Class 6th Geography Chapter -10 Questions And Answers MCQ, SAQ, LAQ | ষষ্ঠ শ্রেণীর ভূগোল দশম অধ্যায় আমাদের দেশ ভারত প্রশ্ন উত্তর | ক্লাস সিক্স ভূগোল দশম অধ্যায় প্রশ্ন উত্তর, সহায়িকা - SM Textbook

Fresh Topics

Friday, June 14, 2024

Class 6th Geography Chapter -10 Questions And Answers MCQ, SAQ, LAQ | ষষ্ঠ শ্রেণীর ভূগোল দশম অধ্যায় আমাদের দেশ ভারত প্রশ্ন উত্তর | ক্লাস সিক্স ভূগোল দশম অধ্যায় প্রশ্ন উত্তর, সহায়িকা

Class 6th Geography Chapter -10 Questions And Answers MCQ, SAQ, LAQ | ষষ্ঠ শ্রেণীর ভূগোল দশম অধ্যায় আমাদের দেশ ভারত প্রশ্ন উত্তর | ক্লাস সিক্স ভূগোল দশম অধ্যায় প্রশ্ন উত্তর, সহায়িকা



⬛ সঠিক উত্তরটি নির্বাচন করো ; প্রতিটি প্রশ্নের মান -১


1. নর্মদা ও তাপ্তী নদীর মোহানা― (বঙ্গোপসাগর/ আরব সাগর/খাম্বাত উপসাগর) |

উঃ খাম্বাত উপসাগর


2. ভারতের উত্তরভাগের পার্বত্য অঞ্চলের আকার — (ধনুকের মতো/সরলরেখার মতো / ত্রিভুজের মতো)।

উঃ ধনুকের মতো


3. ভারতের দীর্ঘতম নদী — (গঙ্গা/ব্রহ্মপুত্র / সিন্ধু)।

উঃ  গঙ্গা


4. পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হল— (নাথুলা / বানিহাল / থলঘাট)।

উঃ থলঘাট


5. মালাবার উপকূলের উপহ্রদগুলিকে বলে—(তাল/ দুন/ কয়াল) ।

উঃ কয়াল


6. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দ্বীপের সংখ্যা— (200/265/225)টি।

উঃ  265


7. শিবালিকের পাদদেশের ঘন বনভূমি হল—(তরাই/ দুন/কারেওয়া)।

উঃ  তরাই


৪. কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ—(এভারেস্ট/K2/ ধবলগিরি)।

উঃ  K₂


9. কোনো স্থানের—(অক্ষাংশগত দ্রাঘিমাগত /সামাজিক) অবস্থান সেই স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে)।

উঃ অক্ষাংশগত


10. মৌসুমি বায়ুর আগমন কাল বলে— (গ্রীষ্মকাল/বর্ষাকাল/শীতকাল)-কে।

উঃ বর্ষাকাল


11. মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল বলে— (গ্রীষ্মকাল / বর্ষাকাল/শরৎকাল)-কে।

উঃ শরৎকাল


12. (কলকাতার/ভোপালের/জয়পুরের)— তাপমাত্রা সমভাবাপন্ন প্রকৃতির। 

উঃ কলকাতা


13. পশ্চিমি ঝঞ্ঝার আগমন ঘটে—(ভূমধ্যসাগর/ আরব সাগর/বঙ্গোপসাগর) থেকে।

উঃ ভূমধ্যসাগর


14. ভারতে মৌসুমি বায়ুর প্রভাবে সর্বাধিক—(পরিচলন/শৈলোৎক্ষেপ/ঘূর্ণ) বৃষ্টি হয় |

উঃ শৈলোৎক্ষেপ

15. ঝুরঝুরে ও দানাযুক্ত মাটি হল – (লাল / পলি/মরু) মাটি।

উঃ মরু


16. জল ধারণক্ষমতা সর্বাপেক্ষা বেশি ― (লাল/মরু/কালো) মাটির।

উঃ কালো


17. তুলো, তামাক, চিনাবাদাম ভালো হয়—(মরু/ল্যাটেরাইট/কালো) মাটিতে।

উঃ কালো


18. দাক্ষিণাত্যের নীলগিরি অঞ্চলে দেখা যায় (লাল / কালো /পার্বত্য) মাটি।

উঃ পার্বত্য


19. বেশি সময় ধরে মাটি তৈরি হলে তা― (পরিণত/অপরিণত/শুষ্ক) মাটি হয় ।

উঃ পরিণত


20. মহারাষ্ট্র ও গুজরাতে – (কালো / লাল/পলি) মাটি বেশি পাওয়া যায় 

উঃ লাল


21. গঙ্গানদীর অববাহিকায় — (মরু/পলি/পার্বত্য) মাটি দেখা যায়

উঃ পলি


22. হিমালয় অঞ্চলে (পার্বত্য/পলি/মরু) মাটি দেখা যায়।

উঃ পার্বত্য


23. (মরু/পার্বত্য/পলি) — মাটিতে জৈবপদার্থ অধিক পরিমাণে থাকে ।

উঃ পার্বত্য


24. ভারতের ছোটোনাগপুর মালভূমিতে (পার্বত্য/ল্যাটেরাইট/পলি) মাটি দেখা যায়

উঃ ল্যাটেরাইট


25. (উদ্ভিদ/ জৈবপদার্থ/কেঁচো) –কে মাটির কধু বলা হয়।

উঃ কেঁচো

25. (উদ্ভিদ/ জৈবপদার্থ/কেঁচো) –কে মাটির কধু বলা হয়।

উঃ কেঁচো


26.. বদ্বীপ অঞ্চলে— (লাল/পলি /কালো) মাটি দেখা যায়।

উঃ পলি


27. (কালো/লাল/মরু)—মাটি রূপান্তরিত শিলা থেকে সৃষ্টি হয়

উঃ লাল


28. মরু অঞ্চলের মাটির জল ধারণক্ষমতা (কম/বেশি নেই)।

উঃ কম


29. ল্যাটেরাইট মাটি—(উর্বর/অনুর্বর/কোনোটিই নয়) হয় ।

উঃ অনুর্বর


30. অধিক মাত্রায় পশুচারণের ফলে মৃত্তিকাক্ষয়— (বৃদ্ধি/হ্রাস /একইরকম) হয় ।

উঃ বৃদ্ধি


31. ভারতে সবচেয়ে বেশি— (মরু/পলি/পার্বত্য) মাটি পাওয়া যায় 

উঃ পলি


32. মরু অঞ্চলের মাটিতে – (লবণ ও খনিজ পদার্থ/জৈবপদার্থ/জলধারণক্ষমতা) উপাদান বেশি থাকে।

উঃ লবণ ও খনিজ পদার্থ


33. রের মাটি বলতে – (লাল / কালো /পলি) মাটিকে বোঝায়

উঃ কালো


 সত্য / মিথ্যা নির্ণয় করো; প্রতিটি প্রশ্নের মান -১ 


1. পশ্চিমবঙ্গের পূর্বদিকে বাংলাদেশ অবস্থিত।

উঃ সত্য


2. এশিয়ার মধ্যে রাশিয়া ও চিন ভারত অপেক্ষা আয়তনে বড়ো।

উঃ সত্য


3. ভারত এশিয়া মহাদেশের পূর্বদিকে অবস্থিত।

উঃ মিথ্যা


4. অসমের কাজিরাঙা অভয়ারণ্য বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থানের মর্যাদা পেয়েছে।

উঃ সত্য


5. ভারতের একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হল সুন্দরবন 

উঃ মিথ্যা


6.ভারতের একটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য হল তাজমহল ।

উঃ মিথ্যা


7. বালিয়াড়ি দেখা যায় মরুভূমি এবং সমুদ্র উপকূলে ।

উঃ সত্য


8. উপদ্বীপীয় মালভূমির উত্তরদিকে সাতপুরা পর্বত অবস্থিত।

উঃ সত্য


9. কাবেরী নদী কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে।

উঃ সত্য


10. থর মরুভূমি ভারতের উত্তরাখন্ড রাজ্যে অবস্থিত।

উঃ মিথ্যা


11. লুনি নদীটি আরব সাগরে পড়েছে।

উঃ মিথ্যা


12. মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত।

উঃ সত্য


13. ব্রহ্মপুত্রের একটি উপনদী হল তিস্তা।

উঃ সত্য


14. দুন হল একপ্রকার পাহাড়।

উঃ মিথ্যা


15. ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সবচেয়ে বেশি

উঃ সত্য


16. ভারতের মালাবার উপকূলে বছরে দু-বার বৃষ্টিপাত হয় ।

উঃ মিথ্যা


17. দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে আম্রবৃষ্টি হয় 

উঃ সত্য


18. কালবৈশাখীকে অসমে বরদইছিলা বলে ।

উঃ সত্য


19. গ্রীষ্মকালে পাবর্ত্য অঞ্চলের তাপমাত্রা ভীষণ বেড়ে যায়

উঃ মিথ্যা


20. লু একটি শীতল ও আর্দ্র বায়ুপ্রবাহ ।

উঃ মিথ্যা


21. আঁধি দক্ষিণ ভারতে দেখা যায়।

উঃ মিথ্যা


22. দার্জিলিং সমুদ্রের কাছে অবস্থিত বলে সারাবছর ধরে ঠান্ডা থাকে।

উঃ মিথ্যা

⬛ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর; প্রতিটি প্রশ্নের মান -২/৩

1. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোটি ?

উঃ ভারতের দক্ষিণতম স্থলবিন্দু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। তবে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থল বিন্দু হল কন্যাকুমারি |


2. কর্কটক্রান্তিরেখা ভারতের কোন্ কোন্ রাজ্যের ওপর দিয়ে গেছে ?

উঃ  কর্কটক্রান্তিরেখা ভারতের মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাতের ওপর দিয়ে গেছে ।


3. ভারতে অনেক বিশ্ব-সাংস্কৃতিক ও বিশ্ব-প্রাকৃতিক ঐতিহ্য স্থান আছে ৷ সেগুলো সম্বন্ধে জানার চেষ্টা করো । 

উঃ ভারতের কয়েকটি বিশ্ব-সাংস্কৃতিক ঐতিহ্য স্থান হল— উত্তরপ্রদেশের আগ্রা ফোর্ট, জয়পুরের যন্তর মন্তর, উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রি প্রভৃতি । ভারতের কয়েকটি বিশ্ব-প্রাকৃতিক ঐতিহ্য স্থান হল— পশ্চিমঘাট পর্বতমালা, অসমের মানস বন্যপ্রাণী অভয়ারণ্য, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান সংরক্ষিত এলাকা প্রভৃতি ।


4. ভারতের চারদিকে কী কী আছে? 

উঃ ভারতের উত্তর-পশ্চিমে আছে পাকিস্তান ও আফগানিস্তান | উত্তরে আছে চিন, নেপাল, ভুটান। ভারতের পূর্বদিকে অবস্থান করছে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর। পশ্চিমে রয়েছে আরব সাগর। দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা।


5. নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোন্ কোন্ রাজ্যের সীমানা স্পর্শ করে আছে?

উঃ নেপালের সঙ্গে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমানা আছে। ভুটানের সঙ্গে অরুণাচল প্রদেশ, অসম, পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমানা আছে ।


6. পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন্ কোন্ রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে?

উঃ পশ্চিমবঙ্গ ছাড়া অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে।


7. উপসাগর ও উপদ্বীপ বলতে কী বোঝ ?

উঃ  তিনদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। যেমন—বঙ্গোপসাগর। অন্যদিকে, তিনদিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলা হয়। যেমন—ভারতের দক্ষিণদিক।


8. ভারতে বর্তমানে কতকগুলি রাজ্য আছে ও কী কী ?

উঃ ভারতে বর্তমানে রাজ্যের সংখ্যা হল 29টি। এগুলি হল-- অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, গোয়া, কেরল এবং তেলেঙ্গানা।


9. ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি ও কী কী?

উঃ ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 7টি। যথা—আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি, চণ্ডীগড়, দমন ও দিউ, পুদুচেরি, লাক্ষাদ্বীপ এবং দিল্লি। আবার দিল্লি হল জাতীয় রাজধানী অঞ্চল।


10. গঙ্গার চেয়ে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও গঙ্গা কেন ভারতের দীর্ঘতম নদী ?

উঃ  গঙ্গানদীর দৈর্ঘ্য প্রায় 2500 কিমি, অপরপক্ষে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য প্রায় 2900 কিমি। কিন্তু গঙ্গানদীর প্রায় বেশিরভাগ অংশই ভারতে অবস্থিত। অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের সামান্য অংশই ভারতে অবস্থিত। এই নদীর বেশিরভাগ অংশ তিববত এবং বাংলাদেশে অবস্থিত। এজন্যই ব্রহ্মপুত্রের পরিবর্তে গঙ্গাই ভারতের দীর্ঘতম নদী ।


11.  মানচিত্র পর্যবেক্ষণ করে বলোতো গুজরাত আর অন্ধ্রপ্রদেশ—এই দুটি রাজ্যের মধ্যে কার উপকূলরেখা বেশি দীর্ঘ ?

উঃ গুজরাতের উপকূলরেখা বেশি দীর্ঘ (‘ভারতের রাজনৈতিক মানচিত্র ও প্রতিবেশী দেশসমূহ' শীৰ্ষক মানচিত্রটি দ্যাখো')।


12. দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ নদী পূর্বদিকে প্রবাহিত হয়েছে কেন বলতে পারো?

উঃ ভারতের দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমদিকে পশ্চিমঘাট পর্বতমালা অবস্থিত। এটি একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত যার পশ্চিমদিকে উঁচু এবং পূর্বদিকে ধাপ সৃষ্টি করে নীচের দিকে নেমে গেছে | এজন্যই দাক্ষিণাত্যের অধিকাংশ নদী ভূমির ঢাল অনুসরণ করে পশ্চিম থেকে পূর্বদিকে প্রবাহিত হয়েছে। ব্যতিক্ৰম নর্মদা ও তাপ্তী, কারণ এই দুই নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় পশ্চিমবাহিনী ।


13. ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে বিভিন্ন অঞ্চলে ভাগ করো।

উঃ  ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা যায়। যথা—[1] উত্তরের পার্বত্য অঞ্চল, [2] উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, [3] উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, [4] পশ্চিমের মরু অঞ্চল, [5] উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। 


14. হিমালয়কে উত্তর-দক্ষিণে শ্রেণিবিভাগ করো।

উঃ হিমালয় পর্বতকে উত্তর-দক্ষিণে ওটি প্রধান ভাগে ভাগ করা হয়। যথা—[1] সর্বউত্তরে হিমালয়ের উচ্চতম অংশ হিমাদ্রি হিমালয়, [2] এরপর দক্ষিণে হিমাচল হিমালয় এবং [3] সর্বদক্ষিণে শিবালিক হিমালয়।

15. কাশ্মীর উপত্যকা কোথায় অবস্থিত? এটি বিখ্যাত কেন ?

উঃ  ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে হিমাদ্রি হিমালয় এবং পিরপাজ্জালের মধ্যবর্তী অংশে যে উপত্যকার সৃষ্টি হয়েছে, তাকে কাশ্মীর উপত্যকা বলা হয়। পিরপাঞ্জালের থেকে ধাপ সৃষ্টির মাধ্যমে এই উপত্যকা ক্রমশ নীচের দিকে নেমে এসেছে। এই ধাপগুলিকে কারেওয়া বলা হয়। এই উপত্যকাতেই ডাল ও উলার হ্রদ অবস্থিত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কাশ্মীর উপত্যকা বিখ্যাত এবং ভূস্বর্গ হিসেবে পরিচিত।


16. দুন, তাল ও তরাই বলতে কী বোঝ? 

উঃ শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকাগুলিকে দুন বলে। যেমন—দেরাদুন। অন্যদিকে, এই অংশের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। যেমন— নৈনিতাল। আবার, শিবালিক পর্বতের পাদদেশের স্যাঁতসেঁতে মৃত্তিকা ও ঘন অরণ্যাবৃত অঞ্চলকে তরাই বলে ৷ এর পূর্বদিকের অংশটি আবার ডুয়ার্স নামে পরিচিত।


17. উত্তরের সমভূমি অঞ্চল ঘনবসতিযুক্ত কেন? 

উঃ উত্তরের সমভূমি অঞ্চলটি গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র প্রভৃতি নদনদীর পলিগঠিত। তাই এই সমভূমি অঞ্চলের মাটি উর্বর ও কৃষিকাজের পক্ষে বিশেষ উপযোগী। এ ছাড়া সমতলভূমি হওয়ায় যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থাও উন্নত। এই সকল কারণে এই অঞ্চল অধিক ঘনবসতিযুক্ত।


18. ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন? 

উঃ  অসংখ্য ছোটো-বড়ো নদী ভারতে জালের ন্যায় বিস্তৃত হয়েছে। নদীগুলি ভারতের জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে, পানীয় জলের উৎস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য ভারতকে নদীমাতৃক দেশ বলে।


19.  ভারতের উপদ্বীপীয় মালভূমি সম্পর্কে লেখো । 

উঃ ভারতের দক্ষিণদিকে ত্রিকোণাকারে অবস্থিত উপদ্বীপীয় মালভূমির উত্তরে বিন্ধ্য, আরাবল্লি, সাতপুরা পর্বত অবস্থিত এবং পশ্চিমে পশ্চিমঘাট পর্বত, আনাইমালাই অবস্থিত। এ ছাড়া পূর্বে পূর্বঘাট পর্বত এবং দক্ষিণে নীলগিরি, পালনি পর্বত প্রভৃতি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা প্রায় 600 900 মিটার। মালভূমিটি পশ্চিম থেকে পূর্বদিকে ঢালু এবং উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ উঁচু। এর উত্তর-পশ্চিমাংশে লাভা মালভূমি বা ডেকান ট্র্যাপ অবস্থিত। 


20.  সিন্ধুনদের গতিপথ সম্পর্কে সংক্ষেপে লেখো ।

উঃ  তিব্বতের মানস সরোবরের নিকট সেঙ্গে খাবার প্রস্রবণ থেকে সিন্ধুনদের উৎপত্তি। এই নদী ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের ওপর দিয়ে উত্তর-পশ্চিমদিকে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। এরপর দক্ষিণ-পশ্চিমদিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। এর প্রধান উপনদীগুলি হল—[1] বিপাশা, [2] বিতস্তা, [3] চন্দ্রভাগা, [4] ইরাবতী ও [5] শতদ্রু । সিন্ধুর মোট দৈর্ঘ্য প্রায় 2900 কিমি। এর মধ্যে ভারতে আছে প্রায় 709 কিমি।

21. অন্তর্বাহিনী নদী কাকে বলে ?

উঃ  যে সকল নদী পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে দেশের অভ্যন্তরে কোনো হ্রদ বা জলাশয়ে পতিত হয়, তাদেরকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন— ভারতের রাজস্থানের মরুভূমি অঞ্চলের লুনি নদী।


22. কয়াল কী ?

উঃ  পশ্চিম উপকূলের দক্ষিণভাগ অর্থাৎ মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। এগুলি তিনদিক স্থলবেষ্টিত এবং একদিক সমুদ্রের দিকে উন্মুক্ত। যেমন— কেরল রাজ্যের ভেমবানাদ কয়াল ।


23. ভারতের দ্বীপপুঞ্জের পরিচয় দাও ।

উঃ ভারতের পূর্বদিকে বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। প্রায় 265টি ছোটো-বড়ো দ্বীপ নিয়ে এটি গঠিত। এই দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হল স্যাডল পিক। ব্যারেন ও নারকোন্ডাম এখানকার দুটি আগ্নেয়গিরি। অন্যদিকে, পশ্চিমদিকে আরব সাগরের বক্ষে লাক্ষা দ্বীপপুঞ্জ অবস্থিত। এটি প্রবালগঠিত দ্বীপপুঞ্জ ৷


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();