উনবিংশ শতকের ইউরোপ নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর| class 9 3Rd chapter history questions answers| - SM Textbook

Fresh Topics

Thursday, July 27, 2023

উনবিংশ শতকের ইউরোপ নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর| class 9 3Rd chapter history questions answers|

  উনবিংশ শতকের ইউরোপ নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর| class 9 3Rd chapter history questions answers|





  1. ভিয়েনা সম্মেলনে মুখ্য চারটি শক্তি ছিল— A. অস্ট্রিয়া, রাশিয়া, ফ্রান্স ও প্রাশিয়া B. অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া ও ফ্রান্স C. অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড D. ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, প্রাশিয়া

Ans. C

  1. ইউরোপীয় শক্তি সমবায় স্থাপনের মূল উদ্যোক্তা ছিলেন— A. ট্যালিরান্ড B. প্রথম আলেকজান্ডার C. ক্যালরি D. মেটারনিখ

Ans. D

  1. ইটালির ঐক্য আন্দোলনের জনক ছিলেন— A. ম্যাৎসিনি B. ক্যাভুর C. গ্যারিবল্ডি D. ভিক্টর ইমানুয়েল

Ans. A

  1. গ্যাস্টিনের সন্ধি ছিল ‘ফাটলের উপর কাগজের প্রলেপ’—কথাটি বলেছিলেন— A. তৃতীয় নেপোলিয়ন B. বিসমার্ক C. ক্যাভুর D. দ্বিতীয় আলেকজান্ডার

Ans. B

  1. ‘কার্লসড ডিক্রি’ (1819 খ্রি) জারি করা হয়েছিল— A. ফ্রান্সে B. জার্মানিতে C. গ্রিসে D. বেলজিয়ামে

Ans. B

  1. লুই ব্যাঙ্ক, সেন্ট সাইমন ছিলেন— A. প্রজাতন্ত্র B. সমাজতন্ত্র C. রাজতন্ত্র D. একনায়কতন্ত্রের সমর্থক

Ans. B

  1. প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়— A. ভার্সাই সম্মেলন B. ভিয়েনা সম্মেলন C. প্যারিসের সম্মেলন D. জেনেভা সম্মেলন

Ans. B

  1. প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়— A. 1850 খ্রিস্টাব্দে B. 1848 খ্রিস্টাব্দে C. 1858 খ্রিস্টাব্দে D. 1862 খ্রিস্টাব্দে

Ans. C

  1. গ্রিসের জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা কে? – A. কোরায়েস B. মেটারনিখ C. ট্যালিরান্ড D. সেন্ট সাইমন

Ans. A

  1. জার্মানির ঐক্যসাধনে ছয় সপ্তাহের যুদ্ধ বলতে বোঝায়— A. অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ B. ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ C. ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ D. রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ

Ans. A

  1. ফ্রাঙ্কফোর্টের সন্ধি কাদের মধ্যে সম্পাদিত হয়? – A. ফ্রান্স ও রাশিয়া B. প্রাশিয়া ও রাশিয়া C. প্রাশিয়া ও অস্ট্রিয়া D. ফ্রান্স ও জার্মানি

Ans. D

  1. 1830 খ্রিস্টাব্দে পোল্যান্ডে বিদ্রোহ হয়েছিল— A. মেটারনিখগ্রে বিরুদ্ধে B. জার প্রথম নিকোলাসের বিরুদ্ধে C. তুরস্কের সুলতানের বিরুদ্ধে D. অস্ট্রিয়ার বিরুদ্ধে

Ans. B

  1. ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল— A. ইংল্যান্ডে B. প্রাশিয়াতে C. অস্ট্রিয়াতে D. ফ্রান্সে

Ans. C

  1. স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল – A. ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে B. ফ্রান্স ও ইটালির মধ্যে C. অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে D. অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে

Ans. D

  1. ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল— A. ইউরোপের পুনর্গঠন B. ইউরোপের সামরিকীকরণ C. নেপোলিয়নের শাস্তিবিধান/D. ফরাসি বিপ্লবের ধ্বংসসাধন

Ans. A

  1. কূটনীতির যাদুকর বলা হত— A. বিসমার্ককে B. গ্যারিবল্ডিকে C. মেটারনিখকে D. ক্যাভুরকে

Ans. C

  1. লুই ব্যাঙ্ক, সেন্ট সাইমন ছিলেন— A. প্রজাতন্ত্র B. সমাজতন্ত্র C. রাজতন্ত্র D. একনায়কতন্ত্রের সমর্থক

Ans. B

  1. জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন – A. দশম চার্লস B. অষ্টাদশ লুই C. লুই ফিলিপ D. লুই নেপোলিয়ন

Ans. C

  1. ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে যে আইনসভা গঠিত হয় তার সদস্যসংখ্যা ছিল— A. 730 B. 735 C. 750 D. 760

Ans. C

  1. ‘মির’ বলতে বোঝায়— A. শাসন পরিষদ B. বিচারসভা C. গ্রামসভা D. পৌরসভা

Ans. C

  1. ইটালিকে একটি ভৌগোলিক সংজ্ঞামাত্র বলে অভিহিত করেন— A. ট্যালিরান্ড B. মেটারনিখ C. লর্ড ক্যানিং D. রাশিয়ার জার প্রথম নিকোলাস

Ans. B

  1. ফ্রান্সের শেষ বুরবোঁ রাজা ছিলেন— A. চতুর্দশ লুইbB. অষ্টাদশ লুইbC. লুই ফিলিপ D. ষোড়শ লুই

Ans. B

  1. অষ্টাদশ লুইয়ের মৃত্যু হয়— A. 1824 খ্রিস্টাব্দে B. 1825 খ্রিস্টাব্দে C. 1827 খ্রিস্টাব্দে D. 1826 খ্রিস্টাব্দে

Ans. A

24. জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল— A. ফ্রান্সে B. জার্মানিতে C. ইতালিতে D. রাশিয়ায়

Ans. A


  1. বুরশেনস্যাফটন কোথায় গড়ে উঠেছিল? – A. ফ্রান্স B. অস্ট্রিয়া C. জার্মানি D. গ্রিস

Ans. C

  1. ‘মির’ বলতে বোঝায়— A. শাসন পরিষদ B. বিচারসভা C. গ্রামসভা D. পৌরসভা

Ans. C

  1. ইটালির ঐক্যে সবচেয়ে বড় বাধা ছিল— A. ভৌগোলিক অবস্থান B. ইটালির জমিদারগণ C. প্রাশিয়া D. অস্ট্রিয়া

Ans. D

  1. অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আন্তর্জাতিক সম্মেলনটি হয়েছিল সেখানে মিলিত হয়েছিল— A. ইউরোপীয় B. এশিয়ান C. আমেরিকান D. আফ্রিকান নেতৃবর্গ

Ans. A

  1. ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাবে গণতন্ত্র ও জাতীয়তাবাদ সফল হয়েছিল— A. ইটালিতে B. গ্রিসে C. জার্মানিতে D. বেলজিয়ামে

Ans. D

  1. ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন রাশিয়ার জার— A. প্রথম নিকোলাস B. দ্বিতীয় নিকোলাস C. প্রথম আলেকজান্ডার D. দ্বিতীয় আলেকজান্ডার

Ans. D

  1. লা-মার্টিন অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হয়েছিলেন— A. জার্মানির B. ইটালির C. রাশিয়ার D. ফ্রান্সের

Ans. D

  1. ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন— A. ষোড়শ লুই B. পঞ্চদশ লুই C. লুই ফিলিপ D. অষ্টাদশ লুই

Ans. C

  1. ক্যাভুর কোন যুদ্ধে অংশ নিয়ে ইটালির ঐক্যকরণে বিদেশি সমর্থনের প্রশ্ন তুলে ধরেন? – A. গ্রিসের স্বাধীনতা যুদ্ধ B. ক্রিমিয়ার যুদ্ধ C. স্যাডোয়ার যুদ্ধ D. সেডানের যুদ্ধ

Ans. B

  1. জোলভেরাইন কবে স্থাপিত হয়? – A. 1815 খ্রিস্টাব্দে B. 1818 খ্রিস্টাব্দে C. 1819 খ্রিস্টাব্দে D. 1832 খ্রিস্টাব্দে

Ans. C

  1. ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল— A. 1830 খ্রিস্টাব্দে B. 1836 খ্রিস্টাব্দে C. 1848 খ্রিস্টাব্দে D. 1849 খ্রিস্টাব্দে

Ans. C

  1. ফরাসি রাজা লুই ফিলিপ ছিলেন A. অরেঞ্জ বংশের B. অর্লিয়েন্স বংশের/C. হ্যাপস্বার্গ বংশের D. হোহেনজোনাল বংশের

Ans. B

  1. ‘কার্লসড ডিক্রি’ (1819 খ্রি) জারি করা হয়েছিল— A. ফ্রান্সে B. জার্মানিতে C. গ্রিসে D. বেলজিয়ামে

Ans. B

  1. ভিয়েনা বন্দোবস্ত অনুসারে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল— A. অরেঞ্জ রাজবংশের শাসন/B. বুরবোঁ রাজবংশের শাসন/C. রোমানভ বংশের শাসন D. অটোমান বংশের শাসন

Ans. B

  1. অষ্টাদশ লুই ছিলেন ষোড়শ লুইয়ের – A. পিতৃব্য B. ভ্রাতা C. পুত্র D. পিতা

Ans. B

  1. ইউরোপে জাতীয়তাবাদী আন্দোলনের বিস্তারে যে ঘটনাটি সহায়তা করেছিল সেটি হল – A. ফরাসি বিপ্লব B. বাস্তিল দুর্গের পতন C. নেপোলিয়নের পতন D. সন্ত্রাসবাদী

Ans. A

  1. পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম কী ছিল? (এক কথায় উত্তর দাও)

Ans. পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম ছিল ভিক্টর ইমান্যুয়েল।

  1. ‘কনফেডারেশন অফ দি রাইন’ কে গঠন করেন? (এক কথায় উত্তর দাও)

Ans. ‘কনফেডারেশন অফ দি রাইন’ গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট।

  1. উনবিংশ শতকের ইউরোপের একটি রক্ষণশীল ভাবধারার নাম বলো? (এক কথায় উত্তর দাও)

Ans. উনবিংশ শতকের ইউরোপের একটি রক্ষণশীল ভাবধারার নাম হল রাজতন্ত্র।

  1. দশম চার্লস জুলাই বিপ্লবের ফলে কোথায় পালিয়ে গিয়েছিলেন? (এক কথায় উত্তর দাও)

Ans. দশম চালর্স জুলাই বিপ্লবের ফলে ইংল্যান্ডে পালিয়ে। গিয়েছিলেন।

  1. ভিল্লাফ্রাঙ্কার চুক্তির স্বাক্ষরকারী কারা ছিল? (এক কথায় উত্তর দাও)

Ans. ভিল্লাফ্রাঙ্কার চুক্তির স্বাক্ষরকারী ছিল ফ্রান্স ও অস্ট্রিয়া।

  1. দেশশাসনে অষ্টাদশ লুই কী অধিকারে বিশ্বাস করতেন? (এক কথায় উত্তর দাও)

Ans. দেশশাসনে অষ্টাদশ লুই ঐশ্বরিক অধিকারে বিশ্বাস করতেন।

  1. স্বাধীন গ্রিসের প্রথম রাজা কে ছিলেন? (এক কথায় উত্তর দাও)

Ans. স্বাধীন গ্রিসের প্রথম রাজা ছিলেন প্রথম অটো।

  1. ভিল্লাফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুরবোঁ রাজবংশ রাজত্ব করত। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. কোন জার্মান অর্থনীতিবিদের উদ্যোগে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন-এর উদ্যোগে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়।

 

  1. ভিয়েনা সম্মেলনে যোগদানকারী বৃহৎ চারটি শক্তি কোন্ কোন্ দেশগুলি ছিল? (এক কথায় উত্তর দাও)

Ans. ভিয়েনা সম্মেলনে যোগদানকারী বৃহৎ চারটি শক্তি অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড দেশগুলি ছিল।

  1. স্যাডোয়ার যুদ্ধ কবে স্বাক্ষরিত হয়েছিল? (এক কথায় উত্তর দাও)

Ans. 1866 খ্রিস্টাব্দে স্যাডোয়ার যুদ্ধ স্বাক্ষরিত হয়েছিল।

  1. ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করা। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. পবিত্র চুক্তির কে বিরোধিতা করেছিলেন? (এক কথায় উত্তর দাও)

Ans. ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যালরি পবিত্র চুক্তির বিরোধিতা করেছিলেন।

  1. ক্রিমিয়ার যুদ্ধ কত বছর ধরে চলেছিল? (এক কথায় উত্তর দাও)

Ans. ক্রিমিয়ার যুদ্ধ দুই বছর ধরে চলেছিল।

  1. কোন্ বিপ্লবী ধ্যানধারণা গ্রিসদের প্রভাবিত করেছিল? (এক কথায় উত্তর দাও)

Ans. ফরাসি বিপ্লব-এর ধ্যানধারণা গ্রিসদের প্রভাবিত করেছিল।

  1. কে ঘোষণা করেন ‘জার্মানি একটি পরিতৃপ্ত দেশ’? (এক কথায় উত্তর দাও)

Ans. বিসমার্ক ঘোষণা করেন জার্মানি একটি পরিতৃপ্ত দেশ।

  1. ইয়ং ইটালি সংগঠনের সদস্যরা কী পোশাক পরত? (এক কথায় উত্তর দাও)

Ans. ইয়ং ইটালির সংগঠনের সদস্যরা কালো পোশাক পরত।

  1. কবে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? (এক কথায় উত্তর দাও)

Ans. 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

  1. ডিসেমব্রিস্ট বিদ্রোহ হল রাশিয়ার একটি কৃষক বিদ্রোহ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. কূটনীতির যাদুকর কাকে বলা হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. মেটারনিখকে কূটনীতির যাদুকর বলা হয়।

  1. কার্বোনারি ছিল একটি সামাজিক সংগঠন। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. কে তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলেছিলেন? (এক কথায় উত্তর দাও)

Ans. রাশিয়ার জার প্রথম নিকোলাস তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলেছিলেন।

  1. জুলাই রাজতন্ত্রের শাসক লুই ফিলিপ কোন্ বংশের রাজা ছিলেন? (এক কথায় উত্তর দাও)

Ans. লুই ফিলিপ অর্লিয়েন্স বংশের রাজা ছিলেন।

  1. ক্রিমিয়ার যুদ্ধ কবে ঘটেছিল? (এক কথায় উত্তর দাও)

Ans. ক্রিমিয়ার যুদ্ধ ঘটেছিল 1854 খ্রিস্টাব্দে।

  1. কূটনীতির যাদুকর কাকে বলা হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. মেটারনিখকে কূটনীতির যাদুকর বলা হয়।

  1. ভিয়েনা সম্মেলনকে বিশ্বের কত তম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. ভিয়েনা সম্মেলনকে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়।

  1. কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পর ইটালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব কে দেন? (এক কথায় উত্তর দাও)

Ans. কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পর ইটালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব দেন যোশেফ ম্যাৎসিনি।

  1. লুই ফিলিপের নেতৃত্বে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় তার নাম কী? (এক কথায় উত্তর দাও)

Ans. লুই ফিলিপের নেতৃত্বে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়।

  1. ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুরবোঁ রাজবংশ রাজত্ব করত। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. গ্রিস কবে স্বাধীন হয়েছিল? (এক কথায় উত্তর দাও)

Ans. 1832 খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীন হয়েছিল।

  1. 1864 খ্রিস্টাব্দে বিসমার্ক ডেনমার্কের রাজাদের হারিয়ে স্লেজউইগ দখল করেন। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. কাউন্ট ক্যাভুর ছিলেন সার্ডিনিয়া-পিডমন্টের প্রধানমন্ত্রী। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. রাশিয়ার সম্রাটদের কী বলা হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. রাশিয়ার সম্রাটদের বলা হয় জার।

  1. ভিল্লাফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

1.‘জাতীয়তাবাদ' বলতে কী বােঝায় ?


উত্তর:- মানবজাতির ক্রমবিবর্তনের ইতিহাসে জাতীয়তাবাদ একটি মহান আদর্শরূপে পরিচিত। জাতীয়তাবাদের উদ্ভব হয় নিজের দেশ ও জাতির প্রতি ভালােবাসা থেকে। জাতীয়তাবাদ একটি ভাবগত ধারণা। কোনাে একটি জনসমাজের মধ্যে বংশ, ভাযা, ধর্ম, ঐতিহ্য, সংস্কৃতি। ইত্যাদি কারণে ঐক্যবােধ সৃষ্টি হওয়ার ফলে যখন স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে, তখন সেই আদর্শকে জাতীয়তাবাদ’ বলা হয়।


2. আদর্শ জাতীয়তাবাদ’ বলতে কী বােঝাে?*

উত্তর :- আদর্শ জাতীয়তাবাদ : আদর্শ জাতীয়তাবাদের মূল কথা হল নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও’ (Live and Let Live)। আদর্শ জাতীয়তাবাদের মাধ্যমে একটি জাতি স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারে, মানুষ পরস্পরস্কে শ্রদ্ধা করতে শেখে। আদর্শ জাতীয়তাবাদের মহান আদর্শ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে।



3. বিকৃত জাতীয়তাবাদ’ বলতে কী বােঝাে?


উত্তর:- বিকৃত জাতীয়তাবাদ : অনেক সময় জাতীয়তাবাদ সংকীর্ণ হয়ে ওঠে। যে জাতীয়তাবাদ নিজের জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণে সচেষ্ট হয় এবং এর পাশাপাশি অন্য জাতিকে নিকৃষ্ট বলে বা ঘৃণা করে, তখন তাকে বিকৃত জাতীয়তাবাদ বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, জার্মানির রাষ্ট্রনেতা হিটলারের (Hitlar) জাতীয়তাবাদ ছিল বিকৃত জাতীয়তাবাদ। কারণ তিনি জার্মানি জাতির শ্রেষ্ঠত্ব প্রচারের পাশাপাশি অন্যান্য জাতিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন।


4. জাতি কাকে বলে?

উত্তর:- স্বাধীন রাষ্ট্রে বসবাসকারী অথবা রাজনৈতিকভাবে এক হয়ে স্বাধীনতার জন্য সচেষ্ট জনসমাজকে জাতি বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানী ব্রাইস বলেছেন যে, রাজনৈতিকভাবে সংগঠিত এবং বিদেশি শাসন থেকে মুক্ত বা মুক্তিলাভের জন্য সচেষ্ট জাতীয় জনসমাজকে জাতি বলা হয়।


5. জাতি-রাষ্ট্র' বলতে কী বােঝায় ?


উত্তর: জাতিরাষ্ট্র কথাটির মধ্যে রয়েছে জাতি ও রাষ্ট্র নামে দুটি বিষয়। সাংস্কৃতিক ও জাতিগত স্বাতন্ত্র্যমুক্ত একটি জাতির সার্বভৌম রাজনৈতিক কর্তৃত্বযুক্ত ভৌগােলিক এলাকাই জাতি-রাষ্ট্র নামে পরিচিত।



6. কী পরিস্থিতিতে ভিয়েনা চুক্তি সম্পাদিত হয়েছিল?

উত্তর :- এলবা দ্বীপে নেপােলিয়নের নির্বাসনের পর ইউরােপীয় রাজ্যগুলির পুনর্গঠন, পুনর্বিন্যাস এবং উদ্ভূত অপরাপর সমস্যার সমাধানের জন্য ইউরােপীয় শক্তিবর্গ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে

এক সম্মেলনে সমবেত হন (১৮১৪ খ্রি., ১ সেপ্টেম্বর)। নেপােলিয়ন আকস্মিকভাবে ফ্রান্সে ফিরে আসায় কিছুদিন সম্মেলনের কর্ম বন্ধ থাকে! ওয়াটারলুর যুদ্ধে নেপােলিয়নের চূড়ান্ত পরাজয়ের পর আবার সম্মেলন শুরু হয় এবং দীর্ঘ আলাপ-আলােচনার পর ১৮১২ খ্রিস্টারে ৯ জুন ভিয়েনা চুক্তি সম্পাদিত হয়।







No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();