.হরপ্পা সভ্যতা হল একটি প্রাক-ঐতিহাসিক যুগের সভ্যতা। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
15. সময় এগোনোর সঙ্গে সঙ্গে আদিম মানষ হয়ে উঠেছে_______ (a) সভ্য (b) অসভ্য (c) মূখ (শূন্যস্থান পূরন করো)
Ans. সভ্য
16.সিন্ধু সভ্যতার মহেন-জো-দারো নামক কেন্দ্রটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. সিন্ধু সভ্যতার মহেন-জো-দারো নামক কেন্দ্রটি ১৯২২ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়।
17.কীভাবে শুরু হয় জমির জন্য লড়াই? (এক কথায় উত্তর দাও)
Ans. স্থায়ী বসতবাড়ি ও চাষের জন্য জমির চাহিদা বাড়ে ফলে শুরু হয় জমির জন্য লড়াই।
18.সমাজে কীসের বিচারে মানুষের নানা ভাগ তৈরি হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. সমাজে কাজের বিচারে মানুষের নানা ভাগ তৈরি হয়
19.হরপ্পার সিলমোহরগুলি থেকে কী কী জানা যায়? (এক কথায় উত্তর দাও)
Ans. হরপ্পার সিলমোহরগুলি থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস সম্পর্কে অনেক তথ্য জানা যায়।
20.কবে থেকে মানুষ জোট বাঁধতে শুরু করেছিল? (এক কথায় উত্তর দাও)
Ans. পাথরের যুগ থেকে মানুষ জোট বাঁধতে শুরু করেছিল
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ষষ্ঠ শ্রেণীর ইতিহাস – ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর পােস্টটি পড়ার জন্য
এই ভাবেই ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।
No comments:
Post a Comment