বিংশ শতকের ইউরোপ নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়|class 9 history|
- জার্মানির সার অঞ্চলের কয়লা খনিগুলির উপর ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় – A. 15 বছরের জন্য B. 16 বছরের জন্য C. 17 বছরের জন্য D. 18 বছরের জন্য
Ans. A
- প্রথম বিশ্বযুদ্ধের জন্য গ্লাইফেন পরিকল্পনা করেছিল যে দেশ তা হল – A. অস্ট্রিয়া B. সার্বিয়া C. জার্মানি D. রাশিয়া
Ans. C
- চোদ্দো দফা নীতি ঘোষণা করেছিলেন— A. উড্রো উইলসন B. লয়েড জর্জ C. ক্লিমেশো D. ভিত্তোরিও অর্লান্ডো
Ans. A
- হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রকাশিত হয়েছিল – A. 1920 খ্রিস্টাব্দে B. 1922 খ্রিস্টাব্দে C. 1923 খ্রিস্টাব্দে D. 1925 খ্রিস্টাব্দে
Ans. D
- আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধকালে মিত্রপক্ষে যোগ দেয় – A. 1914 খ্রিস্টাব্দে B. 1915 খ্রিস্টাব্দে C. 1916 খ্রিস্টাব্দে D. 1917 খ্রিস্টাব্দে
Ans. D
- ত্রিশক্তি আঁতাত-এ রাশিয়া যোগ দেয়— A. 1904 খ্রিস্টাব্দে B. 1906 খ্রিস্টাব্দে C. 1907 খ্রিস্টাব্দে D. 1908 খ্রিস্টাব্দে
Ans. C
- রক্তাক্ত রবিবার কবে ঘটেছিল? A. 1903 খ্রিস্টাব্দে B. 1904 খ্রিস্টাব্দে C. 1905 খ্রিস্টাব্দে D. 1906 খ্রিস্টাব্দে
Ans. C
- রক্তাক্ত রবিবার কবে ঘটেছিল? A. 1903 খ্রিস্টাব্দে B. 1904 খ্রিস্টাব্দে C. 1905 খ্রিস্টাব্দে D. 1906 খ্রিস্টাব্দে
Ans. C
- প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়— A. 1913 খ্রিস্টাব্দে B. 1914 খ্রিস্টাব্দে C. 1915 খ্রিস্টাব্দে D. 1916 খ্রিস্টাব্দে
Ans. B
- 1915 খ্রিস্টাব্দে ট্যালেনবার্গের যুদ্ধে পরাজিত হয়— A. জার্মানি B. অস্ট্রিয়া C. সার্বিয়া D. রাশিয়া
Ans. D
- রাশিয়ার শাসকদের কী উপাধি ছিল? A. সম্রাট B. কাইজার C. শাহ D. জার
Ans. D
- ‘মীর’ ছিল— A. সরকারি প্রশাসনের সর্বোচ্চ দপ্তর B. জেলা দপ্তর C. ধর্মীয় প্রতিষ্ঠান D. গ্রাম্য সমিতি
Ans. D
- চোদ্দো দফা নীতি ঘোষণা করেছিলেন— A. উড্রো উইলসন B. লয়েড জর্জ C. ক্লিমেশো D. ভিত্তোরিও অর্লান্ডো
Ans. A
- জার্মানিতে ফুহেরার নামে পরিচিত ছিলেন— A. হিন্ডেনবার্গ B. গোয়েবলস C. হেনরিখ ব্রুনিং D. হিটলার
Ans. D
- রুশ বিপ্লবের মানষিক প্রেক্ষাপট রচনায় নিম্নবর্ণিত সাহিত্যিকদের মধ্যে যিনি প্রাসঙ্গিক নন তিনি হলেন— A. টলস্টয় B. গোর্কি C. ট্রটস্কি/D. তুর্গেনিভ
Ans. C
- বলশেভিক বিপ্লবে কোন্ দলের সরকার ক্ষমতাচ্যুত হয়? A. মেনশেভিক B. ক্যাডেট C. সোশ্যাল রেভুলেশনারি D. সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি
Ans. A
- নভেম্বর বিপ্লব (1917 খ্রি)-এ রাশিয়ায় সশস্ত্র বিপ্লবে লেনিনের সহযোগী ছিলেন – A. ট্রটস্কি B. জিনোভিয়েভ C. স্ট্যালিন D. কোনোটিই নয়
Ans. A
- রক্তাক্ত রবিবার কবে ঘটেছিল? A. 1903 খ্রিস্টাব্দে B. 1904 খ্রিস্টাব্দে C. 1905 খ্রিস্টাব্দে D. 1906 খ্রিস্টাব্দে
Ans. C
- ফ্রান্সে ‘পপুলার ফ্রন্ট’ গঠিত হয় – A. 1936 খ্রিস্টাব্দে B. 1937 খ্রিস্টাব্দে C. 1938 খ্রিস্টাব্দে D. 1939 খ্রিস্টাব্দে
Ans. A
- 1915 খ্রিস্টাব্দে ট্যালেনবার্গের যুদ্ধে পরাজিত হয়— A. জার্মানি B. অস্ট্রিয়া C. সার্বিয়া D. রাশিয়া
Ans. D
- “ফুয়েরার” বা ‘প্রধান নেতা’ বলে কাকে সম্বোর্ধিত করা হয়? A. হিটলার B. গোয়েবলস C. গোয়েরিং D. হিটলার
Ans. D
- যে রাজনৈতিক দলে হিটলার প্রথমে যোগ দিয়েছিলেন তা হল— A. জার্মান ওয়ারকার্স পার্টি B. ফ্যাসিস্ট পার্টি C. কমিউনিস্ট পার্টি D. জার্মানি ফেডেরাল পার্টি
Ans. A
- রাশিয়ার জারগণ ছিলেন— A. চিং বংশীয় B. অরেঞ্জ বংশীয় C. বুরবো বংশীয় D. রোমানভ বংশীয়
Ans. D
- ‘দুচে’ উপাধিতে ভূষিত হন – A. মুসোলিনি B. হিটলার C. গিওলিট্টি D. নিট্টি
Ans. A
- ইউরোপে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া’ নামে পরিচিত হল— A. মাঞ্চুরিয়া অভিযান B. আবিসিনিয়া দখল C. স্পেনের গৃহযুদ্ধ D. পোল্যান্ড আক্রমণ
Ans. C
১. রাশিয়ায় রুশ বিপ্লব কবে হয়েছিল?
Ans. ১৯১৭ সালে।
২. রাশিয়ায় নৈরাজ্যবাদী চিন্তাবিদ কে ছিলেন?
Ans. বুকানিন।
৩. লাল ফৌজ কে প্রতিষ্ঠা করেন?
Ans. ট্রটস্কি।
৪. সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
Ans. লেনিন।
৫. নতুন অর্থনৈতিক নীতি কে ঘোষণা করেন?
Ans. লেনিন।
৬. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
Ans. ১৯১৪ সালে।
৭. চৌদ্দ দফা নীতি কে ঘোষণা করেন?
Ans. উড্রো উইলসন।
৮. ভাইমার প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়?
Ans. জার্মানিতে।
৯. ডুমা কী?
Ans. রাশিয়ার নির্বাচিত আইনসভা।
১০. 'বলশেভিক' কথার অর্থ কী?
Ans. সংখ্যাগরিষ্ঠ।
১১. রাশিয়ায় বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন?
Ans. লেনিন।
১২. বলশেভিক দলের মুখপাত্রের নাম কী?
Ans. প্রাভদা।
১৩. কে ও কোন 'এপ্রিল থিসিস' ঘোষণা করেন?
Ans. লেনিন, ১৯১৭ সালের ১৬ এপ্রিল এপ্রিল থিসিস' ঘোষণা করেন।
১৪. ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
Ans. ১৯১৯ সালে।
১৫. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
Ans. ১৯২০ সালে।
১৬. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
Ans. স্যার এরিক ড্রুমণ্ড।
১৭. ফ্যাসিবাদের উত্থান কোথায় হয়েছিল?
Ans. ইতালিতে।
১৮. নাৎসিবাদের উত্থান কোথায় হয়েছিল?
Ans. জার্মানিতে।
১৯. 'ইল দুচে' উপাধি কে নিয়েছিলেন?
Ans. মুসোলিনি।
২০. 'হেরেনভক তত্ত্বের' প্রবক্তা কে?
Ans. হিটলার।
২১. 'মেইন ক্যাম্ফ' গ্রন্থের রচয়িতা কে?
Ans. হিটলার।
প্রশ্নের মান- ০২
১. জারতন্ত্র বলতে কী বোঝ?
Ans. মিখাইল রোমানভ ১৬১৩ খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন। এই বংশের রাজারা ‘জার’ এবং রানিরা ‘জারিনা’ উপাধি গ্রহণ করতেন। এই বংশের রাজাদের শাসন নামে পরিচিত ‘জারতন্ত্র’।
২. রাসপুটিন কে ছিলেন?
Ans. রাসপুটিন ছিলেন রাশিয়ার সাইবেরীয় অঞ্চলের একজন সন্ন্যাসী। তিনি রুশ জার দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেন এবং রানি আলেকজান্দ্রার সহযোগিতায় জনস্বার্থবিরোধী কাজে লিপ্ত হন।
৩. 'এপ্রিল থিসিস’ কী?
Ans. ১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল লেনিন রাশিয়ায় বলশেভিক কর্মীদের সামনে তাঁর যে বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন, তা ‘এপ্রিল থিসিস' নামে পরিচিত। তিনি বলেন, বলশেভিকদের জন্যই রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছে তাই রাষ্ট্রক্ষমতা তাদেরই প্রাপ্য। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারা শ্রেণির একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। বলশেভিকরা ক্ষমতা পেলে সৈন্যরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে, শ্রমিকরা রুটি পাবে।
৪. নতুন অর্থনৈতিক নীতি’ বা নেপ (NEP) কী?
Ans. বলশেভিক বিপ্লবের (১৯১৭ খ্রি.) পর রাশিয়ায় কৃষি ও শিল্পক্ষেত্রে বিপর্যয় দেখা দিলে বাস্তববাদী প্রেসিডেন্ট লেনিন বিশুদ্ধ সমাজতন্ত্রের পথ থেকে সরে এসে এক নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা (১৯২১ খ্রি.) করেন। এটি ‘নতুন অর্থনৈতিক নীতি’ বা নেপ (New Economic Policy বা NEP) নামে পরিচিত।
৫. ‘হেরেনভক তত্ত্ব’ কী?*
Ans. নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার মনে করতেন যে, জার্মানরাই একমাত্র আর্যজাতি এবং বিশুদ্ধ রক্তের অধিকারী। অন্যান্য সব জাতিই বর্ণসংকর। সুতরাং শ্রেষ্ঠ জাতি হিসেবে জার্মানরা বিশ্বের অন্যান্য জাতির উপর আধিপত্য স্থাপনের অধিকারী। এই তত্ত্বই ‘হেরেনভক তত্ত্ব’ নামে পরিচিত।
৬. হুভার স্থগিতকরণ’ কী?
Ans. আমেরিকা তথা বিশ্বে অর্থনৈতিক সংকটের (১৯২৯-৩২ খ্রি.) পরিপ্রেক্ষিতে সংকট থেকে বিশ্বকে মুক্ত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি হারবার্ট ক্লার্ক হুভার (১৯২৯-′৩৩ খ্রি.) ঘোষণা করেন যে, ১৯৩১ খ্রিস্টাব্দের এলা জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক ক্ষতিপূরণ প্রদান ও মার্কিন ঋণশোধ স্থগিত থাকবে। এই ঘোষণা 'হুভার স্থগিতকরণ’ বা ‘হুভার মরাটোরিয়াম' নামে পরিচিত।
৭. ‘পোলিশ করিডর' কী?
Ans. পোল্যান্ড যাতে সমুদ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে সে উদ্দেশ্যে ভার্সাই সন্ধির দ্বারা পোল্যান্ডকে জার্মানির মধ্য দিয়ে একটি রাস্তা দেওয়া হয়। এটি ‘পোলিশ করিডর’ নামে পরিচিত।
No comments:
Post a Comment