পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল অষ্টম অধ্যায় | Class 9 8th chapter geography question answer | - SM Textbook

Fresh Topics

Thursday, July 27, 2023

পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল অষ্টম অধ্যায় | Class 9 8th chapter geography question answer |

 

পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল অষ্টম অধ্যায় | Class 9 8th chapter geography question answer | 




1. পশ্চিমবঙ্গের আয়তন কত?

উঃ ৮৭৮৫৩ বর্গ কিমি।

2. ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে প্রধানত কটি অঞ্চলে ভাগ করা যায়? কী কী?

উঃ তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে। যথা – উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল।

3. দার্জিলিং পর্বতশ্রেণির অন্য আর এক নাম কী?

উঃ ঘুম রেঞ্জ।

4. টাইগার হিলের উচ্চতা কত?

উঃ ২,৫৭৩ মিটার।

5. ঋষিলা পর্বতের উচ্চতা কত? এটি কোন শহরের কাছে অবস্থিত?

উঃ ৩,১২১ মিটার। এটি কালিম্পং শহরের কাছে অবস্থিত।

6. অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? এর উচ্চতা কত?

উঃ গোরগাবুরু। এর উচ্চতা ৬৭৭ মিটার।

7. বাঁকুড়া, বীরভূম ও মেদিনীপুর জেলায় অবস্থিত একটি করে পাহাড়ের নাম লেখ।

উঃ বাঁকুড়া – বিহারীনাথ, শুশুনিয়া

  • বীরভূম – মথুরাখালি
  • মেদিনীপুর – বেলপাহাড়ী।

8. উত্তরবঙ্গের তিনটি নদীর নাম লেখ।

উঃ তিস্তা, জলঢাকা, মহানন্দা।

9. সুন্দরবন অঞ্চলে অবস্থিত তিনটি নদীর নাম লেখ।

উঃ সপ্তমুখী, মাতলা, গোসাবা, বিদ্যাধরী।

10. পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি বরফগলা জলে পুষ্ট, একটি বর্ষার জলে পুষ্ট ও একটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখ।

উঃ বরফগলা জলে পুষ্ট – গঙ্গা নদী।

  • বৃষ্টির জলে পুষ্ট – অজয়
  • জোয়ারের জলে পুষ্ট – মাতলা।

11. ভাগীরথী-হুগলী নদীর প্রধান উপনদীগুলির নাম লেখ।

উঃ অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ ও হলদি।

12. ভাগীরথী-হুগলী নদীর পূর্ব-দিক দিয়ে প্রবাহিত নদীগুলির নাম লেখ।

উঃ জলঙ্গী, ভৈরবী, মাথাভাঙ্গা, চুর্ণী, ইছামতী, বিদ্যাধরী, কালিন্দী, মাতলা, রায়মঙ্গল, পিয়ালী ও সপ্তমুখী।

13. পশ্চিমবঙ্গে সারা বৎসরে কী কী ঋতু দেখা যায়?

উঃ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।

14. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়?

উঃ মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা।

15. পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির?

উঃ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।

16. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত?

উঃ মৌসুমী বায়ু, বিশেষত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়।

17. পশ্চিমবঙ্গে কোন মাসে কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি?

উঃ গ্রীষ্মের শুরুতে চৈত্র-বৈশাখ মাসে।

18. কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়?

উঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে।

19. পশ্চিমবঙ্গের কোন অংশে গ্রীষ্মকালেও পশমের বস্ত্র প্রয়োজন হয়?

উঃ দার্জিলিং-এর পার্বত্য অঞ্চলে।

20. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী এবং উচ্চতা কত?

উঃ সান্দাকফু (৩৬৩০ মিটার)।

21. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।

উঃ অযোধ্যা পাহাড়।

22. পশ্চিমবঙ্গের কোন অংশে অনেক বালিয়াড়ি দেখা যায়?

উঃ পশ্চিমবঙ্গের দক্ষিণে মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরীয় উপকূলে যার আর এক নাম দীঘা কাঁথি উপকূল।

23. রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর।

উঃ দামোদর নদ।

24. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ?

উঃ শিলাবতী ও দারকেশ্বর।

25. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম কর যাতে জোয়ার ভাটা হয়।

উঃ হুগলী নদী।

26. পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম কর।

উঃ দামোদর, অজয়, ময়ূরাক্ষী।

27. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার-ভাঁটা দেখা যায়।

উঃ হুগলী নদী।

28. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখ।

উঃ ময়ূরাক্ষী।

29. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কী?

উঃ গোরগাবুরু।

30. তরাই অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম লেখ।

উঃ তিস্তা।


31. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়?

উঃ উপকূলের বালুকাময় সমভূমিতে।

32. রাঢ় অঞ্চলে কোন শ্রেণির মাটি দেখা যায়?

উঃ ল্যাটেরাইট জাতীয় লাল মাটি।

33. পশ্চিমবঙ্গের বরেন্দ্রভূমির মাটি কী জাতীয়?

উঃ ল্যাটেরাইট।

34. সুন্দরবন অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায়?

উঃ লবণাক্ত।

35. পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে মামা-ভাগ্নে পাহাড় অবস্থিত?

উঃ পশ্চিমের মালভূমি অঞ্চলে।

36. পশ্চিমবঙ্গের মালভূমিতে অবস্থিত একটি পাহাড়ের নাম কর।

উঃ অযোধ্যা পাহাড়।

37. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত? 

উঃ পশ্চিমের মালভূমি অঞ্চলে।

38. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখ।

উঃ ব্রাহ্মণী।

39. দামোদর নদীর প্রধান শাখার নাম কী?

উঃ মুণ্ডেশ্বরী।

40. পশ্চিমবঙ্গের কোথায় সর্বাপেক্ষা বেশী বৃষ্টিপাত হয়?

উঃ দার্জিলিং –এ।

41. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার কোনটি?

উঃ পুরুলিয়া জেলা।

42. বাংলার দুঃখ কোন নদকে বলা হয়?

উঃ দামোদর নদকে।

43. সুন্দরবন নামকরণের কারণ কী?

উঃ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দক্ষিণাংশে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে চিরসবুজ ম্যানগ্রোভ বনভূমি আছে। ওই বনভূমিতে বিভিন্ন ধরণের গাছের মধ্যে সুন্দরী নামে এক ধরণের গাছ বেশি দেখা যাউ বলে ঐ বনভূমির নাম হয়েছে সুন্দরবন।

44. গঙ্গা ব-দ্বীপের সক্রিয় অংশ কোনটি?

উঃ সুন্দরবন অঞ্চল।

45. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে?

উঃ সিঙ্গলিলা শৈলশিরা।

46. পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়?

উঃ বক্সা দুয়ার-এ।

47. তিস্তা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ তিস্তা নদীটি সিকিম হিমবাহের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে।

48. পশ্চিমবঙ্গের নবীনতম অংশ কোনটি?

উঃ গঙ্গা ব-দ্বীপ। বিশেষত এই ব-দ্বীপের দক্ষিনাংশের সুন্দরবন এলাকা।

49. পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত?

উঃ পশ্চিমবঙ্গের উত্তরাংশে জলপাইগুড়ি জেলার অরণ্যপূর্ণ তরাই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত।

50. পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত?

উঃ ভাগীরথী হুগলী নদী।

51. পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপটির নাম ও অবস্থান উল্লেখ কর।

উঃ পূর্বাশা, এটি সুন্দরবনের দক্ষিণাংশে ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত।

52. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী?

উঃ কাঁসাই ও কেলেঘাই নদীর।

  1. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকাল আর্দ্র। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. ______ একটি আত্মীয় বৃক্ষ। (শূন্যস্থান পূরন করো)

Ans. রডোডেনড্রন

  1. পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি ‘ফুড পার্ক’-এর নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. শংকরপুর ও কাকদ্বীপ।

  1. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী? (এক কথায় উত্তর দাও)

Ans. আসানসোল।

  1. দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার প্রাচীন পলিগঠিত ভূমিকে বরেন্দ্রভূমি বলে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. পেডং, কালিম্পং-এর নিকটে অবস্থিত একটি ছোটো শহর। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. কালো বা ধূসর।

  1. দার্জিলিং একটি শৈলশহর। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? (এক কথায় উত্তর দাও)

Ans. তিস্তা।

  1. ______ জেলাকে পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’ বলা হয়। (শূন্যস্থান পূরন করো)

Ans. বর্ধমান

  1. পশ্চিমবঙ্গের দুটি তন্তুজাতীয় শস্যের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. পাট ও শন।

  1. উত্তরবঙ্গের নদীগুলি খরস্রোতা বলে ______ উৎপাদনে সুবিধাজনক। (শূন্যস্থান পূরন করো)

Ans. জলবিদ্যুৎ

  1. উত্তরবঙ্গের নদীগুলি ______ জলে পুষ্ট। (শূন্যস্থান পূরন করো)

Ans. বরফগলা

  1. কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দ্বিধাবিভক্ত করেছে? (এক কথায় উত্তর দাও)

Ans. তিস্তা নদী।

  1. পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. চা ও পাট।

  1. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটির নাম কী? (এক কথায় উত্তর দাও)

Ans. আসানসোল।

  1. 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব ______। (শূন্যস্থান পূরন করো)

Ans. 1,029 জন/বর্গকিমি

  1. পশ্চিমবঙ্গের কোন্ দিকে হিমালয় পর্বত অবস্থিত? (এক কথায় উত্তর দাও)

Ans. উত্তর দিকে।

  1. কত সালে মেদিনীপুর জেলাকে দুটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. 2002 সালের 1 জানুয়ারি।

  1. ______ নামে গঙ্গা নদীর একটি শাখা বাংলাদেশে প্রবেশ করেছে। (শূন্যস্থান পূরন করো)

Ans. পদ্মা

  1. পশ্চিমবঙ্গের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত? (এক কথায় উত্তর দাও)

Ans. 20 টি।

  1. সুন্দরী গাছে শ্বাসমূল থাকে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. ভাগীরথীর দুটি উপনদীর নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. ময়ুরাক্ষী ও অজয়।

  1. দামোদরের দুটি উপনদীর নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. কোনার ও বরাকর।

  1. সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? (এক কথায় উত্তর দাও)

Ans. তিস্তা।

  1. পার্বত্য অঞ্চলের মাটির রং কেমন হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. কালো বা ধূসর।

  1. পশ্চিমবঙ্গের একটি সেচ খালের নাম হল কংসাবতী বাঁধ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য।




No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();