Kids gk in Bengali part-2 - SM Textbook

Fresh Topics

Wednesday, July 26, 2023

Kids gk in Bengali part-2

  Kids gk in Bengali part-2





প্রশ্ন-: শিক্ষক দিবস কবে পালিত হয়?

উত্তর -: 5 সেপ্টেম্বর

প্রশ্ন-: সূর্য কোন দিকে উদিত হয়?

উত্তর -: পূর্ব

প্রশ্ন-: স্বাদ কিসের দ্বারা জানা যায়?

উত্তর -: জিহ্বা দ্বারা

প্রশ্ন -: 1 সপ্তাহে কত দিন থাকে?

উত্তর -: 7 দিন

প্রশ্ন -: ভারতের জাতীয় সঙ্গীত কি?

উত্তর -: বন্দে মাতরম

প্রশ্ন-: আমাদের দেশ ভারত কবে স্বাধীন হয়?

উত্তর -: 15 আগস্ট 1947

প্রশ্ন-: ফলের রাজা বলা হয় কাকে?

উত্তর -: আম

প্রশ্ন-: স্বাধীনতা দিবস কবে পালিত হয়?

উত্তর -: 15 আগস্ট

প্রশ্ন -: আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত?

উত্তর -: ৭ম স্থান

প্রশ্ন-: পাঁচ নদীর দেশ বলা হয় কোনটিকে?

উত্তর -: পাঞ্জাব

প্রশ্ন -: ভারতের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর -: গঙ্গা নদী

প্রশ্ন -: কমলার রং কি?

উত্তর -: কমলা

প্রশ্ন-: ভারতের জাতির পিতা কে?

উত্তর -: মহাত্মা গান্ধী

প্রশ্ন-: ক্রিকেট খেলায় কতজন খেলোয়াড় খেলে?

উত্তর -: 11 জন খেলোয়াড়

প্রশ্ন -: সূর্য কোন দিকে অস্ত যায়?

উত্তর পশ্চিম

প্রশ্ন -: ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? (বাচ্চাদের জন্য জিকে প্রশ্ন)

উত্তর -: ডঃ রাজেন্দ্র প্রসাদ

প্রশ্ন -: কয়টি দিক আছে?

উত্তর -: 4টি দিক

প্রশ্ন-: আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে?

উত্তর -: 8

প্রশ্ন-: শহীদ ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয় কবে?

উত্তর -: 23 মার্চ 1931

প্রশ্ন-: কম্পিউটারের জনক কাকে বলা হয়?

উত্তর -: চার্লস ব্যাবেজ

প্রশ্ন-: আইপিএল কবে শুরু হয়?

উত্তর -: 2008

প্রশ্ন-: পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?

উত্তর -: সাতটি মহাদেশ

প্রশ্ন -: বছরের সব 12 মাসের নাম কি?

উত্তর -: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।

প্রশ্ন -: সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

উত্তর -: বৃহস্পতি

প্রশ্ন-: পাতার রং কেমন?

উত্তর -: সবুজ

প্রশ্ন-: লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ?

উত্তর -: মঙ্গলগ্রহ

প্রশ্ন-: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তর -: নীল নদ

প্রশ্ন-: চাল কী দিয়ে তৈরি?

উত্তর -: ধান

প্রশ্ন-: সকালে খাওয়া খাবারকে কী বলে?

উত্তর -: সকালের নাস্তা এবং নাস্তা

প্রশ্ন -: আকাশের রং কি? (বাচ্চাদের জন্য জিকে প্রশ্ন)

উত্তর -: নীল

প্রশ্ন-: রংধনুতে কয়টি রঙ থাকে?

উত্তর -: 7

প্রশ্ন -: ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর -: পন্ডিত জওহরলাল নেহেরু

প্রশ্ন -: ভারতের জাতীয় সঙ্গীত কি?

উত্তর -: জন-গণ-মন আধিনায়ক জয় হ্যায়

প্রশ্ন -: ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কি?

উত্তর -: ভারতরত্ন

প্রশ্ন -: জঙ্গলের রাজা কে?

উত্তর -: সিংহ

প্রশ্ন -: সবচেয়ে শিক্ষিত রাষ্ট্র কোনটি?

উত্তর -: কেরালা রাজ্য

প্রশ্ন-: চারমিনার কোথায় অবস্থিত?

উত্তর -: হায়দ্রাবাদ

প্রশ্ন -: কোন রাজ্যে সর্বাধিক মসলা উৎপাদন হয়?

উত্তর -: কেরালা

প্রশ্ন-: পাখি কোথায় থাকে?

উত্তর -: নীড়ে

প্রশ্ন-: ছাগলের কয়টি পা থাকে?

উত্তর -: 4

প্রশ্ন-: জলের রানী কাকে বলা হয়? (বাচ্চাদের জন্য জিকে প্রশ্ন)

উত্তর -: মাছ

প্রশ্ন-: পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?

উত্তর -: প্রশান্ত মহাসাগর

প্রশ্ন -: ভারতের জাতীয় ফুলের নাম কি?

উত্তর -: পদ্ম ফুল

প্রশ্ন -: ভারতীয় সেনাবাহিনীর তিনটি অংশ কি কি?

উত্তর -: সেনা, বিমান বাহিনী, নৌবাহিনী

প্রশ্ন-: ভারতের রাজধানী কোথায়?

উত্তর -: নয়াদিল্লি


প্রশ্ন -: মহাত্মা গান্ধীর পুরো নাম কি?

উত্তর -: মোহনদাস করমচাঁদ গান্ধী

প্রশ্ন-: ভারতের জাতীয় পাখি কোনটি?

উত্তর -: ময়ূর

প্রশ্ন -: তাজমহল কোথায় অবস্থিত?

উত্তর -: আগ্রা

প্রশ্ন -: 1 মিটারে কত সেন্টিমিটার আছে?

উত্তর -: 100 সেমি

প্রশ্ন-: পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?

উত্তর -: অস্ট্রেলিয়া

প্রশ্ন-: তাজমহল কে নির্মাণ করেন?

উত্তর -: শাহজাহান

প্রশ্ন-: স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? (বাচ্চাদের জন্য জিকে প্রশ্ন)

উত্তর -: আহমেদাবাদ

প্রশ্ন-: শিশু দিবস কবে পালিত হয়?

উত্তর -: 14 নভেম্বর

প্রশ্ন-: শিশুরা পণ্ডিত জওহরলাল নেহরুকে কী বলে ডাকত?

উত্তর -: চাচা নেহেরু

প্রশ্ন -: প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়?

উত্তর -: 26 জানুয়ারী

প্রশ্ন-: ইংরেজিতে কয়টি অক্ষর আছে?

উত্তর -: 26টি অক্ষর

প্রশ্ন-: কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

উত্তর -: উট

প্রশ্ন-: ১ বছরে কত মাস থাকে?

উত্তর -: 12 মাস

প্রশ্ন-: ১ বছরে কত দিন থাকে?

উত্তর -: 365 দিন

প্রশ্ন-: মানবদেহে কয়টি হাড় থাকে?

উত্তর -: 206 হাড়

প্রশ্ন-: মধু কি দিয়ে তৈরি? (বাচ্চাদের জন্য জিকে প্রশ্ন)

উত্তর -: মৌমাছি থেকে

প্রশ্ন -: ভারতীয় তেরঙার তিনটি রং কিসের প্রতীক?

উত্তর -: জাফরান - ত্যাগ ও ত্যাগের, সাদা - শান্তির এবং সবুজ - সবুজের

প্রশ্ন-: মহাত্মা গান্ধী কখন মৃত্যুবরণ করেন?

উত্তর -: 30 জানুয়ারী 1948

প্রশ্ন-: মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিল?

উত্তর -: নাথুরাম গডসে

প্রশ্ন -: ভারতীয় তেরঙ্গার নকশা কে করেছিলেন?

উত্তর -: পিঙ্গালী ভ্যাসেনিয়া


প্রশ্ন -: মিসাইল ম্যান নামে কে পরিচিত?

উত্তর -: ডঃ এপিজে আব্দুল কালাম

প্রশ্ন -: একটি ক্রিকেট দলে কতজন খেলোয়াড় থাকে?

উত্তর -: 11 জন খেলোয়াড়

প্রশ্ন -: শ্বাস নেওয়ার সময় আমরা কোন গ্যাস ব্যবহার করি এবং শ্বাস ছাড়ার সময় কোন গ্যাস ব্যবহার করি?

উত্তর -: আমরা শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্যাস এবং শ্বাস ছাড়ার সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করি।

প্রশ্ন-: আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর -: রাসবিহারী বসু

প্রশ্ন-: জনসংখ্যার দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত?

উত্তর -: দ্বিতীয় স্থানে

প্রশ্ন-: কাকে মশলার রানী বলা হয়?

উত্তর -: এলাচ

প্রশ্ন-: মহাভারত কে রচনা করেন?

উত্তর -: বেদ ব্যাস

প্রশ্ন -: ভগবান বুদ্ধের বাল্য নাম কি ছিল?

উত্তর -: সিদ্ধার্থ

প্রশ্ন -: মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা কে?

উত্তর -: বাচেন্দ্রী পাল

প্রশ্ন -: ভাঁকরা নাঙ্গল বাঁধ কোন রাজ্যে অবস্থিত?

উত্তর -: পাঞ্জাবে

প্রশ্ন -: ভারতের সংসদ কোথায় অবস্থিত? (বাচ্চাদের জন্য জিকে প্রশ্ন)

উত্তর -: দিল্লি

প্রশ্ন -: স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী কোথায় পতাকা উত্তোলন করেন?

উত্তর -: লাল কেল্লায়

প্রশ্ন-: ট্রেন থামাতে কোন রং ব্যবহার করা হয়?

উত্তর -: লাল রং

প্রশ্ন-: কোন দেশে মশা পাওয়া যায় না?

উত্তর -: ফ্রান্স

প্রশ্ন-: বৃষ্টির পর আকাশে কী দেখা যায়?

উত্তর -: রংধনু

প্রশ্ন-: রংধনুর সাতটি রঙের নাম কী?

উত্তর -: VIBGYOR
V: ভায়োলেট I: Indigo B: Blue G: Green Y: Yellow O: কমলা R: Red

প্রশ্ন-: কোন দেশ কখনো দাস ছিল না?

উত্তর -: নেপাল

প্রশ্ন-: পৃথিবীর আকৃতি কেমন?

উত্তর -: গোলাকার

প্রশ্ন-: মরিচের স্বাদ কেমন?

উত্তর -: তীক্ষ্ণ

প্রশ্ন-: জাপানের কোন শহরে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল?

উত্তর -: নাগাসাকি ও হিরোশিমায়

প্রশ্ন-: জাপানে কবে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়? (বাচ্চাদের জন্য জিকে প্রশ্ন)

উত্তর -: 1945

প্রশ্ন -: ভারতীয় জাতীয় সঙ্গীত জন-গণ-মনের রচয়িতা কে?

উত্তর -: রবীন্দ্র নাথ ঠাকুর

প্রশ্ন -: ভারতীয় জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের রচয়িতা কে?

উত্তর -: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্ন -: পবিত্র তীর্থস্থান অমরনাথ কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ জম্মু ও কাশ্মীর

প্রশ্ন-: উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোনটি?

উত্তর -: জাপান

প্রশ্ন -: আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?

উত্তর -: রাশিয়া

প্রশ্ন -: পৃথিবী তার অক্ষের উপর কত সময়ে এক গোল করে?

উত্তর -: 24 ঘন্টা

প্রশ্ন-: পৃথিবীর দীর্ঘতম প্রাণী কোনটি?

উত্তর -: জিরাফ

প্রশ্ন -: কত বছর পর কুম্ভ মেলার আয়োজন করা হয়?

উত্তর -: 12 বছর

প্রশ্ন -: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর -: জর্জ ওয়াশিংটন

প্রশ্ন -: ভিটামিন-বি এর অভাবে কোন রোগ হয়?

উত্তর -: বেরি-বেরি রোগ

প্রশ্ন-: সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই?

উত্তর -: ভিটামিন-ডি

প্রশ্ন -: ভারত কবে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল?

উত্তর -: 1983

প্রশ্ন-: হকির জাদুকর কাকে বলা হয়?

উত্তর -: মেজর ধ্যানচাঁদ

প্রশ্ন -: ফ্লাইং শিখ নামে পরিচিত কে?

উত্তর -: মিলখা সিং

প্রশ্ন -: কোন ক্রিকেটার 'দ্য ওয়াল' নামে পরিচিত? (বাচ্চাদের জন্য জিকে প্রশ্ন)

উত্তর -: রাহুল দ্রাবিড়

প্রশ্ন-: প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উত্তর -: 1914


প্রশ্ন-: স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কবে?

উত্তর -: 1857

প্রশ্ন -: আগ্রা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর -: যমুনা নদী

প্রশ্ন-: কার্গিল যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল?

উত্তর -: ভারত ও পাকিস্তানের মধ্যে

প্রশ্ন-: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তর -: মাউন্ট এভারেস্ট

প্রশ্ন-: চাঁদে পৌছানো প্রথম মানুষ কে?

উত্তর -: নিল আর্মস্ট্রং

প্রশ্ন -: আয়রন ম্যান নামে কে পরিচিত?

উত্তর -: সর্দার বল্লভভাই প্যাটেল

প্রশ্ন-: শূন্য কে আবিষ্কার করেন? (বাচ্চাদের জন্য জিকে প্রশ্ন)

উত্তর -: আর্যভট্ট

প্রশ্ন-: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়?

উত্তর -: মধ্যে

প্রশ্ন -: মহাত্মা গান্ধীর শেষ কথা কি ছিল?

উত্তর -: হে রাম


প্রশ্ন -: কোনার্কের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত?

উত্তর -: ওড়িশা

প্রশ্ন-: কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়?

উত্তর -: কোশী বা কোশী নদী

প্রশ্ন -: ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি?

উত্তর -: রাজা হরিশ্চন্দ্র

প্রশ্ন -: ভারতের প্রথম আলোচিত চলচ্চিত্র কোনটি?

উত্তর -: আলম আরা

প্রশ্ন-: ভারতের পতাকার নাম কি?

উত্তর -: তেরঙা

প্রশ্ন-: শান্তির প্রতীক হিসেবে পালিত হয়েছে কোন রঙ?

উত্তর -: সাদা


প্রশ্ন -: সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? (বাচ্চাদের জন্য জিকে প্রশ্ন)

উত্তর -: বুধ

প্রশ্ন-: ভারতের কয়েকটি প্রধান নদীর নাম বলুন?

উত্তরঃ গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, কৃষ্ণ, কাবেরী, নর্মদা ইত্যাদি।

প্রশ্ন -: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?

উত্তর -: চীন

প্রশ্ন-: পৃথিবীর ঘন বন কোনটি?

উত্তর -: আমাজন বন

প্রশ্ন-: বিশ্বের সবচেয়ে বেশি কথ্য ভাষা কোনটি?

উত্তর -: ম্যান্ডারিন, চীনের ভাষা

প্রশ্ন -: বিশ্ব যোগ দিবস কবে পালিত হয়?

উত্তর -: 21 জুন

প্রশ্ন-: বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?

উত্তর -: নাইট্রোজেন (78.09%)

প্রশ্ন-: পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?

উত্তর -: সাহারা মরুভূমি

প্রশ্ন-: পৃথিবীর দীর্ঘতম প্রাণী কোনটি?

উত্তর -: জিরাফ

প্রশ্ন -: গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত?

উত্তর -: মুম্বাই

প্রশ্ন-: দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল? (বাচ্চাদের জন্য জিকে প্রশ্ন)

উত্তর -: কলকাতা

প্রশ্ন-: জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্ম কবে?

উত্তর -: ২ অক্টোবর

প্রশ্ন -: ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত?

উত্তর -: দিল্লি

প্রশ্ন-: টেলিফোন কে আবিস্কার করেন?

উত্তর -: গ্রাহাম বেল


No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();