মৃত্তিকা (দ্বিতীয় অধ্যায়) – দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন || Class 12 geography suggetion || - SM Textbook

Fresh Topics

Tuesday, July 25, 2023

মৃত্তিকা (দ্বিতীয় অধ্যায়) – দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন || Class 12 geography suggetion ||

  

মৃত্তিকা (দ্বিতীয় অধ্যায়) – দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন ||  Class 12 geography suggetion ||






. ‘ সোলাম ‘ কী ? 

উত্তরঃ মৃত্তিকা পরিলেখে পরিণত মাটির নরম , শিথিল , ঝুরঝুরে ও হিউমাস সমৃদ্ধ ‘ A ‘ এবং ‘ B ’ স্তরকে একত্রে ‘ সোলাম ‘ বা মৃত্তিকাদেহ বলে । 

২. অপরিণত মাটি কী ? 

উত্তরঃ যথেষ্ট সময়ের অভাবে যে মুক্তিকায় সবক’টি স্তর গড়ে উঠতে পারে না তাকে অপরিণত মাটি বলে । 

৩. এভোডায়ানামরফিক ( Endodianamorphic ) মাটি কাকে বলে ? 

উত্তরঃ মাটি গঠনের প্রাথমিক পর্যায়ে মূল উপকরণের ভিত্তিতে যে মাটি গঠিত হলো , তাকে এন্ডোডায়ানামরফিক মাটি বলে । যেমন — লিমোসেল। 

৪. মৃত্তিকাদূষণ কাকে বলে ? 

উত্তরঃ প্রাকৃতিক ও মানবিক ক্রিয়াকলাপের ফলে ভূপৃষ্ঠের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তনের মাধ্যমে যখন মৃত্তিকার গুণগত মান হ্রাস পায় এবং উদ্ভিদ ও প্রাণীকুলের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তখন তাকে মৃত্তিকাদূষণ বলে । 

৫. ল্যাটেরাইট মৃত্তিকার দু’টি বৈশিষ্ট্য লেখো । 

উত্তরঃ 1) এই মৃত্তিকা সাধারণত লোহা ও অ্যালুমিনিয়ামে সমৃদ্ধ । 2) এই মৃত্তিকা ইটের মতো শক্ত ও লাল রঙের , অত্যন্ত অনুর্বর এবং কৃষিকাজ খুব একটা হয় না । 

৬. খনিজকরণ কাকে বলে ? 

উত্তরঃ হিউমাস বায়ুর অক্সিজেনের সাথে জারিত হলে এর অন্তর্গত খনিজ মৃত্তিকায় মিশে যায় । একে খনিজকরণ বলে । 

৭. মাল কী ? 

উত্তরঃ পর্ণমোচী অরণ্যে আলগা ও মুচমুচে ধরনের মাটির ওপরের ‘ 0 ‘ স্তরটিকে মৃত্তিকাবিজ্ঞানের ভাষায় মাল বলে । 

৮. মৃত্তিকা ক্যাটেনা কাকে বলে ?

উত্তরঃ একইরকম জলবায়ু ও মূল শিলাযুক্ত অঞ্চলের পার্বত্য ভূমিঢালে শুধুমাত্র জলনিকাশি ব্যবস্থা ও ভূমিরূপের পার্থক্যের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মৃত্তিকা সৃষ্টি হয় , তাকে মৃত্তিকা ক্যাটেনা বলে । 

৯. ভার্টিসল মৃত্তিকা ভারতে কী নামে পরিচিত ? 

উত্তরঃ ক্লে খনিজ দ্বারা গঠিত যে মাটি জল পেয়ে ফুলে ওঠে এবং শুকিয়ে গেলে শক্ত ও বড়ো ফাটলের সৃষ্টি হয় তাকে ভার্টিসল মৃত্তিকা বলে । ভারতের ডেকানট্র্যাক ( রেগুর ) ও অস্ট্রেলিয়ায় এই মৃত্তিকা দেখা যায় । 

১০. মেইজেশন কী ? 

উত্তরঃ জলযুক্ত নিম্নভূমি বা জলাভূমিতে মাটি সৃষ্টির প্রক্রিয়াকে গ্লেইজেশন বলে ।

১১. বেলেমাটিতে বালির ভাগ ন্যূনতম কত থাকা উচিত ? 

উত্তরঃ 85 % . 

১২. মৃত্তিকার পরিলেখ বিকাশ বেশি হয় কোন অঞ্চলে ? 

উত্তরঃ শীতল নাতিশীতোয় জলবায়ুর সরলবর্গীয় অরণ্য অঞ্চলে । মৃত্তিকাক্ষয়ের মনুষ্যসৃষ্ট কারণগুলি লেখো । বৃক্ষচ্ছেদন , অনিয়ন্ত্রিত পশুচারণ , জুমচাষ , অবৈজ্ঞানিক কৃষিকাজ । 

১৩. ‘ রেনজিনা ‘ কী ? 

উত্তরঃ চুনাপাথর অঞ্চলে এক ধরনের ধূসর মাটি সৃষ্টি হয় যাকে রেনজিনা বলে । 

১৪. ক্যালশিয়াম কার্বোনেট সমৃদ্ধ মৃত্তিকা কী নামে পরিচিত ? 

উত্তরঃ পেডোক্যাল নামে পরিচিত । 

১৫. ভার্টিসল বর্গের মাটির একটি উদাহরণ দাও । 

উত্তরঃ ভারতের কৃথ্বমৃত্তিকা । 

১৬. সিরোজেম মৃত্তিকা প্রধানত কোথায় সৃষ্টি হয় ?

উত্তরঃ সিরোজেম মৃত্তিকা প্রধানত মরু ও মরুপ্রায় অঞ্চলে দেখা যায় । 

১. ‘ স্পোডোেসল ’ মৃত্তিকার একটি উদাহরণ হলো (ক) পড়সল (খ) পলিমাটি (গ) চারনোজেম (ঘ) ল্যাটেরাইট 

উত্তরঃ (ক) পড়সল

২. শারীরবৃত্তীয় শুষ্ক মুক্তিকায় যে উদ্ভিদ জন্মায় , তা হলো- (ক) হাইড্রোফাইট (খ) মেসোফাইট (গ) জেরোফাইট (ঘ) হ্যালোফাইট

উত্তরঃ (ঘ) হ্যালোফাইট

৩. চুন ও লবণের পরিমাণের আধিক্যে গড়ে ওঠা মৃি হলো- (ক) পেডোক্যাল (খ) পেডালফার (গ) স্পোডোসোল (ঘ) সোলানচাক 

উত্তরঃ (ক) পেডোক্যাল

৪. অধিক উয় অঞ্চলে কাঁচা সবজিতে জৈব পদার্থের পরিমাণ কম হয় । ফলে মাটিতে হ্রাস পেতে থাকে – (ক) খনিজ পদার্থ (খ) অক্সিজেন (গ) নাইট্রোজেন (ঘ) ক্যালশিয়াম 

উত্তরঃ (গ) নাইট্রোজেন

৫. সর্বাধিক হিউমাস দেখা যায়— (ক) চারনোজেম (খ) ল্যাটেরাইট (গ) পডজল – মৃত্তিকাকে (ঘ) তুন্দ্রা 

উত্তরঃ (ক) চারনোজেম

৬. উত্তর – পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ – (ক) অধিক বৃষ্টি (খ) অধিক জলসেচ (গ) ভূমিধস (ঘ) জুমচাষ 

উত্তরঃ (ঘ) জুমচাষ

৭. ‘ সোলানচাক ‘ মাটি সৃষ্টির প্রক্রিয়া হলো – (ক) ল্যাটারাইজেশন (খ) স্যালিনাইজেশন (গ) ক্যালশিফিকেশন (ঘ) অ্যালক্যালাইজেশন 

উত্তরঃ (খ) স্যালিনাইজেশন

৮. নাতিশীতোর তৃণভূমি অঞ্চলের মুক্তিকা হলো— (ক) ভার্টিসল (খ) অক্সসল (গ) মলিসল (ঘ) জেলিসল 

উত্তরঃ (গ) মলিসল

৯. চুনাপাথর থেকে উদ্ভূত লাল রং – এর মাটিকে— (ক) টেরারোসা (খ) রেনজিনা (গ) ল্যাটেরাইট (ঘ) তুন্দ্রা মাটি বলে 

উত্তরঃ (ক) টেরারোসা

১০. মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক হলো— (ক) জলবায়ু (খ) ভূপ্রকৃতি (গ) মূল শিলাখণ্ড (ঘ) সময় 

উত্তরঃ (ক) জলবায়ু

১১. প্রশমিত মাটির pH মান কত ? (ক) 6.5 (খ) 6 (গ) 7.5 (ঘ) 7 

উত্তরঃ (ঘ) 7 

১২. চারনোজেম মৃত্তিকা সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার দ্বারা ? (ক) কার্বোনেশন (খ) অক্সিডেশন (গ) হাইড্রোলিসিস (ঘ) হাইড্রেশন 

উত্তরঃ (ক) কার্বোনেশন

১৩. ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার কোন স্তরে সংঘটিত হয় ? (ক) A স্তরে (খ) B স্তরে (গ) C স্তরে (ঘ) D স্তরে 

উত্তরঃ (খ) B স্তরে

১৪. মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো— (ক) উন্নতা (খ) ভূপ্রকৃতি (গ) বৃষ্টিপাত(ঘ) উদ্ভিদ 

উত্তরঃ (খ) ভূপ্রকৃতি

১৫. সোলোনেজ মৃত্তিকাকে বলে— (ক) আঞ্চলিক মৃত্তিকা (খ) আন্তঃআঞ্চলিক মৃত্তিকা (গ) অনাঞ্চলিক মৃত্তিকা (ঘ) কোনোটিই নয় 

উত্তরঃ (খ) আন্তঃআঞ্চলিক মৃত্তিকা

১৬. মৃত্তিকা পরিলেখের ‘ A ’ স্তর থেকে ‘ B ’ স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে— (ক) হিউমিফিকেশন (খ) স্যালিনাইজেশন (গ) ইলুভিয়েশন (ঘ) এলুভিয়েশন 

উত্তরঃ (গ) ইলুভিয়েশন


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();