- SM Textbook

Fresh Topics

Wednesday, October 4, 2023

 দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর| class 10 geography 1St chapter questions answers| 





. নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো


প্রশ্ন ১) ভূমিরূপ গঠনকারী Process) বলতে কী বোঝ?

 উত্তর:-  যেসকল ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের উপরিভাগে নানা ভূমিরূপের সৃষ্টি, বিনাশ, পরিবর্তন ও বিবর্তন হয়ে চলেছে, তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া (Geomorphic Process) বলে।


 প্রশ্ন ২) কোন্ দুটি প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কার্যকর হয় ?

উত্তর:-  অন্তর্জাত প্রক্রিয়া (Endogenetic Process) এবং বহির্জাত প্রক্রিয়া (Exogenetic Process)-এর মাধ্যমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কার্যকর হয়।

প্রশ্ন। ৩) অন্তর্জাত প্রক্রিয়া (Endogenetic Process) কাকে বলে ?

উত্তর :- ভূঅভ্যন্তরে উদ্ভূত বলের প্রভাবে স্থানীয় বা আঞ্চলিক ভাবে কঠিন ভূত্বকের যে-ধীর ও আকস্মিক পরিবর্তন ঘটে, তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয় ।


প্রশ্ন 8) বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া (Exogenetic Process) বলতে কী বোঝ?

উত্তর:-  ভূবহিস্থ বা পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের বিবর্তন ও পরিবর্তনকেই বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে।


প্রশ্ন ৫ বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শক্তিগুলি কী কী? 

উত্তর :- বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শক্তিগুলি হল নদী বা জলধারা, হিমবাহ, বায়ু, সমুদ্রতরঙ্গ, ভৌমজল ইত্যাদি।

প্রশ্ন ৬) পর্যায়ন বা পর্যায়ন প্রক্রিয়া (Gradation) কাকে

উত্তর:-  ক্ষয়সীমার সাপেক্ষে অসমতল ও বন্ধুর ভূমির সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়।

Chamberlin এবং Salisbury নামক দুই ভূবিজ্ঞানী প্রথম ‘পর্যায়ন' বা 'Gradation' শব্দটি ব্যবহার করেন।


প্রশ্ন ৭)  কোন্ দুটি প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন প্রক্রিয়া কার্যকর উত্তর অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন  প্রক্রিয়া কার্যকর হয়।


প্রশ্ন ৮) অবরোহণ প্রক্রিয়া (Degradation) কাকে বলে ? 

 উত্তর:-  যে-প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বহির্জাত শক্তিসমূহ ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গাকে ক্রমাগত ক্ষয়ের ফলে সমতলভূমিতে পরিণত করে, তাকে বলে অবরোহণ প্রক্রিয়া।


৯) আরোহণ প্রক্রিয়া (Aggradation) কাকে বলে ?

উত্তর:-  বিভিন্ন ধরনের বহির্জাত প্রাকৃতিক শক্তিসমূহের মাধ্যমে সঞ্চয়কার্যের ফলে স্থলভূমির নীচু অংশ বা নিম্নভূমি ভরাট হয়ে উঁচু হয়ে যাওয়ার প্রক্রিয়াকে আরোহণ প্রক্রিয়া বলা হয়।


প্রশ্ন ১০)  অবরোহণ ও আরোহণের মূল পার্থক্য কী?

 উত্তর:-  অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মূল পার্থক্য হল— অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়ের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পায় এবং আরোহণ প্রক্রিয়ায় সঞ্জয়কার্যের মাধ্যমে নীচু ভূমি ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি করে।


প্রশ্ন | ১১ | পর্যায়িত ভূমি (Graded Landform) কাকে বলে?


উত্তর:-: ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে কোনো ভূমিরূপের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করে, তখন সেই ভূমিরূপকে পর্যায়িত ভূমি বলা হয়। 


প্রশ্ন | ১২ | আবহবিকার (Weathering) কাকে বলে?


উত্তর :- আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন—উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহের যান্ত্রিক পদ্ধতিতে বিচূর্ণন ও রাসায়নিক পদ্ধতিতে বিয়োজন হওয়াকে আবহবিকার বলে।আবহবিকার যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক পদ্ধতিতে সম্পন্ন হয়। 


 ১৩ | ক্ষয়ীভবন (Erosion) কী?

উত্তর:-  ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষয়কারী শক্তির দ্বারা পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলা হয়। এটি একটি গতিশীল প্রক্রিয়া।


প্রশ্ন ১৪)  পুঞ্জিত ক্ষয় (Mass wasting) কাকে বলে ? 

উত্তর:-  উচ্চভূমির ঢালের মৃত্তিকা ও শিলাস্তর অভিকর্ষের টানে ঢাল বেয়ে নীচে নেমে আসার ঘটনাকে পুঞ্জিত ক্ষয় বলে।


প্রশ্ন | ১৫ | নগ্নীভবন (Denudation) কাকে বলে?

উত্তর:-  আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন—এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে অপসারিত হয়। এর ফলে নীচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে। এই প্রক্রিয়াকেই নগ্নীভবন বলে।


১৬) নগ্নীভবনের সূত্রটি কী?


উত্তর :-নগ্নীভবনের সূত্রটি হল-

নগ্নীভবন = আবহবিকার + পুঞ্জিত ক্ষয় + ক্ষয়ীভবন


প্রশ্ন । ১৭ | ক্ষয়সীমা কাকে বলে?

উত্তর:-  ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নীচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে, তা হল ক্ষয়সীমা। সমুদ্রতল হল শেষ ক্ষয়সীমা। J W Powell হলেন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক।


প্রশ্ন | ১৮ | ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মূল পার্থক্য কী?

উত্তর:-  ভূপৃষ্ঠস্থ বিভিন্ন শক্তির মাধ্যমে পদার্থের অপসারণ হল ক্ষয়ীভবন। অপরদিকে অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর পদার্থ নেমে আসা হল পুঞ্জিত ক্ষয়।

১. বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা হল--- দেশ নদীর অববাহিকা?

উত্তর:- আমাজন

২. উচ্চগতিতে নদীর প্রধান কাজ? 

উত্তর:- ক্ষয়


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();