ষষ্ঠ শ্রেণীর ইতিহাস (প্রথম অধ্যায়)
* ষষ্ঠ শ্রেণীর ইতিহাস
* ষষ্ঠ শ্রেণীর ইতিহাস MCQ
* শূন্যস্থান পূরণ
* এককথায় উত্তর
* short question & answer
১. আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল?
(A) আফ্রিকা থেকে
(B) ইউরোপ থেকে
(C) এশিয়া থেকে
(D) লাতিন আমেরিকা থেকে
উত্তর- (A) আফ্রিকা থেকে
২. আদিম মানুষের মধ্যে প্রথম হাতকুঠার বানাতে শেখে
(A) হোমো হাবিলিস
(B) হোমো স্যাপিয়েন্স
(C) হোমো ইরেকটাস
(D) অস্ট্রালোপিথেকাস
উত্তর- (C) হোমো ইরেকটাস
৩. ভীমবেটকা গুহা ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?
(A) গুজরাট
(B) মধ্যপ্রদেশ
(C) কর্ণাটক
(D) মহারাষ্ট্র
উত্তর- (B) মধ্যপ্রদেশ
৪. প্রাচীন কালে আফ্রিকা মহাদেশের যে অংশে ঘন জঙ্গল ছিল, সেটি হল—
(A) পশ্চিম অংশে
(B) উত্তর অংশে
(C) পূর্ব অংশে
(D) দক্ষিণ অংশে
উত্তর- (C)পূর্ব অংশে
৫.. এশিয়ার কোন্ দেশে পুরোনো মানুষের কঙ্কাল ও হাড়গোড় খুঁজে পাওয়া গেছে?
(A) চিন
(B) ভারত
(C) সুমাত্রা
(D) জাপান
উত্তর- (A) চীন
৬. মাঝের পাথরের যুগে তৈরি পাত্রগুলি ছিল—
(A) লোহার
(B) তামার
(C) দস্তার
(D) মাটির
উত্তর- (D) মাটির
৭. প্রধানত কীসের আকার থেকেই আদিম মানুষের নানারকম ভাগ করা হয়?
(A) মস্তিষ্কের
(B) পায়ের
(C) হাতের আঙুলের
(D) মেরুদণ্ডে
উত্তর- (A) মস্তিষ্কের
৮. পুরোনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল—
(A) সহজসরল
(B) কঠিন ও কষ্টের
(C) খুব ভালো
(D) ভালো
উত্তর- (B) কঠিন ও কষ্টের
৯. এখনও পর্যন্ত সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে
(A) ভারতে
(B) পূর্ব আফ্রিকাতে
(C) মিশরে
(D) দক্ষিণ আফ্রিকাতে
উত্তর- (B) পূর্ব আফ্রিকাতে
১০. এশিয়ার কোন্ দেশে পুরোনো মানুষের কঙ্কাল ও হাড়গোড় খুঁজে পাওয়া গেছে?
(A) চিন
(B) ভারত
(C) সুমাত্রা
(D) জাপান
উত্তর- (A) চিন
১১. মুন্সগি উপত্যকা থেকে পাওয়া গেছে
(A) পুরোনো পাথরের যুগের হাতিয়ার
(B) মাঝের পাথরের যুগের হাতিয়ার
(C) নতুন পাথরের যুগের হাতিয়ার
(D) আদিম মানুষের কঙ্কাল
উত্তর-( A) পুরোনো পাথরের যুগের হাতিয়ার
১২. ভারতীয় উপমহাদেশে পুরোনো পাথরের যুগে খাবার জোগাড় করার জন্য কী যন্ত্র ব্যবহার করা হত?
(A) তীক্ষ ছুরি
(B) ভারী ছুরি
(C) ভারী নিরেট পাথরের হাতকুঠার
(D) ভারী নিরেট পাথরের চপার
উত্তর- (C) ভারী নিরেট পাথরের হাতকুঠার
১৩. আলতামিরা গুহার ছাদে যে প্রাণীর ছবি দেখা যায়. সেটি হল—
(A) ষাঁড়ের
(B) হরিণের
(C) সিংহের
(D) মোষের
উত্তর- (A)ষাঁড়ের
১৪. মানুষ পৃথিবীতে এসেছে
(A) আনুমানিক ১০ থেকে ২০ লক্ষ বছর আগে
(B) আনুমানিক ২০ থেকে ৩০ লক্ষ বছর আগে
(C) আনুমানিক ৩০ থেকে ৪০ লক্ষ বছর আগে
(D) আনুমানিক ৪০ থেকে ৫০ লক্ষ বছর আগে
উত্তর- (C) আনুমানিক ৩০ থেকে ৪০ লক্ষ বছর আগে
১৫.. আদিম মানুষের মধ্যে প্রথম বর্শা জাতীয় পাথরের অস্ত্র বানিয়েছিল
(A) হোমো ইরেকটাস
(B) হোমো স্যাপিয়েন্স
(C) অস্ট্রালোপিথেকাস
(D) হোমো হাবিলিস
উত্তর- (B) হোমো স্যাপিয়েন্স
১৬. মাঝের পাথরের যুগে তৈরি পাত্রগুলি ছিল—
(A) লোহার
(B) তামার
(C) দস্তার
(D) মাটির
উত্তর- (D) মাটির
১৭. উপমহাদেশের আবহাওয়া গরম হতে শুরু করে আনুমানিক
(A) দশ হাজার খ্রিস্টপূর্ব নাগাদ
(B) পনেরো হাজার খ্রিস্টপূর্ব নাগাদ
(C) কুড়ি হাজার খ্রিস্টপূর্ব নাগাদ
(D) পঁচিশ হাজার খ্রিস্টপূর্ব নাগাদ
উত্তর-(A) দশ হাজার খ্রিস্টপূর্ব নাগাদ
১৮. লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল—
(A) বরফে ঢাকা
(B) ঘন জঙ্গলে ঢাকা
(C) কুয়াশায় ঢাকা
(D) জলে ঢাকা
উত্তর-(B) ঘন জঙ্গলে ঢাকা
১৯. ভীমবেটকা গুহা ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?
(A) গুজরাট
(B) মধ্যপ্রদেশ
(C) কর্ণাটক
(D) মহারাষ্ট্র
উত্তর-(B) মধ্যপ্রদেশ
২০. কোন্টি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না?
(A) পাথরের ভোতা হাতিয়ার বানানো
(B) গাছের ছাল গায়ে জড়ানো
(C) পাথর ঠুকে আগুন জ্বালানো
(D) পোড়া ইটের বাড়ি বানানো
উত্তর- (D) পোড়া ইটের বাড়ি বানানো
২১.অন্যান্য প্রাণীদের থেকে মানুষের বেশি উন্নতি ঘটেছে
(A) রাজনীতির জন্য
(B) সমাজব্যবস্থার জন্য
(C) সংস্কৃতির জন্য
(D) অর্থনীতির জন্য
উত্তর -(C) সংস্কৃতির জন্য
২২. পুরোনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল—
(A) সহজসরল
(B) কঠিন ও কষ্টের
(C) খুব ভালো
(D) ভালো
উত্তর -(B) কঠিন ও কষ্টের
২৩. আদিম মানুষের মধ্যে প্রথম হাতকুঠার বানাতে শেখে
(A) হোমো হাবিলিস
(B) হোমো স্যাপিয়েন্স
(C) হোমো ইরেকটাস
(D) অস্ট্রালোপিথেকাস
উত্তর -(C) হোমো ইরেকটাস
২৪. এখনও পর্যন্ত সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে
(A) ভারতে
(B) পূর্ব আফ্রিকাতে
(C) মিশরে
(D) দক্ষিণ আফ্রিকাতে
উত্তর- (B) পূর্ব আফ্রিকাতে
২৫. আদিম মানুষের মধ্যে প্রথম পাথরের অস্ত্র বানায়
(A) হোমো হাবিলিস
(B) হোমো ইরেকটাস
(C) হোমো স্যাপিয়েন্স
(D) অস্ট্রালোপিথেকাস
উত্তর- (A) হোমো হাবিলিস
২৬. গুহা থেকে বেরিয়ে ছোটো ছোটো বসতি বানানো শুরু করে_______পাথরের যুগের মানুষ। (a) পুরোনো (b) মাঝের (c) নতুন (শূন্যস্থান পূরন করো)
উত্তর- মাঝের।
২৭. _______যুগে আদিম মানুষ কৃষিকাজ শেখে। (a) নতুন পাথরের (b) পুরোনো পাথরের (c) মাঝের পাথরের (শূন্যস্থান পূরন করো)
উত্তর- নতুন পাথরের
২৮.উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে কোন্ যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে? (এক কথায় উত্তর দাও)
উত্তর- উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে মাঝের পাথরের যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে
২৯. _________ মানে খুব পুরোনো বা গোড়ার দিকে। (a) প্রাচীন (b) নবীন (c) আদিম (শূন্যস্থান পূরন করো)
উত্তর- আদিম
৩০. বনে লাগা আগুনকে কী বলে? (এক কথায় উত্তর দাও)
উত্তর- বনে লাগা আগুনকে দাবানল বলে।
৩১. হুন্সগি উপত্যকা কোথায় অবস্থত? (এক কথায় উত্তর দাও)
উত্তর- কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর-পশ্চিমে হুন্সপি উপত্যকা অবস্থিত।
৩২. কীসের ব্যবহার আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে মানুষের খাবারের অভ্যাস বদলে দিয়েছিল? (এক কথায় উত্তর দাও)
উত্তর-আগুনের ব্যবহার আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে দিয়েছিল।
৩৩ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের_______নমুনাই বেশি পাওয়া গেছে। (a) হাড়গোড়ের (b) হাতিয়ারের (c) আসবাবের (শূন্যস্থান পূরন করো)
উত্তর- হাড়গোড়ের
৩৪. _______যুগে আদিম মানুষ কৃষিকাজ শেখে। (a) নতুন পাথরের (b) পুরোনো পাথরের (c) মাঝের পাথরের (শূন্যস্থান পূরন করো)
উত্তর- নতুন পাথরের
৩৫. গুহা থেকে বেরিয়ে ছোটো ছোটো বসতি বানানো শুরু করে_______পাথরের যুগের মানুষ। (a) পুরোনো (b) মাঝের (c) নতুন (শূন্যস্থান পূরন করো)
উত্তর- মাঝের
৩৬.পুরোনো পাথরের যুগের হাতিয়ার ছিল বড়ো, ভারী এবং অমসৃণ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর- সত্য
৩৭. আদিম মানুষ প্রথমে কী খেত? (এক কথায় উত্তর দাও)
উত্তর- আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত৷
৩৮. নর্মদা উপত্যকায় ________৮ হাজার বছর পুরোনো বন্যপশুর হাড় মিলেছে। (a) আজমগড়ে (b) মেহেরগড়ে (c) আদমগড়ে (শূন্যস্থান পূরন করো)
উত্তর- আদমগড়ে
৩৯.কোথায় কোথায় খুব পুরোনো মানুষের কঙ্কাল ও হাড়গোড় পাওয়া যায়? (এক কথায় উত্তর দাও)
উত্তর- আফ্রিকা, চিন ও জাভায় খুব পুরোনো মানুষের কঙ্কাল ও হাড়গোড় পাওয়া যায়।
৪০. ১৯৮৩ খ্রিস্টাব্দে হুন্সগি উপত্যকায় মাটি খুঁড়ে পাওয়া কয়েকটি হাতিয়ারের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর-১৯৮৩ খ্রিস্টাব্দে হুন্সগি উপত্যকায় মাটি খুঁড়ে পাওয়া কয়েকটি হাতিয়ারের নাম হল কুড়ল, ছোরা, চাঁছুনি প্রভৃতি।
৪১._______ শিবালিক পার্বত্য অঞ্চলে পুরোনো পাথরের হাতিয়ার মিলেছে। (a) হিমাচল প্রদেশের (b) উত্তরপ্রদেশের (c) মধ্যপ্রদেশের (শূন্যস্থান পূরন করো)
উত্তর- হিমাচল প্রদেশের
৪২.মানবসংস্কৃতি থেকে সভ্যতা আলাদা। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর- সত্য
৪৩. হাদার কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর- আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় একটি জায়গার নাম হল হাদার।
৪৪. _______ মাটি খুঁড়ে মুন্সগি উপত্যকায় পুরোনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে। (a) ১৭৮৩ (b) ১৮৮৫ (c) ১৯৮৩ খ্রিস্টাব্দে (শূন্যস্থান পূরন করো)
উত্তর- ১৯৮৩
৪৫. কত বছর আগে হুন্সগি উপত্যকায় মাটি খুঁড়ে পুরোনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে? (এক কথায় উত্তর দাও)
উত্তর- প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ বছর আগে মুন্সগি উপত্যকায় মাটি খুঁড়ে পুরোনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে।
৪৬. আদিম মানুষের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হল_______ (a) ধাতু (b) চাকা (c) আগুন (শূন্যস্থান পূরন করো)
উত্তর- আগুন
৪৭. _______ছুরি ছিল একটি প্রধান হাতিয়ার। (a) মাঝের পাথরের যুগে (b) মধ্য পুরোনো পাথরের যুগে (c) অন্ত পুরোনো পাথরের যুগে (শূন্যস্থান পূরন করো)
উত্তর- মধ্য পুরোনো পাথরের যুগে
৪৮. খোলা আকাশের নীচে. কখনও বা গুহায় থাকতে শেখে_______পাথরের যুগের মানুষ। (a) পুরোনো (b) মাঝের (c) নতুন (শূন্যস্থান পূরন করো)
উত্তর-পুরোনো
৪৯.আদিম মানুষের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হল_______ (a) ধাতু (b) চাকা (c) আগুন (শূন্যস্থান পূরন করো)
উত্তর- আগুন
No comments:
Post a Comment