Gk Questions& Answer in Bengali (Part-2)
Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GKfor All Comparative exam in Bengali) Part – 2: এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট ।
1.ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল?
(ক) ২৬শে জানুয়ারী ১৯৫০
(খ) ২৬শে জানুয়ারী ১৯৫১
(গ) ২৬শে নভেম্বর ১৯৪৯
(ঘ) ১৫ই আগস্ট ১৯৪৭
উত্তরঃ ২৬শে নভেম্বর ১৯৪৯
2. নীচের কোন ব্যক্তি গণ পরিষদের সদস্য ছিলেন না?
(ক) ভি বি প্যাটেল
(খ) জে বি কৃপালিনী
(গ) জয় প্রকাশ নারায়ণ
(ঘ) কে এন মুন্সী
উত্তরঃ জয় প্রকাশ নারায়ণ
3. ফান্ডামেন্টাল রাইটস ও মাইনরিটি কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
(ক) নেহেরু
(খ) ভি বি প্যাটেল
(গ) রাজেন্দ্র প্রসাদ
(ঘ) রাজা গোপালাচারী
উত্তরঃ ভি বি প্যাটেল
4. নীচের কোন আইনের দ্বারা ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল?
(ক)গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আক্ট ১৯১৯
(খ) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৮৬১
(গ) রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩
5. গণ পরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন?
(ক) রাজেন্দ্র প্রসাদ
(খ) জহরলাল নেহেরু
(গ) ডঃ সচ্চিদানন্দ সিনহা
(ঘ) উপরের কেউই নয়
উত্তরঃ ডঃ সচ্চিদানন্দ সিনহা
6. ভারতের সংবিধান তৈরী করতে কত দিন সময় লেগেছিল?
(ক) ২ বছর ৭ মাস ২৩ দিন
(খ) ২ বছর ১১ মাস ১৮ দিন
(গ) ৩ বছর ৭ মাস ৫ দিন
(ঘ) ২ বছর ৬ মাস ২১ দিন
উত্তরঃ ২ বছর ১১ মাস ১৮ দিন
7.সংবিধান সভার উপদেষ্টা কে ছিলেন?
(ক) বি আর আম্বেদকার
(খ) মহাত্মা গান্ধী
(গ) রাজেন্দ্র প্রসাদ
(ঘ) বি এন রাও
উত্তরঃ বি এন রাও
8. সংবিধান সভা বা গণ পরিষদের প্রথম সভা কবে হয়েছিল?
(ক) ৯ই ডিসেম্বর ১৯৪৬
(খ) ১১ই ডিসেম্বর ১৯৪৬
(গ) ১১ই ডিসেম্বর ১৯৪৭
(ঘ) ১৬ই জুলাই ১৯৪৭
উত্তরঃ ৯ই ডিসেম্বর ১৯৪৬
9. ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
(ক) ভি বি প্যাটেল
(খ) গান্ধীজী
(গ) জহরলাল নেহেরু
(ঘ) জে বি কৃপালিনী
উত্তরঃ জহরলাল নেহেরু
10. ভারত ও পাকিস্থান দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল নিন্মলিখিত কোন আইনের দ্বারা?
(ক) ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স অ্যাক্ট
(খ) পিটস অ্যাক্ট
(গ) কম্যুউনাল অ্যাক্ট
(ঘ) গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আক্ট
উত্তরঃ ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স অ্যাক্ট
11.বৃহত্তম এককোষী শৈবালের নাম কি?
(ক) ইস্ট
(খ) অ্যাসিটেবুলেরিয়া
(গ) অ্যামিবা
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ অ্যাসিটেবুলেরিয়া
12. মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
(ক) লিভার
(খ) পিটুইটারী
(গ) অগ্নাশয়
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ লিভার
13. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন বি
(গ) ভিটামিন সি
(ঘ) ভিটামিন ডি
উত্তরঃ ভিটামিন ডি
14. কোন কোষ অঙ্গানুকে সুইসাইড ব্যাগ বলা হয়?
(ক) রাইবোজোম
(খ) লাইসোজোম
(গ) গলগি বডি
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ লাইসোজোম
15. বার্ড ফ্লু ভাইরাসের নাম কি?
(ক) H1N1
(খ) H5N1
(গ) N1N1
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ H5N1
16. আরশোলার রেচন অঙ্গের নাম কি?
(ক) ফ্লেম কোষ
(খ) ম্যালপিজিয়াম নালিকা
(গ) সবুজ গ্রন্থি
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ ম্যালপিজিয়াম নালিকা
17.নিন্মলিখিতগুলির মধ্যে কোনটিকে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়?
(ক)জল
(খ) খনিজ লবণ
(গ) ফ্যাট
(ঘ) শর্করা
উত্তরঃ শর্করা
18. নীচের কোনটি ফিতা কৃমির রেচন অঙ্গ?
(ক) সবুজ গ্রন্থি
(খ) নেফ্রিডিয়া
(গ) ফ্লেম কোষ
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ ফ্লেম কোষ
19. হিমোগ্লোবিনের গড় আয়ু কত দিন?
(ক) ৯০ দিন
(খ) ১০০ দিন
(গ) ১১০ দিন
(ঘ) ১২০ দিন
উত্তরঃ ১২০ দিন
20. নীচের কোনটি কেঁচোর গমনাঙ্গের নাম?
(ক) নেফ্রিডিয়া
(খ) ক্ষণ পদ
(গ) সিটা
(ঘ) পা
উত্তরঃ সিটা
21.ভারী জল আসলে ___
(ক) প্রোটিয়াম অক্সাইড
(খ) হাইড্রোজেন পারাক্সাইড
(গ) ডয়টোরিয়াম অক্সাইড
(ঘ) ট্রাইটিয়াম অক্সাইড
উত্তরঃ ডয়টোরিয়াম অক্সাইড
22. “দার্শনিক এর উল” কোনটিকে বলা হয়?
(ক) জিঙ্ক অক্সাইড
(খ) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
(গ) কিউপ্রিক অক্সাইড
(ঘ) ফেরিক অক্সাইড
উত্তরঃ জিঙ্ক অক্সাইড
23. রোধের একক কোনটি?
(ক) ওহম
(খ) ওয়াট
(গ) অ্যাম্পিয়ার
(ঘ) কুলম্ব
উত্তরঃ ওহম
24. কোন মৌলের নিউক্লিয়াসে নিউটন থাকেনা?
(ক) অক্সিজেন
(খ) নাইট্রোজেন
(গ) হাইড্রোজেন
(ঘ) কার্বন
উত্তরঃ হাইড্রোজেন
25. মরীচিকা আসলে আলোকের কোন ধর্মের জন্য হয়ে থাকে?
(ক) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(খ) প্রতিসরণ
(গ) বিচ্ছুরণ
(ঘ) আলোকের সরলরৈখিক গতি
উত্তরঃ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
26. ওজোন স্তরে গর্ত হবার জন্য দায়ী কোন গ্যাসটি?
(ক) অক্সিজেন
(খ) হাইড্রোজেন
(গ) ক্লোরোফ্লুরো কার্বন
(ঘ) কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ ক্লোরোফ্লুরো কার্বন
27. ফল পাকানোর জন্য নীচের কোন রাসায়ানিক ব্যবহার করা হয়?
(ক) ইথিলিন
(খ) বেঞ্জিন
(গ) ফরম্যালডিহাইড
(ঘ) ক্লোরফর্ম
উত্তরঃ ইথিলিন
28. বেকিং পাউডারের রাসয়ানিক নাম হল ___
(ক) সোডিয়াম হাইড্রাক্সাইড
(খ) ক্যালসিয়াম কার্বোনেট
(গ) সোডিয়াম বাই কার্বোনেট
(ঘ) ক্যালসিয়াম হাইড্রাক্সাইড
উত্তরঃ সোডিয়াম বাই কার্বোনেট
29. উষ্ণতার বা তাপমাত্রার এস আই একক কোনটি?
(ক) সেলসিয়াস
(খ) ফারেনহাইট
(গ) কেলভিন
(ঘ) কোনটিও নয়
উত্তরঃ কেলভিন
30. নীচের কোনটি ধাতু?
(ক) জল
(খ) পারদ
(গ) তেল
(ঘ) সালফিউরিক অ্যাসিড
উত্তরঃ পারদ
31.তিনটি গাড়ির গতিবেগের অনুপাত ২:৩:৪। ওই তিনটি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে তার অনুপাত কত?
(ক) ২:৩:৪
(খ) ৪:৩:৬
(গ) ৬:৪:৩
(ঘ) উপরের কোনটাই নয়
উত্তরঃ ৬:৪:৩
32. একটি ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য লতার প্রকৃত ওজন ৮০ কেজির পরিবর্তে ৭২ কেজি হয়। তাহলে শতকরা ত্রুটির পরিমাণ কত?
(ক) ৮%
(খ) ৯%
(গ) ১০%
(ঘ) উপরের কোনটাই নয়
উত্তরঃ ১০%
33. পিন্টু ৪টি ঝুড়ি করে যথাক্রমে ১৫ টি, ১৮ টি, ২১ টি ও ২২ টি আম কিনে আনল। এর মধ্যে একটি ঝুড়ি বাড়ি নিয়ে গেল। বাকি তিন ঝুড়ি আম পাঁচ বন্ধুর মধ্যে সমান ভাবে ভাগ করে দিল। সে যে ঝুড়িটি বাড়ি নিয়ে গিয়েছিল তাতে কটি আম ছিল?
(ক) ১৫ টি
(খ) ১৮ টি
(গ) ২১ টি
(ঘ) উপরের কোনটাই নয়
উত্তরঃ ২১ টি
34. ২ টি লেবু, ৩ টি কলা ও ৪ টি আপেলের মোট দাম ১৫ টাকা। ৩ টি লেবু, ২ টি কলা ও ১ টি আপেলের দাম ১০ টাকা। তাহলে ৩ টি লেবু, ৩ টি কলা ও ৩ টি আপেলের মোট দাম কত?
(ক) ১০ টাকা
(খ) ১৫ টাকা
(গ) ২০ টাকা
(ঘ) উপরের কোনটাই নয়
উত্তরঃ ১৫ টাকা
35. অনিল ১০ মিনিটে ৫০০ টি শব্দ টাইপ করতে পারে এবং নিশা ৫ মিনিটে ২০০ টি শব্দ টাইপ করতে পারে। তাহলে দুজনে একত্রে ৩৬০০ টি শব্দ টাইপ করতে কত সময় লাগবে?
(ক) ৪০ মিনিট
(খ) ৪৫ মিনিট
(গ) ৫০ মিনিট
(ঘ) উপরের কোনটাই নয়
উত্তরঃ ৪০ মিনিট
36.দুটি সংখ্যার গ সা গু ২৫ ও তাদের ল সা গু ১৯২৫। একটি সংখ্যা ১৭৫ হলে অপরটি কত?
(ক) ২৭৫
(খ) ৩০৫
(গ) ১৫৫
(ঘ) উপরের কোনটাই নয়
উত্তরঃ ২৭৫
37.তিনটি সংখ্যার অনুপাত ৩:৪:৬। সংখ্যাগুলির গ সা গু ১২। সংখ্যাগুলির ল সা গু কত হবে?
(ক) ৪৮
(খ) ১৪৪
(গ) ২৫৬
(ঘ) উপরের কোনটাই নয়
উত্তরঃ ১৪৪
38. দুটি সংখ্যার যোগফল ২০। বিয়োগফল ৪। সংখ্যাদ্বয়ের গ সা গু কত?
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) উপরের কোনটাই নয়
উত্তরঃ ৪
39. রাকেশ ও রাজেশের বেতনের অনুপাত ৩:৫। প্রত্যেকের বেতন ৩০০ টাকা করে বৃদ্ধি করলে অনুপাত হয় ১৫:২৪। রাকেশের বেতন কত?
(ক) ২৪০০ টাকা
(খ) ২৭০০ টাকা
(গ) ৪৫০০ টাকা
(ঘ) উপরের কোনটাই নয়
উত্তরঃ ২৭০০ টাকা
40. এ ও বি এর আয়ের অনুপাত ৩:২ এবং তাদের ব্যয়ের অনুপাত হল ৫:৩। যদি প্রত্যেকে ১০০০ টাকা করে জমায় তাহলে বি এর আয় কত?
(ক) ৩০০০ টাকা
(খ) ৪০০০ টাকা
(গ) ৫০০০ টাকা
(ঘ) উপরের কোনটাই নয়
উত্তরঃ ৪০০০ টাকা
41.ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?
(ক) ফুটবল
(খ) ক্রিকেট
(গ) পোলো
(ঘ) টেনিস
উত্তরঃ ফুটবল
42. “ফুটবলের আইনস্টাইন” বলা হয় কোন ফুটবলার কে?
(ক) জিকো
(খ) ডেভিড বেকহ্যাম
(গ) গোষ্ঠপাল
(ঘ) মারাদোনা
উত্তরঃ ডেভিড বেকহ্যাম
43. প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল কোন দেশ?
(ক) ভারত
(খ) ইংল্যান্ড
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) ওয়েস্ট ইন্ডিজ
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ
44. বক্সিং খেলা কোথায় প্রথম চালু হয়েছিল?
(ক) আমেরিকা
(খ) ভারত
(গ) রোম
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ রোম
45. প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয়েছিল?
(ক) ৭৭৬ খ্রীষ্ট পূর্বাব্দে
(খ) ১৮৫৭ খ্রীষ্টাব্দে
(গ) ১৯০৮ খ্রীষ্টাব্দে
(ঘ) ১৯২৮ খ্রীষ্টাব্দে
উত্তরঃ ৭৭৬ খ্রীষ্ট পূর্বাব্দে
46. “রাজীব গান্ধী খেলরত্ন” পুরষ্কার কবে থেকে চালু হয়েছিল?
(ক) ১৯৬২
(খ) ১৯৭৮
(গ) ১৯৮৪
(ঘ) ২০০২
উত্তরঃ ১৯৬২
47. প্রথম ফুটবল বিশ্বকাপ চাম্পিয়ান হয়েছিল কোন দেশ?
(ক) ব্রাজিল
(খ) ইতালি
(গ) উরুগুয়ে
(ঘ) আর্জেন্টিনা
উত্তরঃ উরুগুয়ে
48. ফুটবল বিশ্বকাপের ম্যাসকট কবে থেকে চালু হয়েছিল?
(ক) ১৯৬২
(খ) ১৯৬৬
(গ) ১৯৭৫
(ঘ) ১৯৯৮
উত্তরঃ ১৯৬৬
49. কোন ভারতীয় ক্রিকেটার “জাম্বো” নামে পরিচিত?
(ক) শচীন তেন্ডুলকার
(খ) অজয় জাদেজা
(গ) অনিল কুম্বলে
(ঘ) রবি শাস্ত্রী
উত্তরঃ অনিল কুম্বলে
50. “ইডেন গার্ডেন” স্টেডিয়াম কোন খেলার সাথে যুক্ত?
(ক) ক্রিকেট
(খ) টেনিস
(গ) হকি
(ঘ) কবাডি
উত্তরঃ ক্রিকেট
বঙ্গভঙ্গ কবে রদ হয়?
Ans- ১৯১১ সালে
2. লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
Ans- 1916 সালে
3.ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী' কাকে বলা হয়?
Ans- স্বামী বিবেকানন্দ
4. 'হিন্দু মেলা' -আর আয়োজন কে করেন?
Ans- নবগোপাল মিত্র
5. দ্বিতীয় হুগলি সেতুটি কি নামে পরিচিত?
Ans- বিদ্যাসাগর সেতু
6. নিষিদ্ধ নগরী কোন শহরকে বলা হয়?
লাসা (তিব্বত)
7.গরুরু দুধে কোন ভিটামিন আছে?
Ans- ভিটামিন A
8. ভারতীয় রিজার্ভ ব্যংকের প্রথম গভর্নর কে ছিলেন?
Ans-সি ডি দেশমুখ
9. ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয়?
Ans- চেন্নাই
10. 'গুপ্তাব্দ' কে প্রচলন করেন?
Ans- প্রথম চন্দ্রগুপ্ত
11. "সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ" কার অংশ?
Ans- বেদ
12.প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন?
Ans-দেবপ্রিয়
13."অর্থশাস্ত্র" -এর রচিয়তা কে?
Ans-কৌটিল্য
14.সিউড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত?
Ans- রূপনারায়ণ
15. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তরসের পরিমান কত?
Ans- ৩ লিটার
16.'লাইফ ডিভাইন' কে রচনা করেন?
Ans-শ্রী অরবিন্দ ঘোষ
17. 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ম্যাসকটের নাম কি ?
Ans- ফুলেকো
18. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডেপুটি স্পিকার কে ?
Ans- সোনালী গুহ
19.রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নরের নাম কি ?
Ans-সিভি দেশমুখ
20. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে কি বলা হত ?
Ans- হ্যারল্ড ডোমাক মডেল
21. ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে গঠিত হয় ?
Ans-1935 সালের 1 এপ্রিল
22. শিবাজীর শিক্ষক ছিলেন কে ?
Ans- দাদাজি কোন্ডদেব
23. রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর এর নাম কি ?
Ans- অসবার্ণ অকালস্মিথ
24. ন্যূনতম মজুরি আইন পাস হয় কোন বৎসর ?
Ans- 1948 সালে
25. শশাঙ্ক কার উপাসক ছিলেন ?
Ans- শিবের
26 . NABARD কবে গঠিত হয় ?
Ans- 1982 সালে
27. খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?
Ans-1527 সালে
28.বাবর কত খ্রিস্টাব্দে পাদশাহ উপাধি নেন ?
Ans- 1507 খ্রিস্টাব্দে
29. আর্সেনিকের প্রভাবে কি রোগ হয় ?
Ans- ব্ল্যাকফুট রোগ
30. আইফেল টাওয়ার কে প্রস্তুত করেন ?
Ans- আলেকজান্ডার গুস্তাভো
31.মুখ্যমন্ত্রী কলাকার সহায়তা যোজনা কোন রাজ্যে সরকারের যোজনা ?
Ans- উড়িষ্যা
32. কলকাতা কবে স্থাপিত হয় ?
Ans- 1690 সালে
33. কার আমলে মগধের বিক্রমশিলা মহাবীর প্রতিষ্ঠিত হয়েছিল ?
Ans- ধর্মপাল
34. কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত ?
Ans- তোর্সা
35. সবুজ বিপ্লবের অপর নাম কি ?
Ans- গম বিপ্লব
36. কমনওয়েলথ গেম ভারতে কোন বছরে হয়েছে ?
Ans- 2010 সালে
37. হিরাকুদ কোন নদীর উপর অবস্থিত ?
Ans- মহানদী
38. শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে ?
Ans-হর্ষবর্ধন
39. টোডাস উপজাতি কোন রাজ্যে বসবাস করে ?
Ans- তামিলনাড়ু
41. কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যের সৃষ্টি হয়েছে ?
Ans- তামিলনাড়ু
42. উত্তর গোলার্ধে কোন দিনটি সবচেয়ে ছোট ?
Ans- 22 ডিসেম্বর
43. Central rice research institute কোথায়অবস্থিত ?
Ans- কটক
44. অমৃতসর প্রতিষ্ঠা করেন কে ?
Ans-গুরু রামদাস
45. হস্তী গুম্ফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায় ?
Ans-কলিঙ্গরাজ খারবেল
46. তড়িৎ বিভব কি রাশি ?
Ans- স্কেলার রাশি
47. ড্রপ কোন খেলার সঙ্গে জড়িত ?
Ans- ব্যাডমিন্টন
48. প্রতীক মুদ্রা কে প্রবর্তন করেন ?
Ans- মুহাম্মদ বিন তুঘলক
49. আগাখান কাপ কোন খেলার সঙ্গে জড়িত ?
Ans- হকি
50.কলকাতায় কত সালে হিন্দু কলেজের প্রতিষ্ঠিত হয় ?
Ans-1817 সালে
51. বাংলাদেশের সংবিধান কবে চালু হয় ?
Ans-নভেম্বর 4 ,1972 সালে
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Freshgkbangla " (Gk) জেনারেল নলেজ – General Knowledge in bengali Part – 2 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
No comments:
Post a Comment