ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর:-
* ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
* short question&answer
* type of question MCQ
ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর : আকাশ ভরা সূর্য তারা (প্রথম অধ্যায়) Geography : ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আকাশ ভরা সূর্য তারা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর |
১.সূর্যের আনুমানিক আয়ু প্রায়—
(A) 2000
(B) 1000
(C) 500
(D) 100 কোটি বছর
উত্তর- (B)1000
২. হ্যালির ধূমকেতু আবার দেখা যেতে পারে—
(A) 2050 সালে
(B) 2062 সালে
(C) 2070 সালে
(D) 2090 সালে
উত্তর- (B)2062 সালে
৩. মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের, সেটি হল—
(A) পৃথিবী
(B) শনি
(C) বৃহস্পতি
(D) নেপচুন
উত্তর- (C)বৃহস্পতি
৪.লালগ্রহ’ নামে পরিচিত হল—
(A) পৃথিবী
(B) বৃহস্পতি
(C) মঙ্গল
উত্তর- (C)মঙ্গল
৫. পৃথিবীর প্রথম মহাকাশচারী—
(A) ইউরি গ্যাগারিন
(B) ভ্যালেন্তিনা তেরেসকোভা
(C) রাকেশ শর্মা
(D) নীল আর্মস্ট্রং
উত্তর- (A)ইউরি গ্যাগারিন
৬. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়—
(A) 1969 সালে
(B) 1975 সালে
(C) 1989 সালে
(D) 1990 সালে
উত্তর- (B)1975 সালে
৭. ভারতীয় মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্রটি
(A) কলকাতায়
(B) দিল্লিতে
(C) বেঙ্গালুরুতে
(D) মুম্বইতে অবস্থিত
উত্তর- (C)বেঙ্গালুরুতে
৮. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায়—
(A) 14 কোটি 95 লক্ষ কিমি
(B) 10 কোটি কিমি
(C) 3 লক্ষ 84 হাজার কিমি
(D) 15 কোটি 30 লক্ষ কিমি
উত্তর- (C)3 লক্ষ 84 হাজার কিমি
৯.ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়—
(A) 1969 সালে
(B) 1975 সালে
(C) 1989 সালে
(D) 1990 সালে
উত্তর- (B)1975 সালে
১০. এর মধ্যে যেটি নক্ষত্রমণ্ডল নয় সেটি হল—
(A) ক্যাসিওপিয়া
(B) কালপুরুষ (আরও gk পড়তে click করুণ https://worldclassgk.blogspot.com/?m=1
(C) লুন্ধক
(D) মাকিমাকি
উত্তর- (C) লুন্ধক
ন্ধ্যাতারা ও শুকতারা নামে ডাকা হয় যে গ্রহকে, সেটি হল—
(A) বুধ
(B) শুক্র
(C) মঙ্গল
(D) পৃথিবী
উত্তর- (B) শুক্র
১২. ভারতের প্রথম মহাকাশচারী—
(A) রাজেশ শর্মা
(B) রাকেশ শর্মা
(C) রাম শর্মা
(D) রোহিত শর্মা
উত্তর-B) রাকেশ শর্মা
১৩.আলোর গতিবেগ সেকেন্ডে প্রায়—
(A) 4.5
(B) 8
(C) 3
(D) 5 লক্ষ কিমি
উত্তর- (C) 3
১৪.পৃথিবী থেকে
(A) চাঁদকে ছোটো, সূর্যকে বড়ো দেখায়
(B) চাঁদ সূর্য দুটোই সমান দেখায়
(C) সূর্যকে ছোটো, চাঁদকে বড়ো দেখায়
(D) কোনোটিই নয়
উত্তর- (B)চাঁদ সূর্য দুটোই সমান দেখায়
১৫.সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ আছে—
(A) পৃথিবীর
(B) বৃহস্পতির
(C) শনির
(D) মঙ্গলের
উত্তর- (B)বৃহস্পতির
১৬.মাটিতে আয়রন অক্সাইড (লোহা) বেশি থাকায় মঙ্গল গ্রহকে—
(A) লালচে
(B) বাদামি
(C) কালো
(D) হলুদ দেখায়
উত্তর- (A) লালচে
১৭.শুক্ৰগ্রহে একবছর সম্পন্ন হয়—
(A) 243 দিনে
(B) 365 দিনে
(C) 650 দিনে
(D) 690 দিনে
উত্তর- (A) 243 দিনে
১৮.অমাবস্যা থেকে পুণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত চাঁদের বাড়াকমাকে বলে –
(A) চন্দ্রযান
(B) চন্দ্রমাস
(C) চন্দ্রকলা
(D) চন্দ্রদিন
উত্তর- (C)চন্দ্রকলা
১৯. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায়—
(A) 14 কোটি 95 লক্ষ কিমি
(B) 10 কোটি কিমি
(C) 3 লক্ষ 84 হাজার কিমি
(D) 15 কোটি 30 লক্ষ কিমি
উত্তর- (C) 3 লক্ষ 84 হাজার কিমি
২০.সূর্যের বাইরের পৃষ্ঠের উষ্ণতা প্রায়—
(A) 6000°সে
(B) 7000°সে
(C) 8000°সে
(D) 9000°সে
উত্তর-( A) 6000°সে
২১. শুক্র গ্রহের পরিক্রমণ পথ হল—
(A) ঘড়ির কাঁটার দিকে
(B) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
(C) কখনও ঘড়ির কাঁটার দিকে কখনও ঘড়ির কাঁটার বিপরীতে
(D) নির্দিষ্ট কোনো পথ নেই
উত্তর- (A)ঘড়ির কাঁটার দিকে
২২. কালপুরুষ হল একধরনের—
(A) সৌরমণ্ডল
(B) নক্ষত্রমণ্ডল
(C) ছায়াপথ
(D) বকমন্ডল
উত্তর- (B) নক্ষত্রমণ্ডল
২৩.মহাকাশচারীরা মহাকাশে যাওয়ার সময় যে পোশাক পরে, তা হল—
(A) বেদিং স্যুট
(B) ওয়েডিং স্যুট
(C) স্পেস স্যুট
(D) স্পেস ক্রাফ্ট
উত্তর- (C) স্পেস স্যুট
২৪.সৌরজগতের উষ্ণতম গ্রহ—
(A) শুক্র
(B) বৃহস্পতি
(C) ইউরেনাস
(D) নেপচুন
উত্তর-( A)শুক্র
২৫. পৃথিবীর প্রথম মহাকাশচারী—
(A) ইউরি গ্যাগারিন
(B) ভ্যালেন্তিনা তেরেসকোভা
(C) রাকেশ শর্মা
(D) নীল আর্মস্ট্রং
উত্তর- (A) ইউরি গ্যাগারিন
২৬.যে গ্রহ আবর্তনে সবচেয়ে কম সময় নেয়, তা হল—
(A) নেপচুন
(B) শনি
(C) ইউরেনাস
(D) বৃহস্পতি
উত্তর-(B) শনি
২৭.সূর্যের সবচেয়ে কাছের গ্রহ—
(A) বুধ
(B) পৃথিবী
(C) মঙ্গল
(D) বৃহস্পতি
উত্তর- (A) বুধ
২৮.বৃহস্পতির তাপমাত্রা—
(A) -150°সে
(B) -160°সে
(C) -184°সে
উত্তর-( A ) -150°সে
২৯.ভূগোলের সবচেয়ে পুরোনো চর্চার নাম হল—
(A) জ্যোতিষবিদ্যা
(B) মহাকাশবিদ্যা
(C) জ্যোতি র্ভূগোল
(D) মহাকাশ গবেষণা
উত্তর-( A) জ্যোতিষবিদ্যা
৩০.মঙ্গল আর বৃহস্পতির মাঝে রয়েছে—
(A) 20000
(B) 30000
(C) 40000
(D) 60000 গ্রহাণুপুঞ্জ
উত্তর- (C) 40000
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ষষ্ঠ শ্রেণীর ভূগোল – আকাশ ভরা সূর্য তারা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর পড়ার জন্য
No comments:
Post a Comment