দশম শ্রেণীর ভূগোল বারিমণ্ডল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর| Class 10 2nd chapter questions answers barimondal || 2024 West Bengal board geography suggetion| - SM Textbook

Fresh Topics

Thursday, October 5, 2023

দশম শ্রেণীর ভূগোল বারিমণ্ডল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর| Class 10 2nd chapter questions answers barimondal || 2024 West Bengal board geography suggetion|

দশম শ্রেণীর ভূগোল বারিমণ্ডল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর| Class 10 2nd chapter questions answers barimondal || 2024 West Bengal board geography suggetion|




A. নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো

 প্রশ্ন। ১ বারিমণ্ডল (Hydrosphere) কাকে বলে বা বারিমণ্ডল বলতে কী বোঝ? 

উত্তর : ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত জলের সমস্ত উৎস ও ভাণ্ডারকে একত্রে বারিমণ্ডল বা Hydrosphere বলে ('বারি' শব্দের অর্থ হল 'জল')। বারিমণ্ডলের মোট জলের প্রায় ৯৭% রয়েছে সাগর ও মহাসাগরে। অবশিষ্ট ৩ ভাগ জলের প্রায় ৭৫% সঞ্চিত রয়েছে বরফ রূপে। বাকি ২৫% নদী, হ্রদ, পুকুর, খাল, বিল ও অন্যান্য জলাভূমিতে অবস্থান করছে।

 প্রশ্ন ২ | সমুদ্রস্রোত (Ocean currents) কী ? [ পর্ষদ নমুনা প্রশ্ন '১৭/ 

উত্তর : বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্রজলের উয়তা,ঘনত্ব, লবণতা ইত্যাদির তারতম্যে সমুদ্রের বিশাল অঞ্চলজুড়ে নিয়মিতভাবে ও নির্দিষ্ট পথে সমুদ্রজলের একমুখী প্রবাহ হল সমুদ্রস্রোত। 

প্রশ্ন ৩ সমুদ্রতরঙ্গ কী? 

উত্তর : সমুদ্রের ওপর বায়ুপ্রবাহে জলের ওপর যে পীড়নের সৃষ্টি হয় তার প্রভাবে জল অগভীর উপকূলের তটভূমিতে ঢেউ আকারে আছড়ে পড়ে। একেই বলে সমুদ্রতরঙ্গ।

প্রশ্ন ৪ কোরিওলিস বল কী?

 উত্তর : পৃথিবীর আবর্তনের প্রভাবে প্রবাহিত বাহু সমুদ্রস্রোতের ওপর যে বল কাজ করে তা হল কোরিওলিস বল। কোরিওলিস বল বায়ু ও সমুদ্রস্রোতের দিকের সাথে সমকোণে কাজ করে বলে বায়ু ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডান এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়।

প্রশ্ন ৫ ফেরেল সূত্র কী?

 উত্তর : পৃথিবীর আবর্তনে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ুর মতো সমুদ্রস্রোতও উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয়। এটি হল ফেরেল সূত্র। 

প্রশ্ন ৬ গায়র বা কুণ্ডলী কাকে বলে? 

উত্তর : সকল মহাসাগরের মাঝবরাবর কোরিওলিস বলের প্রভাবে সমুদ্রস্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে জলাবর্ত বা চর সৃষ্টি করে। একেই গায়র বা কুণ্ডলী বলে।

 প্রশ্ন | ৭ | শৈবাল সাগর (Saragasso Sea) কাকে বলে? 

উত্তর : উত্তর আটলান্টিক মহাসাগরে উয় উপসাগরীয়, শীতল ক্যানারি ও উয় উত্তর নিরক্ষীয় স্রোতের মিলনে যে জলাবর্ত সৃষ্টি উপসাগরীয় স্রোত শৈবাল সাগর উত্তর নিরক্ষীয় স্রোত শৈবাল সাগরের রেখাচিত্র হয় তার মধ্যবর্তী স্রোতহীন শৈবাল আগাছাপূর্ণ স্থানকে শৈবাল সাগর। ল্যাব্রাডর মো নরওয়ে স্রোত বলে শৈবাল সাগর 

প্রশ্ন। ৮ | উষ্ম ও শীতল স্রোতের মিলন অঞ্চলে কী কী আবহগত ঘটনা ঘটে?

 উত্তর : উয় ও শীতল স্রোতের মিলন অঞ্চলে ঘন কুয়াশা সৃষ্টি হয় এবং মাঝে মাঝে ঝড়বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে। 

প্রশ্ন ৯ | মগ্নচড়া বা ব্যাংক কী ? [ মাপ- '১৮)

 উত্তর : জলের সংস্পর্শে গলে যাওয়ায় নুড়ি, বালি, পলিসমুদ্রতলদেশে অদাক্ষিপ্ত হয়ে যে গভীর সৃষ্টি করে ধানে মমতা বলে। যেমন- উত্তর-পশ্চিম আটলান্টিকের গ্র্যান্ড ব্যাংক। 

প্রশ্ন ১০। পৃথিবী বিখ্যাত কয়েকটি মাচড়ার গুরুত্ব লেখো। 

উত্তর: পৃথিবী বিখ্যাত কয়েকটি মহচড়া হ ডগার্স ব্যাংক, রকাল ব্যাংক যেগুলি হল পৃথিবীর অন্যতম ে বাণিজ্যিক মৎস্য আহরণ ।

প্রশ্ন ১১ ম্যাংকটন (Plankton) 

উত্তর : সমুদ্রজলে ভাসমান অতি আণুবীক্ষণিক জ বলে প্ল্যাংকটন। প্ল্যাংকটন ২ প্রকারের হয় (1) উদ্ভিদ প্লাংকটন Phytoplankton (1) প্রাণী প্লাংকটন বা Zoo-plankton সামুদ্রিক মাছেদের প্রধান খাদ্য হল এই প্ল্যাংকটন।

 প্রশ্ন ১২ প্রশান্ত মহাসাগরের দুটি উর ও দুটি পাতল ভে

 উত্তর : প্রশান্ত মহাসাগরের দুটি উয় স্রোত হল- (i) কুরোশি নাম লেখো। বা জাপান স্রোত এবং (ii) উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। প্রশান্ত মহাসাগরের দুটি শীতল স্রোত হল - (i) ক্যালিফোি স্রোত ও (ii) পেরু স্রোত বা হামবোল্ড স্রোত। 

প্রশ্ন ১৩। ভারত মহাসাগরের দুটি উয় ও দুটি শীতল স্রোতে নাম লেখো।

 উত্তর  ভারত মহাসাগরের দুটি উষু স্রোত হল - (i) মোজাি স্রোত ও (ii) মাদাগাস্কার শ্রোত। ভারত মহাসাগরের দুটি শীতল স্রোত হল-- (1) কুমেরু প্রে ও (ii) পশ্চিম অস্ট্রেলীয় স্রোত।

 প্রশ্ন ১৪ আটলান্টিক মহাসাগরের দুটি উয় ও দুটি শীত স্রোতের নাম লেখো। 

উত্তর আটলান্টিক মহাসাগরের দুটি উয় স্রোত হল (i) ক্যানারি স্রোত ও (ii) ব্রাজিল স্রোত। আটলান্টিক মহাসাগরের দুটি শীতল স্রোত হল- (1) স্রোত ও (ii) বেয়েলা স্রোত। জোন রাখো o fare for care (Geostrophic current) ভিন্ন শীতল স্রোতের চক্রাকার জলাবর্ত অঞ্চলে জলতলের উচ্চ পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা বেশি হয়, ফলে জলসমতা ফেরাতে হলে প্রোত পাশের অনলের দিকে প্রবাহিত হয়, একেই বলে জিওট্রপিক স্রোত 

প্রশ্ন ১৫ উপসাগরীয় স্রোত কাকে বলে? 

উত্তর : পশ্চিমমুখী উত্তর নিরক্ষীয় স্রোতটি মেি উপসাগরের মধ্য দিয়ে উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব উপ দিয়ে প্রবাহিত হওয়ার পর পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর-পি ইউরোপের দিকে প্রবাহিত হয়।

প্রশ্ন ১৬ এই স্রোতের দক্ষিণ-পশ্চিম অংশ উপসাগরীয় স্রোত বলে।

 উত্তর : উত্তর নিরক্ষীয় স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোে মধ্যভাগ দিয়ে একটি স্টীল প্রোভ পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত এই স্রোতকে নিরস্টীয় প্রতিস্রোত বলা হয়।


প্রশ্ন ১৭ | ভারত বিপরীতমুখী কেন? মহাসাগরে সমুদ্রস্রোত ঋতু পরিবর্তনে বিপরীতমুখী কেন ?

উত্তর : ভারত মহাসাগরের সমুদ্রস্রোতের ওপর মৌসুমি বায়ুর প্রভাব সর্বাধিক। ঋতুপরিবর্তনের সাথে সাথে মৌসুমি বায়ুর দিক ও গতি পরিবর্তন হয় বলে সমুদ্রস্রোতেরও দিক ও গতির পরিবর্তন ঘটে। গ্রীষ্ম ও শীত ঋতুতে এখানে পরস্পর বিপরীতমুখী স্রোত প্রবাহিত হয়। 

প্রশ্ন । ১৮ | হিমপ্রাচীর (Cold wall) কাকে বলে ? ★★ [ পর্ষদ নামুনা [১৭] [মা.প. [১৪] 

উত্তর : দুটি ভিন্ন ঘনত্বের ভিন্ন ভৌতগুণবিশিষ্ট শীতল ও উয় স্রোত বিপরীত দিক থেকে চালিত হলে তাদের মধ্যবর্তী যে বিভাজনতল সৃষ্টি হয়, তাকে বলে হিমপ্রাচীর।

প্রশ্ন ১৯ | হিমশৈল (Ice berg) বলতে কী বোঝ?

 উত্তর : বিশালাকৃতি বরফের স্তূপ যখন সমুদ্রের জলে ভাসতে থাকে তখন তাকে হিমশৈল বলে। 

প্রশ্ন ২০ | হিমশৈলের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 

উত্তর : হিমশৈলের বৈশিষ্ট্য ও গুরুত্ব হল- (i) মিষ্টি জল দিয়ে তৈরি বিশালাকার বরফ স্তূপ। (ii) মাত্র ১/৯ ভাগ জলের উপরে থাকে। (iii) উচ্চ অক্ষাংশের সমুদ্রে (গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা) এটিকে দেখা যায়। (iv) জাহাজ চলাচলে ভীষণ বিপদ ঘটায়।

A. সংক্ষেপে ব্যাখ্যা করো

 প্রশ্ন ১ | উয় স্রোত ও শীতল স্রোত বলতে কী বোঝ? 

উত্তর : (i) উষু স্রোত (Warm Current) : সমুদ্রস্রোত যখন উয়মণ্ডল থেকে প্রবাহিত হয় তখন সেই স্রোতকে উ স্রোত বলে। সাধারণত এই ধরনের স্রোত সমুদ্রজলের অপেক্ষাকৃত ওপরের অংশ দিয়ে বহিঃস্রোতরূপে প্রবাহিত হয়। যেমন—উয় উপসাগরীয় স্রোত, উয় নিরক্ষীয় স্রোত ইত্যাদি। (ii) শীতল স্রোত (Cold Current) : সমুদ্রস্রোত যখন শীতল মেরুপ্রদেশ থেকে প্রবাহিত হয় তখন সেই স্রোতকে শীতল স্রোত বলে। এ ছাড়া উয়ুমণ্ডল থেকে প্রবাহিত উঘ্ন স্রোত যখন মেরুদ্বয়ের দিকে প্রবাহিত হয়ে আবার ঘুরে আসে তখন সেই সমুদ্রস্রোতকে শীতল স্রোতের আকারেই দেখতে পাওয়া যায়। শীতল সমুদ্রস্রোত সমুদ্রজলের অপেক্ষাকৃত নীচের অংশ দিয়ে অন্তঃস্রোত হিসেবে প্রবাহিত হয়। যেমন—শীতল বেরিং স্রোত, ল্যাব্রাডর স্রোত ইত্যাদি। 

প্রশ্ন ২ | 'বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের মূল কারণ, অথচ বায়ুর গতিবেগের তুলনায় সমুদ্রস্রোতের গতিবেগ অনেক কম।' –কারণ ব্যাখ্যা করো। 

উত্তর : বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির মূল কারণ। সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত বায়ু জলকণার সঙ্গে সংঘর্ষে জলকে তাড়িয়ে নিয়ে সমুদ্রস্রোতের উৎপত্তি ঘটায়। তবে সমুদ্রের উপর দিয়ে যে বায়ু বয়ে যায় তার মাত্র ২%-৪% শক্তি সমুদ্রস্রোতের উৎপত্তিতে সাহায্য করে। তাই দেখা যায় যেখানে বায়ুর গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি সেখানে সমুদ্রস্রোতের বেগ ১-২ কিমি/ঘণ্টা। সমুদ্রের উপর প্রবাহিত নিয়ত বায়ু সমুদ্রস্রোত উৎপত্তিতে সর্বাধিক সাহায্য করে। প্রধান তিনটি মহাসাগরেই আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু সমুদ্রস্রোতের উৎপত্তি ঘটায়। ভারতমহাসাগরে সমুদ্রস্রোতের ওপর মৌসুমি বায়ুর প্রভাব সর্বাধিক।

প্রশ্ন ৩ .পৃষ্ঠপ্রোত ও গভীর সমুদ্রস্রোত বলতে কী বোঝ? 

পৃষ্ঠপ্রোত। বায়ুপ্রবাহের মাধ্যমে এই স্রোতের উৎপত্তি ঘটে। গভীর সমুদ্রস্রোত গভীর সমুদ্র মিটার) দিয়ে প্রবাহিত স্রোত হল গভীর সমুদ্রস্রোত। সমুদ্রজলের পৃষ্ঠ ও গভীর সমুদ্রস্রোত ঘনত্বের তারতম্য এই স্রোত সৃষ্টির মূল কারণ। 

প্রশ্ন।৪. উদাহরণসহ সমুদ্রস্রোতের ওপর কোরিওলিস বলের প্রভাব ব্যাখ্যা করো। 

উত্তর : পৃথিবী তার নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করার ফলে যে কোরিওলিস বলের (Conolis Force) উৎপত্তি হয় এবং তার প্রভাবে সমুদ্রস্রোত সোজাপথে প্রবাহিত হতে পারে না। উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়— এটি ফেরেল সূত্র নামে পরিচিত।

 প্রশ্ন ৫ | শৈবাল সাগরের উৎপত্তি কেন ঘটেছে? 

উত্তর : আটলান্টিক মহাসাগরের দক্ষিণ-পশ্চিম, (i) উপসাগরীয় স্রোত, (ii) উত্তর নিরক্ষীয় স্রোত এবং (iii) ক্যানারি স্রোত পর্যায়ক্রমে আটলান্টিক উত্তর আমেরিকা মহাসাগর ইউরোপ শৈবাল সাগর নিরক্ষরেখা দক্ষিণ আমেরিকা শৈবাল সাগর আফ্রিকা আবর্তিত হয়ে কয়েক হাজার বর্গকিলোমিটার বিস্তৃত একটি বিশাল আয়তাকার অঞ্চলজুড়ে একটি ঘূর্ণস্রোত বা জলাবর্তের সৃষ্টি হয়।

বিশাল জলাবর্তের মাঝখানে কোনোরকম জলপ্রবাহ থাকে বলে স্রোতবিহীন এই অঞ্চলে নানারকম শৈবাল, আগাছা ও জলজ। উদ্ভিদ জন্মায়। এইভাবেই শৈবাল সাগরের উৎপত্তি হয়। 

প্রশ্ন ৬ | উপকূলের আকৃতি সমুদ্রস্রোতকে কীৰূপে প্রভাবিত করে উদাহরণসহ লেখো। 

উত্তর : উপকূলের আকৃতি ও বৈশিষ্ট্য সমুদ্রস্রোতের নিক পরিবর্তন ঘটায়, সমুদ্রস্রোতকে বিভিন্ন শাখায় ভাগ করে। আটলাণ্টিকে বেঙ্গুয়েলা স্রোত গিনি উপকূলে বাধা পেয়ে পশ্চিমে বাঁকে। দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিল অন্তরীপে বাধা পেয়ে দুটি শাখায় ভাগ হয়।

 প্রশ্ন। ৭ | ঋতুপরিবর্তন ভারত মহাসাগরের সমুদ্রস্রোতকে কীভাবে প্রভাবিত করে? ★★

 উত্তর : ঋতুপরিবর্তনের সাথে সাথে মৌসুমি বায়ুর দিক ও গতি পরিবর্তন হয়। এর ফলে সমুদ্রস্রোতেরও দিক ও গতি পরিবর্তন ঘটে। তাই বলা যায় যে, ঋতুপরিবর্তন তথা মৌসুমি বায়ু ভারত মহাসাগরের সমুদ্রস্রোতকে প্রভাবিত করে। 

প্রশ্ন ৮। উচ্চ অক্ষাংশে অবস্থান সত্ত্বেও নরওয়ের হ্যামারফেস্ট বন্দর সারাবছর বরফমুক্ত কেন?

 উত্তর : নরওয়ে উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়ার জন্য এই অঞ্চলটি অত্যন্ত শীতল হয়। তবে উয় উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে জলবায়ু কিছুটা উয় থাকে। এই কারণেই উচ্চ অক্ষাংশে অবস্থান সত্ত্বেও নরওয়ের হ্যামারফেস্ট বন্দর সারাবছর বরফমুক্ত থাকে। 

প্রশ্ন ৯ মগ্নচড়া সৃষ্টির কারণ কী? উত্তর : শীতল স্রোত যেখানে উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হয়, সেখানে শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলগুলি উন্ন স্রোতের সংস্পর্শে গলে যায় এবং হিমশৈল বাহিত নুড়ি, কাঁকর, পলি সমুদ্রে অধঃক্ষিপ্ত হয়। বহুকাল ধরে এই অবক্ষেপণের ফলে অগভীর চড়া সৃষ্টি হয়। 

প্রশ্ন ১০ | মরুভূমি সৃষ্টিতে সমুদ্রস্রোতের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। 

উত্তর : ক্রান্তীয় মণ্ডলে মহাদেশের পশ্চিম দিক দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এই শীতল স্রোতের প্রভাবে সংশ্লিষ্ট অঞ্চলের জলবায়ু হয়েছে শুষ্ক প্রকৃতির বায়ু জলীয় বাষ্প অধীক সংগ্রহের কারণে সংশ্লিষ্ট মহাদেশের পশ্চিম অঞ্চলগুলিতে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। অনন্তকাল ধরে অনাবৃষ্টির কারণে অঞ্চলগুলি মরুভূমিতে পরিণত হয়েছে। সাহারা ভূমির পাশ দিয়ে প্রবাহিত শীতল ক্যানারি স্রোত।

সোনেরান মরুভূমির পাশ দিয়ে প্রবাহিত ক্যালিফোর্নিয়া ে অস্ট্রেলিয়া মরুভূমির পাশ দিয়ে প্রবাহিত পশ্চিম অস্ট্রেলীয় কে সংশ্লিষ্ট অঞ্চলে মরুভূমি সৃষ্টিতে সাহায্য করেছে।

 প্রশ্ন ১১ ঊর্দ্ধ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে ঘন কু ও ঝড় বক্কার সৃষ্টি হয়। কারণ ব্যাখ্যা করো। উত্তর মহাসাগরে উয় সমুদ্রস্রোতের উপর দিয়ে

 উত্তর- | বায়ু এবং শীতল স্রোতের উপর দিয়ে শীতল শুষ্ক বায়ু হয়। শীতল শুষ্ক বায়ুর ঢাল বরাবর উয়-আর্দ্র বায়ু ধীরে ধীরে উ গেলে উয় আৰু বায়ু ঘনীভূত হয়ে কুয়াশার সৃষ্টি হয়। এই কুয়াশাকে পরিবাহিত কুয়াশা (Advection fog) বলা হয়। ওই অবস্থায় শুষ্ক শীতল বায়ুর উপর উয়-আর্দ্র বায়ু চক্রাকারে খু উপরে উঠে নাতিশীতোয় ঘূর্ণবাত সৃষ্টি করে তাহলে ঝড়, ি তুষারঝড় ঘটে। তাই উয় ও শীতল স্রোত মিলন অঞ্চলে প্রায়শ‍ই ঘন কুয়াশ ও ঝড়-ঝঞ্ঝার সৃষ্টি হয়।

 প্রশ্ন ১২ নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন 

উত্তর : নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে উত্তর দিক থেকে ত ল্যাব্রাডর এবং দক্ষিণ দিক থেকে উন্ন উপসাগরীয় স্রোত আসে এ পাশাপাশি বয়ে যায়। দক্ষিণ দিক থেকে উপসাগরীয় স্রোতের প্রভাবে। বায়ুমণ্ডলে প্রবাহিত উর-আর্দ্র বায়ুপুর উত্তর দিকে থেকে ে ল্যাব্রাডর স্রোতের প্রভাবে প্রবাহিত শীতল বায়ুপুরে উপরে ধীরে। ধীরে উঠে ঘনীভূত হয় এবং কুয়াশা সৃষ্টি করে। তাই নিউফাউন্ডল্যাম অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয়। 

প্রশ্ন। ১৩ এল নিনো ও লা নিনার ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো। [

উত্তর : জলবায়ু পরিবর্তনে সমুদ্রস্রোতের প্রভাব স্পষ্ট বোঝা যায়। প্রশান্ত মহাসাগরে এল নিনো ও লা নিনা আবির্ভাবের মধ্য দিয়ে। এল নিনো বছরে পেরু, ইকুয়েডর উপকূলে উত্তরদিক থেকে পর জলের স্রোত (লা নিনা স্রোত) এসে ঢোকে। ফলে পেরু, ইকুয়েভার প্রবল বৃষ্টি, পশ্চিমে অস্ট্রেলিয়ায় অনাবৃষ্টি দেখা দেয়। লা নিনা অস্ট্রেলিয়ায় প্রবল বৃষ্টিতে বন্যা এবং পেরু, ইকুয়েডরে অনাবৃষ্টিতে খরা দেখা দেয়। প্রশান্ত মহাসাগরে গড়ে ২-৭ বছর অন্তর জলবায়ুর এই পরিবর্তনে সমুদ্রস্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 

প্রশ্ন ১৪ | প্রিনল্যান্ড ও নরওয়ে একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও নরওয়ে অপেক্ষা গ্রিনল্যান্ড উপকূল শীতল কেন? 

উত্তর : গ্রিনল্যান্ড ও নরওয়ে একই অক্ষাংশে অবস্থিত গ্রিনল্যান্ডের দুই উপকূল দিয়ে সারাবছরই উত্তর থেকে দক্ষিণ দিে উত্তর মেরু থেকে আগত শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হ অপরদিকে নরওয়ের দক্ষিণ থেকে উত্তর দিকে উয় উপসা স্রোত বাহিত হয়। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে গ্রিনল্যানে উপকূল সারাবছর শীতল থাকে এবং উর্দু উপসাগরীয় স্রোতে প্রভাবে নরওয়ে উপকূল সারাবছর তুলনামূলক উয় থাকে। 

প্রশ্ন | ১৫| মগ্নচড়ার গুরুত্ব কী? অথবা, মগ্নচড়া অঞ্চল ম আহরণে উন্নত কেন?

 উত্তর : বাণিজ্যিক দিক থেকে মগ্নচড়াগুলির ঘর অপরিসীমপারে বলে প্ল্যাংকটন জন্মায়। (ii) হিমশৈলে অবস্থিত নিজ ম্যাংকটনের বৃদ্ধিতে সহায়তা করে বলে, চড়াগুলি রানা প্ল্যাংকটনে সমৃদ্ধ। (m) তো বায়ু। হরণ ও সংরক্ষণের সু

প্রশ্ন ১৬ গ্রাা ন্ড ব্যাংক অঞ্চলে প্রচুর মাছ ধরা পড়ে কেন?

উত্তর : গ্রান্ড ব্যাকে অঞ্চল উত্তর দিক থেকে আ এবং দক্ষিণ দিক থেকে আগত উর্দু উপসাগরীয় স্রোতের ল স্রোতের মিলন এলে প্রচুর পরিমাণে মাছের প্রয়োজনীয় খাদ্য প্ল্যাংকটন জন্মায়। তা ছাড়া রাতের সাথে আগত হিমশৈল গলে গিয়ে এবং সমুদ্রজলের ঊর্ধ্বমুখী মাছের প্রয়োজনীয় খাদ্যেরও জোগান বাড়ে। তাই এই অঞ্চলে প্রচুর মাঝের সমাবেশ ঘটে। এই অঞ্চল পৃথিবীর অন্যতম বিখ্যাত বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র। () গ্র্যান্ড কাকে না 

প্রশ্ন ১৭ | উদাহরণসহ জলবায়ুর ওপর উর স্রোতের প্রভাব লেখো। 

উত্তর : কোনো অঞ্চলের উপকূলের জলবায়ুর ওপর উয় স্রোত ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। যেমন- (i) উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে উর সমুদ্রস্রোত প্রবাহিত হওয়ার ফলে শীতল অঞ্চলের উষ্ণতা বেড়ে যায়। উদাহরণ- নরওয়ে উপকূল অলের ওপর দিয়ে প্রবাহিত উর আটলান্টিক স্রোতের প্রভাবে নরওয়ের উয়তা বেড়ে যায়। (ii) উয় সমুদ্রস্রোতের ফলে উয়ুমণ্ডল ও হিমমণ্ডলের সমুদ্র জলরাশির মধ্যে উন্নতার সমতা বজায় থাকে। (iii) উরু স্রোতের সাথে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বা প্রভাবে জলভাগে বৃষ্টিপাত হয়। উদাহরণ- ইংল্যান্ডের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়। (iv) কোনো কোনো স্থানে উয় স্রোত ও শীতল স্রোতের মিলনে কুয়াশা ও ঝড়-এর সৃষ্টি হয়। উদাহরণ—জাপান উপকূলে হয়। 

প্রশ্ন | ১৮| উদাহরণসহ জলবায়ুর ওপর শীতল স্রোতের প্রভাব লেখো। 

উত্তর : জলবায়ুর ওপর শীতল স্রোতের প্রভাবগুলি হল- iii) শীতল স্রোত-এর ফলে উয়ুমণ্ডলে বায়ুর উন্নতা হ্রাস পায় উদাহরণ- কানাডার পূর্ব উপকূলের ওপর দিয়ে ল্যাব্রাডর হোয় প্রবাহিত হওয়ার ফলে ওই অঞ্চলের উন্নতা হ্রাস পায়। (ii) উঘ্ন নিরক্ষীয় ও শীতল মেরু বা মেরুপ্রদেশীয় অঞ্চলে উ ও শীতল বায়ু মিলিত হলে উয়তার সমতা রক্ষা করে। 


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();