লাস্ট মিনিট ভূগোল সাজেশান দ্বাদশ শ্রেণির || Last minute geography suggetion Class 12 || WBCHSE 2023 || - SM Textbook

Fresh Topics

Tuesday, July 25, 2023

লাস্ট মিনিট ভূগোল সাজেশান দ্বাদশ শ্রেণির || Last minute geography suggetion Class 12 || WBCHSE 2023 ||

  

লাস্ট মিনিট ভূগোল সাজেশান দ্বাদশ শ্রেণির || Last minute geography suggetion Class 12 || WBCHSE 2023 ||






ভূমিরূপ প্রক্রিয়া,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ

1. আরোহন ও অবরোহন বলতে কী বোঝ? 3

2. পর্যায়ন কাকে বলে ? 2

3. কাস্ট অঞ্চলে ডোলাইন ও পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা কর ?5

অথবা, কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ গুলির বর্ণনা দাও ?

অথবা, কাস্ট অঞ্চলে সিঙ্কহোল, পোলজে এবং পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় তার চিত্রসহ ব্যাখ্যা কর ?

4. চুনাপাথর অঞ্চলের নদীর কার্যে সৃষ্ট যে কোনো চারটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো ? 5

5. অ্যাকুইফার বা অ্যাকুইকুড এর পার্থক্য নির্দেশ কর ? 2

6. গিজার কি ? টম্বোলো কাকে বলে ?      2 +3

7. রিয়া ও ফিয়র্ড উপকূলের চারটি পার্থক্য লেখ ? 4

8. সম্মুখ তটভূমি ও পশ্চাদ তটভূমির মধ্যে পার্থক্য লেখ ? 2

9. সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোন চারটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা  কর ? 6

অথবা, তরঙ্গ কর্তিত মঞ্চ, স্বাভাবিক গিলান ব্লো হোল কিভাবে সৃষ্ট হয় তা চিত্রসহ ব্যাখ্যা কর ?

অথবা, সামুদ্রিক ক্ষয়ের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা কর ?

10. প্রবাল প্রাচীর গড়ে ওঠার দুটি কারণ লেখ ? 2

11.ভাদোস স্তর কাকে বলে ? 2

12. গঠনঅনুসারে প্রস্রবণ চিত্রসহ বর্ণনা করো ? ভৌমজলের নিয়ন্ত্রক গুলি কি কি ?5+2

13.ক্লিন্টস ও গ্ৰাইক কাকে বলে ?

14. ভৌম জলের উৎস গুলি কি কি ? মানবজীবনে ভৌমজলের গুরুত্ব আলোচনা কর ? 2+2


থেকে দুটি প্রশ্ন আসবে যেকোনো একটির উত্তর দিতে হবে।

1. ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা কর ? 5

অথবা, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা কর ?

2. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ ? 4

3. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ ? 3

4. উষ্ণ এবং শীতল সীমান্তের সংজ্ঞা    দাও ? 4

5. এল নিনোর ক্ষতি ব্যাখ্যা কর ? 3

6. মৌসুমী বায়ুর উপর জেটবায়ু প্রবাহের প্রভাব আলোচনা কর ? 3

7. মৌসুমী বায়ুর উপর এল নিনোর প্রভাব আলোচনা কর ? 5

8. জেট বায়ু প্রবাহের তিনটি বৈশিষ্ট্য আলোচনা কর ? 4

9. ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ ?4

10. জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ আলোচনা কর এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা কর ? 5

11. উদাহরণসহ বিভিন্ন মরু উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ সম্পর্কে আলোচনা কর ? 4

12. লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা কর ? 4

13. গ্লোবাল ওয়ারর্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুলি আলোচনা কর ? 3

14. ওজোন স্তরের হ্রাসের প্রভাব গুলি আলোচনা করো ? 4

15. পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব গুলি আলোচনা করো?4

জীববৈচিত্র্য: 

1. জীববৈচিত্র্য বিন্যাসে মানুষের ভূমিকা আলোচনা কর ? 3

2. জীববৈচিত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা কি ? 3

3. রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি ? 3

4. আলফা ও বিটা বৈচিত্রের মধ্যে তুলনা কর ? 3

5. ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণের পার্থক্য লেখ ?

দুর্যোগ ও বিপর্যয় :

1. দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য    লেখ ? 3

2. হরপা বান ও PMR বলতে কী বোঝ ?

অর্থনৈতিক ভূগোল

অর্থনৈতিক ক্রিয়াকলাপ (কৃষিকাজ)

এখান থেকে দুটি প্রশ্ন আসবে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের

1. সবুজ বিপ্লবের প্রধান উপাদান গুলি কি কি ? 3

2. আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের দুটি করে সুফল ও কুফল লেখ ? 4

3. ভারতে নীল বিপ্লবের সুবিধা কি ? 3

4. ধান, গম, উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে আলোচনা কর ? 4

5. শ্রীলংকা নারকেল উৎপাদনে অগ্রণী কেন ? 3

6. দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলি আলোচনা কর ? 3

7.  শস‍্যাবর্তনের সংজ্ঞা দাও ? শস্য সমন্বয় বলতে কী বোঝ ? 2+2

শিল্প : 

শিল্প থেকে দুটি প্রশ্ন থাকবে যে কোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের

1. ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা কর ? 3

2. ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখ ? 5

3. রুঢ় শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা কর ? 3

4. মালয়েশিয়া রবার শিল্পে উন্নত হওয়ার কারণ কি ? কাগজ শিল্পের প্রধান কাঁচামাল গুলি কি কি ? 3+2

5. হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্পের  একাদেশীভবনের কারণ কি ? 4

6. পেট্রোরসায়ন শিল্প বলতে কী বোঝ ? পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা কর ? 2+ 3

7. ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ কি ? 3

8. কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বিশ্লেষণ কর ? 3

5. সোনালী চতুর্ভুজ কাকে বলে ? 2

6. তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের  সংজ্ঞা দাও ?

 জনসংখ্যা ও জনবসতি : 

জনসংখ্যা ও জনবসতি থেকে HS Geography Suggestion 2023  এর জন‍্য 2 টি প্রশ্ন থাকবে যে কোন 1 টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের।

1. জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে ? 2

2. জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব আলোচনা কর ? 3

3. গোষ্ঠীবদ্ধ বসতি গরে ওঠার দুটি প্রাকৃতিক কারণ লেখ ? 2

4. কোন ধরনের ভৌগলিক পরিবেশের বিক্ষিপ্ত জনগোষ্ঠী গড়ে ওঠে ? 3

5. ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতির সংজ্ঞা দাও ? 3

6. রৈখিক জনবসতি বলতে কী বোঝ ?

7. পৃথিবীর অসম জনবন্টনের কারণগুলি আলোচনা কর ? 5

8. পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ? 5

9. হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ কর ? 5

10. ম্যাক্রো বা মাইক্রো / ক্ষুদ্র বা বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি ? 3

11. পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য আলোচনা কর ? 2

12. ছত্রিশগড়ের খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও ?


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();