লাস্ট মিনিট দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশান || Last minute class 12 History suggetion || WBCHSE 2023|| - SM Textbook

Fresh Topics

Tuesday, July 25, 2023

লাস্ট মিনিট দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশান || Last minute class 12 History suggetion || WBCHSE 2023||

  

 লাস্ট মিনিট দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশান || Last minute class 12 History suggetion || WBCHSE 2023||






প্রথম অধ্যায়:

প্রথম অধ্য় থেকে History Suggestion 2023 HS এর জন‍্য দুটি প্রশ্ন পড়তে হবে একটি আসবে ।

1. পেশাদারি ইতিহাস বললে কি বোঝ ? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের তুলনামূলক পার্থক্যগুলি আলোচনা কর ?

2. মিথ( উপকথা) ও লিজেন্ড( পুরাকাহিনী) বলতে কি বোঝ ? অতীতের বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে ?

দ্বিতীয় অধ্যায় :

Class Xii History Suggestion 2023 এর জন‍্য দ্বিতীয় অধ‍্যায় থেকে এই তিনটি প্রশ্নের মধ্যে একটা অসবে।

1. উপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ব আলোচনা করো?

2. সাম্রাজ্যবাদ কাকে বলে ? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা কর ?

3. ওপনিবেশিক সমাজ জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো ?

তৃতীয় অধ্যায় : 

তৃতীয় অধ‍্যায় থেকে HS Suggestion 2023 History থেকে তোমাদের যে প্রশ্ন গুলি পড়তে হবে।

1. ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা কর ?

2. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও ?

3. পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা কর ?

4. ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল ? ভারতীর অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা কর ?

চতুর্থ অধ্যায়:  

চতুর্থ অধ‍্যায় অবলম্বনে HS 2023 History Suggestion এর প্রশ্ন গুলি হল-

1. চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ কর ? এই আন্দোলনের প্রভাব বিস্তার কর ?

2. চীনের ওপর আরোপিত অসম চুক্তি  বলতে কী বোঝোয় ? এই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ?

অথবা, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও ?

3. সমাজ ও শিক্ষা সংস্কারের রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর?

4. বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা কর। এর সীমাবদ্ধতা কি ছিল?

5. ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও ?

পঞ্চম অধ্যায়:  

1. লখনৌ চুক্তির শর্তাবলি উল্লেখ কর। এই শুক্তির গুরুত্ব সম্পর্কে বিস্তৃত আলোচনা কর ?

2. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল। এই হত্যাকাণ্ডের গুরুত্ব আলোচনা করো ?

3. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা কর। এই আইনের গুরুত্ব কি ছিল ?

4. পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা কর ?

 ষষ্ঠ অধ্যায়:

ষষ্ঠ অধ্যায় থেকে HS History Suggestion 2023 এর সম্ভাব্য প্রশ্নগুলি নিম্নরূপ।

1. ১৯৪২ সালের ভারত ছাড়ো আইনের উপর একটি নিবন্ধ লেখ ?

অথবা, ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা কর। এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টীকা লেখ ?

3. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা কর ?

সপ্তম অধ‍্যায় :

সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৩ এর প্রশ্ন গুলি হল।

1.  সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা কর। এই সংকটে ভারতের ভূমিকা আলোচনা কর ?

2. ঠান্ডা লড়াই কি ? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা কর ?

3. ট্রুম‍্যান নীতি কি ? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য গুলি কি ছিল ?

4. কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও ?

অষ্টম অধ্যায় :

1. অপ- উপনিবেশিকরণ বলতে কী বোঝ ?  রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক তাৎপর্য আলোচনা কর ?

2. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা কর ?

3. স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা কর?

4. সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা কর। সার্কের উদ্দেশ্য গুলি আলোচনা করো ?


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();