Gk Question and Answer in Bengali (Part-1)
Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) Part – 1 : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট ।
১.পবনদূত গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:-ধোয়ী
২.লোথাল বর্তমানে কোথায় অবস্থিত?
উত্তর:-গুজরাট
৩.অর্থশাস্ত্র কে রচনা করেন?
উত্তর:-কৌটিল্য বা চানক্য
৪.জনগণমন গানটি প্রথম কবে গাওয়া হয়?
উত্তর:-১৯১১ সালে
৫.মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:-বোলান
৬.ভারতের গ্রান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়?
উত্তর:-দাদাভাই নৌরজীকে
৭.আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল?
উত্তর:-১৯৩০ সালে
৮.সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন?
উত্তর:-গিয়াসউদ্দিন বলবন
৯.ব্রিটিশ ভারতের ইতিহাস কে লিখেছেন?
উত্তর:-জেমস মিল
১০.কোন এককের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?
উত্তর:-ফ্যাদম
১১.পরমাণুর নিউক্লিয়াস কী কী নিয়ে গঠিত?
উত্তর:-প্রোটন ও নিউট্রন
১২.অন্ধকূপ হত্যা কার সময়ে হয়েছিল?
উত্তর:-সিরাজ উদ দৌলা
১৩.বিধবা বিবাহ আইন পাশ করেন কে?
উত্তর:-লর্ড ক্যানিং
১৪.বেদ ভাষ্য গ্রন্থটি কার রচনা?
উত্তর:-দয়ানন্দ সরস্বতী
১৫.লন্ডনে ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:-শ্যামজী কৃষ্ণ বর্মা
১৬.আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়?
উত্তর:-বেঙ্গল কেমিক্যাল
১৭.শিখদের নবম গুরু কে ছিলেন?
উত্তর:-তেগ বাহাদুর আরও gk পড়তে click করুন https://worldclassgk.blogspot.com/?m=1
১৮.ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:-মেগাস্থিনিস
১৯.অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেন?
উত্তর:-বিন্দুসার
২০.হরমোন কে আবিস্কার করেন?
Ans:-স্টারলিং
২১.মাছের চলন পেশী কী ধরনের পেশী?
Ans:-মায়োটম পেশী
২২.মানুষের লালা গ্রন্থির সংখ্যা কয়টি?
Ans:-৩ জোড়া
২৩.
২৪.
২৫.মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে?
Ans:-ব্রিদালাইজার
২৬.কোন অঙ্গে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়?
Ans:-ক্ষুদ্রান্তে
২৭.বহুদূরের দুটি জাহাজের মধ্যেকার দুরত্ব মাপতে কোন একক ব্যবহার করা হয়?
Ans:-নটিক্যাল মাইল
২৮.
২৯.আলোকবর্ষ কিসের একক?
Ans:-দূরত্বের
৩০.বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
Ans:- ৫ই জুন
৩১.ভারতীয় নৌ একাডেমী কোথায় অবস্থিত?
Ans:- ইজিমালা, কেরালা
৩২.কোন মাটির জলধারণ ক্ষমতা বেশি?
Ans:- এটেল
৩৩.ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে?
Ans:- শতদ্রু
৩৪.কোন মৌলটি ক্লোরোফিলে থাকে?
Ans:- ম্যাগনেসিয়াম
৩৫.দিলওয়ারা মন্দির ভারতের কোন রাজ্যে আছে?
Ans:- রাজস্থান
৩৬.তহকিক ই হিন্দ বইটি কার লেখা?
Ans:- অলবিরুনি
৩৭.কত বছর অন্তর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়?
Ans:-চার বছর
৩৮.মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন?
Ans:-১৯১৫
৩৯.ভারতের রাজ্যসভার সদস্যরা কাদের মাধ্যমে নির্বাচিত হন?
Ans:- বিধানসভার সদস্যগণ
৪০.মাদার টেরেসা কত সালে ভারতরত্ন পুরস্কার পান?
Ans:-১৯৮০ সালে
৪১.কত ডিগ্রি ফারেনহাইটে জল ফুটে বাষ্প হয়?
Ans:-২১২°F
৪২.কত সালে ফরাসি এবং ইংরেজদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়?
Ans:-১৭৬০ সালে
৪৩.কত সালে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ব্রিটিশদের রাজধানী স্থানান্তর করা হয়?
Ans:-১৭৭২ সালে
৪৪.আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
Ans:-আমস্টেল
৪৫.ভারতের মির্জাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত?
Ans:-কার্পেট
৪৬.কুকা আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
Ans:-পাঞ্জাব
৪৭.মিশরের জাতীয় খেলার নাম কী?
Ans:-ফুটবল
৪৮.রাত্রিবেলা কোন গ্ৰহ সবচেয়ে উজ্জ্বল দেখায়?
Ans:-শুক্র গ্রহ
৪৯.ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
Ans:-দেরাদুন
৫০. রবি শস্য কোন সময় বপন করা হয় ?
Ans- অক্টোবর নভেম্বর
৫১. সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত ?
Ans- হায়দ্রাবাদ
৫২. snooker খেলায় কতগুলো বল থাকে ?
Ans- 22
৫৩. বিশ্বের সর্বাধিক টিন উৎপাদক হয় কোন দেশে ?
Ans- মালয়েশিয়া
৫৪. বিশ্বের প্রথম ক্যাশলেস দেশ কোনটি ?
Ans- সুইডেন
৫৫.কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ?
Ans- স্কন্দ
৫৬. কল্পনা চাওলার মহাকাশ যানের নাম কি ?
Ans- কলম্বিয়া
৫৭.বুদ্ধচরিত কে রচনা করেন ?
৬৬.বক্সা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত
৭৮. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
Ans-খান আবদুল গফফর খান
৭৯.Sardar Vallabhbhai Patel International Airport কোথায় অবস্থিত ?
Ans-আমেদাবাদ
৮০.ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেন ?
Ans- ড্যানিয়েল গাব্রিয়েল
৮১. ‘মনসব’ কথার অর্থ কি ?
Ans- পদমর্যাদা
Ans- ৫ বছর
৮৩.মহাকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans-ফরাসি
৮৪. মার্টিন লুথার কিং কত সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন ?
Ans- ১৯৬৪ সালে
৮৫. ইরাকের জাতীয় খেলা কোনটি ?
Ans- ফুটবল
৮৬.কোন নদীর তীরে নিউইয়র্ক অবস্থিত ?
Ans- লাইসোজাইম।
৯৬ পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি ?
Ans- ৯ টি
৯৭. জল ও কার্বন-ডাই অক্সাইড কিসের উপাদান ?
Ans- সোডা ওয়াটার
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Freshgkbangla " (Gk) জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 1 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
No comments:
Post a Comment