শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় ইতিহাস প্রশ্ন উত্তর| class 9 4th chapter history questions answers| - SM Textbook

Fresh Topics

Thursday, July 27, 2023

শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় ইতিহাস প্রশ্ন উত্তর| class 9 4th chapter history questions answers|

  শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় ইতিহাস প্রশ্ন উত্তর| class 9 4th chapter history questions answers| 




১. সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটেছিল—

A ইংল্যান্ডে
© জার্মানিতে
B ফ্রান্সে
© সোভিয়েত রাশিয়ায়

উঃ-A ইংল্যান্ডে


২. ইংল্যান্ডে শিল্পবিপ্লবের প্রেক্ষাপট রচনা করে—
® বৈজ্ঞানিক আবিষ্কার
® বৈদেশিক যুদ্ধ
© গৃহযুদ্ধ
© ভৌগোলিক অভিযান

উঃ-® বৈজ্ঞানিক আবিষ্কার


৩. উদীয়মান স্থানীয় ভদ্র শ্রেণি বা জেনট্রি আর্থসামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয-
A ফ্রান্সে
® ইংল্যান্ডে
© ইটালিতে
© জার্মানিতে

উঃ-® ইংল্যান্ডে


৪. বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে—
A ফরাসি বিপ্লবের পর
© রুশ বিপ্লবের পর
® শিল্পবিপ্লবের পর
© প্রথম বিশ্বযুদ্ধের পর

উঃ-® শিল্পবিপ্লবের পর


৫. বিশ্বে প্রথম কারখানা হিসেবে পরিচিত
দেশটি হল—
A ব্রিটেন
© জার্মানি
® ফ্রান্স
© ইটালি

উঃ-A ব্রিটেন
১. ‘ডেভিড কপারফিল্ড’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ- চার্লস ডিকেন্স


২. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ- কাল মার্কস

৩. কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন?
উঃ- জর্জ স্টিফেনসন


৪. নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়?

উঃ-প্রুডো


৫. কবে প্রথম আটলান্টিক কেব্‌ল পাতা হয়?
উঃ- ১৮৬৬ খ্রিস্টাব্দে
এটি ব্রিটেন ও আমেরিকার মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছিল

৬. কোন্ দেশ চিনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব তোলে?
উঃ- আমি লিখা ব্রিটেন জাপান জার্মান রম ইত্যাদি দেশ


৭. কে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন?

উঃ- হামফ্রি ডেভি

৮. ম্যাক্সিম গোর্কির কোন উপন্যাসে রুশবাসীর নাগরিক জীবন কাহিনির বিবরণ রয়েছে?
উঃ- দা মাদার উপন্যাসে



৯. সেরাজেভো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত
উগ্রজাতীয়তাবাদী সংগঠনটির নাম কী?
উঃ- দ্য ব্ল্যাক হ‍্যাণ্ড



১০, কোন্ দেশ ইউনিয়ন অব সাউথ আফ্রিকা গঠন করে?
উঃ- ব্রিটেন

১১. শিল্পবিপ্লব কীভাবে নগরসভ্যতার উন্মেষ ঘটায়?
উঃ- শিল্প বিপ্লব ফলে শহরে নতুন নতুন কল কারখানা গড়ে উঠে। মানুষ তার কাজ পায় ।গ্রাম ছেড়ে মানুষ শহরে চলে আসে কাজের সন্ধানে। শহরে রাস্তাঘাট উন্নতি হয়। শহরে জনসংখ্যা বাড়তে থাকে। আস্তে আস্তে শহর নগরে পরিণত হয় ।অর্থাৎ শহর নগর সভ্যতার উন্মেষ ঘটায়।



১২. ইউরোপে কীভাবে সাম্যবাদী ভাবধারার উদ্ভব ঘটে?
উঃ-


ঠিক বা ভুল নির্ণয় করো।


১. ঘেটো হল শিল্পবিপ্লবকালে ছোটো শহরাঞ্চল।
উঃ-ঠিক


২. শিল্পবিপ্লবের ফলে নতুন শহর গড়ে ওঠে।

উঃ-ঠিক

৩, ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। ৪, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট।
উঃ-ঠিক


‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও।
‘ক’ স্তম্ভ
1 ব্লাস্ট ফারনেস- জন স্মিটন
2 স্পিনিং জেনি- হারগ্রিভস
3 ওয়াটার ফ্রেম-- রিচার্ড আর্করাইট
4 পাওয়ার লুম-এডমন্ট কার্টরাইট

A হারগ্রিভস
B এডমন্ট কার্টরাইট
© জন স্মিটন
© রিচার্ড আর্করাইট
উঃ-
অলিভার টুইস্ট---চার্লস ডিকেন্স
দা টাউন লেবারার--হ্যামন্ডস
 কল্পনাতন্ত্রী সমাজবাদী-শার্ল ফুরিয়ে
4) নৈরাজ্যবাদী--বাকুনিন



করো ও নাম লেখো।
প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত
১. ম্যানচেস্টার–শিল্পবিপ্লবের ফলে গড়ে ওঠা একটি শহর।
২. সেরাজেভো—যেখানে ১৯১৪ খ্রিস্টাব্দে গ্যাভরিলো
প্রিন্সেপের হাতে অস্ট্রিয়ার যুবরাজ নিহত হন। ৩. মস্কো-
রাশিয়ার রাজধানী। ৪. রুঢ় – জার্মানির শিল্পসমৃদ্ধ অঞ্চল।




১. 'শিল্পবিপ্লব' কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

Ans. লুই অগাস্তে ব্লাঙ্কি।


২. শিল্পবিপ্লব সর্বোপ্রথম কোথায় সংঘটিত হয়?

Ans. ইংল্যান্ডে।


৩.  'শিল্পবিপ্লব' কথাটি প্রথম কে জনপ্রিয় করে তুলেছিলেন?

Ans. আর্নল্ড টয়েনবি।


৪. উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন?

Ans. জন কে?


৫. বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?

Ans. জেমস ওয়াট, ১৭৮৫ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।


৬. বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন?

Ans. জর্জ স্টিফেনসন।


৭. সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন?

Ans. হামফ্রে ডেভি।


৮. রাশিয়ায় কবে ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয়?

Ans. ১৮৬১ সালে।


৯. কে ও কবে 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' গ্রন্থটি প্রকাশ করেন?

Ans. কার্ল মার্কস, ১৮৪৮ খ্রিস্টাব্দে 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' গ্রন্থটি প্রকাশ করেন।

প্রশ্নের মান- ০২


১. শিল্পবিপ্লব কাকে বলে?

Ans. অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে নানান বৈজ্ঞানিক আবিষ্কারের কল্যাণে শ্রমশক্তির পরিবর্তে যন্ত্রশক্তির দ্বারা অল্প সময়ে বেশি পরিমাণ দ্রব্য উৎপাদন শুরু হয়, এই ঘটনা শিল্পবিপ্লব নামে পরিচিত।


২. উগ্র জাতীয়তাবাদ কাকে বলে?

Ans. ‘উগ্র জাতীয়তাবাদ’ হল এক ধরনের রাজনৈতিক ও সাংস্কৃতিক আদর্শ। ইটালি ও জার্মানিতে জাতীয়তাবাদে সাফল্য ও জাতিরাষ্ট্রের উত্থান সেখানে উগ্র জাতীয়তাবাদের সঞ্চার করেছিল। এছাড়া ইউরোপের প্রতিটি জাতি অপর জাতি তুলনায় অধিক সম্মান ও গৌরব দাবি করেছিল এবং সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছিল।


৩. ‘ফ্যাক্টরি প্রথা’ কী?

Ans. শিল্পবিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্পকারখানা গড়ে ওঠে। এসব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পোৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানাভিত্তিক এই ব্যবস্থা ‘ফ্যাক্টরি প্রথা’ নামে পরিচিত।


৪. ‘পিটারলু হত্যাকাণ্ড’ কী?

Ans. ১৮১৯ খ্রিস্টাব্দে সেন্ট পিটার ময়দানে সমবেত কম্বলধারীদের সভায় ব্রিটিশ সরকারের নির্দেশে ওয়াটারলু-র যুদ্ধ (১৮১৫ খ্রিস্টাব্দ) জয়ী সেনাবাহিনী গুলিবর্ষণ করে। এতে ১১ জন শ্রমিক নিহত হন এবং কয়েকশো শ্রমিক আহত হন। সেন্ট পিটার ময়দানের এই হত্যাকাণ্ডকে পিটারলু হত্যাকাণ্ড বলা হয়।  

৫. ঘেটো কী?

ঘেটো শব্দটি ইটালির ভেনিস শহরের প্রচলিত শব্দ। এর অর্থ শহরের একটি অংশবিশেষ। শিল্পবিপ্লবের সময় সামাজিক, নৈতিক ও আর্থিক দিক থেকে উন্নত সংখ্যালঘু মানুষ শহরের একটি নির্দিষ্ট অংশে বসবাস করত। শিল্পবিপ্লবের ফলে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, জার্মানি, ইটালি সব দেশেই ঘেটো দেখা যায়। 


৬. মুক্তদ্বার নীতি কী?

Ans. ঊনবিংশ শতকের মধ্যে চিনের বিভিন্ন অংশে ইউরোপীয় শক্তিগুলির আধিপত্য প্রতিষ্ঠিত হলে আমেরিকা আশঙ্কিত হয় যে, তাদের হয়তো চিনে বাণিজ্য করার আর সুযোগ থাকবে না। এই উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে তাঁর বিখ্যাত ‘মুক্তদ্বার নীতি’ ঘোষণা করেন।


৭. রক্তাক্ত রবিবার কী? 

Ans. ১৯০৫ খ্রিস্টাব্দে রুশ-জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। এই সময় জার শাসনের বিরুদ্ধে রাশিয়ায় তীব্র আন্দোলন গড়ে ওঠে। ২২ জানুয়ারি রবিবার সেন্ট পিটারসবার্গে শ্রমিকরা একটি শান্তিপূর্ণ মিছিলে শামিল হন। রুশ সৈন্য মিছিলের উপর গুলিবর্ষণ করলে প্রচুর শ্রমিক নিহত হন। এই ঘটনাকে ‘রক্তাক্ত রবিবার’ বলা হয়।


৮. সেরাজেভো হত্যাকাণ্ড কী?

Ans. ১৯১৪ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার যুবরাজ (সিংহাসনের উত্তরাধিকারী) ফার্ডিনান্ড ও তাঁর পত্নী বসনিয়া প্রদেশের সেরাজেভো নগরে বেড়াতে যান। সেখানে গ্যাভরিলো প্রিন্সিপ নামক এক আততায়ীর হাতে অস্ট্রিয়ার যুবরাজ পত্নীসহ নিহত হন (২৮ জুন, ১৯১৪ খ্রি.)। সেরাজেভো ঘটনার অজুহাতে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়—অর্থাৎ ‘সেরাজেভো হত্যাকাণ্ড' ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ।





No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();