ভারতের সম্পদ নবম শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায়|Class 9 geography question answer 7th chapter| - SM Textbook

Fresh Topics

Thursday, July 27, 2023

ভারতের সম্পদ নবম শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায়|Class 9 geography question answer 7th chapter|

  ভারতের সম্পদ নবম শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায়|Class 9 geography question answer 7th chapter|




  1. গবাদিপশুর সংখ্যার বিচারে ভারতের স্থান – A. প্রথম B. দ্বিতীয় C. তৃতীয় D.চতুর্থ

Ans. A

  1. পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হল— A. মাইথন B. হিরাকুঁদ C. ফারাক্কা D. নেপ্লোর

Ans. C

  1. শিক্ষা একটি— A. অবস্তুগত সম্পদ B. বস্তুগত সম্পদ C. মানবিক সম্পদ D.জৈবিক সম্পদ

Ans. A

  1. একটি অপ্রচলিত শক্তির উৎস— A.খরস্রোতা নদী B. সূর্যালোক C. কয়লা D. খনিজ তেল

Ans. B

  1. ভারতের ভূতাপ শক্তিকেন্দ্র গড়ে উঠেছে— A. ভিজিনজামে B. মণিকরণে C. জালখেড়িতে D. চিকমাগালুরে

Ans. B

  1. ভারতে ভারতের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্র – A. ট্রম্বে B. কালপক্কম C. তারাপুর D. শোলাপুর

Ans. C

  1. রাজস্থানের একটি পারমাণবিক শক্তিকেন্দ্র হল— A. ট্রম্বে B. তারাপুর C. কোটা D. রুদ্রসাগর

Ans. C

  1. অরণ্য একটি— A. সাংস্কৃতিক সম্পদ B. প্রাকৃতিক সম্পদ C. মানবিক সম্পদ D. অজৈব সম্পদ

Ans. B

  1. সমুদ্রের মাছ— A. স্থায়ী সম্পদ B. পূরণশীল সম্পদ C. সাংস্কৃতিক সম্পদ D. মানবিক সম্পদ

Ans. B

  1. একটি অন্যতম সাংস্কৃতিক সম্পদ হল— A. শিক্ষা B. জনসংখ্যা C. জল D. মাটি

Ans. A

  1. ভারতের বৃহত্তম কয়লাখনি অঞ্চল— A. রানিগঞ্জ B. ঝরিয়া C. সিগারেনি D. বাদামপাহাড়

Ans. B

  1. ভারতে ভারতের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্র – A. ট্রম্বে B. কালপক্কম C. তারাপুর D. শোলাপুর

Ans. C

  1. অসমের একটি গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম উত্তোলন কেন্দ্র A. নুনমাটি B. নাহারকাটিয়া C. ট্রম্বে D. লুনেজ

Ans. B

  1. একটি অপুনর্ভব সম্পদ হল— A. সূর্যালোক B. সোনা C. বায়ু D.ভূতাপ

Ans. B

  1. একটি জৈব খনিজের উদাহরণ— A. কয়লা B. লোহা C. তামা D. থোরিয়াম

Ans. A

  1. কোক কয়লা প্রস্তুত করা হয়— A. বিটুমিনাস থেকে B. লিগনাইট থেকে C. অ্যানথ্রাসাইট থেকে D. পিট থেকে

Ans. A

  1. একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হল— A. বিদ্যালয় B. জল C. মাটি D. ওজোনস্তর

Ans. D

  1. ভারতের প্রথম কয়লা খনি— A. কোরবা B. বরাকর C. তালচের D. রানিগঞ্জ

Ans. D

  1. অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে ভারতের স্থান— A. প্রথম B. দ্বিতীয় C. তৃতীয় D. চতুর্থ

Ans. B

  1. মহারাষ্ট্রের একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ A. তারাপুর B. কৈগা C. কাকরাপাড় D. নারোরা

Ans. A

  1. ভারতের সর্বাপেক্ষা মোনাজাইট সমৃদ্ধ অল— A. মালাবার উপকুল B. কঙ্কন উপকূল C. করমণ্ডল উপকূল D. উত্তরসরকার উপকুল

Ans. A

  1. ভারতের সবচেয়ে বেশি লোহা আকরিক শ্রেণি— A. ম্যাগনেটাইট B. সিডেরাইট C. হেমাটাইট D. লিমোনাইট

Ans. C

  1. অসমের একটি গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম উত্তোলন কেন্দ্র A. নুনমাটি B. নাহারকাটিয়া C. ট্রম্বে D. লুনেজ

Ans. B

  1. নীচের কোন্ রাজ্যে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠেছে A. বিহার B. তামিলনাড়ু C. উত্তরপ্রদেশ D. অন্ধ্রপ্রদেশ

Ans. B

  1. অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে ভারতের স্থান— A. প্রথম B. দ্বিতীয় C. তৃতীয় D. চতুর্থ

Ans. B

1. জৈব সম্পদ (Biotic Resource) কাকে বলে?

উত্তর। জীবজগৎ অর্থাৎ প্রাণী ও উদ্ভিদ জগৎ থেকে যেসব সম্পদ পাওয়া যায়, সেগুলিকে জৈব সম্পদ বলে।

উদাহরণ : মানুষ, অরণ্য সম্পদ, মৎস্য সম্পদ, পশুজাত দ্রব্য (যেমন দুগ্ধ, চর্ম, পশম প্রভৃতি)।


2. অজৈব সম্পদ (Abiotic Resource) কাকে বলে?

উত্তর প্রাণহীন জড় বস্তু থেকে সৃষ্ট সম্পদগুলিকে বলা হয় অজৈব সম্পদ।

উদাহরণ : জল, বায়ু, ধাতব খনিজ প্রভৃতি।


3. বস্তুগত বা স্পর্শযােগ্য সম্পদ কাকে বলে?

উত্তর যেসব সম্পদের বস্তুগত অস্তিত্ব আছে এবং যাদের প্রত্যক্ষ করা যায় ও স্পর্শ করে অনুভব করা যায়, তাদের বস্তুগত বা স্পর্শযােগ্য সম্পদ বলে।

উদাহরণ : সমস্ত খনিজ সম্পদ, কৃষিজ ফসল প্রভৃতি।


4.অবস্তুগত বা অস্পর্শযােগ্য সম্পদ কাকে বলে?

উত্তর যেসব সম্পদের বস্তুগত অস্তিত্ব নেই এবং যাদের স্পর্শ করা যায় না, প্রত্যক্ষ করা যায় না, তাদের অবস্তুগত বা অস্পর্শযােগ্য সম্পদ বলে।

উদাহরণ : শিক্ষা, বুদ্ধি, জ্ঞান, উদ্ভাবনী ক্ষমতা, আইন প্রভৃতি।

5.) সম্পদের বাধা কাকে বলে?

উত্তর পৃথিবীর সমস্ত বস্তু ও অবস্তুকে সম্পদ, বাধা এবং নিরপেক্ষ উপাদান – এই তিন ভাগে ভাগ করা হয়। এর মধ্যে সম্পদ সৃষ্টির ক্ষেত্রে যারা বাধা দান করে, মানুষের ক্ষতিসাধন করে, তাদের সম্পদের বাধা (Resistance of Resources) বলে। যেমন – ঘূর্ণিঝড়, যুদ্ধ, ধর্মীয় কুসংস্কার প্রভৃতি।


6 সম্পদের উপযােগিতা (Utility) কাকে বলে?

উত্তর মানুষের অভাব মােচন বা চাহিদা পূরণ করার ক্ষমতাকে সম্পদের উপযােগিতা (Utility) বলে। সম্পদের উপযােগিতা মানুষের অভাব মিটিয়ে পরিতৃপ্তি দান করে। সম্পদের কার্যকারিতা বাড়লে সম্পদের উপযােগিতা বৃদ্ধি পায়। যেমন – এক গ্লাস ঠান্ডা জল তৃষার্ত মানুষের পিপাসা মিটিয়ে তাকে তৃপ্ত করে, এটাই জলের উপযােগিতা।


7.প্রবহমান বা অফুরন্ত সম্পদ কাকে বলে?

উত্তরযে-সমস্ত প্রাকৃতিক সম্পদ ক্রমাগত ব্যবহারের পরও নিঃশেষিত হয় না কিংবা যাদের জোগান অব্যাহত থাকে, তাদের প্রবহমান বা অফুরন্ত সম্পদ (Flow or Inexhaustible Resources) বলা হয়। যেমন – বাতাস, জল, সূর্যালােক প্রভৃতি।





1 comment:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();